Tag Archives: BCCI

Team India: রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? সামনে আসলে চমকে দেওয়া নতুন নাম

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় ক্রিকেটে উঠে এসেছিল একঝাঁক নতুন মুখ। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শেখে টিম ইন্ডিয়া। তারপর এল ধোনি যুগ। দু’দুটো বিশ্বকাপ ভারতের পকেটে। কোহলির সময় পেরিয়ে এখন চলছে রোহিত জমানা। একটুর জন্য বিশ্বকাপ অধরা থাকলেও, প্রশংসিত হচ্ছে টিম ইন্ডিয়ার স্পিরিট। কিন্তু এরপর কে? কার হাতে যাবে ‘মেন ইন ব্লু’-র ব্যাটন?

ইতিউতি কান পাতলে একটা নামই ভাসছে। সেটা শ্রেয়স আইয়ার। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কেকেআর। তাঁর অধিনায়কত্বেই কুঁড়ি থেকে ফুলের মতো ফুটে উঠছে নাইটরা। আগামী দিনে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকেই গড়েপিটে তোলা হচ্ছে বলে জানালেন বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ।

শ্রেয়সের মধ্যে যে বড় নেতা হওয়ার সমস্ত গুণ রয়েছে, তা অনেক আগেই বোঝা গিয়েছিল বলে জানান প্রসাদ। রেভস্পোর্টজকে তিনি বলেন, “শ্রেয়স আইয়ারকে হার্দিক পান্ডিয়া বা রবীন্দ্র জাদেজার বিপরীতে (অধিনায়ক হিসেবে) তৈরি করা হয়েছে। একটা সিস্টেমের মধ্যে দিয়ে উঠে এসেছে”। উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত বিসিসিআইয়ের প্রধান নির্বাচক ছিলেন এমএসকে প্রসাদ। শ্রেয়সকে অধিনায়ক হিসেবে অনেক আগে থেকেই তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

—- Polls module would be displayed here —-

এই প্রসঙ্গে ইন্ডিয়া এ টিমে শ্রেয়স আইয়ারের সাফল্যের কথাও মনে করান প্রসাদ। তিনি বলেন, “পরিসংখ্যান দেখুন, শ্রেয়সের নেতৃত্বে ভারত এ দল যে ১০টা সিরিজ খেলেছে, ৮টিতেই জিতেছে। অধিনায়ক হওয়ার সমস্ত গুণ ওঁর মধ্যে রয়েছে। এই জন্যই ওঁকে বিশেষভাবে তৈরি করা হচ্ছে”। এরপরই তিনি বলেন, “বিরাট, রোহিতের পর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা শ্রেয়স এবং ঋষভ পন্তের কথা ভাবতে শুরু করি। তবে অধিনায়ক হিসেবে পন্তের চেয়ে আইয়ার অনেক এগিয়ে”।

আরও পড়ুনঃ KKR News: এবার আইপিএল জিতবে কেকেআর! কারণ জানলে খুশি হবেন সব ফ্যানেরা

কেকেআর-এর আগে ২০১৮ সালে গৌতম গম্ভীরের হাত থেকে দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্ব পান শ্রেয়স আইয়ার। অধিনায়ক হয়ে দিল্লিকে পরপর তিনবার প্লে অফে তোলেন। তারমধ্যে একবার ফাইনাল। প্রসাদ বলছেন, “আইয়ার ধীরে ধীরে পরিণত হচ্ছেন”। তাঁর মতে, “অধিনায়কত্বের কেরিয়ারের শুরুতে ভাল টিম ম্যানেজমেন্ট থাকাটা গুরুত্বপূর্ণ। কেকেআরের কাছ থেকে আইয়ার সেটা পাচ্ছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শ্রেয়স আইয়ার একজন দুর্দান্ত অধিনায়ক হয়ে উঠবেন”।

India-Pakistan cricket: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

ফের যুদ্ধের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২২ গজের যুদ্ধে এ বার আর ক্রিকেট ম্যাচ নয়, অন্য লড়াই। লড়াই পিএসএল বনাম আইপিএল, পিসিবি বনাম বিসিসিআই।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট লিগের জন্য তারা যে প্রস্তাব দিয়েছে তাতে একই সময়ে হতে পারে আইপিএল এবং পিএসএল। পিসিএল সাধারণত অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। কিন্তু আগামী বছর এই প্রতিযোগিতা পিছিয়ে হতে পারে এপ্রিল-মে মাসে, যেই সময়ে অনুষ্ঠিত হয় আইপিএল।

আরও পড়ুন: বিরাট ঝামেলা! কোহলি-গাভাসকরের লেগে গেল! মুখে যা এল, তাই বলে দিলেন সানি!

২০২৪ সালে পিএসএল অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু ২০২৫ সালে এই সময়ে অনুষ্ঠিত হতে পারে আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি, তাই সেই সময়ে পিএসএলের আয়োজন করা যাবে না। এ বার চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। তাই এপ্রিল মাসের ৭ তারিখ থেকে ২০ মে পর্যন্ত পিএসএল আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের ক্রিকেট লিগে ৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তাই নয়, পিসিবির জন্য এই লিগ অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম। কিন্তু একই সময়ে আইপিএল এবং পিএসএল অনুষ্ঠিত হলে সম্মুখ সমরে জড়াতে পারে দুই দেশের বোর্ড। সেক্ষেত্রে কোন লিগ সফল হবে সেটাই প্রশ্ন।

ICC T20 World Cup 2024: খবর এল বলে! আহমেদাবাদে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের বৈঠক শুরু

