Tag Archives: Arijit Singh

Guess the Celebrity: এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়

*গায়কের প্রথম বলিউড গান সুপারহিট হলেও সহজে সাফল্য পাননি তিনি। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন তাঁকে সাফল্যের নেশায় বুঁদ হতে দেয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শৈশবের বন্ধুকে বিয়ে করেন। হাজার হাজার গান গেয়ে একজন গায়ক যে মর্যাদা পান, মাত্র ৬৫৫টি গান গেয়েই তাঁর মাথায় উঠেছে শ্রেষ্টত্বের মুকুট। সংগৃহীত ছবি। 
*গায়কের প্রথম বলিউড গান সুপারহিট হলেও সহজে সাফল্য পাননি তিনি। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন তাঁকে সাফল্যের নেশায় বুঁদ হতে দেয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শৈশবের বন্ধুকে বিয়ে করেন। হাজার হাজার গান গেয়ে একজন গায়ক যে মর্যাদা পান, মাত্র ৬৫৫টি গান গেয়েই তাঁর মাথায় উঠেছে শ্রেষ্টত্বের মুকুট। সংগৃহীত ছবি।
*এক ঘণ্টার কনসার্টের জন্য দেড় কোটি টাকা নেন এই সঙ্গীত শিল্পী। তাঁর গান শোনার জন্য আট থেকে আশি মুখিয়ে থাকে। তাঁর কনসার্টের টিকিট পেতে নাজেহাল হতে হয়। কিন্তু সাধারণ সময়ে লাইমলাইট থেকে অনেটকা দূরে তাঁর বাস। সরল জীবনযাপনে অভ্যস্ত। তাঁর সাধারণ বাড়ি দেখতে সারা দেশ থেকে পর্যটকরা পৌঁছে যান মুর্শিদাবাদ। সংগৃহীত ছবি। 
*এক ঘণ্টার কনসার্টের জন্য দেড় কোটি টাকা নেন এই সঙ্গীত শিল্পী। তাঁর গান শোনার জন্য আট থেকে আশি মুখিয়ে থাকে। তাঁর কনসার্টের টিকিট পেতে নাজেহাল হতে হয়। কিন্তু সাধারণ সময়ে লাইমলাইট থেকে অনেটকা দূরে তাঁর বাস। সরল জীবনযাপনে অভ্যস্ত। তাঁর সাধারণ বাড়ি দেখতে সারা দেশ থেকে পর্যটকরা পৌঁছে যান মুর্শিদাবাদ। সংগৃহীত ছবি।
*গায়কের পরিবারে তাঁর মা, মামা এবং মাসিও গানে পারদর্শী। 'মার্ডার' ছবির 'ফির মহব্বত' গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান। 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটি গেয়ে সকলের কাছে পৌঁছে যান। গানটি শুনে অনেকেই বুঝতে পেরেছিলেন ব্যক্তিগত জীবনের বেদনাই নাকি গান হয়ে ফুটে উঠেছিল। এখানে যার কথা বলা হয়েছে, তিনি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সংগৃহীত ছবি। 
*গায়কের পরিবারে তাঁর মা, মামা এবং মাসিও গানে পারদর্শী। ‘মার্ডার’ ছবির ‘ফির মহব্বত’ গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান। ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটি গেয়ে সকলের কাছে পৌঁছে যান। গানটি শুনে অনেকেই বুঝতে পেরেছিলেন ব্যক্তিগত জীবনের বেদনাই নাকি গান হয়ে ফুটে উঠেছিল। এখানে যার কথা বলা হয়েছে, তিনি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিংয়ের প্রথম বিয়ে টেকেনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। যদিও শীঘ্রই তাঁর শৈশবের বন্ধু কোয়েল রায় জীবনে আসেন। একে অপরের সঙ্গে ডেট করেন এবং তারপর বিয়ে। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিংয়ের প্রথম বিয়ে টেকেনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। যদিও শীঘ্রই তাঁর শৈশবের বন্ধু কোয়েল রায় জীবনে আসেন। একে অপরের সঙ্গে ডেট করেন এবং তারপর বিয়ে। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং শুধু ভারতের শীর্ষ গায়কই নন, অত্যন্ত ধনীও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা। তাঁর এক ঘণ্টার কনসার্টের জন্য খরচ হয় দেড় কোটি টাকা। একটি গান গাওয়ার জন্য ১০ লক্ষ টাকা নেন অরিজিৎ সিং। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং শুধু ভারতের শীর্ষ গায়কই নন, অত্যন্ত ধনীও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা। তাঁর এক ঘণ্টার কনসার্টের জন্য খরচ হয় দেড় কোটি টাকা। একটি গান গাওয়ার জন্য ১০ লক্ষ টাকা নেন অরিজিৎ সিং। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং চাইলে নিজের জন্য একাধিক বিলাসবহুল বাড়ি এবং গাড়ি কিনতে পারতেন। কিন্তু তা করেননি। সাধারণের মতোই জীবনযাপন করেন। একজন বিখ্যাত গায়কের সরল জীবনযাপন দেখে মানুষ অবাক হন। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং চাইলে নিজের জন্য একাধিক বিলাসবহুল বাড়ি এবং গাড়ি কিনতে পারতেন। কিন্তু তা করেননি। সাধারণের মতোই জীবনযাপন করেন। একজন বিখ্যাত গায়কের সরল জীবনযাপন দেখে মানুষ অবাক হন। সংগৃহীত ছবি।
*মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি। তার বাইরে একটি ছোট গাড়ি পার্ক করা থাকে। দূর-দূরান্ত থেকে তাঁর ভক্তরা আসেন বাড়ি দেখতে। নিজে স্কুটি চালিয়ে দিনে বা রাতে এলাকায় ঘুরে বেড়ান পাড়ার ছেলে হয়েই। বাচ্চাদের স্কুলে নিয়ে যান নিজে, সেখানে অভিভাবকদের মিটিংয়েও  উপস্থিত থাকেন। সংগৃহীত ছবি। 
*মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি। তার বাইরে একটি ছোট গাড়ি পার্ক করা থাকে। দূর-দূরান্ত থেকে তাঁর ভক্তরা আসেন বাড়ি দেখতে। নিজে স্কুটি চালিয়ে দিনে বা রাতে এলাকায় ঘুরে বেড়ান পাড়ার ছেলে হয়েই। বাচ্চাদের স্কুলে নিয়ে যান নিজে, সেখানে অভিভাবকদের মিটিংয়েও  উপস্থিত থাকেন। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং 'ইন্ডিয়ান আইডল' জিততে না পারলেও তার গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। ইউটিউবে মানুষ তাঁর গান শোনে পাগলের মতো। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং ‘ইন্ডিয়ান আইডল’ জিততে না পারলেও তার গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। ইউটিউবে মানুষ তাঁর গান শোনে পাগলের মতো। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং শুধু বলিউড নয়, ভারতের শীর্ষ গায়কের মর্যাদা পেয়েছেন ইতিমধ্যেই। ৯টি ভাষায় ৬৫৫টি গান গেয়ে তিনি ভারতের জনপ্রিয় গায়কের শিরোপা কুড়িয়ে নিয়েছেন। সংগৃহীত ছবি। 
*অরিজিৎ সিং শুধু বলিউড নয়, ভারতের শীর্ষ গায়কের মর্যাদা পেয়েছেন ইতিমধ্যেই। ৯টি ভাষায় ৬৫৫টি গান গেয়ে তিনি ভারতের জনপ্রিয় গায়কের শিরোপা কুড়িয়ে নিয়েছেন। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং খুব ধনী এবং প্রতি মিউজিক কনসার্টে দেড় কোটি টাকা নেন, তবে সাধারণ জীবনযাপন করেন। তাঁর একটি সাধারণ বাড়ি এবং একটি সাধারণ গাড়ি রয়েছে, যা সারা দেশ থেকে পর্যটকরা শহরে পৌঁছয়। সংগৃহীত ছবি।
*অরিজিৎ সিং খুব ধনী এবং প্রতি মিউজিক কনসার্টে দেড় কোটি টাকা নেন, তবে সাধারণ জীবনযাপন করেন। তাঁর একটি সাধারণ বাড়ি এবং একটি সাধারণ গাড়ি রয়েছে, যা সারা দেশ থেকে পর্যটকরা শহরে পৌঁছয়। সংগৃহীত ছবি।

Fame Gurukul Qazi Touqeer: অরিজিতকে তুড়িতে উড়িয়েছিলেন! ছাড়েননি একচুল জমি! সময়ের আগেই হারিয়ে গেলেন কাজী

বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু'জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু’জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
'ফেম গুরুকুল' জেতার পর কাজীকে 'কাশ্মীরের নায়ক'-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
‘ফেম গুরুকুল’ জেতার পর কাজীকে ‘কাশ্মীরের নায়ক’-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
'ফেম গুরুকুল'-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
‘ফেম গুরুকুল’-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
২০১৫ সালে 'ফ্যান্টম' ছবিতে 'আফগান জালেবি' গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জালেবি’ গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
'ফেম গুরুকুল'-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
‘ফেম গুরুকুল’-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।

Arijit Singh: জড়িয়ে ধরেই সটান চুম্বন! তারপর জোর করেই অরিজিৎকে…, এমনটা কে করল? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

কলকাতা: বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷ নিজের প্রতিভার জেরেই দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷

কখনও দুবাই তো কখনও কলকাতা বিশ্বের একাধিক জায়গায় শো করেন জনপ্রিয় গায়ক৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ তবে স্টেজ শো চলাকালীন একাধিক সমস্যায় পড়তে হয় গায়ককে৷ এবারও তার অন্যথা হল না৷ তবে এবার যেটা ঘটল ভরা মঞ্চে তাতে যেমন চরম অস্বস্তিতে পড়লেন গায়ক, তেমনই সকলেই দেখে হতবাক৷

 

View this post on Instagram

 

A post shared by Saroj_arijit (@arijitsingh_sd)

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সম্প্রতি অরিজিৎ সিংয়ের ফ্যান পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে গান গাইছেন গায়ক৷ গান গাইতে গাইতে অনুরাগীদের সঙ্গে হাতও মেলাচ্ছেন অরিজিৎ সিং৷ আর তখনই আচমকা এক ভক্ত সমস্ত বেড়াজাল টপকে সোজা মঞ্চে উঠে পড়েন৷ তারপরেই অরিজিৎকে জড়িয়ে ধরে জাপটে ধরে সটান চুমু খান৷ পুরো ঘটনায় তিনি হতবাক হয়ে যান৷ যদিও ভক্তের ভালবাসায় হেসে ফেলে ভক্তকে জড়িয়ে ধরেন৷ তারপরই পা ছুঁয়ে অরিজিৎকে প্রণাম করেন ভক্ত৷ তখনই বডিগার্ড এসে তাকে স্টেজ থেকে নামিয়ে দেন৷ ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া৷

Shaan-Arijit Singh: অরিজিতের জন্যই অবহেলিত শান? শাহরুখের সিনেমা থেকে সরিয়ে দেওয়া হল গান! বিস্ফোরক দাবি বাঙালি গায়কের

