Cyclone Remal

Cyclone Remal alert: ধেয়ে আসছে রিমল, শিয়ালদহ ডিভিশনে হেল্পলাইন নম্বর চালু করল রেল

কলকাতা: আসছে ঘূর্ণিঝড় রিমল। রিমল নিয়ে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে শিয়ালদহ এবং হাওড়ায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এবার হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় রেল।

রিমলের প্রভাবে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে রাজ্যে। তাই বিপর্যয়ের সময়ে যে কোনও প্রয়োজনে ফোন করা যাবে শিয়ালদহ ডিভিশনের হেল্পলাইন নম্বরে। হেল্পলাইন নম্বর হল 03323508794, ঘূর্ণিঝড়ের সময় কোনও তথ্য জানতে বা সাহায্যের জন্য এই নম্বরে ফোন করা যাবে। এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে শিয়ালদহ ডিভিশনের সব বিভাগের সঙ্গে এবং বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেও।

রেলের হেল্পলাইন নম্বর।

রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রিমল। ল্যান্ডফল হতে পারে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। তবে, সাময়িক ভাবে ঝড়ের গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটারও।

রিমল নিয়ে রাজ্যের ৬ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলাগুলির মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।