আর কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণার সম্ভবনা৷ আগেই জানা গিয়েছিল আজই আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ড সচিব  জয় শাহের সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আইটিসি নর্মদাতে পৌঁছে গেছেন তাঁরা৷
আর কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণার সম্ভবনা৷ আগেই জানা গিয়েছিল আজই আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ড সচিব জয় শাহের সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আইটিসি নর্মদাতে পৌঁছে গেছেন তাঁরা৷
:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস'র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস’র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।

ICC T20 World Cup 2024: কোথায়, কখন ভারতীয় ক্রিকেটের দল নির্বাচন, দল বাছাইয়ের বড় রহস্যের পর্দা উঠল, হার্দিকে উপর বড় চাপ

:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস'র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস’র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।

ICC T20 World Cup 2024: বিশ্বকাপের জন্য সেরা ১৫ বাছতে গিয়ে ‘ঘেঁটে ঘ’ টিম ম্যানেজমেন্ট, ধাঁধা সলভ করতে গিয়ে নাকানিচোবানি রোহিত-আগরকর-দ্রাবিড়ের

: হাতে আর গোনা দুটো দিন৷ কিন্তু এখনও নিজেদের কোন সেরা ১৫ কে বাছবে টিম ইন্ডিয়া তা নিয়ে সহমত হতে পারেননি টিম ম্যানেজমেন্ট৷ আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া নাকি অভিজ্ঞতাকে মূলধন করে কী করা হবে এই সব নিয়েই আলোচনা চলছে  রোহিত শর্মা, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং কোচ রাহুল দ্রাবিড়ের  মধ্যে৷ কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে এখনও ধোঁয়াশা জারি রয়েছে৷ Photo- File 
: হাতে আর গোনা দুটো দিন৷ কিন্তু এখনও নিজেদের কোন সেরা ১৫ কে বাছবে টিম ইন্ডিয়া তা নিয়ে সহমত হতে পারেননি টিম ম্যানেজমেন্ট৷ আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া নাকি অভিজ্ঞতাকে মূলধন করে কী করা হবে এই সব নিয়েই আলোচনা চলছে  রোহিত শর্মা, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং কোচ রাহুল দ্রাবিড়ের  মধ্যে৷ কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে এখনও ধোঁয়াশা জারি রয়েছে৷ Photo- File
এর মধ্যে  প্রথম সমস্যা রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে পার্টনার কে হবেন? এই গুগলির জট এখনও কাটাতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ দুটি নামের মধ্যে জোর লড়াই জারি৷ সেখানা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল৷ Photo- File 
এর মধ্যে  প্রথম সমস্যা রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে পার্টনার কে হবেন? এই গুগলির জট এখনও কাটাতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ দুটি নামের মধ্যে জোর লড়াই জারি৷ সেখানা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল৷ Photo- File
এছাড়াও প্রশ্নের সামনে দাঁড়িয়ে দুই তুফানি ব্যাটারও৷ একটা স্লটের লড়াইতে রয়েছেন কেকেআর প্লেয়ার রিঙ্কু সিং এবং চেন্নাই সুপার কিংসের শিভব দুবে৷ Photo- File 
এছাড়াও প্রশ্নের সামনে দাঁড়িয়ে দুই তুফানি ব্যাটারও৷ একটা স্লটের লড়াইতে রয়েছেন কেকেআর প্লেয়ার রিঙ্কু সিং এবং চেন্নাই সুপার কিংসের শিভব দুবে৷ Photo- File
এছাড়া উইকেট কিপার বাছাই নিয়েও একমত হতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ এই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই করছেন সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুল৷ Photo- File 
এছাড়া উইকেট কিপার বাছাই নিয়েও একমত হতে পারছে না থিঙ্কট্যাঙ্ক৷ এই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই করছেন সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, কেএল রাহুল৷ Photo- File
সহজ অঙ্ক হিসেবে বুঝে নিন  যে সরল সমীকরণগুলির সমাধান করতে পারছেন না বিসিসিআই- তা হল তৃতীয় ওপেনার কে হবেন, দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন? Photo- File 
সহজ অঙ্ক হিসেবে বুঝে নিন  যে সরল সমীকরণগুলির সমাধান করতে পারছেন না বিসিসিআই- তা হল তৃতীয় ওপেনার কে হবেন, দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন? Photo- File
এদিকে শুধু এর বাইরেও সমস্যা আছে বোলিং ব্রিগেডের ব্লু প্রিন্ট সাজানো নিয়ে৷  বোলিং ব্রিগেডের দলে সিম অ্যাটাক কী রকম রাখা হবে? সেটা কী যেরকম রাখা হয় সেরকই নাকি আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ অনুসারে হবে৷ Photo- File
এদিকে শুধু এর বাইরেও সমস্যা আছে বোলিং ব্রিগেডের ব্লু প্রিন্ট সাজানো নিয়ে৷  বোলিং ব্রিগেডের দলে সিম অ্যাটাক কী রকম রাখা হবে? সেটা কী যেরকম রাখা হয় সেরকই নাকি আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ অনুসারে হবে৷ Photo- File
এই ধাঁধাগুলি সলভ করতে রাহুল দ্রাবিড়, অজিত আগরকর, রোহিত শর্মাকে এক সিদ্ধান্তে পৌঁছতেই হবে৷ ফলে অনেকক্ষেত্রেই হয়ত সাহাসী কোনও সিদ্ধান্তের পথে হাঁটবে ম্যানেজমেন্ট৷ Photo- File 
এই ধাঁধাগুলি সলভ করতে রাহুল দ্রাবিড়, অজিত আগরকর, রোহিত শর্মাকে এক সিদ্ধান্তে পৌঁছতেই হবে৷ ফলে অনেকক্ষেত্রেই হয়ত সাহাসী কোনও সিদ্ধান্তের পথে হাঁটবে ম্যানেজমেন্ট৷ Photo- File
এর মধ্যে এও রয়েছে যে কেএল রাহুলকে কী উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের থেকে ম্যানেজমেন্ট এগিয়ে রাখল? Photo- File
এর মধ্যে এও রয়েছে যে কেএল রাহুলকে কী উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের থেকে ম্যানেজমেন্ট এগিয়ে রাখল? Photo- File
টি নটরাজন কিম্বা আভেশ খানের মতো তরুণ জোরে বোলারদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১৫-র দলে নেওয়া হল! Photo- File
টি নটরাজন কিম্বা আভেশ খানের মতো তরুণ জোরে বোলারদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১৫-র দলে নেওয়া হল! Photo- File
এর পাশাপাশি প্রতিভাশালী দুই তরুণ শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে যে কোনও একজনই দলে ঠাঁই পাবেন৷ Photo- File
এর পাশাপাশি প্রতিভাশালী দুই তরুণ শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে যে কোনও একজনই দলে ঠাঁই পাবেন৷ Photo- File

