Tag Archives: Bollywood

Salman Khan: সলমনকে প্রাণে মারতে নয়! অন্য উদ্দেশ্যে গুলি ছোড়া হয়! আসল কথা ফাঁস অভিযুক্তের

কিং খানের পরেই তালিকায় আছেন সলমন খান। সল্লু মিঞার মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি। সসলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় আরও এক নয়া মোড়। আসলে স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম কোর্টে জামিনের আবেদন দাখিল করেছেন অভিযুক্ত ভিকি কুমার গুপ্তা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, ভিকি কুমার গুপ্তা দাবি করেছেন যে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বলিউডের সুপারস্টার সলমন খানের ক্ষতি করার জন্য নয়, বরং তাঁকে ভয় দেখানোর জন্যই এমনটা করা হয়েছে।লমনের সাম্প্রতিক মুক্তি পাওয়া 'টাইগার থ্রি' বিশ্বজুড়ে ৪৬৬ কোটির ব্যবসা করেছে।
সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনায় আরও এক নয়া মোড়। আসলে স্পেশাল মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম কোর্টে জামিনের আবেদন দাখিল করেছেন অভিযুক্ত ভিকি কুমার গুপ্তা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, ভিকি কুমার গুপ্তা দাবি করেছেন যে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বলিউডের সুপারস্টার সলমন খানের ক্ষতি করার জন্য নয়, বরং তাঁকে ভয় দেখানোর জন্যই এমনটা করা হয়েছে।
ভিকি কুমার গুপ্তা স্বীকার করে নিয়েছেন যে, তিনি এবং সাগর কুমার পাল এই ষড়যন্ত্রটা শুধু নিষ্পন্ন করেছেন। এর পাশাপাশি তাঁর দাবি, করোনা ভাইরাস অতিমারীর সময় চাকরি হারিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতেন। চাকরি হারানোর পরে সাগরের সঙ্গে যোগাযোগ করেন ভিকি। এরপর সাগর তাঁকে গাড়ি চালকের কাজ করার জন্য পঞ্জাবের জালন্ধরে পাঠিয়ে দেন। এরপর মুম্বইয়ে ভিকিকে ডেকে পাঠানো হয় কোনও শুভ ধর্মীয় মিশন-এর জন্য।
ভিকি কুমার গুপ্তা স্বীকার করে নিয়েছেন যে, তিনি এবং সাগর কুমার পাল এই ষড়যন্ত্রটা শুধু নিষ্পন্ন করেছেন। এর পাশাপাশি তাঁর দাবি, করোনা ভাইরাস অতিমারীর সময় চাকরি হারিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতেন। চাকরি হারানোর পরে সাগরের সঙ্গে যোগাযোগ করেন ভিকি। এরপর সাগর তাঁকে গাড়ি চালকের কাজ করার জন্য পঞ্জাবের জালন্ধরে পাঠিয়ে দেন। এরপর মুম্বইয়ে ভিকিকে ডেকে পাঠানো হয় কোনও শুভ ধর্মীয় মিশন-এর জন্য।
এরপর মুম্বইয় পৌঁছনোর পরে ভিকিকে কল করে লরেন্স বিষ্ণোইয়ে ভাই অনমোল বিষ্ণোই। সে-ই ভিকিকে পরিকল্পনা বুঝিয়ে দেন। ভিকির দাবি, তিনি গুলি ছুড়তে রাজি হয়েছিলেন। কারণ অনমোলই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়ে জানিয়েছিল যে, তাঁর উপর একটা আঁচড়ও আসবে না। এরপরেই আবার পরিকল্পনা বদলে ভিকিকে জানানো হয় যে, তাঁকে শুধু বাইক চালিয়ে নিয়ে বান্দ্রায় যেতে হবে। বাইকে তাঁর পিছনে থাকবে সাগর। সে-ই গুলিটা ছুড়বে। ভিকির দাবি, সলমনের বাড়ির সামনে সাগরই গুলিটা ছুড়েছিল।
এরপর মুম্বইয় পৌঁছনোর পরে ভিকিকে কল করে লরেন্স বিষ্ণোইয়ে ভাই অনমোল বিষ্ণোই। সে-ই ভিকিকে পরিকল্পনা বুঝিয়ে দেন। ভিকির দাবি, তিনি গুলি ছুড়তে রাজি হয়েছিলেন। কারণ অনমোলই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়ে জানিয়েছিল যে, তাঁর উপর একটা আঁচড়ও আসবে না। এরপরেই আবার পরিকল্পনা বদলে ভিকিকে জানানো হয় যে, তাঁকে শুধু বাইক চালিয়ে নিয়ে বান্দ্রায় যেতে হবে। বাইকে তাঁর পিছনে থাকবে সাগর। সে-ই গুলিটা ছুড়বে। ভিকির দাবি, সলমনের বাড়ির সামনে সাগরই গুলিটা ছুড়েছিল।
নিজের জামিনের আবেদনে ভিকি দাবি করেন যে, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাই জেলের বাইরে যাওয়াটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিকে ভিকির এই জামিনের আবেদনের বিষয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ১৩ অগাস্ট পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
নিজের জামিনের আবেদনে ভিকি দাবি করেন যে, তিনি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাই জেলের বাইরে যাওয়াটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিকে ভিকির এই জামিনের আবেদনের বিষয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ১৩ অগাস্ট পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত চলতি বছরে এপ্রিল মাসে সলমন খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ছোড়া হয়। সন্দেহ করা হয়েছিল যে, এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পরে অবশ্য ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই।
প্রসঙ্গত চলতি বছরে এপ্রিল মাসে সলমন খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ছোড়া হয়। সন্দেহ করা হয়েছিল যে, এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পরে অবশ্য ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই।

Bollywood: কারও চারজন প্রেমিক, কারও ৬ বা তারও বেশি…কোন বলি-নায়িকার বয়ফ্রেন্ডের সংখ্যা সবথেকে বেশি? পড়ুন

