Tag Archives: Budget 2024

Nirmala Sitharaman budget: ২০২৪ সালের বাজেটে মধ্যবিত্তের কী সুবিধা হল?

আয়করদাতাদের জন্য বড় কোনও সুখবর দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ শুধুমাত্র নতুন কর কাঠামোয় সামান্য বার্ষিক আয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিয়ে মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে তিনি দাবি করেছেন, নতুন কর কাঠামোয় আয়করের নতুন হারে এবার থেকে একজন চাকরিজীবীর বছরে ১৭.৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷

এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও ৩ কোটি বাড়ি! কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর ২০২৪ এর প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৩ কোটি বাড়ি বানানোর লক্ষমাত্রা স্থির করলেন। বলা হয়েছে, যোজনার অধীনে ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল। ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি।

কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা।ঘোষণা অর্থমন্ত্রীর। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা। তিনি আরও বলেন, “স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও।”

আরও পড়ুন: নির্মলা সীতারমণ কী শাড়ি পরলেন বাজেটে? অর্থমন্ত্রীর পরনে অফ-হোয়াইট-ম্যাজেন্টা! কী ইঙ্গিত? চোখ কাড়ল মার্জিত-লুক!

মোদি ৩.০-র প্রথম বাজেট পেশ মঙ্গলবার। তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটেই রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।

Budget 2024: বিরাট সুযোগ…! ইন্টার্নশিপে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী… ‘বড়’ ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন।  চাকরির সুযোগ থাকছে প্রায় ৫০০ শীর্ষ সংস্থায়। ইন্টার্নশিপ সুবিধা প্রদানকারী সংস্থাগুলি ইন্টার্নদের প্রশিক্ষণের খরচ বহন করবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো৷ বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷ মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: বছরে ৭৮.৫ লক্ষ চাকরি তৈরি করতে হবে! অ-কৃষি খাতে কর্মসংস্থান নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা? বাজেটের আগেই জেনে নিন

কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই ঘোষণা বাজেটে। সেখানে দেওয়া হবে ইনসেনটিভও। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে  ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।

Budget 2024: বদল আসতে পারে ‘ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্স’-এ! অন্যান্য দেশে কত নেওয়া হয়? রইল বিস্তারিত

আসন্ন কেন্দ্রীয় বাজেটে ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্সের নিয়মে পরিবর্তনের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন। বর্তমানে বিভিন্ন সম্পদের উপর মূলধন লাভ করের হার ভিন্ন। সম্পদ ধরে রাখার সময়কালও আলাদা। বিশেষজ্ঞরা বলছেন, মূলধন লাভ করের নিয়ম এক হওয়া উচিত। এই বিষয়ে অন্যান্য দেশে কী নিয়ম?

ফ্রান্সে মূলধন লাভের উপর ৩০ শতাংশ কর দিতে হয়: ট্যাক্স কনসালটেন্সি ফার্ম PwC-এর ডেটা অনুযায়ী, ভারতে মূলধন লাভ কর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমেরিকা এবং ইংল্যান্ডের মতো কিছু দেশের সঙ্গে তুলনা করলে প্রায় সমান।

নরওয়েতে আবার মূলধন লাভের উপর ব্যক্তিগত আয়করের হারে ট্যাক্স দিতে হয়। ফ্রান্সে মূলধন লাভের উপর করের হার ৩০ শতাংশ। এর সঙ্গে উচ্চ আয়ের ব্যক্তিদের উপর ৪ শতাংশ হারে এক্সসেপশনাল ট্যাক্স আরোপ করা হয়।

আরও পড়ুন: বছরে ৭৮.৫ লক্ষ চাকরি তৈরি করতে হবে! অ-কৃষি খাতে কর্মসংস্থান নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা? বাজেটের আগেই জেনে নিন