Ishan Kishan on DC vs MI IPL match: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

আগে ‘অবাধ্যতা’র জন্য নানা সমস্যায় পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিসান, এ বার আইপিএলেও শাস্তির মুখে পড়লেন ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে ঈশানকে।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১ অফেন্সে অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। কী রয়েছে এই আইপিএলের আচরণবিধির ২.২ ধারায়? যে আচরণগুলি ক্রিকেটে গ্রহণযোগ্য নয় বা ক্রিকেটের স্পিরিটের বহির্ভূত। যেমন, উইকেটে ইচ্ছাকৃত ভাবে লাথি মারা বা আঘাত করা, অ্যাডভার্টাইজ়িং বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্যান্য জিনিষের ক্ষতি করা এই ধারায় অপরাধ হিসাবে মানা হয়।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

ম্যাচের শেষে ঈশান কিসানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তার অপরাধ স্বীকার করে নিয়েছেন, বিসিসিআই নিয়ম মতো ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। তবে ঠিক কী অপরাধ করেছেন তা জানাননি কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তার পর আইপিএলে ফিরেও তাঁকে ফের শাস্তির মুখে পড়তে হল।

ICC T20 World Cup 2024: বুমরাহের নাম তো পাকা, তরুণ তুর্কিতে বাজি লাগিয়ে বোলিং ব্রিগেড তৈরি হবে T20 বিশ্বকাপের, ফের মেগা চাঞ্চল্যকর সত্যি সামনে

