Tag Archives: 21 July

Rain in South Bengal: এবারেও বৃষ্টিতে ভাসবে ২১ জুলাই? দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল হাওয়া অফিস

মাঝে মধ্যে স্থানীয় ভাবে বৃষ্টি হচ্ছে৷ কিন্তু তাতে ভ্যাপসা গরম কমছে না৷ আবহাওয়া দফতর জানিয়ে দিল, এ সপ্তাহের শেষ দিকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
মাঝে মধ্যে স্থানীয় ভাবে বৃষ্টি হচ্ছে৷ কিন্তু তাতে ভ্যাপসা গরম কমছে না৷ আবহাওয়া দফতর জানিয়ে দিল, এ সপ্তাহের শেষ দিকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ জুলাই শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে৷  নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ জুলাই শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে৷ নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।
রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় ওড়িশায় বেশি বৃষ্টির সম্ভাবনা।
একুশে জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ একাধিক জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
একুশে জুলাই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ একাধিক জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে  উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে  উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
১৭ থেকে ১৯ জুলাই ফেয়ারলি গোটা উত্তরবঙ্গ জুড়েই মোটের উপর ভাল বৃষ্টি হবে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত।
১৭ থেকে ১৯ জুলাই ফেয়ারলি গোটা উত্তরবঙ্গ জুড়েই মোটের উপর ভাল বৃষ্টি হবে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত।

21st July: ৫২/২৪ ফুট মঞ্চ, সিঁড়ির বদলে র‍্যাম্প! আর কী চমক? ধর্মতলায় শুরু ২১শে জুলাই সমাবেশের মঞ্চ তৈরির কাজ

কলকাতা: রেকর্ড ভিড় হবে, এটা ধরে নিয়েই এবার ২১শে জুলাইয়ের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দেবেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এবারের মঞ্চ -মূল মঞ্চ আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আর একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হচ্ছে ৪৮/২৪ ফুট। আরেকটা মঞ্চ হবে শহিদ পরিবারের সদস্যদের জন্য৷ যা হবে ৪০/২৪ ফুট। মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়৷ থাকতে পারে র‍্যাম্প। যার উচ্চতা হবে ১০,১১,১২ ফুট।

শহিদ দিবসে রেকর্ড জমায়েতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচন জেতার বিজয় সমাবেশ এবার পালন হবে। উত্তরের জেলাগুলো থেকে বেশি কর্মী-সমর্থক আনা লক্ষ্য। শুক্রবার থেকেই আসতে শুরু করবেন কর্মী-সমর্থকরা। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বৈঠকের ৮ দিনের মাথায় উচ্চ পর্যায়ের বৈঠক, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকে নবান্ন

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল। ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ-সহ, সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ একাধিক নেতা৷ ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে৷ পাশাপাশি দুটি মঞ্চ হবে। মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে৷ এছাড়া সংবাদমাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকবে৷

লোকসভা ভোটে এ বার ভালই সাফল্য পেয়েছে তৃণমূল। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ২৯টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, বিরোধী হিসাবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এ বারের ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এবারের ২১’শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এ বছরের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন শীর্ষ নেতারা।

21 July TMC meet: ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করল তৃণমূল, এবারের সমাবেশ কেন গুরুত্বপূর্ণ?

কলকাতা: ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল। এদিন ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ-সহ, সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ একাধিক নেতা৷ ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷

আরও পড়ুন: জিম্বাবোয়ে উড়ে যাওয়ার আগে পাসপোর্ট এবং মোবাইল হারিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটার

অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে৷ পাশাপাশি দুটি মঞ্চ হবে। মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে৷ এছাড়া সংবাদমাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকবে৷ লোকসভা ভোটে এ বার ভালই সাফল্য পেয়েছে তৃণমূল। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ২৯টি আসনে জয় পেয়ে রাজ্যের শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, বিরোধী হিসাবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এ বারের ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

এবারের ২১’শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এ বছরের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন মমতা-অভিষেক৷ সূত্রের খবর, শীঘ্রই খুঁটি পুজো করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে।