Tag Archives: BMW

BMW hit-and-run case: হিট অ্যান্ড রান মামলায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার শিবসেনা নেতা রাজেশ সাহের ছেলে

মুম্বই: বিএমডব্লিউ হিট-অ্যান্ড-রান মামলায় অভিযুক্ত এবং শিবসেনার রাজনীতিবিদের ছেলে মিহির শাহকে ১৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর গাড়ির ধাক্কাতে একজন মহিলার মৃত্যু ঘটেছে৷

আরও পড়ুন:বন্ধ দার্জিলিং যাওয়ার পথ NH 110, খুলল না সিকিমের রাস্তাও! প্রবল বিপাকে পর্যটকেরা

সূত্রের খবর অনুযায়ী, অপরাধ করার পর কে তাঁকে প্রমান নষ্ট করতে সাহায্য করেছিল তা খতিয়ে দেখার দরকার৷ সেই কারণে পুলিশ অভিযুক্তের হেফাজতে চেয়েছিল। পুলিশ আরও জানতে পেরেছে, অভিযুক্ত তাঁর পরিচয় গোপন করার জন্য গাড়িতে তার চুল ও দাড়ি কামিয়ে নিয়েছিল।

পুলিশ নিম্মলিখিত কারণে তাঁকে হেফাজতে নেওয়ার দাবী করেছে-

  • অপরাধ করার পর প্রমাণ লোপাটের চেষ্টা করার জন্য
  • কে তাকে পালাতে সাহায্য করেছে, তা জানার জন্য
  • ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির মালিকানা সংক্রান্ত বিশদ বিবরণ পরীক্ষা করার জন্য

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে প্রধান অভিযুক্ত মিহির শাহ রবিবার সকালে একটি বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিল৷ যেটি পেছন থেকে একটি দুই চাকার গাড়িকে ধাক্কা দেয়৷ এর ফলে মৃত্যু ঘটে ৪৫ বছরের কাবেরী নাখওয়া৷ মহিলার স্বামী প্রদীপ বেঁচে যায়। যদিও তিনি আঘাতপ্রাপ্ত হন৷ ঘটনাটি ঘটে মুম্বাইয়ের ওরলি এলাকায়৷

আরও পড়ুন:ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর নয়, হাবিলদারকেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ করলেন পুলিশ সুপার

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার বিএমডব্লিউ মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত মূল অভিযুক্ত মিহির শাহ শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে। যদিও শিন্ডে এই বিষয় বলেন, “সরকার এই মামলায় কোনও অপরাধীকে সমর্থন করবে না। আমরা নিহতের পরিবারের পাশে আছি। পরিবারটির প্রয়োজনে সরকার যে কোনও রকমের আর্থিক সহায়তা দেবে।”

পালঘরে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার উপ-নেতা রাজেশ শাহকেও রবিবার তাঁর ছেলের হিটএন্ডরান মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

Rs 18 730 Bill At Bar To CCTV Footage: বারে খানাপিনার বিল ১৮হাজার ৭৩০টাকা! বিএমডবলু কাণ্ডে নয়া মোড়

মুম্বই: বিএমডবলু কাণ্ডে তদন্তে নয়া মোড়। সিসিটিভি ফুটেজ থেকে উঠে এল দুর্ঘটনার ঠিক আগের ছবি। সদ্য পাওয়া ভিডিয়োতে জুহুর গ্লোবাল তাপস বারের বাইরে অভিযুক্ত মিহির শাহকে দেখা গিয়েছে। গাড়িতে উঠে যাত্রীর আসনে বসতে দেখা যায় শিন্ডেসেনা নেতা রাজেশ শাহের পুত্র মিহিরকে। তবে এই গাড়িটিই সেই বিএমডবলু কিনা তা ফুটেজ থেকে এখনও স্পষ্ট নয়। তাপস বার সূত্রে জানা গিয়েছে, মিহির এবং তাঁর বন্ধুরা মিলে ১৮ হাজার ৭৩০ টাকা বিল মিটিয়েছেন। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার ভোরবেলা মুম্বইয়ের ওরলিতে প্রবল বেগে এসে একটি স্কুটিকে ধাক্কা মেরেছিল একটি বিএমডব্লিউ। ঘটনায় ৪৫ বছরের কাবেরি নাখাবার মৃত্যু হয়। তাঁর স্বামী প্রদীপ নাখাবাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন দম্পতি। ফেরার পথেই তাঁদের পিষে দিয়ে যায় বিএমডবলু। ঘাতক গাড়িটি শিন্ডেসেনা নেতা রাজেশের বলেই মনে করছে পুলিশ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজেশকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ।

