Tag Archives: AIIMS

Sitaram Yechury health update: আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক

নয়াদিল্লি: সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক। শ্বাস প্রশ্বাসে সমস‍্যা দেখা দেওয়ায় রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এখনও আইসিইউতেই রয়েছেন বর্ষীয়ান নেতা। দিল্লির এইএমস-এ ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে সিপিআইএম সূত্রে। মঙ্গলবার সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানান হয়েছে ইয়েচুরিরি শারীরিক অবস্থা।

সিপিআইএম সূত্রে খবর, গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে৷ তারপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

আরও পড়ুন: ‘আপেল খেলে দূরে থাকবে ডাক্তার’! প্রবাদ মেনেই রোজ খাচ্ছেন ‘উপকারী ফল’? বড় ভুল, কাদের, কখন খেতে নেই আপেল? জেনে নিন

অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে প্রবীণ ওই সিপিএম নেতাকে৷ মঙ্গলবার আরও অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।

সিপিআইএম সূত্রে গত বৃহস্পতিবার জানান হয় ইয়েচুরির শারীরিক অবস্থার সামান‍্য উন্নতি হয়েছে। তবে মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

AIIMS: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় সিদ্ধান্ত AIIMS-এর! আন্দোলনকারীদের কাছে ‘মানবিক’ আবেদন

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাল দিল্লি এইমস কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে কোনও জরুরি প্রয়োজনে গড়ে দেওয়া হল দুটি বিশেষ কমিটি। রোগী পরিষেবা স্বাভাবিক করার স্বার্থে চিকিৎসকদের কাছে এই আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এইমস কর্তৃপক্ষ একটি তথ্য প্রকাশ করে জানিয়েছিল, রেসিডেন্ট ডক্টরসদের কর্ম বিরতির জেরে হাসপাতালের রোগী ভর্তি কমে গিয়েছে ৫০ শতাংশ। বহির্বিভাগে রোগীর সংখ্যা কমেছে ৬৫ শতাংশ। অস্ত্রোপচার কমেছে ৮৫ শতাংশ। বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা কমেছে ৭৫ শতাংশ। ল্যাবরেটরি সার্ভিসেস কমেছে ২০ শতাংশ। এছাড়াও বিঘ্নিত হয়েছে আইসিইউ এবং ইমারজেন্সি সার্ভিস ছাড়া বাকি সব বিভাগের রোগী পরিষেবা।

আরও পড়ুন: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?

অন্যদিকে, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুর দুটোয় জরুরি বৈঠকে বসছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। দেশের সমস্ত রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে বৈঠকে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।