Tag Archives: Bijoya Dashami

Anubrata Mondal: সভার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা, সময়ের আগেই সরে গেলেন ‘কর্মী’ অনুব্রত মণ্ডল! কী ঘটল জানেন?

সিউড়ি: জেল জীবন কাটিয়ে অবশেষে বহুদিন পর এবার পুজো আর বিজয়ায় সম্মিলনীতে উপস্থিত থাকলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূলের তরফে মুরারইতে ছিল বিজয়া সম্মিলনী। সেখানে যোগ দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য বার্তা দিলেন কর্মীদের।

তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে দুটি মঞ্চে মুরারই এক নম্বর ব্লকের পশুহাটে ও মুরারই দু’নম্বর ব্লকের পাইকর হিয়াত নগর হাই মাদ্রাসায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, “আমরা কেউ নেতা নই, আমরা সবাই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কাজ করুন ৷ মানুষের পাশে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন৷ মারামারি ঝগড়াঝাটি করবেন না। এতে ভাল কোনও বার্তা যায় না।”

আরও পড়ুন: আরজি কর ধর্ষণ-খুনের ঘটনায় মিলে গেল বড় কিছু? কোথায় গেল সিবিআই! শুনে চমকে উঠবেন

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বক্তব্যে সেই আগের মতো ঝাঁঝ এখনও নেই ৷ এমনকী নিদান, বিতর্ক, হুঁশিয়ারি, হুমকির সুর থাকত তাঁর গলায়৷ এখন সেই অনুব্রতর গলায় শোনা গেল ‘শান্তির বার্তা’। তবে আজকের সভায় দেখা যায়নি কাজল শেখকে। তাঁর বিষয়ে খোঁজ নেন অনুব্রত।

এদিন অনুব্রতর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুরারই দু’নম্বর ব্লকের পাইকর হাই মাদ্রাসার মাঠে বিজয়া সম্মিলনী চলাকালীন তৃণমূলের দু’পক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। আবার মুরারইয়ের সভামঞ্চে অনুব্রতর চেয়ারও উল্টে যায়। যদিও তাঁর অনুগামীরা তার আগেই তাঁকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছিলেন।

Shubho Bijoya Sweets: সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার সঙ্গে সুপারহিট বিভিন্ন ‘ফিউশন’ মিষ্টিও, বিজয়ার মিষ্টির বাজার একনজরে

আবীর ঘোষাল, কলকাতা: দশমীর সকাল থেকে ভিড় মিষ্টির দোকানে। সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার মত ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি বাজার মাতাচ্ছে বাটার স্কচ, পাইন অ্যাপেল, চকোলেট সন্দেশের মত ফিউশন মিষ্টি। তবে সব কিছুকে টেক্কা দিয়েছে ঐতিহ্যের টান।

কোনওটা কড়াপাক, কোনওটা বা নরম… দুধ, ক্ষীর, ছানা মিলেমিশে জিভে জল আনা স্বাদ…বাঙালির বারোমাসে তেরো পার্বন। আর প্রতি পার্বনে মিষ্টি মাস্ট ৷ ষষ্ঠীর বোধন, অষ্টমীর অঞ্জলির মত এও যেন এক চিরাচরিত রীতি। দশমীর সকাল থেকেই তাই ভিড় বাড়ে মিষ্টির দোকানে।

আরও পড়ুন- আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম, তারপর কি ফের হাওয়া বদল? জেনে নিন আবহাওয়ার আপডেট

দিলখুশ পারিজাত, মালাই রোল, সরপুরিয়া, কাঁচাগোল্লা, নারকেলের চন্দ্রপুলি তো আছেই সঙ্গে আছে হালের বাটার স্কচ, স্ট্রবেরি, পাইন্যাপেল, চকোলেট সন্দেশ আরও কত কী! একসময় মা-ঠাকুমারা বাড়িতেই নারকেল দিয়ে বানাতেন ছাঁচের সন্দেশ। কিন্তু আজকের ব্যস্ত জীবনে সময় কই!তবু হাজারও ব্যস্ততার ফাঁকে মন খোঁজে সেই ঐতিহ্যের ছোঁয়া…মিষ্টিতে যেমন বাহারি স্বাদ নিয়ে এসেছে ফেলু মোদক। দশমী স্পেশালে থাকছে আট রকমের রসগোল্লা। সাদা রাজভোগ যেমন থাকছে। তেমনই থাকছে ম্যাঙ্গো রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা, চকোলেট রসগোল্লা ইত্যাদি। থাকছে নানা স্বাদের রাবড়িও ৷ মালাই রাবড়ি, সরের দুধের রাবড়ি।