ভারতে মূলধন লাভ করের নিয়ম: ভারতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ইউনিটের উপর স্বল্প মেয়াদি মূলধন লাভের উপর ১৫ শতাংশ হারে কর দিতে হয়। এর হোল্ডিং পিরিয়ড ১২ মাস। আবাসিক সম্পত্তি এবং তালিকাবিহীন কোম্পানির শেয়ারের ক্ষেত্রে স্বল্প মেয়াদি মূলধন লাভের হোল্ডিং পিরিয়ড হল ২৪ মাস। হোল্ডিং পিরিয়ড ৩৬ মাসের বেশি হলে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর প্রযোজ্য হয়। এক্ষেত্রে সরকারী সিকিউরিটিজের উদাহরণ দেওয়া যেতে পারে।

ডেট মিউচুয়াল ফান্ডের উপর মূলধন লাভ কর: ভারতে দীর্ঘমেয়াদি মূলধন লাভে কোনও সূচক ছাড়াই ১০ শতাংশ হারে কর নেওয়া হয়। তবে এক বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধন লাভ সম্পূর্ণ করমুক্ত। ডেট মিউচুয়াল ফান্ডের উপর দীর্ঘমেয়াদি মূলধন লাভে কর প্রযোজ্য। আবাসিক সম্পত্তির উপর দীর্ঘমেয়াদি মূলধন লাভে ২০ শতাংশ হারে কর দিতে হয়।

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

চিনে ২০ শতাংশের ফ্ল্যাট রেট: মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ মাসের কম সময়ে কোনও সম্পত্তি থেকে লাভ করলে কর দিতে হয়। তবে মূলধন লাভে আয়ের গ্রেডেশন ব্যবস্থা রয়েছে। এর আওতায় ৪৪,৬২৫ ডলারের কম মূলধন লাভের উপর কোনও কর দিতে হয় না।

৪,৯২,৩০০ ডলারের উপর আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হয়। চিনে ২০ শতাংশের ফ্ল্যাট রেটে কর ধার্য করা হয়। যাইহোক, সাংহাই, শেনজেন এবং বেইজিং স্টক এক্সচেঞ্জের শেয়ারের স্থানান্তরকে মূলধন লাভ কর থেকে রেহাই দেওয়া হয়েছে।

Economic Survey: বছরে ৭৮.৫ লক্ষ চাকরি তৈরি করতে হবে! অ-কৃষি খাতে কর্মসংস্থান নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা? বাজেটের আগেই জেনে নিন

ভারতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান শ্রমশক্তি পূরণের জন্য অ-কৃষি খাতে ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক গড়ে প্রায় ৭৮.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে। এমনটাই জানা গিয়েছে ২০২৩-২৪ সালের অর্থনৈতিক সমীক্ষায়।
সোমবার সংসদে এই সমীক্ষা উত্থাপন করা হয়েছে। আর অর্থনীতিতে যে কর্মসংস্থান তৈরি করতে হবে, তার একটি বিস্তৃত হিসাব দিয়েছে এই সমীক্ষা।

তাতে আরও বলা হয়েছে যে, কাজের বয়সে প্রত্যেকেই যে চাকরি খুঁজবে, তা নয়। এঁদের মধ্যে কেউ কেউ নিজস্ব কাজ করবেন অথবা কেউ কেউ অন্যদেরও চাকরি দেবেন। চাকরির চেয়ে বেশি সমীক্ষায় তুলে ধরা হয়েছে যে, অর্থনৈতিক বিকাশ হল জীবিকা নির্বাহ করা। আর এর জন্য সব স্তরের সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। এতে বলা হয়েছে যে, শ্রমশক্তিতে কৃষির অংশ ধীরে ধীরে ২০২৩ সালের ৪৫.৮ শতাংশ থেকে ২০৪৭ সালে ২৫ শতাংশে নেমে আসবে।

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

সমীক্ষায় বলা হয়েছে যে, প্রতি বছর নন-ফার্ম সেক্টরে ৭৮.৫ লক্ষ চাকরির চাহিদা পিএলআই (৫ বছরে ৬০ লক্ষ চাকরির সংস্থান বৃদ্ধি), এমআইটিআরএ টেক্সটাইল স্কিম (২০ লক্ষ চাকরির সংস্থান তৈরি) এবং এমইউডিআরএ ইত্যাদির বিদ্যমান স্কিমগুলির পরিপূরক দ্বারা পূরণ করা যেতে পারে। এতে আরও বলা হয়েছে যে, স্টাফিং কোম্পানির মাধ্যমে ফ্লেক্সি কর্মীদের ক্রমবর্ধমান কর্মসংস্থান ইনফর্ম্যাল কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি চ্যানেল হতে পারে।

এখানেই শেষ নয়, এই সমীক্ষায় আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, রাজ্য সরকারগুলি সম্মতির বোঝা কমিয়ে এবং জমিতে আইন সংস্কার করে নিয়োগের চাকাকে মসৃণ করতে পারে। একই সঙ্গে, বিশ্বব্যাপী কর্মসংস্থানের প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হতে চলেছে।

তবে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, শ্রমিকদের উপর অটোমেশনের প্রভাব জটিল এবং অনিশ্চিত, প্রযুক্তিগত পরিবর্তনের দিকটি রাজনৈতিক অর্থনীতির শক্তির জন্য সংবেদনশীল। তাই ভারতকে গবেষণায় বিনিয়োগ করতে হবে এবং এআই ব্যান্ডওয়াগনকে ভাগ করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমীক্ষায় বলা হয়েছে যে, একটি সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য এবং গুণমানসম্পন্ন ক্রেশ এবং বয়স্কদের দেখভালের পরিকাঠামোর বিকাশ যেন পেইড কাজের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের জন্য একটি দুর্বল দিক হয়ে উঠেছে। যা লিঙ্গ দ্বারা নির্ধারিত না হয়ে তুলনামূলক সুবিধা এবং পছন্দ দ্বারা নির্ধারিত হওয়া উচিত। এ-ও উল্লেখ করা হয়েছে যে, নতুন শ্রম কোডগুলি কিছু নিয়ন্ত্রক সীমার সামান্য উন্নতি করেছে (যেমন দৈনিক কাজের সময়)।

আরও পড়ুন: আজ শপথ গ্রহণ ৪ নবনির্বাচিত বিধায়কের! শপথবাক্য পাঠ করাবেন কে? সায়ন্তিকা-রেয়াতের শপথের পরেও কীসের জট?

তবে কোডগুলি এখনও সম্পূর্ণ রূপে কার্যকর করা হয়নি এবং অনেক রাজ্য নতুন আইনের অধীনে পুরনো বিধিনিষেধগুলি পুনরায় চালু করতেও দেখা গিয়েছে। সমীক্ষার বক্তব্য, উৎপাদন খাতে অর্থনৈতিক বিকাশ এবং সমৃদ্ধির জন্য আরও ভাল ফলাফল অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে নিয়োগকারীদের জন্য ইনসেন্টিভ পুনঃমূল্যায়ন করার জন্য শ্রম আইনগুলি পর্যালোচনা করা দরকার। আর আরও নমনীয় শ্রম আইন প্রয়োগ করলে যথেষ্ট অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন হতে পারে। এর পাশাপাশি লিঙ্গ অন্তর্ভুক্তি প্রচার করতে পারে এবং শিল্প বিনিয়োগও নিয়ে আসতে পারে।

Budget 2024: টানা সপ্তমবার! রেকর্ড গড়ে কার রেকর্ড ভাঙছেন নির্মলা…? মোদি ৩.০-র প্রথম বাজেট আজ

