Tag Archives: Budget 2024

সিগারেট, বিড়ির দাম কি বাড়ল? বাজেটের পর আপডেট জেনে নিন

টানা সপ্তমবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পণ্যের দাম বাড়ল। আবার কিছু পম্যের দাম কমল। সিগারেটের দাম কি বাড়ল!
টানা সপ্তমবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পণ্যের দাম বাড়ল। আবার কিছু পম্যের দাম কমল। সিগারেটের দাম কি বাড়ল!
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তামাকজাত পণ্যের উপরে করে কোনও পরিবর্তন করেননি। ফলে আপাতত সিগারেটের দাম বাড়ছে না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তামাকজাত পণ্যের উপরে করে কোনও পরিবর্তন করেননি। ফলে আপাতত সিগারেটের দাম বাড়ছে না।
শুধু সিগারেট নয়, আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি করেও কোনও পরিবর্তন করা হয়নি এবার।
শুধু সিগারেট নয়, আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি করেও কোনও পরিবর্তন করা হয়নি এবার।
দেশের সবথেকে বড় সিগারেট উৎপাদনকারী সংস্থা আইটিসি-র শেয়ার দর বেড়েছে বাজেট পেশ হওয়ার পরই।
দেশের সবথেকে বড় সিগারেট উৎপাদনকারী সংস্থা আইটিসি-র শেয়ার দর বেড়েছে বাজেট পেশ হওয়ার পরই।
২০২৩ বাজেটে তামাকজাত দ্রব্যের উপর ন্যাশনাল ক্যালামিটি কন্টিজেন্ট ডিউটি ১৬ শতাংশ বাড়ানো হয়েছিল।
২০২৩ বাজেটে তামাকজাত দ্রব্যের উপর ন্যাশনাল ক্যালামিটি কন্টিজেন্ট ডিউটি ১৬ শতাংশ বাড়ানো হয়েছিল।
তামাকজাত দ্রব্য গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স কাউন্সিলের আওতায় পড়ে। তামাকজাত পণ্যের উপর জিএসটি বাড়লে সিগারেট, বিড়ির দাম বাড়ে।
তামাকজাত দ্রব্য গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স কাউন্সিলের আওতায় পড়ে। তামাকজাত পণ্যের উপর জিএসটি বাড়লে সিগারেট, বিড়ির দাম বাড়ে।

‘বাজেট’ শব্দের অর্থ কী বলুন তো? কোথা থেকে এল এই শব্দ! মজার তথ্য জেনে নিন

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ টানা সপ্তমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
আচ্ছা বলুন তো, এই বাজেট শব্দটির অর্থ কী? কোথা থেকে এল এই শব্দ! অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। আজ আমরা সেই উত্তরই জানাব আপনাদের।
আচ্ছা বলুন তো, এই বাজেট শব্দটির অর্থ কী? কোথা থেকে এল এই শব্দ! অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। আজ আমরা সেই উত্তরই জানাব আপনাদের।
অষ্টাদশ শতকে 'Budget' শব্দটি ব্যবহার করা হত সরকারের আয়-ব্যয়ের হিসেব রাখার জন্য। ১৭৩৯ সালে ব্রিটিশ সংসদে প্রথমবার 'Budget' শব্দটি ব্যবহার করা হয়।
অষ্টাদশ শতকে ‘Budget’ শব্দটি ব্যবহার করা হত সরকারের আয়-ব্যয়ের হিসেব রাখার জন্য। ১৭৩৯ সালে ব্রিটিশ সংসদে প্রথমবার ‘Budget’ শব্দটি ব্যবহার করা হয়।
'বাজেট', ইংরেজিতে 'Budget' শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ 'bougette' থেকে। যার অর্থ 'ছোট ব্যাগ'।  পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
‘বাজেট’, ইংরেজিতে ‘Budget’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘bougette’ থেকে। যার অর্থ ‘ছোট ব্যাগ’। পঞ্চদশ শতকে ব্যক্তিগত ও পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দের ব্যবহার করা হত।
বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় উনিশ শতকে। এর পর থেকে বিভিন্ন দেশের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়।
বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় উনিশ শতকে। এর পর থেকে বিভিন্ন দেশের আয়-ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়।
স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে। অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি ২৬ নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।
স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালে। অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি ২৬ নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।

Union Budget 2024: ন্যাশনাল পেনশন স্কিমে এবার জমা হবে আরও বেশি টাকা, চাকরিজীবীদের জন্য ঘোষণা নির্মলার

পেনশন খাতে এবার খরচ বাড়তে চলেছে মধ্যবিত্তের। আগে যেখানে মূল বেতন থেকে ১০ শতাংশ জমা করতে হত পেনশন খাতে (নিউ পেনশন স্কিম), এবার সেই জায়গায় পেনশন খাতে জমা করতে হবে মূল বেতনের ১৪%। অর্থাৎ প্রাপ্ত বেতনের পরিমাণ কিছুটা হলেও কমবে মধ্যবিত্তের।

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

নতুন কর কাঠামোর আওতায় যারা পড়েন সেই সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরের কর্মীদেরই পেনশন খাতে মূল বেতনের ১৪ শতাংশ টাকা জমা করতে হবে। সরকারি চাকরিজীবীদের বেতন থেকে ইতিমধ্যেই ১৪ শতাংশ টাকা কাটা শুরু হয়েছিল পেনশন খাতে জমা করার জন্য। এবার বেসরকারি কর্মীদের জন্যও তা কার্যকর করা হতে চলেছে। তবে এই পরিমাণ বাড়ানোয় অবসরের পরে লাভবান হবেন চাকরিজীবীরা।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

তবে নিউ পেনশন স্কিম নিয়ে খুশি নয় অনেক রাজ্য-সহ পেনশন ভোগীরা। সেই জন্যই অবিজেপি শাসিত অনেক রাজ্যই ডিএ-সহ তৈরি হওয়া পুরনো পেনশন স্কিমেই (ওল্ড পেনশন স্কিম) ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অন্যান্য রাজ্যের শ্রমিক সংগঠনগুলিও একই দাবিতে সরব হয়েছে। পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা নিজের শেষ বেতনের ৫০ শতাংশ প্রতি মাসে পেনশন বাবদ পান। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেটি।

Rahul Gandhi: ‘কুর্সি বাঁচাও বাজেট…’ তীব্র নিশানা রাহুলের! মোদি সরকারকে ছুড়ে দিলেন ‘কপি পেস্ট’ কটাক্ষ

নয়াদিল্লি: মঙ্গলবার সংসদে বাজেট ২০২৪-২৫ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে নরেন্দ্র মোদি সরকারের এটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরেই এই বাজেটকে তীব্র নিশানা করেন বিরোধীরা। বিরোধীরা বলেন,‘এটা কুর্সি বাঁচাও’ বাজেট। রাহুল গান্ধির আরও দাবি, ‘কংগ্রেসের ইস্তেহার থেকেই কপি পেস্ট’ করা হয়েছে এই বাজেট।

বাজেট নিয়ে কটাক্ষ শানিয়ে রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘এই বাজেট কুর্সি বাঁচাও’ বাজেট। মোদি সরকার ৩.০ তার জোট সঙ্গীদের সন্তুষ্ট করেছে। শরিকদের মন পেতেই এই বাজেট।’ রাহুলের আরও দাবি, ‘জোট শরিকদের খুশি করলেও অন্য রাজ্যের জন্য নেহাতই ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সস্তা হল কোন কোন জিনিস…? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা

একইসঙ্গে ‘AA’ উল্লেখ করে রাহুল আম্বানি, আদানির মতো শিল্পপতিদের প্রসঙ্গ তুলে তাঁর এক্স হ্যান্ডেলের এই পোস্টে দাবি করেন, সাধারণ মানুষকে কোনও স্বস্তি না দিয়ে ‘AA’কে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বাজেটে। এছাড়াও রাহুল গান্ধির মন্তব্য, আগের বাজেটগুলি আর কংগ্রেসের ইস্তেহারের ভাবনা থেকেই মূলত কপি পেস্ট করে তৈরি হয়েছে এই বাজেট।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এই প্রসঙ্গে বলেন, ‘‘অন্ধ্র প্রদেশ, বিহারকে টাকা দিয়েছে তাতে আপত্তি নেই৷ কিন্তু একজনকে টাকা দিতে গিয়ে বাকিদের বঞ্চিত করা যায় না৷ এই বাজেট গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জন সাধারণের বাজেট নয়৷ বাংলার স্বার্থ বঞ্চিত হলে, মানুষ কিন্তু এর জবাব দেবে। বাংলার মানুষ কখনওই ছেড়ে কথা বলবে না। বাংলা একা নয়, একাই একশো৷ ভোটের ময়দানে এই বঞ্চনার জবাব দেওয়া হবে৷”

 

২০ হাজার টাকার মোবাইলের দাম এবার কত হল? বাজেটের পর খরচ কমে গেল অনেকটা!

কলকাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংসদে বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী তাঁর ভাষণে কর্মসংস্থান ও দেশের উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেছেন। পাশাপাশি এমন অনেক ঘোষণা তিনি করেছেন, যা জনগণের জন্য দারুণ স্বস্তি এনে দিয়েছে।

বাজেট বক্তৃতায় সোনা-রূপোর শুল্ক কমানোর বড় ঘোষণা করা হয়েছে। এছাড়াও, মোবাইল ফোন এবং চার্জারের দাম কমতে চলেছে। সরকার মোবাইল ফোন এবং চার্জারের উপর শুল্ক ২০% থেকে কমিয়ে ১৫% করেছে। অর্থাৎ এখন আপনাকে মোবাইল ফোন এবং চার্জার কিনলে ৫% টাকা কম দিতে হবে।

আরও পড়ুন- Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা

এবার অনেকের মনেই প্রশ্ন, এখন ২০ হাজার টাকার ফোন কিনলে কত টাকা কম দিতে হবে আগের থেকে!

২০ হাজার টাকার ২০% হিসাবে হয় ৪০০০ টাকা শুল্ক। ৪০০০ টাকা কাস্টম ডিউটি ​​চার্জ করার পর ফোনের দাম ২৪ হাজার টাকা হয়ে যায়, যে টাকা আপনাকে আগে দিতে হত।

এখন ৫% বাদ দেওয়ার পর ২০ হাজার টাকার ফোনে ১৫% কাস্টম ডিউটি আরোপ করা হবে। ২০ হাজার টাকার ১৫% হলে ৩ হাজার টাকা হয়। ফলে ফোনের দাম হবে ২৩ হাজার টাকা।

আরও পড়ুন- প্রাইভেট জেট আছে ভারতের এই পাঁচ ক্রিকেটারের! গাড়ি, বাইক তো সাধারণ ব্যাপার

উদাহরণস্বরূপ, যে ফোনের জন্য আগে আপনাকে ২৪০০০ টাকা খরচ করতে হত, এখন আপনার খরচ হবে ২৪০০০ টাকা৷ আপনি ১০০০ টাকা বাঁচাতে পারবেন।

এবার আসা যাক চার্জারের ক্ষেত্রে। ২০% কাস্টম ডিউটি থাকলে ১০০০ টাকার চার্জারে দিতে হত ২০০ টাকা। ফলে চার্জারের দাম হয়ে যেত ১২০০ টাকা।

এখন শুল্ক কমানোর পর আপনি যদি ১২০০ টাকার বদলে আপনাকে সেই একই চার্জারের জন্য দিতে হবে ১১৫০ টাকা।

অর্থাৎ, ২০০০০ টাকার একটি ফোন কিনলে গ্রাহকরা প্রায় ১০০০ টাকা সাশ্রয় করতে পারবেন এবার থেকে। একই সুবিধা পাবেন চার্জার কেনার ক্ষেত্রেও।

Union Budget 2024 Video: বাজেটে শূন্য বাংলার ভাঁড়ার! কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখুন

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাকি। কিছুই দিল না কেন্দ্র। সরব মমতা বন্দ্যোপাধ্যায়।মোদির আমলে প্রথম ‘এনডিএ বাজেট’। এর আগে ২০১৪ থেকে ২০২৪ এর অন্তর্বর্তী বাজেট পর্যন্ত সরকার ছিল একক সংখ্যাগরিষ্ঠ। এই বাজেট থেকে প্রথম জোট সরকারের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জোট সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের ডেডিইউয়ের। তার জন্য এবারের বাজেটে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ সুবিধা পাবে তা আশা করাই গিয়েছিল।বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে। কিন্তু সেভাবে কিছুই পেল না বাংলা৷ এ নিয়ে কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী?

Union Budget 2024: বাজেটে সোনা-রুপো নিয়ে বড় ঘোষণা !

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে স্বর্ণ এবং রৌপ্যের উপর শুল্ক ৬ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি প্ল্যাটিনামের উপর শুল্ক কমিয়ে ৬.৪ শতাংশ করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে স্বর্ণ এবং রৌপ্যের উপর শুল্ক ৬ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি প্ল্যাটিনামের উপর শুল্ক কমিয়ে ৬.৪ শতাংশ করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নিজের বাজেট ২০২৪-এর বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন যে, “দেশে স্বর্ণ এবং মূল্যবান ধাতুর গহনার অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর জন্য আমি সোনা ও রুপোর উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি।”

নিজের বাজেট ২০২৪-এর বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন যে, “দেশে স্বর্ণ এবং মূল্যবান ধাতুর গহনার অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর জন্য আমি সোনা ও রুপোর উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি।”
বিঘ্নহর্তা গোল্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মহেন্দ্র লুনিয়া বলেছেন যে, অর্থবর্ষ ২৩-এ ভারতের সোনার আমদানির পরিমাণ ছিল মোট আনুমানিক ২.৮ লক্ষ কোটি টাকা। আর ১৫% আমদানি শুল্ক হারে ইন্ডাস্ট্রির কাস্টম ডিউটি পে-আউট অনুমান করা হয়েছে ৪২০০০ কোটি টাকা। তবে সেই সঙ্গে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, এই বিষয়ে সর্বশেষ সঠিক তথ্য তাঁর কাছে নেই।

বিঘ্নহর্তা গোল্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মহেন্দ্র লুনিয়া বলেছেন যে, অর্থবর্ষ ২৩-এ ভারতের সোনার আমদানির পরিমাণ ছিল মোট আনুমানিক ২.৮ লক্ষ কোটি টাকা। আর ১৫% আমদানি শুল্ক হারে ইন্ডাস্ট্রির কাস্টম ডিউটি পে-আউট অনুমান করা হয়েছে ৪২০০০ কোটি টাকা। তবে সেই সঙ্গে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, এই বিষয়ে সর্বশেষ সঠিক তথ্য তাঁর কাছে নেই।
তিনি আরও বলেছেন যে, এটি ইন্ডাস্ট্রির জন্য একটি তাৎপর্যপূর্ণ বৃদ্ধি হতে পারে এবং সরকার যদি তার দাবিতে সম্মত হয়, তবে তা অবিলম্বে হলুদ ধাতুর দাম কমিয়ে আনতে পারে। লুনিয়ার বক্তব্য, নিম্নমূল্য গ্রাহকদের চাহিদা বাড়াতে পারে এবং চাহিদা বৃদ্ধির ফলে বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। শেষ পর্যন্ত এতে ইমপ্রুভড টপলাইন এবং বটমলাইন পারফরম্যান্সের মাধ্যমে সোনার ব্যবসা করা কোম্পানিগুলি উপকৃত হবে।

তিনি আরও বলেছেন যে, এটি ইন্ডাস্ট্রির জন্য একটি তাৎপর্যপূর্ণ বৃদ্ধি হতে পারে এবং সরকার যদি তার দাবিতে সম্মত হয়, তবে তা অবিলম্বে হলুদ ধাতুর দাম কমিয়ে আনতে পারে। লুনিয়ার বক্তব্য, নিম্নমূল্য গ্রাহকদের চাহিদা বাড়াতে পারে এবং চাহিদা বৃদ্ধির ফলে বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। শেষ পর্যন্ত এতে ইমপ্রুভড টপলাইন এবং বটমলাইন পারফরম্যান্সের মাধ্যমে সোনার ব্যবসা করা কোম্পানিগুলি উপকৃত হবে।
পেস ৩৬০-র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েলের গলাতেও শোনা গেল সেই একই সুর। তিনিও বলেন যে, আমদানি শুল্ক হ্রাস কিন্তু চাহিদা বাড়াতে পারে, যার ফলে উচ্চ রাজস্ব এবং ভাল লাভের মার্জিন তৈরি হয়।
পেস ৩৬০-র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েলের গলাতেও শোনা গেল সেই একই সুর। তিনিও বলেন যে, আমদানি শুল্ক হ্রাস কিন্তু চাহিদা বাড়াতে পারে, যার ফলে উচ্চ রাজস্ব এবং ভাল লাভের মার্জিন তৈরি হয়।

 