কয়েক মাস আগে পুণেতে আলোড়ন ফেলেছিল এক ঘাতক পোর্শে। সেই রেশ কাটতে না কাটতে চর্চায় উঠে এল এক বিএমডবলু। তবে শুরুতে মনে করা হয়েছিল, দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন মিহির। সেই ধারণা বদলে দিচ্ছে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় যাত্রীর আসনে বসে মিহির। তাহলে গাড়িটি কে চালাচ্ছিলেন? এ নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের জন্য এখনও ৬টি দল গঠন করেছে মুম্বই পুলিশ। যদিও ২৪ বছর বয়সি মিহির এখনও অধরা।

Knowledge Story: BMW-র পুরো নাম কী বলুন তো? ৯০ শতাংশ মানুষই জানেন না আসল উত্তর! লোগোতেও লুকিয়ে বিরাট রহস্য…

শখের গাড়ির তার একটা দীর্ঘ তালিকা সকলেরই থাকে৷ প্রত্যেকেরই স্বপ্নের গাড়ি তালিকায় সবার আগে যে নামটা উঠে আসে সেটা হল বিএমডব্লিউ (BMW)৷ সাধারণত এই কোম্পানীর গাড়ি বহুল জনপ্রিয় ও ব্যয়বহুল৷ যা ধনী ব্যক্তিরাই বহন করতে পারেন৷ তবে স্বপ্ন দেখতে ক্ষতি কী৷ স্বপ্ন দেখলেই স্বপ্নপূরণ সম্ভব৷
শখের গাড়ির তার একটা দীর্ঘ তালিকা সকলেরই থাকে৷ প্রত্যেকেরই স্বপ্নের গাড়ি তালিকায় সবার আগে যে নামটা উঠে আসে সেটা হল বিএমডব্লিউ (BMW)৷ সাধারণত এই কোম্পানীর গাড়ি বহুল জনপ্রিয় ও ব্যয়বহুল৷ যা ধনী ব্যক্তিরাই বহন করতে পারেন৷ তবে স্বপ্ন দেখতে ক্ষতি কী৷ স্বপ্ন দেখলেই স্বপ্নপূরণ সম্ভব৷
বিএমডব্লিউ (BMW)গাড়ির লোগোটি অন্যান্য সমস্ত গাড়ির থেকে খানিকটা ইউনিক৷ নীল ও সাদা রঙের এই লোগোতে লুকিয়ে রয়েছে বিরাট রহস্য৷ যা ৯০ শতাংশ মানুষই হয়তো জানেন না ৷ এমনকী বিএমডব্লিউ (BMW)পুরো নাম কী, তার উত্তর দিতে গিয়ে হিমশিম খান একাধিক মানুষ৷
বিএমডব্লিউ (BMW)গাড়ির লোগোটি অন্যান্য সমস্ত গাড়ির থেকে খানিকটা ইউনিক৷ নীল ও সাদা রঙের এই লোগোতে লুকিয়ে রয়েছে বিরাট রহস্য৷ যা ৯০ শতাংশ মানুষই হয়তো জানেন না ৷ এমনকী বিএমডব্লিউ (BMW)পুরো নাম কী, তার উত্তর দিতে গিয়ে হিমশিম খান একাধিক মানুষ৷
বিএমডব্লিউ (BMW) ওয়েবসাইট অনুসারে, BMW এর পুরো নাম হল Bayerische Motoren Werke GmbH, যাকে ইংরেজিতে Bavarian Engine Works Company বলা হয়। এটি এই নামটি পেয়েছে কারণ এই কোম্পানিটি জার্মান রাজ্য বাভারিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল।
বিএমডব্লিউ (BMW) ওয়েবসাইট অনুসারে, BMW এর পুরো নাম হল Bayerische Motoren Werke GmbH, যাকে ইংরেজিতে Bavarian Engine Works Company বলা হয়। এটি এই নামটি পেয়েছে কারণ এই কোম্পানিটি জার্মান রাজ্য বাভারিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল।
এই নাম থেকে আপনি বিএমডব্লিউ (BMW)-র আসল পণ্য পরিসর সম্পর্কেও জানতে পারবেন, যা বিভিন্ন মেশিনের জন্য ইঞ্জিন তৈরি করতে হয়েছিল। প্রথম কোম্পানি ছিল Rapp-Motorenwerke GmbH যেটি ১৯১৩ সালে প্লেনের ইঞ্জিন তৈরি করত।