মোদি ৩.০-র প্রথম বাজেট পেশ আজ। আর এই বাজেটেই রেকর্ড গড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
মোদি ৩.০-র প্রথম বাজেট পেশ আজ। আর এই বাজেটেই রেকর্ড গড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে মোদি সরকারের এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে।
তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে মোদি সরকারের এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে।
নিয়ম মতো বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ মঙ্গলবার অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন।
নিয়ম মতো বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ মঙ্গলবার অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন।
সূত্রের খবর, পিএম আবাস যোজনা, জন ধন যোজনা, জল জীবন মিশন, মনেগা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে। আম জনতার মনে এই বাজেট ঘিরে একটিই প্রশ্ন, এবারের বাজেটে কি আছে মধ্যবিত্তের জন্য?
সূত্রের খবর, পিএম আবাস যোজনা, জন ধন যোজনা, জল জীবন মিশন, মনেগা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে। আম জনতার মনে এই বাজেট ঘিরে একটিই প্রশ্ন, এবারের বাজেটে কি আছে মধ্যবিত্তের জন্য?
আয়কর ছাড়াও, বাজেটে আরও কর্মসংস্থানের বিষয়ে সরকার নতুন করে জোর দিতে পারে এবং মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) উপরও ফোকাস কোনো পারে বলে আশা করা হচ্ছে। গত কয়েকটি বাজেটে সরকার মূলধন ব্যয় বাড়াতে জোর দেয়।
আয়কর ছাড়াও, বাজেটে আরও কর্মসংস্থানের বিষয়ে সরকার নতুন করে জোর দিতে পারে এবং মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) উপরও ফোকাস কোনো পারে বলে আশা করা হচ্ছে। গত কয়েকটি বাজেটে সরকার মূলধন ব্যয় বাড়াতে জোর দেয়।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে। আপাতত বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হয় না। এবার সেই নিম্নসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। যাঁরা নয়া আয়কর কাঠামোর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাঁরা সেই সুবিধা পাবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে। আপাতত বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হয় না। এবার সেই নিম্নসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। যাঁরা নয়া আয়কর কাঠামোর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাঁরা সেই সুবিধা পাবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

Budget 2024 Highlights: কর্মসংস্থান, গ্রামোন্নয়নে জোর! বাজেটের শেষে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি নির্মলার

Union Budget 2024 Highlights (ইউনিয়ন বাজেট ২০২৪) : মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ।

২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাবতীয় বিশ্লেষণ সহ CNN-News 18 এবং News 18 টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বাজেট। এছাড়া ইন্ডিয়া বাজেটের ওয়েবসাইট, সংসদ টিভি এবং দূরদর্শনের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বাজেট বক্তৃতার লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে।

Union Budget 2024: এই ৭ স্টক আপনার পোর্টফোলিতে আছে? বাজেটের পর বাড়তে পারে দাম, এখনই কিনে রাখুন

