Tag Archives: BJP Candidate List

BJP Candidates: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির! দারুণ চমক, কারা হলেন প্রার্থী?

কলকাতা: আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ এদিকে, বিজেপিও এ রাজ্যে কাঙ্খিত ফল না পেলেও বিধানসভা উপনির্বাচনে আগের জেতা তিনটি আসনই ধরে রাখতে চায় পদ্ম শিবির। কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল বিজেপি।

মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করল কল্যাণ চৌবেকে। ২০২১ সালে মানিকতলা কেন্দ্রে আগেও বিজেপি প্রার্থী হয়েছিলেন কল্যাণ। এবারও তাঁকে প্রার্থী করল। এদিকে, বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, রায়গঞ্জ কেন্দ্রে মানস কুমার ঘোষ এবং রাণাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল মনোজ কুমার বিশ্বাসকে।

আরও পড়ুন: প্রায় ৮০০ জনের মৃত্যু, সেতু ভেঙে নদীতে ট্রেন! ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা কোনটি, জানেন?

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। সাধনবাবুর মৃত্যুর কারণেই ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে। অপরদিকে, বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। এবার বিধানসভা উপনির্বাচনেও তাঁকেই প্রার্থী করেছে ঘাসফুল শিবির। আর রাণাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মুকুট মণি অধিকারীকে। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে এই মুকুট মণিকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনিও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান। বিধানসভা উপনির্বাচনে সেই তাঁর উপরই ভরসা রাখল তৃণমূল। প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণী ও মুকুট মণি – দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে রয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ৷ ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটিই দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীকে যথাক্রমে রায়গঞ্জ, বনগাঁ এবং রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই লোকসভা নির্বাচনে প্রার্থী হন তাঁরা৷ যদিও শাসক দলের টিকিটে লড়েও তিন কেন্দ্রেই পরাজিত হন তিন জন৷

BJP Candidates List: আসানসোলে প্রার্থী বদলে দিল বিজেপি, ভরসা সেই পুরনো মুখেই! শত্রুঘ্নর বিরুদ্ধে কে?

আসানসোল: আসানসোলে প্রার্থী বদলে দিল বিজেপি। এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী করল গেরুয়া শিবির। ওই কেন্দ্রে প্রথমে ভোজপুরী গায়ক, নায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রার্থী ঘোষণার পরই ট্যুইটারে পবন ঘোষণা করেছিলেন, আসানসোল থেকে ভোটে লড়তে চান না তিনি। এরপরই গুঞ্জন শুরু হয়েছিল, আসানসোলে কাকে প্রার্থী করবে বিজেপি। অবশেষে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়াকেই প্রার্থী করল গেরুয়া শিবির।

যদিও আসানসোল থেকে প্রার্থী হতে চান না ঘোষণার সাত দিনের মধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পবন সিং। লেখেন, ‘আমি ভোটে লড়ব। আমার সমাজের কাছে, মানুষের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমি আসানসোলে BJP-র হয়ে ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা চাইছি। জয় মাতা দি।’ এখানেই শেষ নয়, পবন সিং জানিয়েছিলেন, তাঁর মাকে দেওয়া বিশেষ প্রমিস রাখতেই তিনি আসানসোল থেকে ভোটে লড়তে চান। কিন্তু সেখানে তাঁকে আর প্রার্থী করল না বিজেপি।

আরও পড়ুন: ‘গ্রেফতার নয়’, ভূপতিনগরে NIA-কাণ্ডে বিরাট নির্দেশ আদালতের! ভোটের মাঝেই তুমুল শোরগোল

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি হল আসানসোল। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এই লোকসভা কেন্দ্র কয়লা খনন এবং রেল সংক্রান্ত কাজের জন্য পরিচিত। আসানসোলের জনসংখ্যার ৫০ শতাংশই হিন্দিভাষী। অবাঙালি ভোটার ৩৬ শতাংশ।

আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এগুলি হল- পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। ১৯৮৪ সাল থেকে এই লোকসভা কেন্দ্র সিপিআইএমের গড় ছিল। তবে ২০১১ সালের পর থেকে বাম দুর্গের পতন হয়। ভোটারদের একটা অংশ বিজেপির দিকে ঝোঁকে, অপর অংশ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়। বর্তমানে আসানসোলের সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন ২০২২ সালের উপনির্বাচনে। বিপুল ভোটে জেতার পর এবারও তিনি তৃণমূলের প্রার্থী। তার বিরুদ্ধেই এবার লড়বেন আলুওয়ালিয়া।

Pawan Singh Bjp Candidate: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি

কলকাতা: শনিবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার ২০ আসনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকা অনুযায়ী, আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু ২৪ ঘণ্টার আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দিলেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়ালেন বলে বিজেপি সূত্রে খবর।

গতকালই আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করে নাম ঘোষণা করে বিজেপি। এরপরই পবন সিং নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ?আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ এটাই।?

আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

যদিও এদিন প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে পবন সিং লেখেন, ?ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।?

আরও পড়ুন: ?পুরনো চালেই? আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ?কঠিন? বাজি জিততে পাঠাল বিজেপি

পবন সিংয়ের এই বার্তা প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের ট্যুইট রিট্যুইট করেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির একাধিক নেতাও পবন সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দেন। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভিডিও পোস্ট করে পবন সিংয়ের। আজ তাঁর সরে দাঁড়ানোর পোস্ট রিট্যুইট করেন অভিষেক। বাংলার মানুষের অদম্য লড়াই ও ক্ষমতায় সরলেন পবন সিং বলে উল্লেখ অভিষেকের। হ্যাশট্যাগ দিয়ে জুড়লেন জনগর্জন। যদিও পদ্ম শিবির সূত্রের খবর, কেন প্রার্থী হতে চাইছেন না, তা নিয়ে আজই পবন সিংয়ের সঙ্গে কথা বলবে বিজেপি নেতৃত্ব।