PM Modi on Budget: ‘নিম্ন মধ‍্যবিত্ত, গরিব এবং কৃষকদের জন‍্য বাজেট ’! নির্মলার ভূয়সী প্রশংসা করে কী বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ঘোষণার ঘণ্টাখানের পরেই ২০২৪-এর বাজেট নিয়ে তাঁর মতামত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট নিম্ন মধ‍্যবিত্ত, গরীব, গ্রামের মানুষদের এবং কৃষকদের জন‍্য।

দেশের উন্নতির লক্ষ‍্যে তৈরি করা এই বাজেটের জন‍্য সমস্ত দেশবাসীকে ধন‍্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তাঁর টিমকেও ধন‍্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বাজেট সমাজের সব স্তরের মানুষকে শক্তি জোগাবে। দেশের গ্রাম, গরিব এবং কৃষকদের সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার বাজেট।’’

আরও পড়ুন: নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার

বাজেটে নিও-মিডলক্লাস বা নব‍্য মধ‍্যবিত্তদের বিশেষভাবে উল্লেখ‍্য করলেন প্রধানমন্ত্রী। এদিনের বক্তব‍্যে নরেন্দ্র মোদি বলেন, ‘‘বিগত ১০ বছরে ২৫ কোটি মানুষ গরিবসীমা থেকে বাইরে এসেছেন। নিও-মিডলক্লাস বা নব‍্য মধ‍্যবিত্তদের অগুণতি সুবিধা দেবে এই বাজেট।’’

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

প্রসঙ্গত, বাজেটে কর্মসংস্থানের জন্য তিনটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন।

Union Budget: বাজেটে কী কী বিষয়ের উপর বিশেষ জোর দিল মোদি সরকার? দেখে নিন ১০ পয়েন্টে

Union Budget 2024: মঙ্গলবার লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়েছেন তিনি। এ থেকে বোঝা যাচ্ছে, সরকার এই ক্ষেত্রগুলিতে বিশেষ নজর দিচ্ছে। আগামী দিনে বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও মিলেছে। কোন কোন বিষয়ে সরকার বাড়তি নজর দিচ্ছে, কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, দেখে নেওয়া যাক ১০ পয়েন্টে।

আয়কর আইন ১৯৬১-এর ব্যাপক পর্যালোচনা করতে চলেছে মোদি সরকার। আগামী ৬ মাসের মধ্যে পর্যালোচনার কাজ শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্যানসারের ৩টি ওষুধের শুল্ক তুলে নিল কেন্দ্র। আগামী দিনে ক্যানসারের চিকিৎসার খরচ কমতে চলেছে।

আরও পড়ুন: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে

২০২৪-২৫ সালে রাজস্ব ঘাটতি জিডিপি-র ৪.৯ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। ঘাটতি ৪.৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্লাটিনামে ৬.৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

মৌলিক গবেষণা এবং প্রোটোটাইপ তৈরির জন্য জাতীয় গবেষণা তহবিল গঠন করা হবে।

মোবাইল ফোন, মোবাইল পিসিবি এবং মোবাইল চার্জারে বিসিডি কমিয়ে ১৫ শতাংশ করার ঘোষণা করা হয়েছে বাজেটে।

মহাকাশ গবেষণায় কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

বন্যা মোকাবিলায় বিহারকে ১১,৫০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

যে সব গ্রামীণ এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বসতি স্থাপন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ ধাপ চালু করা হবে।

২৫টি গুরুত্বপূর্ণ খনিজের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হচ্ছে, এর মধ্যে দু’টিতে বিসিডি কমানো হবে।

পাশাপাশি শহরে নতুন আবাসন তৈরির জন্য বাজেটে ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, পিএমএওয়াই ২.০-এর আওতায় ১০ লক্ষ কোটি টাকার বাজেটে আবাসনের চাহিদা মেটানো হবে। এর মধ্যে ২ লক্ষ কোটি টাকা সহায়তা দেবে কেন্দ্র সরকার। এর জন্য রেয়াতি হারের সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

