Tag Archives: central force in Bengal

West Bengal Schools: গরমের ছুটি শেষ, কিন্তু বহু স্কুলই খোলা গেল না একটি মাত্র কারণে! কড়া নির্দেশ নবান্নের

কলকাতা: ভোট মিটলেও স্কুলে-স্কুলে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার তা নিয়ে কড়া নির্দেশ নবান্নের। স্কুলে রাখা যাবে না কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাখার বিকল্প জায়গা খুঁজতে হবে। এই মর্মে নির্দেশ দিয়েছে নবান্ন। সোমবার থেকেই গরমের ছুটির পর ছাত্র ছাত্রীদের জন্য খুলেছে স্কুল।

তারপরও একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুল চালু করা যায়নি বলে সূত্রের খবর। আর তাই স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরাতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কয়েকটি জেলাকে নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। কলকাতা পুলিশের কমিশনারকেও বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? আদালতে উঠল প্রশ্ন, তুমুল চাঞ্চল্য!

নির্বাচন পরবর্তী পরিস্থিতির জন্য রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত এই ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুলের ক্লাস যাতে ব্যাহত না হয়, তারই নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

প্রসঙ্গত, তীব্র গরমের জন্যেই ছুটি এগিয়ে নিয়ে এসে গরমের ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দফতর। প্রায় দেড় মাস পর ১০ জুন, সোমবার পড়ুয়ায়া স্কুলে গেল। কিন্তু এতদিন পরেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র গরম, তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ায় আবহাওয়া সামান্য উন্নত। তবে তীব্র গরমে গলদঘর্ম হয়েই এদিন স্কুলে গেল ছাত্রছাত্রীরা। আবার বহু স্কুলেই এখনও কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল খোলা গেল না।

Lok Sabha Elections 2024 2nd Phase: ভোটের দিন, দার্জিলিং; আর কী চাই! পাহাড়ের রানিকে দেখে কী করলেন জওয়ানেরা?

দার্জিলিং: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। যেখানে সমতলের বিভিন্ন এলাকায় গরমের দাবদাহ ক্রমশ বেড়েই চলেছে। সেখানে শৈলশহর দার্জিলিংয়ে তাপমাত্রার পারদ এখনও পর্যন্ত বাড়েনি। দার্জিলিংয়ে সকাল থেকেই শীতল আবহাওয়া। আর এই পরিস্থিতিতে নির্বাচন কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপভোগ করছেন এই আবহাওয়া।

প্রথম দফার নির্বাচন পর্বে যে সমস্ত এলাকায় ভোট হয়েছে। সেখানে তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। তাই পাহাড়ে ঠান্ডা আবহাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা। কেন্দ্রীয় বাহিনীর এক জাওয়ান বাল কৃষ্ণা জানান, তাঁর বাড়ি মধ্যপ্রদেশে। সেখানে এখন বেশ অনেকটাই গরম পড়েছে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি গেল! মালদহ থেকে এক বাক্যেই মোদি বোঝালেন, আসল অস্ত্র এবার হাতে!

প্রথম দফার লোকসভা নির্বাচনে সমতলে থাকার ফলে গরমে নাজেহাল অবস্থা ছিল তাঁদের। তাই দার্জিলিং লোকসভা নির্বাচনের কাজে আসার পর থেকে আনন্দে রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই বাড়ির জন্য বেশ কিছু কেনাকাটা করেছেন তাঁরা। ঘুরে দেখেছেন দার্জিলিংয়ের বেশ কিছু এলাকা। তাই দার্জিলিংয়ের লোকসভা নির্বাচনে কাজে আসার পর তাঁরা অনেকটাই খুশি।

আরও পড়ুন: বুথের বাইরে ‘দেখে নেব তোকে’ হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হলটা কী?

আরেক কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান বজরঙ্গি ঠাকুর জানান, তাঁর বাড়ি বিহার রাজ্যে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় তিনি ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। সেখানে তীব্র গরমের মধ্যে তাঁদের কাজ করতে হয়েছে। তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটের জন্য দার্জিলিংয়ে আসার পর থেকে তাঁরা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। এখানে গরম নেই বললেই চলে। উল্টে রাতের দিকে আবহাওয়ার উষ্ণতা অনেকটাই কমে যায়। রীতিমতো শীতবস্ত্র পড়ে কাজ করতে হচ্ছে তাঁদের। তাই দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটে তাঁরা আনন্দে রয়েছেন।

বছরের অন্য সময় তাঁদের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হয় কাজের জন্য। কিছুদিন আগেই গরম জায়গা থেকে তাঁরা এসেছেন। সমতলে যেভাবে ক্রমাগত বেড়েই চলেছে উষ্ণতার পারদ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শৈলশহর দার্জিলিংয়ে ঠান্ডার আমেজ স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাই তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনে আসার পর থেকে মুখে হাসি ফুটেছে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়াদের।

অনির্বাণ রায়