Tag Archives: Basirhat

North 24 Parganas News: ছাদের দড়িতে বৃষ্টির ফোঁটা, জামাকাপড় আপনা থেকেই ঘরে! ‘স্মার্ট ঘর’ বানিয়ে তাক লাগাল দুই ছাত্র

বসিরহাট: এবার বৃষ্টি এলে তড়িঘড়ি করে ঘরের ছাদে গিয়ে রোদে শুকাতে দেওয়া জামাকাপড় আর তুলতে যেতে হবে না। ছাদে বারান্দার দড়িতে বৃষ্টির ফোঁটা পড়লেই সেন্সরের মাধ্যমে জামা কাপড়গুলি ঘরের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছে যাবে।

আবার বৃষ্টি থামলেই জামা কাপড়গুলি খোলা আকাশের নিচে পৌঁছে যাবে। একইভাবে দিনের আলো পেরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে আলো। আবার রাত পেরিয়ে দিনের আলো ফোটার আগেই বন্ধ হবে আলো। এমন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ঘর মডেল আবিষ্কার করল বসিরহাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের দুই ছাত্র।

আরও পড়ুন: ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলের দুই ছাত্র এই স্মার্ট ঘর আবিষ্কার করল। বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্র এই স্মার্ট ঘর তৈরি করেছে।

মূলত ঘরের উপর সেন্সর ব্যবহার করা হয়েছে। যার ফলে সেন্সরে বৃষ্টি আসলেই নিজে থেকেই সেন্সর থেকে বার্তা গ্রহণ করে সতর্কতা মূলক শব্দ বেজে উঠবে।

স্কুলের ল্যাবে পড়ানোর পাশাপাশি অতিরিক্ত সময়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই স্মার্ট ঘর তৈরি করা হয়েছে বলে জানায় ছাত্ররা। স্কুলের দুই ছাত্রের অভিনব স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সাড়া পড়ল ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: ফের সুন্দরবন থেকে নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল হ্যাম রেডিও

বসিরহাট: ফের সুন্দরবন থেকে নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল হ্যাম রেডিও। দীর্ঘ কয়েকমাস আগে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৫০ এর মানসিক ভারসাম্যহীন এরেস কুমার প্রধান। কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হল না। এভাবেও পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায়।

আরও পড়ুন: সীমান্ত এলাকায় চাইলেই মিলছে জন্মের শংসাপত্র, কীভাবে? জানলে চমকে ‌যাবেন

বেশ কয়েকমাস ধরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। এরপর এলাকার বেশ কয়েকজন ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ি ঝাড়খন্ডের সিংভূম জেলার চক্রপুর থানার চুরুলিয়া গ্রামে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে হিঙ্গলগঞ্জের বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয় হ্যাম রেডিও’র সঙ্গে।

অবশেষে হ্যাম রেডিও’র প্রচেষ্টায় ঝাড়খন্ডের ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন। ঝাড়খন্ড থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।

জুলফিকার মোল্যা