আইপিএল  জমে উঠেছে তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে নাম তোলার জন্য সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা৷ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে সেরা ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করার জন্য কঠিন চ্যালেঞ্জ রয়েছে৷  রুতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মতো ওপেনারদের স্লটের জন্য জোর লড়াইয়ের পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে  মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ফাস্ট বোলারদের বেছে নেওয়া৷ ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়৷
আইপিএল  জমে উঠেছে তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে নাম তোলার জন্য সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা৷ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে সেরা ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করার জন্য কঠিন চ্যালেঞ্জ রয়েছে৷  রুতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মতো ওপেনারদের স্লটের জন্য জোর লড়াইয়ের পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে  মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ফাস্ট বোলারদের বেছে নেওয়া৷ ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়৷
২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জসপ্রীত বুমরাহ ছিলেন না, এবং তাঁর অনুপস্থিতিতে, মহম্মদ শামি ভারতের স্ট্রাইক বোলার ছিলেন। এবারের বিশ্বকাপে পুরো উল্টো পুরাণ শামি ইনজুরির কারণে নেই এবং বুমরাহ ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। কিন্তু কে হবেন তাঁর সাপোর্ট কাস্ট?  এই নিয়েই ফের নির্বাচকদের মাথার ব্লু প্রিন্ট ফাঁস৷
২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জসপ্রীত বুমরাহ ছিলেন না, এবং তাঁর অনুপস্থিতিতে, মহম্মদ শামি ভারতের স্ট্রাইক বোলার ছিলেন। এবারের বিশ্বকাপে পুরো উল্টো পুরাণ শামি ইনজুরির কারণে নেই এবং বুমরাহ ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। কিন্তু কে হবেন তাঁর সাপোর্ট কাস্ট?  এই নিয়েই ফের নির্বাচকদের মাথার ব্লু প্রিন্ট ফাঁস৷
আইপিএল ২০২৪-এ তরুণ ভারতীয় পেসাদের ফর্মের উপর ভিত্তি করে, অজিত আগরকার, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের জন্য এটি একটি বিশাল বড় পরীক্ষা হতে চলেছে৷  কারণ এই মরশুমে বোলারদের আলাদা স্ক্যানারের নিচে রাখা হয়েছে৷ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ স্কোয়াডে  ১৫ সেরার দলে জায়গা করার জন্যে  দৌড়ে কিছু নাম এগিয়ে রয়েছে।
আইপিএল ২০২৪-এ তরুণ ভারতীয় পেসাদের ফর্মের উপর ভিত্তি করে, অজিত আগরকার, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের জন্য এটি একটি বিশাল বড় পরীক্ষা হতে চলেছে৷  কারণ এই মরশুমে বোলারদের আলাদা স্ক্যানারের নিচে রাখা হয়েছে৷ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ স্কোয়াডে  ১৫ সেরার দলে জায়গা করার জন্যে  দৌড়ে কিছু নাম এগিয়ে রয়েছে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ফাস্ট বোলারদের মধ্যে থেকে ভারত বেছে নিতে পারেশামির জায়গায়  বুমরাহ বুমরাহ এই আইপিএল  দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। লেগি যুজবেন্দ্র চাহাল এবং ২০২২ টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হর্ষল প্যাটেলেরও ১৩ উইকেট রয়েছে৷ বুমরাহের  ইকোনমি রেট ৬.৩৭। চাহাল এবং প্যাটেল ওভার প্রতি গড়ে ৮.৫০ রানে রান দিয়েছেন৷
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ফাস্ট বোলারদের মধ্যে থেকে ভারত বেছে নিতে পারে
শামির জায়গায়  বুমরাহ
বুমরাহ এই আইপিএল  দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। লেগি যুজবেন্দ্র চাহাল এবং ২০২২ টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হর্ষল প্যাটেলেরও ১৩ উইকেট রয়েছে৷ বুমরাহের  ইকোনমি রেট ৬.৩৭। চাহাল এবং প্যাটেল ওভার প্রতি গড়ে ৮.৫০ রানে রান দিয়েছেন৷
অর্শদীপ সিং এবং খলিল আহমেদঅর্শদীপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভবিষ্যতের জন্য ভারতের গুরুত্বপূর্ণ বাজি হতে পারেন৷  ভারতের জার্সিতেও তাঁর পারফরম্যান্স বেশ ভালই৷  আইপিএলেও তাঁর নামে ১০ উইকেট রয়েছে এবং পার্পল ক্যাপের তালিকায় তিনি সামনে চলে আসতেই পারেন৷ নতুন বলে তিনি বিপক্ষের ছিদ্র খুঁজতে দারুণ পারেন৷  বাঁহাতি অ্যাঙ্গুলার আরও ভাল হতে পারে। তিনি প্রতি ওভারে ৯.৪০ রান দেন।
অর্শদীপ সিং এবং খলিল আহমেদ
অর্শদীপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভবিষ্যতের জন্য ভারতের গুরুত্বপূর্ণ বাজি হতে পারেন৷  ভারতের জার্সিতেও তাঁর পারফরম্যান্স বেশ ভালই৷  আইপিএলেও তাঁর নামে ১০ উইকেট রয়েছে এবং পার্পল ক্যাপের তালিকায় তিনি সামনে চলে আসতেই পারেন৷ নতুন বলে তিনি বিপক্ষের ছিদ্র খুঁজতে দারুণ পারেন৷  বাঁহাতি অ্যাঙ্গুলার আরও ভাল হতে পারে। তিনি প্রতি ওভারে ৯.৪০ রান দেন।
আরেকজন বাঁ-হাতি খেলোয়াড় যিনি অর্শদীপকে প্লেয়িং ইলেভেন থেকে ছিটকে দিতে পারেন তিনি খলিল আহমেদ৷ যিনি নির্বাচকদের প্রাথমিক পছন্দের তালিকা থেকে বাইরে চলে গেছেন বলে জল্পনা চললেও আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটাল্পসের জার্সিতে বেশ ভাল পারফর্ম করেছেন।পেয়েছেন ১০ উইকেট।  ভারতের জার্সিতে শেষ পর্যন্ত ফাস্ট বোলিং বিভাগে বুমরাহের ডেপুটি হিসাবে অর্শদীপের সঙ্গে কম্বিনেশন করতে পারেন৷
আরেকজন বাঁ-হাতি খেলোয়াড় যিনি অর্শদীপকে প্লেয়িং ইলেভেন থেকে ছিটকে দিতে পারেন তিনি খলিল আহমেদ৷ যিনি নির্বাচকদের প্রাথমিক পছন্দের তালিকা থেকে বাইরে চলে গেছেন বলে জল্পনা চললেও আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটাল্পসের জার্সিতে বেশ ভাল পারফর্ম করেছেন।পেয়েছেন ১০ উইকেট।  ভারতের জার্সিতে শেষ পর্যন্ত ফাস্ট বোলিং বিভাগে বুমরাহের ডেপুটি হিসাবে অর্শদীপের সঙ্গে কম্বিনেশন করতে পারেন৷