Cheaper And Costlier List: সস্তা হল কোন কোন জিনিস…? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমেছে। যার ফলে সস্তা হতে চলেছে এই সমস্ত পণ্যের দাম। আবার একইসঙ্গে বাড়তে চলেছে কিছু জিনিসের দাম।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমেছে। যার ফলে সস্তা হতে চলেছে এই সমস্ত পণ্যের দাম। আবার একইসঙ্গে বাড়তে চলেছে কিছু জিনিসের দাম।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেন যা সাধারণ নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দামে আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেন যা সাধারণ নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দামে আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে।
সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। আবার ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্যের। আবার অন্যদিকে, আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।
সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। আবার ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্যের। আবার অন্যদিকে, আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।
সোনা, রুপো এবং প্লাটিনাম সস্তা হবে:স্বর্ণ ও রৌপ্যের ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে, যা আরও সস্তা হবে। প্ল্যাটিনামের উপর শুল্কও কমানো হয়েছে। এছাড়া প্লাটিনামের শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে।
সোনা, রুপো এবং প্লাটিনাম সস্তা হবে:
স্বর্ণ ও রৌপ্যের ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে, যা আরও সস্তা হবে। প্ল্যাটিনামের উপর শুল্কও কমানো হয়েছে। এছাড়া প্লাটিনামের শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে।
মোবাইল ফোন-চার্জার সস্তা হবে :অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক কাস্টম শুল্ক ১৫ শতাংশ কমানো হয়েছে। যার ফলে কমতে চলেছে মোবাইল ফোনের দাম।
মোবাইল ফোন-চার্জার সস্তা হবে :
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক কাস্টম শুল্ক ১৫ শতাংশ কমানো হয়েছে। যার ফলে কমতে চলেছে মোবাইল ফোনের দাম।
সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি:অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একইসঙ্গে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি সস্তা হওয়ার কথা জানিয়েছেন। ফোন এবং গাড়ির ব্যাটারির দাম কমিয়ে দেওয়া হবে। ই-কমার্স সংস্থাগুলির জন্য TDS হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। তা প্রায় শূন্যে নেমে এসেছে।
সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি:
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একইসঙ্গে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি সস্তা হওয়ার কথা জানিয়েছেন। ফোন এবং গাড়ির ব্যাটারির দাম কমিয়ে দেওয়া হবে। ই-কমার্স সংস্থাগুলির জন্য TDS হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। তা প্রায় শূন্যে নেমে এসেছে।
ক্যানসারের ওষুধে বড় রিলিফ দিলেন অর্থমন্ত্রী:ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধে মৌলিক শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্স-রে মেশিনে ব্যবহৃত এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মৌলিক কাস্টম শুল্কেরও পরিবর্তন হবে। ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দামও কমবে।
ক্যানসারের ওষুধে বড় রিলিফ দিলেন অর্থমন্ত্রী:
ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধে মৌলিক শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্স-রে মেশিনে ব্যবহৃত এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মৌলিক কাস্টম শুল্কেরও পরিবর্তন হবে। ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দামও কমবে।
বাজেট ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে যাবে:অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিছু নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্কও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বাজেট ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে যাবে:
অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিছু নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্কও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক বাজেটে কী হল সস্তা আর কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে।বাজেটে কী সস্তা? এক্স-রে মেশিন ক্যানসারের ওষুধ মোবাইল ফোন মোবাইল চার্জার মোবাইল ফোনের যন্ত্রাংশ
একনজরে দেখে নেওয়া যাক বাজেটে কী হল সস্তা আর কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে।
বাজেটে কী সস্তা?
এক্স-রে মেশিন
ক্যানসারের ওষুধ
মোবাইল ফোন
মোবাইল চার্জার
মোবাইল ফোনের যন্ত্রাংশ
সৌর প্যানেলসৌর কোষ বৈদ্যুতিক যানবাহন চামড়ার জুতো, স্যান্ডেল এবং মানিব্যাগ স্বর্ণ ও রূপা প্লাটিনাম দিয়ে তৈরি পণ্য আমদানি করা গয়না সামুদ্রিক খাবার
সৌর প্যানেল
সৌর কোষ
বৈদ্যুতিক যানবাহন
চামড়ার জুতো, স্যান্ডেল এবং মানিব্যাগ
স্বর্ণ ও রূপা
প্লাটিনাম দিয়ে তৈরি পণ্য
আমদানি করা গয়না
সামুদ্রিক খাবার
বাজেটে কীসের দাম বাড়ল?অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস্টিক পণ্য টেলিকম সরঞ্জাম (আরও বেশ কিছু পণ্যের দামের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা)
বাজেটে কীসের দাম বাড়ল?
অ্যামোনিয়াম নাইট্রেট
প্লাস্টিক পণ্য
টেলিকম সরঞ্জাম
(আরও বেশ কিছু পণ্যের দামের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা)