Tag Archives: Student Missing

Barasat News: বাবার কথায় অভিমান, চিরকুট লিখে বাড়িছাড়া ছোট্ট মেয়ে! পটনা থেকে উদ্ধার ছাত্রী, কী ঘটেছিল সেদিন… অবাক হবেন

উত্তর ২৪ পরগনা: বাবার বকুনিতে অভিমান, চিরকুট লিখে বাড়ি ছেড়েছিলেন সপ্তম শ্রেণির ছাত্রী। নিজে প্রতিষ্ঠিত হয়ে তবেই ফিরবেন বাড়িতে, এমনটাই জানিয়ে বাড়ি ছাড়ে সে। বারাসত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাঠগোলার বাসিন্দা ওই ছাত্রী। অবশেষে ৪৮ ঘণ্টা পর তার খোঁজ মিলল বাড়ি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। বিহারের পটনার দানাপুর থেকে উদ্ধার করা হয় বারাসতের ওই নিখোঁজ ছাত্রীকে।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রী স্থানীয় সারদা শিশুবিহার স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। তার বাবা একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয়ের কাজ করেন। কয়েকদিন আগে কাজ থেকে বাড়ি ফিরে তিনি ডেলিভারির টাকার হিসেব নিয়ে বসেছিলেন। ছোট মেয়ে অর্থাৎ উদ্ধার হওয়ার ছাত্রী সেই সময় বাবার সঙ্গে হিসেবে হাত লাগিয়েছিল। পরে মেয়ে চলে গেলে হিসাব মেলানোর শেষে বাবা দেখেন দেড় হাজার টাকা মতো গড়মিল।

এরপরই মেয়েকে টাকা ফেরত দিতে বলে। বকুনি দেওয়ার সময় কথাকাটাকটিতে ‘চোর’ বলে ফেলেন। বাবার থেকে একথা শুনেই নাবালিকার মনে আঘাত লাগে। কিন্তু সেই সময় বিষয়টি বাড়ির অন্যান্যদের বুঝতে না দিয়ে পরের দিনই একটি চিরকুট লিখে প্রাইভেট টিউশনের নাম করে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়।

আরও পড়ুন: ঢাক বাজালেন মহিলারা, বসিরহাটের নদী ইছামতীকে বরণ করলেন ঘরের লক্ষ্মীরা, এভাবেই ভোটপ্রচার শুরু TMC প্রার্থীর

এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও, বোন বাড়িতে না আসায় চিন্তিত হয়ে পড়েন দিদি। প্রাইভেট টিউটরকে ফোন করে জানতে পারেন বোন পড়তে যায়নি। এরপরই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

তারই মাঝে ঘরের সোফায় নিখোঁজ মেয়ের লেখা একটা চিরকুট উদ্ধার করেন পরিবারের লোকজন। চিরকুটে লেখা ছিল, ‘বাবার কথাটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরই ফিরে আসব।”

মেয়েকে ফিরে পেতে বারাসত থানার দ্বারস্থ হয় পরিবার। খোঁজখবর শুরু করে পুলিশ। অবশেষে পটনা থেকে উদ্ধার করা হল ছাত্রীকে। যদিও উদ্ধার হওয়ার পর ওই ছাত্রী জানান, নানাভাবে বাবা ধার বাকির কারণে টাকা সরিয়ে অপবাদ দিত তার উপর, তা কোনওভাবেই মেনে নিতে না পেরেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি বাবা মার মধ্যেও চলত অশান্তি, তার প্রভাবও পড়ত মেয়ের উপর। তাই বাধ্য হয়েই একপ্রকার ঘর ছাড়ে ওই ছাত্রী। যদিও মেয়ের উদ্ধারের খবর পেতেই স্বস্তি নেমেছে ওই পরিবারে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে সুস্থভাবেই পটনা থেকে ফিরিয়ে আনা হচ্ছে বারাসতের ওই ছাত্রীকে।

Rudra Narayan Roy

Student Missing:  সন্ন্যাসী হওয়ার ইচ্ছেয় গেরুয়া বসনে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির ছাত্র!