 ভারতের হয়ে দৌড়ে রয়েছেন আভেশ খান। ৮টি ওডিআই এবং ২০ টি টি-টোয়েন্টি খেলে, আভেশ নির্বাচকদের জন্য আলোচনার অপশন হতে পারেন৷ এবারের  আইপিএলে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন৷ তাঁর বোলিং গড় ৯.৪১৷
ভারতের হয়ে দৌড়ে রয়েছেন আভেশ খান। ৮টি ওডিআই এবং ২০ টি টি-টোয়েন্টি খেলে, আভেশ নির্বাচকদের জন্য আলোচনার অপশন হতে পারেন৷ এবারের  আইপিএলে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন৷ তাঁর বোলিং গড় ৯.৪১৷
ভারতের সেরা ব্যাকআপ ফাস্ট বোলারের অপশন কেসিম-বোলিং বিকল্প হিসাবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে, ভারত সম্ভবত একাদশে কেবল দুই ফ্রন্টলাইন পেসারকেই মাঠে নামানোর চিন্তাভাবনা করছে। ভারত যদি স্পিনারদের দিয়ে তাঁদের প্লেয়িং ইলেভেন সাজাতে চায় তবে বুমরাহই প্লেয়িং ইলেভেনের একমাত্র পেসার হতে পারেন৷
ভারতের সেরা ব্যাকআপ ফাস্ট বোলারের অপশন কে
সিম-বোলিং বিকল্প হিসাবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে, ভারত সম্ভবত একাদশে কেবল দুই ফ্রন্টলাইন পেসারকেই মাঠে নামানোর চিন্তাভাবনা করছে। ভারত যদি স্পিনারদের দিয়ে তাঁদের প্লেয়িং ইলেভেন সাজাতে চায় তবে বুমরাহই প্লেয়িং ইলেভেনের একমাত্র পেসার হতে পারেন৷
সেক্ষেত্রে সেরা ১৫ সদস্যের দলে, ভারতের কাছে শুধুমাত্র একজন ব্যাকআপ পেসার নেওয়ার অপশন থাকবে। সেক্ষেত্রে খলিল সেই বোলার হতে পারে। মহম্মদ সিরাজের নামও এই বোলারের ক্ষেত্রে একদম সামনের সারিতেই থাকবে৷ কিন্তু তাঁর আইপিএলে এবারের পারফরম্যান্স সেরকম দাগ কাটার মতো নয়৷   তিনি এই মুহূর্তে উইকেট নেওয়ার দৌড়ে ইশান্ত শর্মা, কুলদীপ সেন, উমেশ যাদব, মহসিন খান, যশ দয়াল এবং তুষার দেশপান্ডের থেকেও পিছিয়ে রয়েছেন। অর্থাৎ পারফরম্যান্সে ১৫ তে সিরাজের জায়গা নেই, তবে অভিজ্ঞতার নিরিখে তিনি বাজি মেরে যেতে পারেন৷
সেক্ষেত্রে সেরা ১৫ সদস্যের দলে, ভারতের কাছে শুধুমাত্র একজন ব্যাকআপ পেসার নেওয়ার অপশন থাকবে। সেক্ষেত্রে খলিল সেই বোলার হতে পারে। মহম্মদ সিরাজের নামও এই বোলারের ক্ষেত্রে একদম সামনের সারিতেই থাকবে৷ কিন্তু তাঁর আইপিএলে এবারের পারফরম্যান্স সেরকম দাগ কাটার মতো নয়৷   তিনি এই মুহূর্তে উইকেট নেওয়ার দৌড়ে ইশান্ত শর্মা, কুলদীপ সেন, উমেশ যাদব, মহসিন খান, যশ দয়াল এবং তুষার দেশপান্ডের থেকেও পিছিয়ে রয়েছেন। অর্থাৎ পারফরম্যান্সে ১৫ তে সিরাজের জায়গা নেই, তবে অভিজ্ঞতার নিরিখে তিনি বাজি মেরে যেতে পারেন৷
মুকেশ কুমার, যাকে ভারতের পরবর্তী শামি হিসাবে চিহ্নিত করা হয় তিনিও এই আইপিএল সেভাবে পারফর্ম না করলেও নির্বাচকদের পছন্দের একজন হতে পারেন বলে মনে হচ্ছে।
মুকেশ কুমার, যাকে ভারতের পরবর্তী শামি হিসাবে চিহ্নিত করা হয় তিনিও এই আইপিএল সেভাবে পারফর্ম না করলেও নির্বাচকদের পছন্দের একজন হতে পারেন বলে মনে হচ্ছে।
 হর্ষাল প্যাটেল এবং মোহিত শর্মা?অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গেলে, হর্ষল প্যাটেল এবং মোহিত শর্মা নামেও আমেরিকা যাওয়ার স্ট্যাম্প পড়তে পারে। মোহিত ভারতের ২০১৫ ওডিআই বিশ্বকাপ অভিযানের অংশ ছিল, অন্যদিকে হর্ষল,  ভাল আইপিএল পারফরম্যান্সের জন্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিল।
হর্ষাল প্যাটেল এবং মোহিত শর্মা?
অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গেলে, হর্ষল প্যাটেল এবং মোহিত শর্মা নামেও আমেরিকা যাওয়ার স্ট্যাম্প পড়তে পারে। মোহিত ভারতের ২০১৫ ওডিআই বিশ্বকাপ অভিযানের অংশ ছিল, অন্যদিকে হর্ষল,  ভাল আইপিএল পারফরম্যান্সের জন্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিল।
এবারের আইপিএলে হর্ষল প্যাটেল ১৩ উইকেট পেয়ে গেছেন অন্যদিকে ১০ উইকেট ছিল মোহিত শর্মার ঝোলায়৷ এই দুই পেসারকে নিয়ে ভারতীয় নির্বাচন কমিটি এবং কোচ , অধিনায়ক আলোচনা করেত পারেন৷
এবারের আইপিএলে হর্ষল প্যাটেল ১৩ উইকেট পেয়ে গেছেন অন্যদিকে ১০ উইকেট ছিল মোহিত শর্মার ঝোলায়৷ এই দুই পেসারকে নিয়ে ভারতীয় নির্বাচন কমিটি এবং কোচ , অধিনায়ক আলোচনা করেত পারেন৷
হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, যশ ঠাকুরতরুণ ফাস্ট বোলারদের বর্তমান সফলদের দিকেও নজর রাখতে পারেন নির্বাচকরা৷  হর্ষিত রানা এই মরশুমে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন৷ অন্যদিকে মায়াঙ্ক যাদব দুটি ব্যাক-টু-ব্যাক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার ছিনিয়ে নিয়েছেন৷ তাঁর এক্সপ্রেস গতি ক্রিকেট মহলে জোর আলোচনার কেন্দ্র বানিয়ে নিয়েছে৷  কিন্তু যাদবের  ইনজুরির উদ্বেগ তাঁকে একটু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে৷
হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, যশ ঠাকুর
তরুণ ফাস্ট বোলারদের বর্তমান সফলদের দিকেও নজর রাখতে পারেন নির্বাচকরা৷  হর্ষিত রানা এই মরশুমে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন৷ অন্যদিকে মায়াঙ্ক যাদব দুটি ব্যাক-টু-ব্যাক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার ছিনিয়ে নিয়েছেন৷ তাঁর এক্সপ্রেস গতি ক্রিকেট মহলে জোর আলোচনার কেন্দ্র বানিয়ে নিয়েছে৷  কিন্তু যাদবের  ইনজুরির উদ্বেগ তাঁকে একটু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে৷
 কেকেআরের জার্সিতে দিল্লির তরুণ বোলার হর্ষিত রানার  বোলিং এমন সম্ভাবনা দেখিয়েছেন যা নির্বাচকদের  তাঁকে বাছাই করার কারণ হয়ে উঠতে পারে৷  বিদর্ভের যশ ঠাকুর উইকেট নেওয়ার নৈপুণ্য দেখিয়েছেন এবং  বৈচিত্র্যের চেষ্টা করার ক্ষেত্রেও তিনি সাহসী। ভারতের টি-টোয়েন্টি স্কিমেও তিনি প্রভাব ফেলতে পারেন৷
কেকেআরের জার্সিতে দিল্লির তরুণ বোলার হর্ষিত রানার  বোলিং এমন সম্ভাবনা দেখিয়েছেন যা নির্বাচকদের  তাঁকে বাছাই করার কারণ হয়ে উঠতে পারে৷  বিদর্ভের যশ ঠাকুর উইকেট নেওয়ার নৈপুণ্য দেখিয়েছেন এবং  বৈচিত্র্যের চেষ্টা করার ক্ষেত্রেও তিনি সাহসী। ভারতের টি-টোয়েন্টি স্কিমেও তিনি প্রভাব ফেলতে পারেন৷

Indian Cricketers Salary: ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় সুখবর! থাকবে না আইপিএল না খেলার আক্ষেপ, জেনে নিন বিস্তারিত

বিশ্বের সবথেকে ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির চালিকা শক্তি বললেও খুব একটা ভুল হবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অর্থের দিক থেকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বের সবথেকে ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির চালিকা শক্তি বললেও খুব একটা ভুল হবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অর্থের দিক থেকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কিন্তু ধনীতম বোর্ড হওয়ার পরও ভরতীয় ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক অবস্থা খুব একটা ভাল না বলে বারবার অভিযোগ ওঠে। আইপিএল খেলে এক অংশের ক্রিকেটাররা যেখানে কোটি কোটি টাকা কামাচ্ছে। তাদের তুলনায় রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে খেলা ক্রিকেটারদের আয় অনেকটাই কম।
কিন্তু ধনীতম বোর্ড হওয়ার পরও ভরতীয় ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক অবস্থা খুব একটা ভাল না বলে বারবার অভিযোগ ওঠে। আইপিএল খেলে এক অংশের ক্রিকেটাররা যেখানে কোটি কোটি টাকা কামাচ্ছে। তাদের তুলনায় রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে খেলা ক্রিকেটারদের আয় অনেকটাই কম।
এবার ঘরোয়া ক্রিকেটারদের কথা ভেবে বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, খুব শীঘ্রই ঘরোয়া ক্রিকেটারদের বেতন প্রায় দ্বিগুণ হতে চলেছে। জাতীয় নির্বাচক কমিটির সুপারিশের পরই ম্যাচ ফি বাড়ানো নিয়ে বিসিসিআই পদক্ষেপ করতে পারে বলে খবর।
এবার ঘরোয়া ক্রিকেটারদের কথা ভেবে বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, খুব শীঘ্রই ঘরোয়া ক্রিকেটারদের বেতন প্রায় দ্বিগুণ হতে চলেছে। জাতীয় নির্বাচক কমিটির সুপারিশের পরই ম্যাচ ফি বাড়ানো নিয়ে বিসিসিআই পদক্ষেপ করতে পারে বলে খবর।
বিসিসিআই সূত্রে খবর, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের জুনিয়র ক্রিকেটারদেরও হাঁড়ির হাল অনেকটাই ভাল হবে। আইপিএল না খেলার আক্ষেপ আর থাকবে না।
বিসিসিআই সূত্রে খবর, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের জুনিয়র ক্রিকেটারদেরও হাঁড়ির হাল অনেকটাই ভাল হবে। আইপিএল না খেলার আক্ষেপ আর থাকবে না।
এছাড়া সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে এই ট্রফির জন্য আলাদা টাকা পান ক্রিকেটাররা। এখন মরশুমে সিনিয়র ক্রিকেটাররা মোটামুটি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে। স্যালারি বেড়ে ডাবল হলে এক মরশুমে ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে ক্রিকেটারদের।
এছাড়া সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে এই ট্রফির জন্য আলাদা টাকা পান ক্রিকেটাররা। এখন মরশুমে সিনিয়র ক্রিকেটাররা মোটামুটি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে। স্যালারি বেড়ে ডাবল হলে এক মরশুমে ৭৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে ক্রিকেটারদের।
বিসিসিআই সূত্রে খবর, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের জুনিয়র ক্রিকেটারদেরও হাঁড়ির হাল অনেকটাই ভাল হবে। আইপিএল না খেলার আক্ষেপ আর থাকবে না।
বিসিসিআই সূত্রে খবর, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফলে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের জুনিয়র ক্রিকেটারদেরও হাঁড়ির হাল অনেকটাই ভাল হবে। আইপিএল না খেলার আক্ষেপ আর থাকবে না।

India-Pakistan: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট , ফের চমকে দেওয়া সিদ্ধান্ত নেওয়ার পথে ভারতীয় বোর্ড

ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কি শুধরে যেতে চলেছে! ভারতের অধিনায়ক রোহিত শর্মা দিন কয়েক আগে বলেছিলেন যে এটা হলে ভাল পদক্ষেপ হবে৷ আর হিটম্যানের এই মতের পরেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে আবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আগের মতো শুরু হতে পারে৷   কিন্তু এখন  মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তা হবে না। Photo- File 
ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কি শুধরে যেতে চলেছে! ভারতের অধিনায়ক রোহিত শর্মা দিন কয়েক আগে বলেছিলেন যে এটা হলে ভাল পদক্ষেপ হবে৷ আর হিটম্যানের এই মতের পরেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে আবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আগের মতো শুরু হতে পারে৷   কিন্তু এখন  মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তা হবে না। Photo- File
সর্বভারতীয় সংবাদ মাধ্যম TOI-র বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না এবং ভারতীয় ক্রিকেট দল ২০২৫-র আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানেও যাবে না টিম ইন্ডিয়া। বোর্ড সূত্র ইঙ্গিত দিয়েছে যে ভেন্যু পরিবর্তন হতে পারে এবং হাইব্রিড মডেলও ভাবনা চিন্তায় রয়েছে৷ Photo- File 
সর্বভারতীয় সংবাদ মাধ্যম TOI-র বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না এবং ভারতীয় ক্রিকেট দল ২০২৫-র আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানেও যাবে না টিম ইন্ডিয়া। বোর্ড সূত্র ইঙ্গিত দিয়েছে যে ভেন্যু পরিবর্তন হতে পারে এবং হাইব্রিড মডেলও ভাবনা চিন্তায় রয়েছে৷ Photo- File
“দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান…টিম ইন্ডিয়া এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেতেও পারে না। ভেন্যু পরিবর্তন হতে পারে, হাইব্রিড মডেলও সম্ভব,” বিসিসিআই সূত্র জানিয়েছে। Photo- File 
“দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান…টিম ইন্ডিয়া এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেতেও পারে না। ভেন্যু পরিবর্তন হতে পারে, হাইব্রিড মডেলও সম্ভব,” বিসিসিআই সূত্র জানিয়েছে। Photo- File
রোহিত শর্মা ও টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না, এমনটাই মত বিসিসিআই সূত্রের৷  সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু রয়েছে পাকিস্তানে, কিন্তু এখন এটি পরিবর্তন হতে পারে এবং একটি হাইব্রিড মডেলও খেলা হতে পারে৷
রোহিত শর্মা ও টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না, এমনটাই মত বিসিসিআই সূত্রের৷  সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু রয়েছে পাকিস্তানে, কিন্তু এখন এটি পরিবর্তন হতে পারে এবং একটি হাইব্রিড মডেলও খেলা হতে পারে৷
‘‘ভারতীয় বোর্ডের পাকিস্তান সফরের জন্য সরকারের কাছ থেকে অনুমতির প্রয়োজন হবে, বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়,” সূত্র সংবাদ সংস্থা IANS কে এই কথা বলেছে। “চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট, তাই এটি ভারতের জন্য একটি কঠিন আহ্বান হবে কিন্তু সরকারের নির্দেশ/সবুজ সংকেত ছাড়া কিছুই নয়। দ্বিপাক্ষিক সিরিজ, আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, এটি অসম্ভবের পাশে। Photo- File 
‘‘ভারতীয় বোর্ডের পাকিস্তান সফরের জন্য সরকারের কাছ থেকে অনুমতির প্রয়োজন হবে, বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়,” সূত্র সংবাদ সংস্থা IANS কে এই কথা বলেছে। “চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট, তাই এটি ভারতের জন্য একটি কঠিন আহ্বান হবে কিন্তু সরকারের নির্দেশ/সবুজ সংকেত ছাড়া কিছুই নয়। দ্বিপাক্ষিক সিরিজ, আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, এটি অসম্ভবের পাশে। Photo- File
ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজ খেলেছিল ২০১২-২০১৩ সালে, যখন পাকিস্তান ভারত সফর এসেছিল। ২০২৩ সালেও ভারত, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে তাঁর দল পাঠাতে অসম্মতি জানায়৷ Photo- File
ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজ খেলেছিল ২০১২-২০১৩ সালে, যখন পাকিস্তান ভারত সফর এসেছিল। ২০২৩ সালেও ভারত, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে তাঁর দল পাঠাতে অসম্মতি জানায়৷ Photo- File
শেষ পর্যন্ত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) টুর্নামেন্টের জন্য  একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য হয়েছিল৷  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC)  হাইব্রিড মডেলে  পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ৷ আর ভারত পুরোটাই শ্রীলঙ্কায় খেলেছিল৷ Photo- File
শেষ পর্যন্ত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) টুর্নামেন্টের জন্য  একটি হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য হয়েছিল৷  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC)  হাইব্রিড মডেলে  পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ৷ আর ভারত পুরোটাই শ্রীলঙ্কায় খেলেছিল৷ Photo- File

ICC T20 World Cup 2024 Team India Squad: টি-২০ বিশ্বকাপের দল নিয়ে চাপে রোহিত! নেওয়া হবে কঠিন সিদ্ধান্ত? জেনে নিন বিস্তারিত

আইপিলের মাঝেই আলোতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে জল্পনা ও কৌতুহলের কোনও অন্ত নেই ক্রিকেট প্রেমিদের।
আইপিলের মাঝেই আলোতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে জল্পনা ও কৌতুহলের কোনও অন্ত নেই ক্রিকেট প্রেমিদের।
আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।
আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।
বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।
বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।
বিসিসিআই সূত্রে খবর, রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, রোহিত শর্মার সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে পারে বিসিসিআইয়ের নির্বাচকরা। থাকবেন অজিত আগরকরও। ২৭ এপ্রিল দিল্লিতে ম্যাচ। তারপরের দুদিনের মধ্যে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নেওয়া হতে পারে।
বিসিসিআই সূত্রে খবর, রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, রোহিত শর্মার সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে পারে বিসিসিআইয়ের নির্বাচকরা। থাকবেন অজিত আগরকরও। ২৭ এপ্রিল দিল্লিতে ম্যাচ। তারপরের দুদিনের মধ্যে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নেওয়া হতে পারে।
এই বৈঠকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, অজিত আগরকদের উপর। কারণ ভারতীয় দলের এক-একটি পজিশনে একাধিক প্লেয়ার রয়েছে। ফলে তাদের মধ্যে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন।
এই বৈঠকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, অজিত আগরকদের উপর। কারণ ভারতীয় দলের এক-একটি পজিশনে একাধিক প্লেয়ার রয়েছে। ফলে তাদের মধ্যে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন।
বিরাট কোহলিকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা এখনও আর নেই। আইপিএলে কোহলি যে ফর্মে রয়েছে তাঁর জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি একসঙ্গে ওপেন করবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
বিরাট কোহলিকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা এখনও আর নেই। আইপিএলে কোহলি যে ফর্মে রয়েছে তাঁর জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি একসঙ্গে ওপেন করবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
উইকেট কিপিং নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত উইকেটকিপিংয়ের জন্য লড়াইয়ে রয়েছেন তিন তারকা কেএল রাহুল, ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। এই ৩ জনের মধ্যে যে কোনও ২ জনই উঠবে টি-২০ বিশ্বকাপের বিমানে। ফলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে রোহিত-আগরকরদের।
উইকেট কিপিং নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত উইকেটকিপিংয়ের জন্য লড়াইয়ে রয়েছেন তিন তারকা কেএল রাহুল, ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। এই ৩ জনের মধ্যে যে কোনও ২ জনই উঠবে টি-২০ বিশ্বকাপের বিমানে। ফলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে রোহিত-আগরকরদের।
এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে হবে কারণ তিনি সহ অধিনায়ক। তবে শিবম দুবে এবারের আইপিএলে যে ছন্দে রয়েছেন তাতে তিনি সুযোগ না দিলে অন্যায় করা হবে। দুবের বিগ হিটিং ভারতের শক্তি অনেকটা বাড়াবে।
এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে হবে কারণ তিনি সহ অধিনায়ক। তবে শিবম দুবে এবারের আইপিএলে যে ছন্দে রয়েছেন তাতে তিনি সুযোগ না দিলে অন্যায় করা হবে। দুবের বিগ হিটিং ভারতের শক্তি অনেকটা বাড়াবে।
লোয়ার অর্ডারে হার্দিক এবং জাদেজা একসঙ্গে খেললে রিঙ্কু সিংকে কীভাবে টি-২০ বিশ্বকাপের দরে রাখা নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু রিঙ্কু সিং যেভাবে নিজেকে প্রমাণ করেছেন তাতে তারও সুযোগ প্রাপ্য। বিশেষ করে ফিনিশার হিসেবে রিঙ্কু অনবদ্য।
লোয়ার অর্ডারে হার্দিক এবং জাদেজা একসঙ্গে খেললে রিঙ্কু সিংকে কীভাবে টি-২০ বিশ্বকাপের দরে রাখা নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু রিঙ্কু সিং যেভাবে নিজেকে প্রমাণ করেছেন তাতে তারও সুযোগ প্রাপ্য। বিশেষ করে ফিনিশার হিসেবে রিঙ্কু অনবদ্য।
এছাড়া বোলিং অ্যাটাকে কুলদীপের জায়গা পাকা হলেও চাহাল-বিষ্ণোই-অক্ষররা রয়েছে লড়াইয়ে। আবার জাদেজা ও কুলদীপ খেললে এদের বয়ে নিয়ে বেড়ানোরও কোনও মানে হয়না। পেস অ্যাটাকের কম্বিনেশনও চূডডান্ত নয়। ফলে সত্যিই টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে গিয়ে চাপে পড়তে হবে রোহিত-দ্রাবিড় হার্দিকদের।
এছাড়া বোলিং অ্যাটাকে কুলদীপের জায়গা পাকা হলেও চাহাল-বিষ্ণোই-অক্ষররা রয়েছে লড়াইয়ে। আবার জাদেজা ও কুলদীপ খেললে এদের বয়ে নিয়ে বেড়ানোরও কোনও মানে হয়না। পেস অ্যাটাকের কম্বিনেশনও চূডডান্ত নয়। ফলে সত্যিই টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে গিয়ে চাপে পড়তে হবে রোহিত-দ্রাবিড় হার্দিকদের।