Shaan-Arijit Singh: বলিউড গায়ক শান। এক নামেই পরিচিত। ৯০ দশকে হিন্দি ছবির গানের জগতে রাজত্ব করেছেন তিনি। একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন শান। এখনও সেই সমস্ত গানের সুর মানুষের মুখে মুখে।
Shaan-Arijit Singh: বলিউড গায়ক শান। এক নামেই পরিচিত। ৯০ দশকে হিন্দি ছবির গানের জগতে রাজত্ব করেছেন তিনি। একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন শান। এখনও সেই সমস্ত গানের সুর মানুষের মুখে মুখে।
Shaan-Arijit Singh: সম্প্রতি তিনি শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতে একটি গান গেয়েছিলেন। কিন্তু পরে সিনেমা থেকে সেই গানটি সরিয়ে দেওয়া হয়। একটি সাক্ষাৎকারে শান জানান, তাঁর ট্র্যাক বাদ দিয়ে অরিজিৎ সিংয়ের ‘ও মাহি’ গানটি রাখা হয়েছে।
Shaan-Arijit Singh: সম্প্রতি তিনি শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতে একটি গান গেয়েছিলেন। কিন্তু পরে সিনেমা থেকে সেই গানটি সরিয়ে দেওয়া হয়। একটি সাক্ষাৎকারে শান জানান, তাঁর ট্র্যাক বাদ দিয়ে অরিজিৎ সিংয়ের ‘ও মাহি’ গানটি রাখা হয়েছে।
Shaan-Arijit Singh: নির্মাতাদের গান বাদ দেওয়া নিয়ে শান বলেন, “আমি খুবই উত্তেজিত ছিলাম যে শাহরুখ খানের জন্য একটি গান গাইতে পেরেছি। কিন্তু কিছু কারণে এই গানটি সরিয়ে দেওয়া হয় অন্য একটি গানের জন্য। ‘ও মাহি’ গানটি সেই সাউন্ডট্র্যাকের জনপ্রিয় গান হয়ে উঠেছে, যেখানে আমার গানটি রাখার কথা ছিল।”
Shaan-Arijit Singh: নির্মাতাদের গান বাদ দেওয়া নিয়ে শান বলেন, “আমি খুবই উত্তেজিত ছিলাম যে শাহরুখ খানের জন্য একটি গান গাইতে পেরেছি। কিন্তু কিছু কারণে এই গানটি সরিয়ে দেওয়া হয় অন্য একটি গানের জন্য। ‘ও মাহি’ গানটি সেই সাউন্ডট্র্যাকের জনপ্রিয় গান হয়ে উঠেছে, যেখানে আমার গানটি রাখার কথা ছিল।”
Shaan-Arijit Singh: একই সিনেমায় ‘ও মাহি’ ছাড়াও ‘লুট পুট গ্যায়া’ গানটি গেয়েছেন অরিজৎ। কিন্তু শানের একটি গানও সিনেমার গানের তালিকায় নেই আর। তবে কি এক বাঙালি গায়কের জন্যই অন্য বাঙালি গায়ক অবহেলিত হচ্ছেন মুম্বইয়ের গানের জগতে।
Shaan-Arijit Singh: একই সিনেমায় ‘ও মাহি’ ছাড়াও ‘লুট পুট গ্যায়া’ গানটি গেয়েছেন অরিজৎ। কিন্তু শানের একটি গানও সিনেমার গানের তালিকায় নেই আর। তবে কি এক বাঙালি গায়কের জন্যই অন্য বাঙালি গায়ক অবহেলিত হচ্ছেন মুম্বইয়ের গানের জগতে।
Shaan-Arijit Singh: এর আগে ২০১৭ সালে অরিজিৎকে তুলনা করা হলে শান বলেছিলেন, ‘‘আমি মনে করি না সঙ্গীতে কোনও প্রতিযোগিতা আছে। আপনি নিজের জায়গা খুঁজে বের করতে পারছেন কিনা সেটাই বড় কথা।’’
Shaan-Arijit Singh: এর আগে ২০১৭ সালে অরিজিৎকে তুলনা করা হলে শান বলেছিলেন, ‘‘আমি মনে করি না সঙ্গীতে কোনও প্রতিযোগিতা আছে। আপনি নিজের জায়গা খুঁজে বের করতে পারছেন কিনা সেটাই বড় কথা।’’
Shaan-Arijit Singh: শানের কথায়, ‘‘আমি বিশ্বাস করি আমি যে কোনও নতুন শিল্পীকে টক্কর দিতে পারি। এমনকি অরিজিতের সঙ্গেও। এটাই আমার নিজের সম্পর্কে ধারণা। আমি এখনও প্রাসঙ্গিক।’’
Shaan-Arijit Singh: শানের কথায়, ‘‘আমি বিশ্বাস করি আমি যে কোনও নতুন শিল্পীকে টক্কর দিতে পারি। এমনকি অরিজিতের সঙ্গেও। এটাই আমার নিজের সম্পর্কে ধারণা। আমি এখনও প্রাসঙ্গিক।’’

Arijit Singh Holi Video: পড়ুয়াদের আবদার মেনে স্কুটি থামালেন অরিজিত্‍! তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদ: তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় মানুষকে। কিন্তু যদি কেও হাতের কাছে পেয়ে যান প্রিয় গায়ক অরিজিৎ সিংকে, তাহলে তো আর কথাই নেই।

রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন গায়ক অরিজিৎ সিং। আর তাঁকে দেখতে পেতেই রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের আবদার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক নিজে।

Arijit Singh in Holi: সাদা পাঞ্জাবীতে জিয়াগঞ্জের পথে স্কুটি নিয়ে অরিজিৎ সিং! কচিকাঁচাদের সঙ্গে মাতলেন রঙ খেলায়

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় মানুষকে। কিন্তু যদি কেও হাতের কাছে পেয়ে যান প্রিয় গায়ক অরিজিৎ সিংকে, তাহলে তো আর কথাই নেই।

