Tag Archives: Arabul Islam

Sports News: হাইজাম্পে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে আরাবুল ইসলাম!

উত্তর ২৪ পরগনা: বাবা দিন-মজুর। তাঁর‌ই ছেলে হাইজাম্পে স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। বাদুড়িয়ার আরাবুল ইসলাম রাজ্যের প্রতিশ্রুতিমান অ্যাথলিটদের অন্যতম।

আরও পড়ুন: রেল প্রকল্পে জমি দেওয়ার টাকা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ

দিন আনি দিন খাওয়া সংসারেই বড় হয়ে ওঠা এই কিশোরের। প্রবল শীতে ছেঁড়া কাঁথায় দিনযাপন ছোট্ট আরাবুল ইসলামের। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ার ১২ বছরের আরাবুল ইসলাম যশাইকাটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ইতিমধ্যেই সে জেলা হাইজাম্পে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে। ক’দিনের মধ্যে মধ্যমগ্রামে বাছাই করা ছেলেদের নিয়ে রাজ্যস্তরে খেলতে পাঠানোর জন্য অনুশীলন শুরু হবে। তাতেও স্বপ্ন দেখাচ্ছেন আরাবুল।

বাবা আলফাজ আলি দিনমজুরের কাজ করেন। পলিথিনের পলেস্তারা দিয়ে কোনওরকমে বাঁশের খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট আরাবুলের বাড়ি। সংসারে তেমন স্বাচ্ছলতা নেই। কিন্তু বাবা আফজলের স্বপ্ন, ছেলে একদিন সংসারের সব অভাব-অনটন মিটিয়ে দেবে। খেলাধুলোয় দেশের নাম উজ্জ্বল করবে। মা-বাবা দু’জনেই ক্ষেতমজুরের কাজ করেন। ছোট্ট আরাবুলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। স্কুলের পাশাপাশি পাড়ায় যে সব স্পোর্টসের ইভেন্ট আয়োজিত হয় সেখান থেকে প্রায় সব পুরস্কারই জিতে নেয় আরাবুল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3

আরাবুল জেলাস্তরে হাইজাম্পে প্রথম স্থান অধিকার করার পর তার স্কুলের প্রধান শিক্ষক অরুণ মণ্ডল বলছেন, আরাবুলের এই সাফল্য আমাদের চোখে আনন্দের অশ্রুধারা এনেছে। গর্ববোধ হয় ওর জন্য। আগামী দিনে ওর খেলার ক্ষেত্রে যাতে কোন‌ওরকম অসুবিধা না হয় তার জন্য সব রকমভাবে আমরা পাশে থাকব।

জুলফিকার মোল্লা

Arabul Islam Arrested: মিলল না স্বস্তি…২১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতেই আরাবুল ইসলাম! অস্ত্র আইনে রুজু মামলা

দক্ষিণবঙ্গ: গত বৃহস্পতিবারই কাশীপুর থেকে গ্রেফতার হয়েছেন ভাঙড়ে দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ৷ সেই মামলাতেই গতকাল কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতাকে৷ আজ, শুক্রবার তাঁকে বারুইপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷

এদিন বিকেল ৪টে ২৭ মিনিটে আদালতে তোলা হয় আরাবুলকে। তৃণমূল নেতাকে ১৪ দিনের জন্য হেফাজতে চায় পুলিশ৷ তারই সওয়াল করতে গিয়ে আরাবুল ইসলামের আইনজীবী বলেন, ‘‘পুলিশ সুয়োমোটো অভিযোগ করেছে, ঘটনাযর দিন ১টা১৫মিনিট নাগাদ আইএসএফ ও তৃণমূল কর্মীরা জমায়েত করছিল। এলাকায় ১৪৪ ধারা ছিল। তার পরেও প্রায় ৩০০০ মতো লোক ছিল। পরে ওই ঘটনায় আরও দুটো এফআইআর হয়।’’

আরও পড়ুন: স্লগ ওভারে জমিয়ে মাঠে নামছে শীত…শৈত্যপ্রবাহে কাঁপবে এই ৮ জেলা! রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

আরাবুলের আইনজীবীর দাবি করেন, ‘‘পুলিশ চাইলে আগে গ্রেফতার করতে পারত। ঘটনার দিন আরাবুল বিডিও অফিসে বসেছিলেন। সিসিটিভি ফুটেজ চেয়ে দেখতে পারেন। উনি জনপ্রতিনিধি। উনি পরিচিত মুখ। ওঁর প্রাণ সংশয় হয়েছিল। ওঁর গাড়ির ড্যাশ বোর্ডে বোমা রেখে ওঁকে মারার চেষ্টা করা হয়েছিল। আপনি কি মনে করেন ওঁর মতো পরিচিত মুখ জনতা জড়ো করে এমন ঘটনা ঘটাবেন! কেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হল না? ভাঙড় বিডিও ২ এর অফিসে ওই দিন সারাদিন বসে ছিলেন। কেন ওই সময় পুলিশ গ্রেফতার করল না?’’

এরপরেই আইনজীবী জানান, ‘‘উনি তিন বারের বিধায়ক, জেলা পরিষদের সদস্য ছিলেন। উনি অসুস্থ। ট্রিটমেন্ট চলছে। আমরা জামিন চাইছি না। জেল হেফাজতে রাখা হোক।’’

আরও পড়ুন: এবার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

তবে, সরকারি আইনজীবী পাল্টা দাবি করেন, ‘‘ ২৫/২৭ অস্ত্র আইন। ইএস অ্যাক্ট। এই ধারাগুলো দেখুন। ওঁর কী যোগসূত্র তদন্তে উঠে এসেছে, এঁর বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তা কেস ডায়েরিতে দেওয়া হয়েছে। ঘটনায় একজন মারা গিয়েছে। যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল তার কী কোনও লাইসেন্স ছিল?’’ যদিও আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি অস্বীকার করেন আরাবুলের আইনজীবী৷

দু’পক্ষের সওয়াল-জবাব শেষে আরাবুল ইসলামকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ওই দিন ফের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে৷

Arabul Islam Arrested: গ্রেফতার আরাবুল ইসলাম, পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার

কলকাতা: কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হল তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে৷ ভাঙড়ের দাপুটে নেতাকে কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল লালবাজারে৷ পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে৷ পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে৷ ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে৷ দীর্ঘ দিন ধরে ভাঙড়ে অশান্তির ঘটনায় বারবার নাম জড়িয়েছে আরাবুলের৷ আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ছিল৷ সেই কারণেই গ্রেফতার করা হল৷

আরাবুল ইসলাম ভাঙড়ের এক ত্রাসের নাম৷ বারংবার ভাঙড়ে একাধিক অশান্তিতে নাম জড়িয়েছে আরাবুলের৷ এর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন আরাবুল৷ তিনিই আবার গ্রেফতার হলেন৷ পঞ্চায়েত ভোটের সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়৷ সেই ঝামেলায় পুরোটাই আরাবুলের ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে৷ একাধিকবার আইএসএফের পক্ষ থেকেও আরাবুলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল৷ বৃহস্পতিবার আরাবুলকে ডাকা হয় উত্তর কাশিপুর থানায়৷ তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর পর সন্ধ্যে ছ’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়৷

পঞ্চায়েত ভোটের আগে, পরে বারংবার অশান্ত হয়েছে ভাঙড়৷ সেখানে বারংবার বোমা-গুলির শব্দে অশান্তি বারংবার চড়েছে৷ বাড়ির সামনেই পড়েছে বোমা৷ গুলি আর বোমার শব্দে ঢাকা থেকে ভাঙড়৷ তার পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ভাঙড়কে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের আওতায়৷ আরও বেশি নিরাপত্তা দিতেই করা হয় এই ব্যবস্থা৷ আর কলকাতা পুলিশের আওতায় আসার পরেই এই বড় পদক্ষেপ৷ এক কথায় ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুলকে জেলে পুরল পুলিশ৷

Newtown Land Scam: জলা ভরাট করে বেআইনি নির্মাণে বিস্ফোরক আরাবুল ইসলাম

Newtown Land Scam : জলা ভরাটে বিস্ফোরক Arabul Islam! একা কেউ একাজ করতে পারে না। জলা ভরাটে সবাই জড়িত। মন্তব্য ভাঙড়ের তৃণমূল নেতার। নিউটাউনের কাছে জলা বুজিয়ে বেআইনি নির্মাণের খবর গতকালই দেখাই আমরা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