বলিউড, মায়ানগরী, লাইট-ক্যামেরা-অ্যাকশন, গ্ল্যামারের হাতছানি...রুপোলি জগত বড় মায়াবী! আলো ঝলমলে দুনিয়া নিয়ে মানুষের কৌতূহল-ও কম নয়! তারকারা বাস্তব জীবনে ঠিক কেমন? বাস্তব-সঙ্গীর সঙ্গে কেমন কেমিস্ট্রি? বলি-নায়িকাদের প্রেমিক নিয়েও ফ্যানেদের মধ্যে কৌতূহল কম নেই! বিশেষ করে কোন নায়িকা কার প্রেমে মজেছেন? কোন নায়িকার কতজন প্রাক্তন ছিল? কোন-ও নায়িকা প্রেম করেছেন ৩ জনের সঙ্গে, কার-ও বা প্রাক্তন ছিল ৫ জন... একঝলকে দেখে নিন সেই তালিকা--
বলিউড, মায়ানগরী, লাইট-ক্যামেরা-অ্যাকশন, গ্ল্যামারের হাতছানি…রুপোলি জগত বড় মায়াবী! আলো ঝলমলে দুনিয়া নিয়ে মানুষের কৌতূহল-ও কম নয়! তারকারা বাস্তব জীবনে ঠিক কেমন? বাস্তব-সঙ্গীর সঙ্গে কেমন কেমিস্ট্রি? বলি-নায়িকাদের প্রেমিক নিয়েও ফ্যানেদের মধ্যে কৌতূহল কম নেই! বিশেষ করে কোন নায়িকা কার প্রেমে মজেছেন? কোন নায়িকার কতজন প্রাক্তন ছিল? কোন-ও নায়িকা প্রেম করেছেন ৩ জনের সঙ্গে, কার-ও বা প্রাক্তন ছিল ৫ জন… একঝলকে দেখে নিন সেই তালিকা–
অনুষ্কা শর্মা-- বিরাট কোহলি অনুষ্কার প্রথম প্রেম ছিল না। বিরাটের আগে অনুষ্কার সঙ্গে জোহেভ ইউসুফ, শহিদ কাপুর, অর্জুন কাপুর, সুরেশ রায়নার সঙ্গে প্রেমের জল্পনা-কল্পনা শোনা যেত
অনুষ্কা শর্মা– বিরাট কোহলি অনুষ্কার প্রথম প্রেম ছিল না। বিরাটের আগে অনুষ্কার সঙ্গে জোহেভ ইউসুফ, শহিদ কাপুর, অর্জুন কাপুর, সুরেশ রায়নার সঙ্গে প্রেমের জল্পনা-কল্পনা শোনা যেত
আলিয়া ভাট-- সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেক-আপের পর শোনা যায় আলিয়া আলি দাদারকারের প্রেমে পড়েন। এরপর আলিয়ার সম্পর্ক হয় কভিন মিত্তলের সঙ্গে। পরবর্তীতে রণবীর কাপুরের ঘরণী হন আলিয়া
আলিয়া ভাট– সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেক-আপের পর শোনা যায় আলিয়া আলি দাদারকারের প্রেমে পড়েন। এরপর আলিয়ার সম্পর্ক হয় কভিন মিত্তলের সঙ্গে। পরবর্তীতে রণবীর কাপুরের ঘরণী হন আলিয়া
ঐশ্বর্য-- মডেলিং-এর সময় রাজীব মুলচন্দানির সঙ্গে ঐশ্বর্যর প্রেমের গুঞ্জন শোনা যেত। শোনা যায় সলমন খানের প্রেমে পড়ে সেই সম্পর্ক ভেঙে দেন ঐশ্বর্য। এরপর অভিষেকের সঙ্গে বিয়ে করেন অ্যাশ।
ঐশ্বর্য– মডেলিং-এর সময় রাজীব মুলচন্দানির সঙ্গে ঐশ্বর্যর প্রেমের গুঞ্জন শোনা যেত। শোনা যায় সলমন খানের প্রেমে পড়ে সেই সম্পর্ক ভেঙে দেন ঐশ্বর্য। এরপর অভিষেকের সঙ্গে বিয়ে করেন অ্যাশ।
দীপিকা পাড়ুকোন-- দীপিকা যখন মডেলিং করতেন, তখন নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে প্রেমে পড়েন রণবীর কাপুরের। এম এস ধোনি, যুবরাজ সিং ও সিদ্ধার্থ মাল্যর সঙ্গেও দীপিকার প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিউডের অলি-গলি।

দীপিকা পাড়ুকোন– দীপিকা যখন মডেলিং করতেন, তখন নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে প্রেমে পড়েন রণবীর কাপুরের। এম এস ধোনি, যুবরাজ সিং ও সিদ্ধার্থ মাল্যর সঙ্গেও দীপিকার প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিউডের অলি-গলি।
প্রিয়াঙ্কা চোপড়া-- অক্ষয় কুমার, হারমান বাভেজার সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের জল্পনা শোনা যেত ইন্ডাস্ট্রিতে। তবে সবথেকে বড় জল্পনা ছিল শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে।
প্রিয়াঙ্কা চোপড়া– অক্ষয় কুমার, হারমান বাভেজার সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের জল্পনা শোনা যেত ইন্ডাস্ট্রিতে। তবে সবথেকে বড় জল্পনা ছিল শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে।
করিনা-- শহিদ কাপুরের সঙ্গে করিনা কাপুরের প্রেমের গসিপ খবরের শিরোনাম হয়েছিল। হৃতিক রোশন ও ফারদিন খানের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল বেবোর। সবশেষে সৈফ আলি খানকে বিয়ে করে তিনি বেগম সুন্দরী।
করিনা– শহিদ কাপুরের সঙ্গে করিনা কাপুরের প্রেমের গসিপ খবরের শিরোনাম হয়েছিল। হৃতিক রোশন ও ফারদিন খানের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল বেবোর। সবশেষে সৈফ আলি খানকে বিয়ে করে তিনি বেগম সুন্দরী।
বিপাশা বসু-- বর্তমানে করণ সিং গ্রোভারের স্ত্রী বিপাশা। তার আগে বঙ্গতনয়া আর জন আব্রাহামের অনেক দিনের  সম্পর্ক ছিল। ডিনো মোরিয়ার সঙ্গেও বিপস-এর প্রেমের গসিপ শোনা যেত।
বিপাশা বসু– বর্তমানে করণ সিং গ্রোভারের স্ত্রী বিপাশা। তার আগে বঙ্গতনয়া আর জন আব্রাহামের অনেক দিনের সম্পর্ক ছিল। ডিনো মোরিয়ার সঙ্গেও বিপস-এর প্রেমের গসিপ শোনা যেত।