বসন্ত উৎসব মানেই আবীর গুলালে রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরোনো, মলিন তা ত্যাগ করে নতুন রং-এ রঙিন হয়ে ওঠবার মুহুর্ত। রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন গায়ক অরিজিৎ সিং। আর তাঁকে দেখতে পেতেই রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের আবদার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক নিজে।

আরও পড়ুন : কোলেস্টেরলে জেরবার? হৃদরোগ থেকে বাঁচতে কোলেস্টেরল কমান এই সহজ টিপসে

নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালির অরিজিৎ সিং, যাকে জিয়াগঞ্জে সোমু নামেই সকলে চেনেন৷ তবে তাঁর মধ্যে না থাকে কোনও চাকচিক্য, না মিথ্যা গ্ল্যামারের চশমা থাকে তাঁর চোখে৷ তাই তাঁকেও রাঙিয়ে দেওয়া হল রঙিন বসন্তে। পড়ুয়াদের থেকেও রঙ মেখে নেন মুখে, তার পরেই তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চলে যান তার গন্তব্যর উদ্দেশ্যে। তবে হঠাৎই প্রিয় গায়ক অরিজিৎ সিং-কে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা। সম্প্রতি পুণায় তিনি তাঁর শো করেছেন। শো করে ইতিমধ্যেই ফিরে এসেছেন তাঁর বাড়িতে। সারা দেশ যখন হোলির উৎসবে মাতোয়ারা, তখন গায়ক নিজে জিয়াগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আর তাঁকে রাস্তায় এক ঝলক দেখতে পেয়ে পথ আটকে তাকে রঙে রঙিন করে দেওয়া হয়।

Arijit Singh: দোলের দিন অরিজিৎ কী করলেন জানেন? এত বড় গায়ককে এই রূপে দেখে মুগ্ধ জিয়াগঞ্জ

তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাদের প্রিয় মানুষ থেকে সকলকেই। কিন্তু যদি কেউ হাতের কাছে পেয়ে যান প্রিয় মানুষ গায়ক অরিজিৎ সিং-কে, তাহলে তো আর কথায় নেই।
তিনি গায়ক। মাটির মানুষ হিসেবেই সবাই জানে। আজ বসন্ত উৎসব। অন্যদিকে অনেক জায়গায় রঙের উৎসবে রাঙিয়ে দিচ্ছেন তাদের প্রিয় মানুষ থেকে সকলকেই। কিন্তু যদি কেউ হাতের কাছে পেয়ে যান প্রিয় মানুষ গায়ক অরিজিৎ সিং-কে, তাহলে তো আর কথায় নেই।
আজ বসন্ত উৎসব। আবীর গুলালে রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরোনো, মলিন তা ত্যাগ করে নতুন রং-এ রেঙে উঠবার মূহুর্ত।
আজ বসন্ত উৎসব। আবীর গুলালে রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরোনো, মলিন তা ত্যাগ করে নতুন রং-এ রেঙে উঠবার মূহুর্ত।
সোমবার রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় গায়ক অরিজিৎ সিং। আর অরিজিৎ সিং কে দেখতে পেতেই রাস্তায় তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। তাদের আব্দার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক।
সোমবার রঙের উৎসবের দিনে স্কুটি নিয়ে রাস্তায় গায়ক অরিজিৎ সিং। আর অরিজিৎ সিং কে দেখতে পেতেই রাস্তায় তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। তাদের আব্দার মেনেই নিজের স্কুটি থামিয়ে দেন গায়ক।
নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালির অরিজিৎ সিং, যাকে জিয়াগঞ্জে সোমু নামেই সকলে চেনেন৷ তবে তার মধ্যে না থাকে কোনও চাকচিক্য না মিথ্যা গ্ল্যামারের চশমা থাকে তাঁর চোখে৷ তাই তাঁকেও রাঙিয়ে দেওয়া হল রঙিন বসন্তে।
নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালির অরিজিৎ সিং, যাকে জিয়াগঞ্জে সোমু নামেই সকলে চেনেন৷ তবে তার মধ্যে না থাকে কোনও চাকচিক্য না মিথ্যা গ্ল্যামারের চশমা থাকে তাঁর চোখে৷ তাই তাঁকেও রাঙিয়ে দেওয়া হল রঙিন বসন্তে।
পাড়ার ছাত্র ও ছাত্রী তাদের থেকেও রঙ মেখে নেন মুখে, তারপরেই তিনি তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চলে যান তার গন্তব্যর উদ্দেশ্যে। তবে হঠাৎই প্রিয় গায়ক অরিজিৎ সিং-কে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা।
পাড়ার ছাত্র ও ছাত্রী তাদের থেকেও রঙ মেখে নেন মুখে, তারপরেই তিনি তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চলে যান তার গন্তব্যর উদ্দেশ্যে। তবে হঠাৎই প্রিয় গায়ক অরিজিৎ সিং-কে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ছাত্রীরা।
সম্প্রতি পুনেতে তার শো করেছেন। শো করে ইতি মধ্যেই ফিরে এসেছেন তাঁর বাড়িতে। সারা দেশ যখন হোলির উৎসবে মাতোয়ারা, তখন গায়ক নিজে জিয়াগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আর তাঁকে রাস্তায় এক ঝলক দেখতে পেয়ে পথ আটকে তাঁকে রঙে রঙিন করে দেওয়া হয়।
সম্প্রতি পুনেতে তার শো করেছেন। শো করে ইতি মধ্যেই ফিরে এসেছেন তাঁর বাড়িতে। সারা দেশ যখন হোলির উৎসবে মাতোয়ারা, তখন গায়ক নিজে জিয়াগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আর তাঁকে রাস্তায় এক ঝলক দেখতে পেয়ে পথ আটকে তাঁকে রঙে রঙিন করে দেওয়া হয়।

অরিজিৎ সিং-এর গলায় গান গেয়ে ভাইরাল পোস্ট অফিসের কর্মী! দেখুন ভিডিও

গান-ই তার ধ্যান জ্ঞান। গানকে ভালবেসে গানের সঙ্গেই বেঁচে থাকা। শখ এবং পেশা আলাদা হলেও, পেশার সঙ্গে শখকে মিশিয়ে দিব্যি প্রতিটা দিন কাটাচ্ছেন এই যুবক। পেশাগত ভাবে তিনি একজন পোস্ট অফিসের কর্মী।

Arijit Singh Love Story: দ্বিতীয়বার গোপনে বিয়ে, তারপর…! অরিজিৎ-কোয়েলের ‘এই’ সিক্রেট জানলে ঘুম উড়বে, বলুন তো কে প্রথম প্রপোজ করেছিল?

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷  বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷
নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন বাংলার সোনার ছেলে৷  দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ এমনকি তাঁর ব্যক্তিগত জীবন জানতেও সকলে আগ্রহী৷
নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন বাংলার সোনার ছেলে৷ দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ এমনকি তাঁর ব্যক্তিগত জীবন জানতেও সকলে আগ্রহী৷
দিনকয়েক আগেই আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জিতে নিয়েছেন অরিজিৎ সিং৷ স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে জামনগরে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ৷ যদিও বেশিরভাগ লাইভ পারফরমেন্সেই কোয়েলকে দেখা যায় অরিজিতের সঙ্গে৷
দিনকয়েক আগেই আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জিতে নিয়েছেন অরিজিৎ সিং৷ স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে জামনগরে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ৷ যদিও বেশিরভাগ লাইভ পারফরমেন্সেই কোয়েলকে দেখা যায় অরিজিতের সঙ্গে৷
অরিজিতের সমস্ত ভক্তরাই কম-বেশি জানেন গায়কের দ্বিতীয় স্ত্রী কোয়েল৷ তবে লাভ লাইভ নিয়ে বরাবরই স্পিকটি নট অভিনেত্রী৷ সম্প্রতি গায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এই ভিডিওতেই কোয়েল ও অরিজিতের সিক্রেট ফাঁস হয়েছে৷
অরিজিতের সমস্ত ভক্তরাই কম-বেশি জানেন গায়কের দ্বিতীয় স্ত্রী কোয়েল৷ তবে লাভ লাইভ নিয়ে বরাবরই স্পিকটি নট অভিনেত্রী৷ সম্প্রতি গায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এই ভিডিওতেই কোয়েল ও অরিজিতের সিক্রেট ফাঁস হয়েছে৷
সাক্ষাৎকারে অরিজিৎকে প্রশ্ন করা হয়, কে প্রথম প্রপোজ করেছিল? লাজুক হেসে অরিজিৎ বলেন, 'আমিই'৷ গান গেয়ে প্রপোজ নাকি নর্মাল? এটা শুনে খানিকটা চমকে যান তিনি৷ তারপর বলেন, একদম সাধারণ ভাবেই প্রপোজ করি৷
সাক্ষাৎকারে অরিজিৎকে প্রশ্ন করা হয়, কে প্রথম প্রপোজ করেছিল? লাজুক হেসে অরিজিৎ বলেন, ‘আমিই’৷ গান গেয়ে প্রপোজ নাকি নর্মাল? এটা শুনে খানিকটা চমকে যান তিনি৷ তারপর বলেন, একদম সাধারণ ভাবেই প্রপোজ করি৷
