Tag Archives: Bomb Hoax

School Bomb Threat: একটা ইমেইল, চার-চারটি স্কুল মুহূর্তে করা হল খালি! প্রবল আশঙ্কায় অভিভাবকরা

জয়পুর: দিন কয়েক আগেই দিল্লির ৭০-এর বেশি স্কুলে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। নয়ডায় অন্তত ২ টি স্কুলে এমন হুমকি এসেছিল। ঘটনার পরই তড়িঘড়ি দিল্লির লেফ্টন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এলাকার অন্যান্য স্কুলেও এই হুমকি মেইলের খবর আসতেই সেগুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, যে সমস্ত স্কুলে মেইল এসেছে, সেখানে পৌঁছেছিল বম্ব স্কোয়াড। দিল্লি, নয়ডার পর এবার জয়পুর। ঘটল একই ধরনের ঘটনা।

সোমবার সকালেই জয়পুরের চার-পাঁচটি স্কুলে আসে ইমেইল। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় রাজস্থান পুলিশের কাছে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোশেপ বলেন, ”চার-পাঁচটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি এসেছে। পুলিশ প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।”

আরও পড়ুন: ২০৬০ সাল, আর মাত্র ৩৬ বছর, পৃথিবীতে ঘটবে ভয়ঙ্কর ঘটনা! যে সে নয়, লিখে গিয়েছেন স্বয়ং আইজ্যাক নিউটন

প্রসঙ্গত, রবিবারও আটটি হাসপাতাল ও ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও ছড়িয়ে পড়েছিল বোমাতঙ্ক।

পুলিশ সূত্রে খবর, এটা নেহাতই ভুয়ো ও দুষ্ট অভিসন্ধি থেকে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র আতঙ্ক তৈরির জন্য করা হয়েছে। সাইবার সেল ইউনিট ইমেইল ও আইপি অ্যাড্রেসের খোঁজ করছে।

Bomb Hoax: মেয়েদের হস্টেলের সামনে বস্তায় ওগুলো কী! ভয়ঙ্কর কাণ্ড! বড় কিছু ঘটানোর পরিকল্পনা?

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার হাসপাতালে বোমাতঙ্ক। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াড। উদ্ধার হয়েছে দুটি বোমা।

বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্স হস্টেলের সামনে একটি বস্তা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বস্তাটি দেখে নার্সরা বিষয়টি জানান হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডলকে।

আরও পড়ুন: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা

খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। বস্তাটিতে বোমা রয়েছে তা বারবার বলেছেন নার্সরা।

বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বস্তা থেকে দুটি সুতলি বোমা উদ্ধার করে। দিনে দুপুরে এই ঘটনায় স্তম্ভিত সকলেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।হাসপাতালে বোমা দিয়ে কেউ আক্রমণ শানাচ্ছে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

—- Annanya Dey

Bomb Threat in Schools: ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

বেঙ্গালুরু: সকাল সকালে স্কুলে বোমাতঙ্ক। একটি স্কুলে নয় পর পর ৬০টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেলে তীব্র আতঙ্ক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাতসকালে বেঙ্গালুরুর নামজাদা ৬০টি স্কুলে। হুমকি মেল পাওয়ার পরই সমস্ত স্কুল থেকে পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তীব্র চাঞ্চল্য ছড়ায় অভিভাবকদের মধ্যেও।

দ্রুত সমস্ত স্কুলে বম্ব স্কোয়াড ও পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুল খোলার পর পরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের ৬০টি বেসরকারি স্কুলে ইমেল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনও সময় স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন

সূত্রের খবর, বেঙ্গালুরুর বাসেশ্বরনগর এবং ইয়েলাহাঙ্কা পুলিশ থানার অন্তর্গত স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছে। এদিন সকালে স্কুলের কর্মীরা যখন তাঁদের ইমেলগুলি অ্যাক্সেস করছিলেন, তখনই তাঁদের কাছে বোমা রাখার হুমকি ভরা ইমেলগুলি চোখে পরে। এরপরই বেঙ্গালুরু শহর পুলিশ এবং বোমা স্কোয়াড দ্রুত স্কুল চত্বরগুলিতে পৌঁছে যান। পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন শুরু করা হয়। পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!

আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে। বেঙ্গালুরু পুলিশ জানাচ্ছে, কোনও স্কুলে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়ো হুমকি মেল। গত বছরও এই ধরনের ইমেল এসেছিল। তবে এই ইমেলগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F