আরও পড়ুন– নাম শুরু ‘শ্রী’ দিয়ে, কমল হাসানের সঙ্গে প্রেম ভাঙে, রজনীকান্তের সঙ্গে দিয়েছেন হিট ছবি, দক্ষিণী এই নায়িকা কে বলতে পারবেন? আপনি যাঁর কথা ভাবছেন, তিনি নাও হতে পারেন…

ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে বলছেন, ‘‘ট্র্যাডিশনাল মিষ্টিও যেমন থাকছে, পাশাপাশি নতুন ধরনের স্বাদের মিষ্টিও এই বিজয়াতে আমরা রাখছি।’’ এছাড়া তারা বানিয়ে ফেলেছেন ৫ রকমের আইসক্রিম সন্দেশ। ম্যাঙ্গো, স্ট্রবেরি, পেস্তা, চকোলেট নানা স্বাদের আইসক্রিম সন্দেশ। একই রকম ভাবে মিলবে এই ভিন্ন স্বাদের কড়া পাক সন্দেশও৷ আগে শুধু সাদা কড়া পাকের সন্দেশ ছিল। এখন অবশ্য নানা স্বাদ তারা নিয়ে এসেছে। এর পাশাপাশি অবশ্যই মিলবে ছানার মুড়কি, দরবেশ এবং ছানার বেকড কেক নানা স্বাদের। সব মিলিয়ে বিজয়ায় মুখে তুলুন নানা স্বাদের মিষ্টি।

Durga Puja 2024: সিঁদুরের রঙে মাকে রাঙিয়ে বিজয়া দশমীতে মহিলারা মাতলেন সিঁদুর খেলায়

বাপের বাড়ি থেকে কৈলাসের পতিগৃহে রওনা দেবেন ভগবতী, রীতি মেনে সিঁদুর খেলায় মাতল জলপাইগুড়িবাসী!
বাপের বাড়ি থেকে কৈলাসের পতিগৃহে রওনা দেবেন ভগবতী, রীতি মেনে সিঁদুর খেলায় মাতল জলপাইগুড়িবাসী!
বিজয়াদশমীতে সিঁদুর দানের আগে পান্তাও কচুশাক খাওয়ার রীতি তার আয়োজন করা হয়েছে বিভিন্ন পূজা মন্ডপ গুলিতে।
বিজয়াদশমীতে সিঁদুর দানের আগে পান্তাও কচুশাক খাওয়ার রীতি তার আয়োজন করা হয়েছে বিভিন্ন পূজা মন্ডপ গুলিতে।
মায়ের সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে একে অপরকে সিন্দুর খেলায় নিয়ে মাতল মহিলারা।
মায়ের সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে একে অপরকে সিন্দুর খেলায় নিয়ে মাতল মহিলারা।
দশমীতে সিঁদুরের রাঙা আভায় লাল হয়ে উঠল মণ্ডপ। বিদায় বেলায় বিষাদের সুর, আবার এক বছরের অপেক্ষা।
দশমীতে সিঁদুরের রাঙা আভায় লাল হয়ে উঠল মণ্ডপ। বিদায় বেলায় বিষাদের সুর, আবার এক বছরের অপেক্ষা।
এবারের পুজোয় এমনিতেই একদিন কম। উমার বিদায়বেলায় উৎসবের আনন্দে সবটুকু উপভোগ করে নিতে ব্যস্ত সবাই
এবারের পুজোয় এমনিতেই একদিন কম। উমার বিদায়বেলায় উৎসবের আনন্দে সবটুকু উপভোগ করে নিতে ব্যস্ত সবাই