অরিজিৎ সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকে একে অপরকে চিনতাম৷ একসঙ্গে পড়াশোনা করতাম৷ সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম আর তারপর পরিণতি৷
অরিজিৎ সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকে একে অপরকে চিনতাম৷ একসঙ্গে পড়াশোনা করতাম৷ সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম আর তারপর পরিণতি৷
বিয়ের প্রসঙ্গ উঠতেই কোয়েল একটু  ভেবে চিন্তে জবাব দেন৷ গায়কের স্ত্রী বলেন, আবার হিসেব করতে হবে৷ আমাদের তো আসলে গোপন বিয়ে ছিল৷ জানা যায়, ২০১৪ সালে মন্দিরে বিয়ে করেন অরিজিৎ ও কোয়েল৷ আপাতত ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার অরিজিৎ সিংয়ের৷
বিয়ের প্রসঙ্গ উঠতেই কোয়েল একটু ভেবে চিন্তে জবাব দেন৷ গায়কের স্ত্রী বলেন, আবার হিসেব করতে হবে৷ আমাদের তো আসলে গোপন বিয়ে ছিল৷ জানা যায়, ২০১৪ সালে মন্দিরে বিয়ে করেন অরিজিৎ ও কোয়েল৷ আপাতত ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার অরিজিৎ সিংয়ের৷

Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত রাধিকার প্রাক-বিবাহ! অরিজিৎ, শ্রেয়া ঘোষাল, অ্যাকনের পারফরম্যান্স! রাতেই মহা আরতিতে ‘মহা আকৰ্ষণ’

জামনগর : জামনগরে উৎসব। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ উদযাপনে তিন দিন ব্যাপী উৎসবের শেষ রজনী আজ। প্রাক-বিবাহ উৎসব আজ সেই গ্র্যান্ড ফিনালের স্বাক্ষী হতে চলেছে জামনগর।

ইতিমধ্যেই হাজির হয়েছেন দেশি বিদেশী অতিথি থেকে বড় বড় নামি দামি তারকারা। আজ রাতের অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি গলা মিউজিক্যাল পারফরম্যান্স। আন্তর্জাতিক মানের এই সঙ্গীত আকর্ষণে থাকছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো দেশি তারকাদের পাশাপশি আন্তর্জাতিক তারকারাও।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য ‘গ্র্যান্ড’ সুখবর…! মার্চ মাসে নয় নয়দিন স্কুল-কলেজ ছুটি! মিলবে লং উইকেন্ড? দেখে নিন ছুটির তালিকা..

গত রাতের আকর্ষণ ছিল দিলজিৎ দোসাঞ্জের একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং বলিউডের তিন খান, এসআরকে, আমির এবং সলমান খানের একযোগে নাচ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে সেই নাচ।

আজ তৃতীয় দিনের আকর্ষণের অন্যতম নায়ক অরিজিৎ সিং দুপুরেই পৌঁছেছেন জামনগর বিমানবন্দরে। তাঁর অভ্যর্থনায় কোনও কমতি ছিল না এয়ারপোর্টে। তৃতীয় দিন, অর্থাৎ উৎসবের শেষ দিন আজ। আজকের সন্ধ্যার পোষাক কোডের নামকরণ করা হয়েছে ‘হস্তক্ষর’ যা মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। আজ একটি মহা আরতি হবে শেষ আকর্ষণ হিসেবে। তাতে দেশ বিদেশের ১৫ জনেরও বেশি শিল্পী পারফর্ম করতে চলেছেন।