Tag Archives: ATM Card

General Knowledge: বলুন তো ‘ATM’ শব্দের ফুলফর্ম কী? ৯৯% মানুষ যা ভাবছেন তা ভুল কিন্তু

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভাল বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভাল বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ATM- এর ফুল ফর্ম কী? বর্তমানে আমরা সকলেই কমবেশি ATM ব‍্যবহার করে থাকি টাকা তোলার জন‍্য। ব‍্যাঙ্কের লম্বা লাইন থেকে মুক্তি দিয়েছে ATM।
তবে, রোজ ব‍্যবহার করলেও অনেকেই জানেন না ATM-এর পুরো কথা কী? অনেকের মনে হয় ATM- এর কোনও ফুলফর্ম নেই। আবার অনেকের মতে যেহেতু সবসময় টাকা পাওয়া যায় তাই তার পুরো কথা 'All Time Money'।
তবে, রোজ ব‍্যবহার করলেও অনেকেই জানেন না ATM-এর পুরো কথা কী? অনেকের মনে হয় ATM- এর কোনও ফুলফর্ম নেই। আবার অনেকের মতে যেহেতু সবসময় টাকা পাওয়া যায় তাই তার পুরো কথা ‘All Time Money’।
কিন্তু না একেবারেই নয়। ATM-এর পুরো কথা হল Automated teller machine। বর্তমানে, ব‍্যাঙ্কে না গিয়েও ব‍্যাঙ্কের সমস্ত কাজ এই মেশিনে করা যায়।

কিন্তু না একেবারেই নয়। ATM-এর পুরো কথা হল Automated teller machine। বর্তমানে, ব‍্যাঙ্কে না গিয়েও ব‍্যাঙ্কের সমস্ত কাজ এই মেশিনে করা যায়।

Fraud Alert: চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে গায়েব করে দিত টাকা ! অবশেষে হল পর্দা ফাঁস 

হুগলি: এটিএম থেকে টাকা তুলতে আসা ব্যাক্তিদের সাহায্যের নাম করে তাদের সঙ্গে এটিএম কার্ড বদল ! কার্ড বদলে জেলায় জেলায় চলত প্রতারণার কারবার ! লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে ভালই চলছিল করবার। কিন্তু ভাড়ারগাড়িই ধরিয়ে দিল পুলিশের হতে।

দু’শো টি এটিএম কার্ড-সহ শ্রীরামপুরে ধরা পড়ল প্রতারনা চক্রের পান্ডারা।পুলিশ সূত্রে খবর, গত ৪ ঠা মার্চ শ্রীরামপুরের মাহেশে একটি এটিএম এ মঞ্জু মন্ডল নামে এক প্রৌঢ়া এটিএম কিয়স্ককে টাকা তুলতে গেলে তালে সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদল করে নেয় প্রতারক এক যুবক।

এরপর কোন্নগরের একটি এটিএম থেকে ৪০ হাজার টাকা তুলে নেয়।ব্যাঙ্কের পাসবই আপডেট করতে গিয়ে দেখতে পান প্রৌঢ়া। এরপর দেখেন তার কার্ড বদল করে দেওয়া হয়েছে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানান প্রৌঢ়া।

আরও পড়ুন: আজ ব্যাঙ্ক খোলা না বন্ধ ? দেখে নিন ছুটির লিস্ট

শ্রীরামপুর থানার পুলিশ ও চন্দননগর পুলিশের ডিডি টিম ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরা দেখে একটি চার চাকা গাড়িকে চিহ্নিত করে পুলিশ।খোঁজ শুরু হয় সেই গাড়ির। আজ শ্রীরামপুর নগার মোরে নাকা চেকিং করার সময় আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ২০০ টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড উদ্ধার হয়।

রাজু বর্মন,শুভম মাল, সঞ্জিব মাইতি, সুবীর সেখ ও সনৎ নস্করকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বারুইপুর ও রায়দিঘী এলাকায়। ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস বলেন,ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন: হোলিতে পেট্রোল ও ডিজেলের দাম কি বদলাল ? দেখে নিন আপনার শহরে কত হল

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই প্রতারণা চক্রের টার্গেট বয়স্ক মানুষ মূলত যারা এটিএম ভাল করে ব্যবহার করতে পারেন না তারা। এটিএম কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকে প্রতারকরা।এমন বয়স্ক মানুষ দেখলেই সাহায্যের অছিলায় এটিএম বদল করে নেয়।এর আগে এই দলটি রায়দিঘী থানা ও লালা বাজারে গ্রেফতার হয়েছিল।গত দু বছরে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা প্রতারণা করছে।

আগে ট্রেনে বাসে করে ঘুরে ঘুরে হাওড়া হুগলি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা করলেও ইদানিং একটি চার চাকার গাড়ি ভাড়া করে তারা।সেই গাড়িটি পাঁচশ টাকা দৈনিক ভাড়ায় একজন নিয়ে আসে।তাকেও সঙ্গে নেয় চক্রটি।সেই গাড়িই ধরিয়ে দিল অপরাধীদের।

রাহী হালদার