এই নাম থেকে আপনি বিএমডব্লিউ (BMW)-র আসল পণ্য পরিসর সম্পর্কেও জানতে পারবেন, যা বিভিন্ন মেশিনের জন্য ইঞ্জিন তৈরি করতে হয়েছিল। প্রথম কোম্পানি ছিল Rapp-Motorenwerke GmbH যেটি ১৯১৩ সালে প্লেনের ইঞ্জিন তৈরি করত।
আগে যেহেতু কোম্পানিটি প্লেনের ইঞ্জিন তৈরি করত তাই দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে গাড়ির সামনের লোগোর চারটি বক্স আসলে প্লেনের প্রপেলার, অর্থাৎ সামনের দিকে রাখা পাখা। কোম্পানির পুরনো নামের প্রতি শ্রদ্ধা জানাতে এই লোগোটি তৈরি করা হয়েছে।
আগে যেহেতু কোম্পানিটি প্লেনের ইঞ্জিন তৈরি করত তাই দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে গাড়ির সামনের লোগোর চারটি বক্স আসলে প্লেনের প্রপেলার, অর্থাৎ সামনের দিকে রাখা পাখা। কোম্পানির পুরনো নামের প্রতি শ্রদ্ধা জানাতে এই লোগোটি তৈরি করা হয়েছে।
নীল রং আকাশের প্রতিনিধিত্ব করে। এই ক্ষেত্রে, এই লোগোটি আকাশে উড়ন্ত একটি বিমানের প্রতিনিধিত্ব করে। কিন্তু বিএমডব্লিউ (BMW)-র ওয়েবসাইটে এটির একটি ভিন্ন অর্থ রয়েছে, যা আপনি সঠিক এবং নির্ভরযোগ্য বিবেচনা করতে পারেন।
নীল রং আকাশের প্রতিনিধিত্ব করে। এই ক্ষেত্রে, এই লোগোটি আকাশে উড়ন্ত একটি বিমানের প্রতিনিধিত্ব করে। কিন্তু বিএমডব্লিউ (BMW)-র ওয়েবসাইটে এটির একটি ভিন্ন অর্থ রয়েছে, যা আপনি সঠিক এবং নির্ভরযোগ্য বিবেচনা করতে পারেন।
বিএমডব্লিউ (BMW) লোগোতে সাদা এবং নীল, জার্মানের বাভারিয়ার রং, যেখানে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২৯ সালে, একটি বিএমডব্লিউ বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছিল যাতে এই লোগোটি প্লেনের প্রপেলারের ভিতরে দেখানো হয়েছিল, সেখান থেকেই প্লেনের প্রপেলার সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে।
বিএমডব্লিউ (BMW) লোগোতে সাদা এবং নীল, জার্মানের বাভারিয়ার রং, যেখানে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২৯ সালে, একটি বিএমডব্লিউ বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছিল যাতে এই লোগোটি প্লেনের প্রপেলারের ভিতরে দেখানো হয়েছিল, সেখান থেকেই প্লেনের প্রপেলার সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে।
একাধিক বিজ্ঞাপনে ডানাগুলিতে বিএমডব্লিউ লেখা দেখা যায়, তখন লোকেরা তাদের ডানা হিসাবে বিবেচনা করতে শুরু করে। এ কারণে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বাড়তে থাকায় এ গুজব উড়িয়ে দেওয়া ঠিক মনে করেননি প্রতিষ্ঠানটির মালিকরা। আজ অবধি এই গুজবটিকে সত্য বলে মনে করা হলেও এটি সম্পূর্ণ সত্য নয়।
একাধিক বিজ্ঞাপনে ডানাগুলিতে বিএমডব্লিউ লেখা দেখা যায়, তখন লোকেরা তাদের ডানা হিসাবে বিবেচনা করতে শুরু করে। এ কারণে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বাড়তে থাকায় এ গুজব উড়িয়ে দেওয়া ঠিক মনে করেননি প্রতিষ্ঠানটির মালিকরা। আজ অবধি এই গুজবটিকে সত্য বলে মনে করা হলেও এটি সম্পূর্ণ সত্য নয়।

কামাল বাইকে ধামাল অফার, BMW ইলেকট্রিক বাইক, একবার চার্জ দেওয়ার পর চলবে ৯০ কিলোমিটার পর্যন্ত!

#নয়াদিল্লি: BMW আগাগোড়াই বিলাসবহুল গাড়ি তৈরি করার জন্য পরিচিত। গাড়ি তৈরির সংস্থা এবার ইলেকট্রিক ভেহিক্যাল (Electric Vehicle) চালু করেছে। তবে সেটা চার চাকার গাড়ি নয়, বরং দুই চাকার ইলেকট্রিক বাইক (Electric Two-Wheeler)। মডেলের নাম রাখা হয়েছে BMW CE 02। এটি একটি মিনি ইলেকট্রিক বাইক। এটির ডিজাইন খুব যত্ন সহকারে করা হয়েছে। সংস্থা এই গাড়িটিকে জার্মানিতে (Germany) লঞ্চ করেছে বলে জানা গিয়েছে। তবে BMW-র ইলেকট্রিক বাইক সিরিজের এটাই প্রথম সূচনা নয়, এর আগেও সংস্থা BMW CE 02 মডেলের ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। তবে এই মডেলটির উৎপাদন এখনও শুরু হয়নি। সংস্থার CE 02 ইলেকট্রিক বাইক ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলে দাবি করা হয়েছে।

BMW চলতি মাসের শুরুর দিকে ঘরোয়া বাজারে BMW CE 02 মিনি-বাইক লঞ্চ করেছে। ইলেকট্রিক বাইকটিকে দেখতে সাধারণ হলেও বেশ ট্রেন্ডি লুক রয়েছে। একেবারে সামনে, মানে হেডলাইটের জায়গায় চারটি ছোট গোল এলইডি লাইট লাগানো হয়েছে। যা আন্ধকারে আরোহীকে সাহায্য করবে। গাড়ির দুইদিকে ডিস্ক ব্রেক সহ ১৫-ইঞ্চি চাকা সেট করা হয়েছে। গাড়িটির আসনের উচ্চতা ৭৩০ মিমি রাখা হয়েছে। গাড়ি যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে ফুটস্ট্রেট দেখা যায়নি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে বাইকে ফুটস্ট্রেট লাগানো হবে। যাতে সুবিধা অসুবিধায় তা কাজে লাগানো যায়। সব মিলিয়ে গাড়িটির ওজন ১২০ কিলোগ্রাম রাখা হয়েছে।

BMW CE 02 মিনি ইলেকট্রিক বাইক 11kW-এর মোটর দিয়ে তৈরি করা হয়েছে। ফলে বাইকটি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। সংস্থা বাইকের ব্যাটারি সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেনি। এছাড়া বাইকটিকে একবার চার্জ করা হলে ৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে বলে জানা গিয়েছে। এই বাইকটির উৎপাদন সম্পর্কে কোনও খবর প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা আশা করছেন খুব তাড়াতাড়ি মিনি ইলেকট্রিক বাইক রাস্তায় দেখা যাবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, আকর্ষণীয় দামেই বাইকটিকে বাজারে আনা হবে। বাইকটির আধুনিক প্রযুক্তি বাইক প্রেমী ও বর্তমান যুবসমাজকে পছন্দমতো বাইক কেনার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। আজকাল চকচকে ইলেকট্রিক মোপেড ও মিনি-বাইকের অভাব নেই, তবে BMW CE 02 মিনি ইলেকট্রিক বাইক সাফল্য পেতে পারে। কারণ শহরে যাতায়াতের জন্য যথেষ্ট সক্ষম বলেই মনে করছে বাইক বিশেষজ্ঞরা।