 

Abhishek Bachchan-Kareena Kapoor Khan: ‘…আমাকে নষ্ট করে দিয়েছে’! করিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক, ২ জনের মধ্যে কী হয়

অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। বলিউডের দু'জনের হাতেখড়ি হয়েছিল একসঙ্গে। ২০০০ সালে 'রিফিউজি' ছবিতে। প্রথম কাজ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন দুই তারকা-সন্তান।
অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। বলিউডের দু’জনের হাতেখড়ি হয়েছিল একসঙ্গে। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবিতে। প্রথম কাজ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন দুই তারকা-সন্তান।
অতীতে এক সাক্ষাৎকারে অভিষেক এবং করিনা একে অপরের সঙ্গে অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তখনই মজার ছলে অমিতাভ-তনয় বলেছিলেন, "একটি দৃশ্যে আমাকে নষ্ট করার জন্য করিনাকে ক্ষমা করব না। ও বলেছিল, "এটা একসঙ্গে আমাদের প্রথম রোম্যান্টিক দৃশ্য। কিন্তু তোমার সঙ্গে প্রেমে পড়ব কী ভাবে? তুমি তো আমার দাদার মতো।"
অতীতে এক সাক্ষাৎকারে অভিষেক এবং করিনা একে অপরের সঙ্গে অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তখনই মজার ছলে অমিতাভ-তনয় বলেছিলেন, “একটি দৃশ্যে আমাকে নষ্ট করার জন্য করিনাকে ক্ষমা করব না। ও বলেছিল, “এটা একসঙ্গে আমাদের প্রথম রোম্যান্টিক দৃশ্য। কিন্তু তোমার সঙ্গে প্রেমে পড়ব কী ভাবে? তুমি তো আমার দাদার মতো।”
করিনার দিদি করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেকের বিশেষ সমীকরণের কথা কারও অজানা নয়। দু'জনের বিয়ে হওয়ারও কথা ছিল।
করিনার দিদি করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেকের বিশেষ সমীকরণের কথা কারও অজানা নয়। দু’জনের বিয়ে হওয়ারও কথা ছিল।
এক সাক্ষাৎকারে করিনা বলেন, "অভিষেক হল প্রথম অভিনেতা। যার সঙ্গে আমি প্রথম শট দিয়েছিলাম। এই কথাটা আমি সব সময় মনে রেখেছি। আমার মনে অভিষেকের জন্য সব সময় একটা বিশেষ জায়গা থাকবে। কোনও অভিনেতা সেটা কোনও দিন নিতে পারবে না। এটা খুবই দুঃখের যে, আমাদের সম্পর্কটা তিক্ত হয়ে গেল।"
এক সাক্ষাৎকারে করিনা বলেন, “অভিষেক হল প্রথম অভিনেতা। যার সঙ্গে আমি প্রথম শট দিয়েছিলাম। এই কথাটা আমি সব সময় মনে রেখেছি। আমার মনে অভিষেকের জন্য সব সময় একটা বিশেষ জায়গা থাকবে। কোনও অভিনেতা সেটা কোনও দিন নিতে পারবে না। এটা খুবই দুঃখের যে, আমাদের সম্পর্কটা তিক্ত হয়ে গেল।”
করিনা এও জানান যে, অভিষেক তাঁর সঙ্গে কাজ না করতে চাইলে, সেই সিদ্ধান্তকে তিনি মেনে নেবেন। কারণ তার নেপথ্যের কারণও অভিনেত্রী জানেন। বেশ কয়েকটি ছবিতে অভিষেক-করিনা একসঙ্গে কাজ করলেও তাঁদের সম্পর্ক আর সহজ হয়নি।
করিনা এও জানান যে, অভিষেক তাঁর সঙ্গে কাজ না করতে চাইলে, সেই সিদ্ধান্তকে তিনি মেনে নেবেন। কারণ তার নেপথ্যের কারণও অভিনেত্রী জানেন। বেশ কয়েকটি ছবিতে অভিষেক-করিনা একসঙ্গে কাজ করলেও তাঁদের সম্পর্ক আর সহজ হয়নি।

Madhuri Dixit: ‘মেয়েটা বড্ড রোগা’ অজুহাতে মাধুরীকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক বিখ্যাত গায়ক, কে তিনি জানেন?

বলিউডের ‘ধক ধক গার্ল’। যাঁর প্রেমে একটা সময় পাগল ছিল আসমুদ্র হিমাচল, সেই মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক নামজাদা গায়ক, জানেন এই কাহিনি?
বলিউডের ‘ধক ধক গার্ল’। যাঁর প্রেমে একটা সময় পাগল ছিল আসমুদ্র হিমাচল, সেই মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক নামজাদা গায়ক, জানেন এই কাহিনি?
মাধুরীকে বিয়ে করতে রাজি হননি যে পুরুষ, তিনি আর কেউ নন গায়ক সুরেশ ওয়াডকর। মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেবে, তেমনটা এক্কেবারে চাননি মাধুরীর বাবা-মা। সেই কারণেই মাধুরীর জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছিলেন তাঁরা।
মাধুরীকে বিয়ে করতে রাজি হননি যে পুরুষ, তিনি আর কেউ নন গায়ক সুরেশ ওয়াডকর। মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেবে, তেমনটা এক্কেবারে চাননি মাধুরীর বাবা-মা। সেই কারণেই মাধুরীর জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছিলেন তাঁরা।
সুরেশ ওয়াডকরের কাছে মাধুরীকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। বয়সে সুরেশের চেয়ে ১২ বছরের ছোট মাধুরী। কিন্তু সুরেশ সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ জানেন কী?
সুরেশ ওয়াডকরের কাছে মাধুরীকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। বয়সে সুরেশের চেয়ে ১২ বছরের ছোট মাধুরী। কিন্তু সুরেশ সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ জানেন কী?
‘মেয়েটা বড় রোগা’, এমন বলেই নাকি মাধুরীর বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন সুরেশ ওয়াডকর। এর জেরে নায়িকার বাবা-মায়ের চিন্তা আরও বেড়ে গিয়েছিল।
‘মেয়েটা বড় রোগা’, এমন বলেই নাকি মাধুরীর বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন সুরেশ ওয়াডকর। এর জেরে নায়িকার বাবা-মায়ের চিন্তা আরও বেড়ে গিয়েছিল।
মেয়ের ফিল্মি কেরিয়ার তাঁর সংসারের পথে কাঁটা হবে এমনটাই ধারণা ছিল তাঁদের।
মেয়ের ফিল্মি কেরিয়ার তাঁর সংসারের পথে কাঁটা হবে এমনটাই ধারণা ছিল তাঁদের।
এরপর বলিউডের পয়লা নম্বরের হিরোইন হয়ে উঠেন মাধুরী। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চাও কম হয়নি, তবে সবকিছু পিছনে ফেলে কেরিয়ারের শীর্ষে থাকবার সময় আচমকাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন নায়িকা।
এরপর বলিউডের পয়লা নম্বরের হিরোইন হয়ে উঠেন মাধুরী। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চাও কম হয়নি, তবে সবকিছু পিছনে ফেলে কেরিয়ারের শীর্ষে থাকবার সময় আচমকাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন নায়িকা।
অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টেনে স্বামীর হাত ধরে আরব সাগর পার থেকে পারি দেন আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টেনে স্বামীর হাত ধরে আরব সাগর পার থেকে পারি দেন আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব বেশি কথা বলেন না মাধুরী। তবে কীভাবে এই এনআরআই ভারতীয় ডাক্তারের প্রেমে পড়েছিলেন তিনি?
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব বেশি কথা বলেন না মাধুরী। তবে কীভাবে এই এনআরআই ভারতীয় ডাক্তারের প্রেমে পড়েছিলেন তিনি?
শ্রীরাম নেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে সিমি গারেওয়ালের চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ মাধুরী জানিয়েছিলেন ‘ওটা ছিল এমন একজনের সঙ্গে দেখা করা যে আমাকে জানত না। তাই আগে থেকে কোনও দেখনদারি ছিল না। ও দেখাতেই বলেছিল- চলো বাইকে করে পাহাড়ে যাই, আমি যে গত ২০ বছর অন্তত বাইক চড়িনি.. সে বলল ঠিক আছে চলো আমি রেডি। এরপর আর দেরি করেননি তাঁরা। বিয়ে সেরে এখন দুই সন্তানের সঙ্গে সুখের সংসার তাঁদের।
শ্রীরাম নেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে সিমি গারেওয়ালের চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ মাধুরী জানিয়েছিলেন ‘ওটা ছিল এমন একজনের সঙ্গে দেখা করা যে আমাকে জানত না। তাই আগে থেকে কোনও দেখনদারি ছিল না। ও দেখাতেই বলেছিল- চলো বাইকে করে পাহাড়ে যাই, আমি যে গত ২০ বছর অন্তত বাইক চড়িনি.. সে বলল ঠিক আছে চলো আমি রেডি। এরপর আর দেরি করেননি তাঁরা। বিয়ে সেরে এখন দুই সন্তানের সঙ্গে সুখের সংসার তাঁদের।

Bollywood Gossip: অমিতাভের হাঁটুর বয়সী সুপারস্টার, বচ্চন পরিবারের সঙ্গে চির শত্রুতা! কী ঘটেছিল? ঐশ্বর্য কতটা দায়ী? রইল গোপন তথ্য

বচ্চন পরিবার তাঁর সম্মান, খ্যাতি নিয়ে খুব সচেতন৷ বাড়ির কোনও কথা বাইরে আসতে দেন না পরিবারের কেউ৷ ফলে বিগ বি থেকে তাঁর ছেলে মেয়ে, বৌমা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই কিছু জনসমক্ষে বলেন না৷ অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যখন চারিদিকে এত কথা, তখনও বচ্চন বাড়ির কেউই এব্যাপারে স্পিকটি নট৷
বচ্চন পরিবার তাঁর সম্মান, খ্যাতি নিয়ে খুব সচেতন৷ বাড়ির কোনও কথা বাইরে আসতে দেন না পরিবারের কেউ৷ ফলে বিগ বি থেকে তাঁর ছেলে মেয়ে, বৌমা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই কিছু জনসমক্ষে বলেন না৷ অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যখন চারিদিকে এত কথা, তখনও বচ্চন বাড়ির কেউই এব্যাপারে স্পিকটি নট৷
তবে এই পরিবারেরও শত্রু রয়েছে৷ এবং তিনিও বলিউডের অন্য এক খ্যাতনামা পরিবাররে৷ কোনও খান পরিবার নন যদিও৷ অমিতাভ, অভিষেক এমনকী ঐশ্বর্যের থেকে কয়েকশো হাত দূরে থাকেন এই সুপারস্টার! তবে শোনা যায় তাঁর পরিবারের সঙ্গে নাকি বচ্চনদের সদ্ভাব রয়েছে৷
তবে এই পরিবারেরও শত্রু রয়েছে৷ এবং তিনিও বলিউডের অন্য এক খ্যাতনামা পরিবাররে৷ কোনও খান পরিবার নন যদিও৷ অমিতাভ, অভিষেক এমনকী ঐশ্বর্যের থেকে কয়েকশো হাত দূরে থাকেন এই সুপারস্টার! তবে শোনা যায় তাঁর পরিবারের সঙ্গে নাকি বচ্চনদের সদ্ভাব রয়েছে৷
অমিতাভ বচ্চনের প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি' (১৯৬৯) এর প্রায় ১৪ বছর পর, তিনি একটি চলচ্চিত্র করেছিলেন যাতে তিনি একজন নতুন অভিনেতার মুখোমুখি হন। সেই অভিনেতা সেই সময় হয়ত তাঁর সামনে তুচ্ছ ছিলেন, কিন্তু তাঁর ব্যক্তিত্ব ছিল বিরাট। এমনকী তাঁর বাবার স্টারডমের সামনে ফ্যাকাশে হয়ে যেতেন বিগ বি। তবে ছবিটি মুক্তির পর, সেই অভিনেতা অমিতাভের সঙ্গে আর কখনও কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন। এ কারণে তার শত্রুতা বাড়তে থাকে। এই ধারা আজও অব্যাহত রয়েছে

অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ (১৯৬৯) এর প্রায় ১৪ বছর পর, তিনি একটি চলচ্চিত্র করেছিলেন যাতে তিনি একজন নতুন অভিনেতার মুখোমুখি হন। সেই অভিনেতা সেই সময় হয়ত তাঁর সামনে তুচ্ছ ছিলেন, কিন্তু তাঁর ব্যক্তিত্ব ছিল বিরাট। এমনকী তাঁর বাবার স্টারডমের সামনে ফ্যাকাশে হয়ে যেতেন বিগ বি। তবে ছবিটি মুক্তির পর, সেই অভিনেতা অমিতাভের সঙ্গে আর কখনও কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন। এ কারণে তার শত্রুতা বাড়তে থাকে। এই ধারা আজও অব্যাহত রয়েছে
সেই অভিনেতা আর কেউ নন, বলিউড সুপারস্টার সানি দেওল। অমিতাভ বচ্চন এবং সানি দেওল দুজনেই বলিউড সুপারস্টার। ১৯৮৩ সালের সুপারহিট ছবি 'বেতাব' ছিল সানি দেওলের প্রথম ছবি। ৪০ বছর হয়ে গেল বলিউডে রাজত্ব করছেন সানি। দুজনেরই অভিষেকে ১৪ বছরের ব্যবধান। অমিতাভ বচ্চন যখন সুপারস্টার, তখন সানি চলচ্চিত্রে একেবারেই নতুন ছিলেন। তবে খুব অল্প সময়েই বলিউডে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এর মাধ্যমে তিনি অমিতাভ বচ্চনসহ অন্যান্য তারকাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সানি।
সেই অভিনেতা আর কেউ নন, বলিউড সুপারস্টার সানি দেওল। অমিতাভ বচ্চন এবং সানি দেওল দুজনেই বলিউড সুপারস্টার। ১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘বেতাব’ ছিল সানি দেওলের প্রথম ছবি। ৪০ বছর হয়ে গেল বলিউডে রাজত্ব করছেন সানি। দুজনেরই অভিষেকে ১৪ বছরের ব্যবধান। অমিতাভ বচ্চন যখন সুপারস্টার, তখন সানি চলচ্চিত্রে একেবারেই নতুন ছিলেন। তবে খুব অল্প সময়েই বলিউডে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এর মাধ্যমে তিনি অমিতাভ বচ্চনসহ অন্যান্য তারকাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সানি।
সানি দেওলের কেরিয়ারের প্রথমদিকে অমিতাভের সঙ্গে তাঁর প্রচুর যোগাযোগ ছিল। এর সবচেয়ে বড় কারণ ছিল সানির বাবা ধর্মেন্দ্র ও অমিতাভের মধ্যে ভাল বন্ধুত্ব। ধর্মেন্দ্র ও জয়ার মধ্যে খুব গভীর বন্ধন ছিল। সামগ্রিকভাবে, এই দুটি পরিবার একে অপরের খুব কাছাকাছি ছিল। যাইহোক, যখন সানি ধীরে ধীরে নিজের স্টারডম তৈরি করতে শুরু করেন, তখন অনেক প্রবীণ অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন৷ অমিতাভ বচ্চনও তাঁদের একজন। অমিতাভ সানিকে নিজের ছেলের মতো ভালবাসলেও ভিতরে ভিতরে একটু নার্ভাস হতে শুরু করেন তিনি। তার এই অনুভূতি খোদ ‘ইনসানিয়াত’ ছবির শুটিং সেটে দেখা দিতে শুরু করে।
সানি দেওলের কেরিয়ারের প্রথমদিকে অমিতাভের সঙ্গে তাঁর প্রচুর যোগাযোগ ছিল। এর সবচেয়ে বড় কারণ ছিল সানির বাবা ধর্মেন্দ্র ও অমিতাভের মধ্যে ভাল বন্ধুত্ব। ধর্মেন্দ্র ও জয়ার মধ্যে খুব গভীর বন্ধন ছিল। সামগ্রিকভাবে, এই দুটি পরিবার একে অপরের খুব কাছাকাছি ছিল। যাইহোক, যখন সানি ধীরে ধীরে নিজের স্টারডম তৈরি করতে শুরু করেন, তখন অনেক প্রবীণ অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন৷ অমিতাভ বচ্চনও তাঁদের একজন। অমিতাভ সানিকে নিজের ছেলের মতো ভালবাসলেও ভিতরে ভিতরে একটু নার্ভাস হতে শুরু করেন তিনি। তার এই অনুভূতি খোদ ‘ইনসানিয়াত’ ছবির শুটিং সেটে দেখা দিতে শুরু করে।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ইনসানিয়াত' হল বলিউডের প্রথম এবং শেষ ছবি যেখানে অমিতাভ এবং সানিকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিতে অমিতাভের থেকে অনেক বেশি পছন্দ করা হয়েছিল সানি দেওলকে।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইনসানিয়াত’ হল বলিউডের প্রথম এবং শেষ ছবি যেখানে অমিতাভ এবং সানিকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিতে অমিতাভের থেকে অনেক বেশি পছন্দ করা হয়েছিল সানি দেওলকে।
আইএমডিবি-র রিপোর্ট অনুযায়ী, এই ছবির পরেই সানি ও অমিতাভের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এই ছবিতে, অমিতাভ সানিকে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করেছিলেন, যেখানে সানি দেওল অনুভব করতে শুরু করেছিলেন যে বলিউডে সুপারস্টারদের চাহিদা বেশি এবং নতুনদের প্রতি অবিচার করা হয়।
আইএমডিবি-র রিপোর্ট অনুযায়ী, এই ছবির পরেই সানি ও অমিতাভের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এই ছবিতে, অমিতাভ সানিকে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করেছিলেন, যেখানে সানি দেওল অনুভব করতে শুরু করেছিলেন যে বলিউডে সুপারস্টারদের চাহিদা বেশি এবং নতুনদের প্রতি অবিচার করা হয়।
ছবিতে নাকি অমিতাভের খুব ছোট ভূমিকা ছিল, কিন্তু পরে তাঁর ভূমিকা বাড়ানো হয়। এ কারণে সানি মারাত্মক রেগে যান। এ বিষয়ে সানি কাউকে কিছু না বললেও ধীরে ধীরে অমিতাভের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। ছবির শুটিং এবং নির্মাণ প্রক্রিয়া চলাকালীন, সানি বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্র নির্মাতারা সুপারস্টারদের গুরুত্ব দেন। তাঁদের সামনে নতুন নায়কের কোনও গুরুত্ব নেই। এই ছবির পর অমিতাভের সঙ্গে আর কোনও ছবি করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন সানি।
ছবিতে নাকি অমিতাভের খুব ছোট ভূমিকা ছিল, কিন্তু পরে তাঁর ভূমিকা বাড়ানো হয়। এ কারণে সানি মারাত্মক রেগে যান। এ বিষয়ে সানি কাউকে কিছু না বললেও ধীরে ধীরে অমিতাভের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। ছবির শুটিং এবং নির্মাণ প্রক্রিয়া চলাকালীন, সানি বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্র নির্মাতারা সুপারস্টারদের গুরুত্ব দেন। তাঁদের সামনে নতুন নায়কের কোনও গুরুত্ব নেই। এই ছবির পর অমিতাভের সঙ্গে আর কোনও ছবি করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন সানি।
তিনি অমিতাভের পাশাপাশি ছেলে অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গেও একই মনোভাব পোষণ করেছেন। রিফিউজি ছবির সাফল্যের পর পরিচালক জেপি দত্ত সানির সঙ্গে আরও একটি ছবি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যখন তিনি ছবিটি তৈরি করেন, তখন তিনি সানির পরিবর্তে অভিষেক বচ্চনের কাছে যান, এমন পরিস্থিতিতে সানি জেপি দত্তের উপর ক্ষুব্ধ হন এবং অভিষেকের থেকে দূরত্বও বজায় রাখেন।
তিনি অমিতাভের পাশাপাশি ছেলে অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্যের সঙ্গেও একই মনোভাব পোষণ করেছেন। রিফিউজি ছবির সাফল্যের পর পরিচালক জেপি দত্ত সানির সঙ্গে আরও একটি ছবি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যখন তিনি ছবিটি তৈরি করেন, তখন তিনি সানির পরিবর্তে অভিষেক বচ্চনের কাছে যান, এমন পরিস্থিতিতে সানি জেপি দত্তের উপর ক্ষুব্ধ হন এবং অভিষেকের থেকে দূরত্বও বজায় রাখেন।
ঐশ্বর্যের থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন সানি। ১৯৯৭ সালে, সানি এবং ঐশ্বর্য জুটিকে প্রথমবারের মতো একটি ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ছবি কখনই মুক্তি পায়নি। এরপর তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এর পরে, ঐশ্বর্য সরাসরি সানির সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন, ক্ষুব্ধ সানি ঐশ্বর্যকে নিয়ে খুব খারাপ কথা বলেছিলেন এবং তাঁর থেকে চিরতরে দূরত্ব বজায় রেখেছিলেন।
ঐশ্বর্যের থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন সানি। ১৯৯৭ সালে, সানি এবং ঐশ্বর্য জুটিকে প্রথমবারের মতো একটি ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ছবি কখনই মুক্তি পায়নি। এরপর তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এর পরে, ঐশ্বর্য সরাসরি সানির সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন, ক্ষুব্ধ সানি ঐশ্বর্যকে নিয়ে খুব খারাপ কথা বলেছিলেন এবং তাঁর থেকে চিরতরে দূরত্ব বজায় রেখেছিলেন।
একবার এক সাক্ষাৎকারে সানি বলেছিলেন, আমার জায়গায় সালমান, শাহরুখ ও হৃতিকের মতো তারকা থাকলে ঐশ্বর্য কাজ করতে অস্বীকার করতেন না। এই বক্তব্যের পর ঐশ্বর্যের সঙ্গে আর কাজ করেননি সানি দেওল। ঐশ্বর্যের প্রথম হিন্দি ছবি ছিল 'অউর পেয়ার হো গয়া হ্যায়'। এই ছবির নায়ক ছিলেন সানি দেওলের ভাই ববি দেওল। অ্যাশ ববি এখনও খুব ভাল বন্ধু।
একবার এক সাক্ষাৎকারে সানি বলেছিলেন, আমার জায়গায় সালমান, শাহরুখ ও হৃতিকের মতো তারকা থাকলে ঐশ্বর্য কাজ করতে অস্বীকার করতেন না। এই বক্তব্যের পর ঐশ্বর্যের সঙ্গে আর কাজ করেননি সানি দেওল। ঐশ্বর্যের প্রথম হিন্দি ছবি ছিল ‘অউর পেয়ার হো গয়া হ্যায়’। এই ছবির নায়ক ছিলেন সানি দেওলের ভাই ববি দেওল। অ্যাশ ববি এখনও খুব ভাল বন্ধু।
বচ্চন ও দেওলদের মধ্যে সুসম্পর্ক থাকলেও, সানি বচ্চন পরিবারকে এড়িয়েই চলেন৷
বচ্চন ও দেওলদের মধ্যে সুসম্পর্ক থাকলেও, সানি বচ্চন পরিবারকে এড়িয়েই চলেন৷

Bollywood: বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা

বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে পর্দা থেকে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা! কার কথা হচ্ছে বলুন তো?
বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে পর্দা থেকে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা! কার কথা হচ্ছে বলুন তো?
'পরদেশ'- এর 'গঙ্গা'-কে আজ-ও মনে রেখে আসমুদ্র হিমাচল। সেই হাসি, সেই সারল্য...প্রথম ছবিতেই সাড়া ফেলেছিলেন নবাগতা মহিমা চৌধুরী। বিপরীতে কিং খান। তিনি তখন বড় স্টার। কিন্তু মহিমার অভিনয় দেখে কে বলবে, তিনি নতুন? রোমান্টিক চিত্রনাট্যে সাবলীল অভিনয় তাঁকে এনে দেয় সেরা নবাগত নায়িকার পুরস্কার।
‘পরদেশ’- এর ‘গঙ্গা’-কে আজ-ও মনে রেখে আসমুদ্র হিমাচল। সেই হাসি, সেই সারল্য…প্রথম ছবিতেই সাড়া ফেলেছিলেন নবাগতা মহিমা চৌধুরী। বিপরীতে কিং খান। তিনি তখন বড় স্টার। কিন্তু মহিমার অভিনয় দেখে কে বলবে, তিনি নতুন? রোমান্টিক চিত্রনাট্যে সাবলীল অভিনয় তাঁকে এনে দেয় সেরা নবাগত নায়িকার পুরস্কার।
এরপর একে একে মহিলাকে দেখা যায় ‘দাগ দ্য ফায়ার’, ‘প্যায়ার কোই খেল নেহি’, ‘দিল ক্যায়া করে’, ‘দিওয়ানে’, ‘কুরুক্ষেত্র’, ‘খিলাড়ি ৪২০’, ‘লজ্জা’, ‘ওম জয় জগদীশ’, ‘তেরে নাম’, ‘বাগবান’, ‘এলওসি কার্গিল’-এর মত ছবিতে। কিন্তু আর কোন-ও ছবিই তাঁকে 'পরদেশ'-এর সাফল্য দিতে পারেনি।

এরপর একে একে মহিলাকে দেখা যায় ‘দাগ দ্য ফায়ার’, ‘প্যায়ার কোই খেল নেহি’, ‘দিল ক্যায়া করে’, ‘দিওয়ানে’, ‘কুরুক্ষেত্র’, ‘খিলাড়ি ৪২০’, ‘লজ্জা’, ‘ওম জয় জগদীশ’, ‘তেরে নাম’, ‘বাগবান’, ‘এলওসি কার্গিল’-এর মত ছবিতে। কিন্তু আর কোন-ও ছবিই তাঁকে ‘পরদেশ’-এর সাফল্য দিতে পারেনি।
তখন মহিলার কেরিয়ার তুঙ্গে, ১৯৯৯ সালের শেষ দিক, সম্পর্কে জড়িয়ে পড়লেন টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজের সঙ্গে। পরের বছর থেকে মুম্বইয়ে একসঙ্গে থাকা শুরু করলেন দু'জনে। ২০০১-এর শেষদিকে জল্পনা ছড়িয়ে পড়ল, তাঁরা নাকি বিয়ে করছেন। দু'জনে সে-কথা স্বীকার না করলেও, অস্বীকার করেননি।
তখন মহিলার কেরিয়ার তুঙ্গে, ১৯৯৯ সালের শেষ দিক, সম্পর্কে জড়িয়ে পড়লেন টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজের সঙ্গে। পরের বছর থেকে মুম্বইয়ে একসঙ্গে থাকা শুরু করলেন দু’জনে। ২০০১-এর শেষদিকে জল্পনা ছড়িয়ে পড়ল, তাঁরা নাকি বিয়ে করছেন। দু’জনে সে-কথা স্বীকার না করলেও, অস্বীকার করেননি।
২০০৩-এ লিয়ান্ডার পেজ-এর ব্রেন টিউমার ধরা পড়ে। আমেরিকার অরল্যান্ডোতে চিকিৎসা শুরু হয়। শ্যুটিং ফেলে অরল্যান্ডোতে উড়ে যান মহিলা। সুস্থ করে তোলেন পেজ-কে।
২০০৩-এ লিয়ান্ডার পেজ-এর ব্রেন টিউমার ধরা পড়ে। আমেরিকার অরল্যান্ডোতে চিকিৎসা শুরু হয়। শ্যুটিং ফেলে অরল্যান্ডোতে উড়ে যান মহিলা। সুস্থ করে তোলেন পেজ-কে।
এরপরেই ভাঙন! অভিযোগ, ২০০৪-এর শুরুতে সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিহা পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান লিয়েন্ডার। ভেঙে যায় লিয়েন্ডার আর মহিমার চার বছরের সম্পর্ক।
এরপরেই ভাঙন! অভিযোগ, ২০০৪-এর শুরুতে সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিহা পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান লিয়েন্ডার। ভেঙে যায় লিয়েন্ডার আর মহিমার চার বছরের সম্পর্ক।
মহিমা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, '' যেদিন লিয়েন্ডারের সঙ্গে ব্রেক-আপ হল, সেদিন থেকেই ও আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার। যে গুরুত্ব দেয় না, তার জন্য কেনই বা চোখের জল ফেলব? আর, ব্রেক-আপের পর আমি কিন্তু নিজেকে সামলে নিয়েছি।''

মহিমা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ” যেদিন লিয়েন্ডারের সঙ্গে ব্রেক-আপ হল, সেদিন থেকেই ও আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার। যে গুরুত্ব দেয় না, তার জন্য কেনই বা চোখের জল ফেলব? আর, ব্রেক-আপের পর আমি কিন্তু নিজেকে সামলে নিয়েছি।”
যদিও মহিমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল বলে স্বীকারই করেন না লিয়েন্ডার। তাঁর দাবি, মহিমা এবং তিনি শুধুই ভাল বন্ধু ছিলেন। তার বেশি কিছু নয়।
যদিও মহিমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল বলে স্বীকারই করেন না লিয়েন্ডার। তাঁর দাবি, মহিমা এবং তিনি শুধুই ভাল বন্ধু ছিলেন। তার বেশি কিছু নয়।

Bollywood News: বলুন তো সোনুর পাশে ছোট্ট মেয়েটি কে? বলিউড-টলিউড দুই-ই কাঁপাচ্ছেন! দারুণ প্রতিভা

সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ছোট্ট মেয়ে। মুখে উজ্জ্বল হাসি। আপাতত ইনি নামী গায়িকা। চিনতে পারছেন কি? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ছোট্ট মেয়ে। মুখে উজ্জ্বল হাসি। আপাতত ইনি নামী গায়িকা। চিনতে পারছেন কি? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
বলিউডে একাধিক হিট গান গেয়েছেন এই গায়িকা। নমস্তে লন্ডন, ওয়েলকাম, বিল্লু-র মতো সফল ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বলিউডে একাধিক হিট গান গেয়েছেন এই গায়িকা। নমস্তে লন্ডন, ওয়েলকাম, বিল্লু-র মতো সফল ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বলিউডে একাধিক হিট গান গেয়েছেন এই গায়িকা। নমস্তে লন্ডন, ওয়েলকাম, বিল্লু-র মতো সফল ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বলিউডে একাধিক হিট গান গেয়েছেন এই গায়িকা। নমস্তে লন্ডন, ওয়েলকাম, বিল্লু-র মতো সফল ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
শুধু তাই নয়। টলিউডেও রাজত্ব বিস্তার করেছেন তিনি। মিকা সিংয়ের সঙ্গে 'পাগলু'র টাইটেল ট্র্যাকটিও কিন্তু তারই গাওয়া।
শুধু তাই নয়। টলিউডেও রাজত্ব বিস্তার করেছেন তিনি। মিকা সিংয়ের সঙ্গে ‘পাগলু’র টাইটেল ট্র্যাকটিও কিন্তু তারই গাওয়া।

Ulajh Review: ছবি বাছাইয়ে প্রশংসিত! পর্দায় কতটা ভাল জাহ্নবী? বাকিরাই বা কেমন? রইল ‘উলঝ’-এর রিভিউ

গুপ্তচরবৃত্তি একটা শিল্প। লক্ষ্য মাথায় রেখে চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। সবার পক্ষে এই জিনিস সম্ভব নয়। এর জন্য ইস্পাত কঠিন মানসিকতা চাই। সঙ্গে দৃঢ় সংকল্প। গুপ্তচররা আলাদা ধাতুতে গড়া।

জঙ্গলি পিকচার্সের প্রথম স্পাই ফিল্ম ‘রাজি’ মুক্তি পেয়েছিল ছয় বছর আগে এক গ্রীষ্মকালে। এবার বর্ষায় মুক্তি পেল ‘উলঝ’। দুটি সিনেমার ডিএনএ-তে বেশ কিছু মিল রয়েছে। পার্থক্য শুধু গল্পের চরিত্রে।

কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জাহ্নবী কাপুর। ছবিতে চরিত্ররা সিনেমার নামকে সার্থক করে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছেন বারবার। ক্লাইম্যাক্স পর্যন্ত এই ‘চাপ’ সুচারুভাবে বজায় রেখে গিয়েছেন পরিচালক সুধাংশু সারিয়া।

ভাটিয়া পরিবারের সবাই বংশ পরম্পরায় ফরেন সার্ভিসে চাকরি করেন। সেই পরিবারের মেয়ে সুহানা। নেপালে একটি বিশেষ কাজের পুরস্কার স্বরূপ তাঁকে ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ করা হয়।

সুহানা ভারতীয় পরম্পরায় বিশ্বাসী। গলাবন্ধ ব্লাউজ পরেন। কিন্তু প্রথম দর্শনেই এক শেফের প্রেমে পড়ে তাঁর বাড়িতে চলে যান। সেই শেফের এক ভিন্ন অতীত রয়েছে। কিন্তু সে সব বুঝে ওঠার আগেই শত্রুপক্ষের হাতের পুতুলে পরিণত হন সুহানা। স্পাই ফিল্ম হবে আর শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে তার যোগসূত্র বেরবে না, হিন্দি সিনেমা এখনও এতটা সাবালক হয়নি।

‘উলঝ’ ছবির গল্প ভাল। কিন্তু দুর্বল চিত্রনাট্যের ভারে ভারাক্রান্ত। জাহ্নবী কাপুরের অভিনয়ের সুযোগ কড়ায় গণ্ডায় কাজে লাগিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধ একেবারেই জমেনি। পরিষ্কার বোঝা যাচ্ছিল, এবার কী হতে চলেছে। সেই পথেই এগিয়েছে গল্প।

আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াই! সাধের চুল বিসর্জন গেল! নায়িকা যা বললেন… চোখে জল সকলের

আরও পড়ুন: সুশান্ত, প্রভাসের সঙ্গে নাম জড়ায়! নতুন প্রেম কৃতীর জীবনে, প্রেমিক কী করে জানেন

স্ক্রিপ্টের বাঁধন আরও মজবুত হওয়ার প্রয়োজন ছিল। সঙ্গে দরকার ছিল কঠোর সম্পাদনার। তাছাড়া চিত্রনাট্যের বেশ কয়েক জায়গায় বড়সড় ভুল রয়েছে। বিদেশি প্রধানমন্ত্রী কোনও ধর্মীয় স্থানে গিয়েছেন আর সেখানে পৌঁছে যাচ্ছেন সাধারণ ভক্তরা, এমনটা হয় না। প্রটোকলে আটকাবে।

ছবির প্রাপ্তি গুলশন দেবাইয়ার অভিনয়। দুই ঘণ্টা মন্ত্রমুগ্ধের মতো সিটে বসে থাকতে বাধ্য করেছেন দর্শকদের। রোশন ম্যাথিউও অনবদ্য। জাহ্নবীর সঙ্গে তাঁর রসায়ন জমেছিল চমৎকার। তাঁর স্ক্রিন প্রেজেন্স দীর্ঘদিন মনে থাকবে দর্শকদের।