আগামী মঙ্গলবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে প্রত্যেক বিনিয়োগকারী শেয়ার বাজারের গতিবিধির উপর নজর রাখছেন। প্রত্যেকেই চাইছেন পোর্টফোলিওতে শক্তিশালী স্টক তুলে রাখতে। যাতে দাম বাড়লে তার লাভ ঘরে তোলা যায়। এখানে ৭টি স্টকের হদিশ দেওয়া হল। বাজেটের পর এগুলোর দাম বৃদ্ধির প্রভূত সম্ভাবনা রয়েছে।
আগামী মঙ্গলবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে প্রত্যেক বিনিয়োগকারী শেয়ার বাজারের গতিবিধির উপর নজর রাখছেন। প্রত্যেকেই চাইছেন পোর্টফোলিওতে শক্তিশালী স্টক তুলে রাখতে। যাতে দাম বাড়লে তার লাভ ঘরে তোলা যায়। এখানে ৭টি স্টকের হদিশ দেওয়া হল। বাজেটের পর এগুলোর দাম বৃদ্ধির প্রভূত সম্ভাবনা রয়েছে।
এলঅ্যান্ডটি: বিনিয়োগকারীদের এলঅ্যান্ডটি-র শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ৪,২০০ টাকা টার্গেট প্রাইসে ৩,৫৫০ থেকে ৩৬৪৮ টাকার মধ্যে কেনার কথা বলা হয়েছে। ১৫ শতাংশ লাভ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এলঅ্যান্ডটি: বিনিয়োগকারীদের এলঅ্যান্ডটি-র শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ৪,২০০ টাকা টার্গেট প্রাইসে ৩,৫৫০ থেকে ৩৬৪৮ টাকার মধ্যে কেনার কথা বলা হয়েছে। ১৫ শতাংশ লাভ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এসআরএফ লিমিটেড: রাসয়নিক এবং প্যাকেজিং ফিল্ম ব্যবসার বৃদ্ধির কথা মাথায় রেখে এসআরএফ লিমিটেডের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ২,৭৫০ টাকার টার্গেট প্রাইসে ২,৩২০ থেকে ২,৩৯০ টাকার মধ্যে কিনতে পারেন বিনিয়োগকারীরা। ১৫ শতাংশ লাভের অনুমান করা হচ্ছে এক্ষেত্রেও।
এসআরএফ লিমিটেড: রাসয়নিক এবং প্যাকেজিং ফিল্ম ব্যবসার বৃদ্ধির কথা মাথায় রেখে এসআরএফ লিমিটেডের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ২,৭৫০ টাকার টার্গেট প্রাইসে ২,৩২০ থেকে ২,৩৯০ টাকার মধ্যে কিনতে পারেন বিনিয়োগকারীরা। ১৫ শতাংশ লাভের অনুমান করা হচ্ছে এক্ষেত্রেও।
এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড: রিলিয়ায়েন্স সিকিউরিটিজ বলছে, গাড়ি ঋণ, ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ব্যবসা ঋণে ফোকাস করেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড। বিনিয়োগকারীদের ৭৮৫ টাকার টার্গেট প্রাইসে ৬২৮ থেকে ৬৪৪ টাকার মধ্যে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, ২২ শতাংশ বৃদ্ধি হতে পারে।
এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড: রিলিয়ায়েন্স সিকিউরিটিজ বলছে, গাড়ি ঋণ, ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ব্যবসা ঋণে ফোকাস করেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড। বিনিয়োগকারীদের ৭৮৫ টাকার টার্গেট প্রাইসে ৬২৮ থেকে ৬৪৪ টাকার মধ্যে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, ২২ শতাংশ বৃদ্ধি হতে পারে।
টাটা টেকনোলজিস: স্বাস্থ্যকর বৃদ্ধি, মার্জিন এবং অনুপাতের উন্নতির কারণে টাটা টেকনোলজিসের শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে মনে করছে রিলায়েন্স সিকিউরিটিজ। ১২৩০ টাকার টার্গেট প্রাইসে ১০১০ থেকে ১০৩৩ টাকার মধ্যে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের। ১৯ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।
টাটা টেকনোলজিস: স্বাস্থ্যকর বৃদ্ধি, মার্জিন এবং অনুপাতের উন্নতির কারণে টাটা টেকনোলজিসের শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে মনে করছে রিলায়েন্স সিকিউরিটিজ। ১২৩০ টাকার টার্গেট প্রাইসে ১০১০ থেকে ১০৩৩ টাকার মধ্যে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের। ১৯ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।
দেবযানী ইন্টারন্যাশনাল: বিনিয়োগকারীদের ১৯৫ টাকার টার্গেট প্রাইসে ১৫৭ থেকে ১৬৩ টাকার মধ্যে দেবযানী ইন্টারন্যাশনালের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ১৯.৬ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।
দেবযানী ইন্টারন্যাশনাল: বিনিয়োগকারীদের ১৯৫ টাকার টার্গেট প্রাইসে ১৫৭ থেকে ১৬৩ টাকার মধ্যে দেবযানী ইন্টারন্যাশনালের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ১৯.৬ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।
র‍্যামকো সিমেন্ট: র‍্যামকো সিমেন্ট কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে ৯৫০ টাকা। বিনিয়োগকারীদের ৭৭৫ থেকে ৭৯৪ টাকা সীমার মধ্যে কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। বৃদ্ধির অনুমান করা হচ্ছে ১৯.৬ শতাংশ।
র‍্যামকো সিমেন্ট: র‍্যামকো সিমেন্ট কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে ৯৫০ টাকা। বিনিয়োগকারীদের ৭৭৫ থেকে ৭৯৪ টাকা সীমার মধ্যে কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। বৃদ্ধির অনুমান করা হচ্ছে ১৯.৬ শতাংশ।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ: ১৯০ টাকার টার্গেট প্রাইসে ১৫০ থেকে ১৫৬ টাকার সীমার মধ্যে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ২১.৮০ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ: ১৯০ টাকার টার্গেট প্রাইসে ১৫০ থেকে ১৫৬ টাকার সীমার মধ্যে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে রিলায়েন্স সিকিউরিটিজ। ২১.৮০ শতাংশ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।

Budget 2024 Petrol Diesel Price: ৪৮ ঘণ্টা পরে আসতে পারে বড় খবর! পেট্রোল-ডিজেলের দাম সস্তা হওয়ার সম্ভাবনা, বাজেট ঘিরে বিরাট আশা-আকাঙ্খা

প্রতি বছরই বাজেট নিয়ে নানান ধরনের আশা আকাঙ্খা দেখা দেয় মানুষের মধ্যে ৷ তাঁরা আশায় থাকেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমে ৷ প্রতীকী ছবি ৷
প্রতি বছরই বাজেট নিয়ে নানান ধরনের আশা আকাঙ্খা দেখা দেয় মানুষের মধ্যে ৷ তাঁরা আশায় থাকেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট অধিবেশন আগামী ২৩ জুলাই সংসদে বেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামণ ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট অধিবেশন আগামী ২৩ জুলাই সংসদে বেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামণ ৷ প্রতীকী ছবি ৷
এইবার পেট্রোপণ্যেক জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের আওতায় রাখার কথা ঘোষণা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এইবার পেট্রোপণ্যেক জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের আওতায় রাখার কথা ঘোষণা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বিশেষজ্ঞরা মনে করছেন এইবার বাজেটেই বড় ঘোষণা হতে পারে ৷ তাই সাধারণ মানুষের জন্য সুখবর আসতে পারে ৷ অর্থাৎ কমতে পারে পেট্রোল ডিজেলের দাম ৷ প্রতীকী ছবি ৷
বিশেষজ্ঞরা মনে করছেন এইবার বাজেটেই বড় ঘোষণা হতে পারে ৷ তাই সাধারণ মানুষের জন্য সুখবর আসতে পারে ৷ অর্থাৎ কমতে পারে পেট্রোল ডিজেলের দাম ৷ প্রতীকী ছবি ৷
৩০ জুন ও ১ জুলাই ২০১৭ মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি চালু করার কথা ঘোষণা করেছেন ৷ প্রতীকী ছবি ৷
৩০ জুন ও ১ জুলাই ২০১৭ মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি চালু করার কথা ঘোষণা করেছেন ৷ প্রতীকী ছবি ৷
জিএসটি কার্যকর করার ক্ষেত্রে উদ্দেশ্য ছিল এক দেশ এক কর চালু করা ৷ পেট্রোল-ডিজেল, প্রাকৃতিক গ্যাস এভিএশন টারবাইন ফুয়েল জিএসটির স্থান পায়নি ৷ প্রতীকী ছবি ৷
জিএসটি কার্যকর করার ক্ষেত্রে উদ্দেশ্য ছিল এক দেশ এক কর চালু করা ৷ পেট্রোল-ডিজেল, প্রাকৃতিক গ্যাস এভিএশন টারবাইন ফুয়েল জিএসটির স্থান পায়নি ৷ প্রতীকী ছবি ৷