হুগলি: সন্ন্যাসী হবে বলে বাড়ি ছাড়ল একাদশ শ্রেণির পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপাড়ার। নিখোঁজ ছাত্রের নাম আদর্শ তিওয়ারি। সে যে সন্ন্যাসীর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা চিঠি লিখে পরিজনদের জানিয়ে গেছে এই ছাত্র।

হুগলির উত্তরপাড়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র আদর্শ তিওয়ারি সাধু বেশে নিখোঁজ হয়েছে। তার সেই সাধুবেশের ছবি রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম-সীতা ঘাট রোডের বাসিন্দা আদর্শ। হঠাৎই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিজনরা তার সন্ধানে নানান জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানা যায়, এই বয়সেই সন্ন্যাসী হওয়ার লক্ষ্যে বাড়ি ত্যাগ করেছে ওই যুবক। বাড়ির লেটার বক্সে সে একটি চিঠি লিখে রেখে যায়। সেখানে আদার্স লিখেছে, নিজের ইচ্ছেতেই বাড়ি ছাড়ছে সে, আধ্যাত্বিকতার পথে যাচ্ছে।

আরও পড়ুন: ব্যাঙ্কের ভল্ট ঘরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গ্রাহকদের নথি

যাওয়ার আগে ওই পড়ুয়া গঙ্গায় স্নান করে। এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লেটার বক্সে রাখা চিঠিতে সে জানিয়ে গিয়েছে, প্রথমে নবদ্বীপে যাবে। পরে বৃন্দাবন যাবেন সন্ন্যাসী হওয়ার জন্য। পরিবারের সদস্যরা পরে জানতে পারেন, সাড়ে পাঁচটা নাগাদ আদর্শকে উত্তরপাড়া স্টেশনে দেখা গেছে। সেই সময় তার পরনে ছিল ধুতি, গামছা, হাতে লাঠি ও কপালে মাটি লেপা। দেখলে মনে হবে যেন কোন‌ও সংসার ত্যাগী সন্ন্যাসী। ঘটনার পর উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেছে পরিবারের সদস্যরা।

রাহী হালদার

Missing School Student: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

কোচবিহার: নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনও খোঁজ মেলেনি খাগড়াবাড়ির মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন দাসের। ফোন করলে সুইচ অফ বলছে। ফলে প্রবল উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই ওই নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধানে নেমে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই সায়নের সব বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ‌ও করেছে। কিন্তু বিশেষ একটা এগোনো সম্ভব হয়নি। সেভাবে কোন‌ও কিছু জানতে না পারায় পুলিশ অদ্ভুত এক ধোঁয়াশার মধ্যে আছে। অন্যদিকে দু’সপ্তাহ পরেও ওই মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ থাকায় রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

আরও পড়ুন: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধে নাগাদ সায়ন বন্ধুদের সঙ্গে সাগরদিঘি চত্বরে ঘুরতে গিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। চলতি বছরের রামভোলা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়বে বলে পড়াশোনাও শুরু করে দিয়েছিল। তবে আচমকাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের দিন রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান নেই।

সায়নের মামা উজ্জ্বল দাস জানান, সায়নের ছেলেবেলাতেই বাবা মারা গিয়েছিল। তারপর থেকে তার মা বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করে ছেলেকে বড় করে তোলেন। নিখোঁজ হওয়ার দিন সায়ন দাসের পরনে ছিল ধূসর ও সাদা রঙের বিন্দু ওয়ালা একটি ফুল হাতা গেঞ্জি, নেভি ব্লু কালারের ট্রাকসুট, সাদা জুতো। এছাড়াও একটি কালো চামড়ার পিঠ ব্যাগ ছিল তার সঙ্গে। যদি কোনও ব্যক্তি সায়নের খোঁজ পান তবে অবশ্যই ৯৭৭৫০৮১৯১০ নম্বরে যোগাযোগ করবেন।

সার্থক পণ্ডিত

College Student Missing: বাড়িতে হোয়াটসঅ্যাপ করে নিখোঁজ ছাত্রী, মন্দির থেকে পাওয়া গেল ব্যাগ-মোবাইল

দক্ষিণ দিনাজপুর: ভয়ঙ্কর কাণ্ড বালুরঘাটে। হোয়াটসঅ্যাপ করে মামার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল কলেজ ছাত্রী। পরে এলাকার একটি মন্দির থেকে উদ্ধার হল তার ব্যাগ ও মোবাইল। ওই ছাত্রীর খোঁজে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু হয়েছে।

আর‌ও পড়ুন: টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা

নিখোঁজ ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহে। বালুরঘাট কো-এড কলেজের তৃতীয় বর্ষে পাঠরত। তাই সুবিধার জন্য বালুরঘাটে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। বৃহস্পতিবার পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। তারপর দুপুরের দিকে হঠাৎই বাড়ির মোবাইলে মেসেজ করে, ‘জীবন বিসর্জন দিয়ে দেব, বালুরঘাটের হনুমান মন্দির থেকে ব্যাগ ও মোবাইল নিয়ে নিও’। তারপর থেকে আর তার সন্ধান পাওয়া যায়নি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কী কারণে সে নিখোঁজ হয়ে গেল তা বুঝতে পারছে না পরিবার। পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই পুলিশ দ্রুত তৎপর হয়ে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু করে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই ছাত্রীর। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ কিছু বুঝতে পারছেন না।

সুস্মিতা গোস্বামী

Bengali News: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

হুগলি: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। আরামবাগের মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে এদিন তলিয়ে যায় সুরজ মল্লিক নামে ওই কিশোর। তার সন্ধানে নৌকায় করে নদীতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে জমা দেওয়া টাকা নয়ছয়, কিছুই জানত না ব্যাঙ্ক!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সুরজ নদীতে স্নান করতে নেমেছিল। দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেলেও বাড়ি না ফেরার তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা নৌকা নিয়ে ওই কিশোরের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে। খবর দেওয়া হয়েছে প্রশাসনকেও।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের বক্তব্য, রোজের মত‌ই আজও সুরজ নদীতে স্নান করতে গিয়েছিল। কিন্তু কীভাবে সে তলিয়ে গেল তা বোঝা যাচ্ছে না। সুরজকে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার থেকে প্রতিবেশীরা সকলে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টিম। তারাও নদীতে তল্লাশি শুরু করেছে।

শুভজিৎ ঘোষ

তিন দিন পার! নিখোঁজ ছাত্রের খোঁজ নেই, প্রশ্নের মুখে নরেন্দ্রপুর থানা

কলকাতা:  ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ফরতাবাদ।

৩দিন পার। নরেন্দ্রপুর থানা অভিযোগ পাওয়ার পরও তদন্তে অগ্রগতি করতে পারেনি। এই বিষয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছে বলে দাবি পুলিশ সূত্রে।

১লা ফেব্রুয়ারি ফরতাবাদ এলাকার একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছিলেন অপ্রতিম দাস (২২)। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাত্রি সাড়ে এগারোটা নাগাদ অপ্রতীম যখন খাবার খাচ্ছিেন, সেই সময় তাঁর মোবাইল ফোনে একটি ফোন আসে।

আরও পড়ুন- ‘৪০টা আসনও পাবে না!’…তীব্র কটাক্ষ মমতার! এত ঘণ্টা পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস

সেই ফোন আসার পর খাবার অর্ধেক ফেলে রেখে তিনি সেখান থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ না ফেরার পর অপ্রতিমের আত্মীয়রা তাঁর খোঁজ শুরু করেন।

সারা রাত খুঁজে অপ্রতিমকে আর খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, অপ্রতিমের মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়।  অপ্রতিমের মা বর্ণালী দাস ছেলের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নিয়ে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন।

তিনি বলেন, ‘নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁর ফোন ধরছে না। থানায় গেলে বলছে, ওদিকে সরে যাও। এখন আমাদের সময় নেই। আমার ছেলে কোথায় গেল? পুলিশ সহযোগিতা করছে না।’

 এলাকার মানুষের অনুরোধে ৩ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার পুলিশ বেলা বারোটা নাগাদ ওই বিয়ে বাড়ি এবং অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসাবাদ করে। এছাড়া তার বেশি কিছু তারা করেনি।

আরও পড়ুন- বাড়িতে ডেকে আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ! কেন, আদালতে বিস্ফোরক CBI

ইদানিং কালে নিখোঁজ হওয়ার পর যেভাবে দুঃসংবাদ পরিবাররা পাচ্ছে, সেই ভয় করছেন অপ্রতিমের মা। এই বিষয়ে নরেন্দ্রপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে,পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপ্রতিমের মোবাইল নম্বরের কল ডিটেইলস আনানোর চেষ্টা চালাচ্ছে তারা। যতক্ষণ পর্যন্ত কল ডিটেলস হাতে না আসছে, ততক্ষণ পর্যন্ত খুব একটা এগোতে পারছে পুলিশ।