পেট্রোপণ্যকে জিএসটির অন্তর্গত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত হলে শুধুই ইন্ডাস্ট্রিই নয় উপকৃত হবেন আম আদমি ৷ প্রতীকী ছবি ৷
পেট্রোপণ্যকে জিএসটির অন্তর্গত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত হলে শুধুই ইন্ডাস্ট্রিই নয় উপকৃত হবেন আম আদমি ৷ প্রতীকী ছবি ৷
এক্সাইজ ডিউটির সঙ্গে সঙ্গে ভ্যাটও প্রয়োগ করা হয়ে থাকে পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে, এর বদলে শুধুই জিএসটি প্রয়োগ করা হবে ৷ প্রতীকী ছবি ৷
এক্সাইজ ডিউটির সঙ্গে সঙ্গে ভ্যাটও প্রয়োগ করা হয়ে থাকে পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে, এর বদলে শুধুই জিএসটি প্রয়োগ করা হবে ৷ প্রতীকী ছবি ৷
যেকোনও জ্বালানির ক্ষেত্রে মূল দামের সঙ্গে পরিবহণ খরচও ধরা হয়ে থাকে ৷ বেসিক দামের মধ্যে থাকে ডিলারের কমিশনও ৷ প্রতীকী ছবি ৷
যেকোনও জ্বালানির ক্ষেত্রে মূল দামের সঙ্গে পরিবহণ খরচও ধরা হয়ে থাকে ৷ বেসিক দামের মধ্যে থাকে ডিলারের কমিশনও ৷ প্রতীকী ছবি ৷
উৎপাদক শুল্ক বা এক্সাইজ ডিউটি প্রয়োগ করা হয়ে থাকে, এরপরে রাজ্য সরকার নিজের হিসাব অনুযায়ী ভ্যাট প্রয়োগ করে ৷ প্রতীকী ছবি ৷
উৎপাদক শুল্ক বা এক্সাইজ ডিউটি প্রয়োগ করা হয়ে থাকে, এরপরে রাজ্য সরকার নিজের হিসাব অনুযায়ী ভ্যাট প্রয়োগ করে ৷ প্রতীকী ছবি ৷
এই সমস্ত কিছুর পরেই কার্যকর হয় হয় পেট্রোল-ডিজেলের দাম ৷ তাই যদি পেট্রোল-ডিজেলকে সরাসরি জিএসটির অন্তর্গত আনা হয় সেক্ষেত্রে দাম কমবে পেট্রোপণ্যের ৷ প্রতীকী ছবি ৷
এই সমস্ত কিছুর পরেই কার্যকর হয় হয় পেট্রোল-ডিজেলের দাম ৷ তাই যদি পেট্রোল-ডিজেলকে সরাসরি জিএসটির অন্তর্গত আনা হয় সেক্ষেত্রে দাম কমবে পেট্রোপণ্যের ৷ প্রতীকী ছবি ৷
কেননা জিএসটির অন্তর্গত পেট্রোল-ডিজেল এলে তাতে আর অন্য কোনও ট্যাক্স প্রয়োগ করা হবে ৷ প্রতীকী ছবি ৷
কেননা জিএসটির অন্তর্গত পেট্রোল-ডিজেল এলে তাতে আর অন্য কোনও ট্যাক্স প্রয়োগ করা হবে ৷ প্রতীকী ছবি ৷

Budget 2024: ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ, কখন কোথায় লাইভ দেখবেন, কী প্রত্যাশা রয়েছে, দেখে নিন সবকিছু

আগামী ২৩ জুলাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট হবে এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৩ জুলাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট হবে এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় বাজেট পেশের তারিখ ও সময়: ২৩ জুলাই লোকসভায় ২০২৪-২৫-এর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুরু হবে সকাল ১১ টায়। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়বেন নির্মলা সীতারমণ।
কেন্দ্রীয় বাজেট পেশের তারিখ ও সময়: ২৩ জুলাই লোকসভায় ২০২৪-২৫-এর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুরু হবে সকাল ১১ টায়। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়বেন নির্মলা সীতারমণ।
কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে: ২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং করা হবে। যাবতীয় বিশ্লেষণ সহ CNN-News 18 এবং News 18 টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বাজেট। এছাড়া ইন্ডিয়া বাজেটের ওয়েবসাইট, সংসদ টিভি এবং দূরদর্শনের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বাজেট বক্তৃতার লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে: ২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং করা হবে। যাবতীয় বিশ্লেষণ সহ CNN-News 18 এবং News 18 টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বাজেট। এছাড়া ইন্ডিয়া বাজেটের ওয়েবসাইট, সংসদ টিভি এবং দূরদর্শনের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বাজেট বক্তৃতার লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
বাজেটের দৈর্ঘ্যের উপর নির্ভর করে বাজেট বক্তৃতার সময়। এখনও পর্যন্ত নির্মলা সীতারমণের ৬টি বাজেটের মধ্যে ২০২০ সালের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম, ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলেছিল। এটাই দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা। নির্মলার সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা ছিল ২০২৪-এর অন্তর্বর্তীকালীন বাজেটে, চলেছিল ৫৬ মিনিট।
বাজেটের দৈর্ঘ্যের উপর নির্ভর করে বাজেট বক্তৃতার সময়। এখনও পর্যন্ত নির্মলা সীতারমণের ৬টি বাজেটের মধ্যে ২০২০ সালের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম, ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলেছিল। এটাই দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা। নির্মলার সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা ছিল ২০২৪-এর অন্তর্বর্তীকালীন বাজেটে, চলেছিল ৫৬ মিনিট।
দেশের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা দিয়েছিলেন হিরুভাই এম প্যাটেল। ১৯৭৭-৭৮ সালে ৮০০ শব্দে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তিনি।
দেশের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা দিয়েছিলেন হিরুভাই এম প্যাটেল। ১৯৭৭-৭৮ সালে ৮০০ শব্দে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তিনি।
দেশের প্রথম বাজেট: ১৮৬০ সালের ৭ এপ্রিল দেশের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন। ভারতে আয়কর আইনের প্রবর্তনও করেন তিনি। স্বাধীন ভারতে ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন প্রথম অর্থমন্ত্রী আরকে শানমুখম চেট্টি।
দেশের প্রথম বাজেট: ১৮৬০ সালের ৭ এপ্রিল দেশের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন। ভারতে আয়কর আইনের প্রবর্তনও করেন তিনি। স্বাধীন ভারতে ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন প্রথম অর্থমন্ত্রী আরকে শানমুখম চেট্টি।
কে সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ করেছেন: এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন সিডি দেশমুখ। তিনি ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন। ১৯৫২ সালের অন্তর্বর্তী বাজেট সহ মোট ৭ বার বাজেট পেশ করেছেন তিনি। নির্মলা সীতারমণ দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড গড়তে চলেছেন।
কে সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ করেছেন: এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন সিডি দেশমুখ। তিনি ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন। ১৯৫২ সালের অন্তর্বর্তী বাজেট সহ মোট ৭ বার বাজেট পেশ করেছেন তিনি। নির্মলা সীতারমণ দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড গড়তে চলেছেন।
বাজেট থেকে প্রত্যাশা: ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট থেকে সমাজের বিভিন্ন অংশের একাধিক প্রত্যাশা রয়েছে, আয়কর ছাড় থেকে শুরু করে আর্থিক প্রবৃদ্ধি পর্যন্ত। ট্যাক্স স্ল্যাব ২০১২-১৩ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ বাজেটে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে।
বাজেট থেকে প্রত্যাশা: ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট থেকে সমাজের বিভিন্ন অংশের একাধিক প্রত্যাশা রয়েছে, আয়কর ছাড় থেকে শুরু করে আর্থিক প্রবৃদ্ধি পর্যন্ত। ট্যাক্স স্ল্যাব ২০১২-১৩ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ বাজেটে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে।