Tag Archives: Childhood

Inspirational: শৈশবে বাবা মায়ের মৃত্যু, অনাথ ভাইবোনের দেখভাল করতে স্কুলছুট দাদার জীবন সংগ্রাম চোখে জল আনবে

সুরজিৎ দে, জলপাইগুড়ি: যেন সিনেমা। তবে কোনও চিত্রনাট্যের গল্প নয়। বরং রূঢ় বাস্তব। সংসার বাঁচাতে লেখাপড়া ছেড়ে আশৈশব ভাই বোনকে নিয়ে সংসার সামলাচ্ছেন দাদা। পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না। এখন সদ্য ১৮ ছোঁয়া দাদার মনে বোনের স্বপ্ন পূরণেরই আশা। ছোট থেকেই সেই ছেলের লড়ে যাওয়ার কাহিনি সিনেমার থেকে কোনও অংশেই কম নয়।

গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত বুধুরাম বনবস্তি। সুবজ ঘেরা জঙ্গলের মাঝে মা, বাবা, ভাই বোনকে নিয়ে ভালই কাটছিল ছোট্ট আকাশের শৈশব। আচমকা বাবার অস্বাভাবিক মৃত্যু এবং তার পরেই মায়ের সংসার ছেড়ে চলে যাওয়া – এক লহমায় আকাশকে মানসিক ভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয়।পরিস্থিতির চাপে বন্ধ হয়ে যায় আকাশের স্কুলের পড়া। তখন বয়স সবে দশ। ঘরে মা, বাবা হারানো খুদে ভাই বোন। দু’ বেলা দু’ মুঠো খাবারের জন্য যোগ দেয় বন বস্তিতে চলা বিভিন্ন কাজকর্মে, সেই থেকেই মানব সংসারে টিকে শুরু লড়াই।

আরও পড়ুন : মাটি, পাথর নিয়ে চলবে গবেষণা! সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধাঁনো রেজাল্ট প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার

সেই সময় বনবিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া মাথা গোঁজার ঠাঁইয়ের এক কোণে বসে নবম শ্রেণীর নোট খাতার পাতা ওল্টায় আকাশের বোন স্বপ্না ওঁরাও। রঙ খেলায় মন নেই তার।

সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জেদ। স্বপ্নার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে দাদার লড়াই। নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা। তাই সে বড় হয়ে দাদার কষ্ট ঘোচাতে হতে চায় পুলিশ। ভবিষ্যতে পুলিশ কর্মী হয়ে দাদার কাঁধে হাত রাখতে মরিয়া স্বপ্না ওঁরাও। স্বপ্নাকে দেখে অনুপ্রেরণা পায় আরও শত শত স্বপ্না।

Guess the Celebrity: শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বলিউড তারকাদের ছোটবেলার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া সর্বদাই তোলপাড়৷ সম্প্রতি নেটদুনিয়ায় এমন এক তারকার ছবি ভাইরাল হয়েছে যিনি সৌন্দর্য, চোখের চাহনি, হাসি ও অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন৷ মায়ের কোলে ছোট্ট এই শিশুটি আজ বলিউডের এভারগ্রীন অভিনেত্রী৷
বলিউড তারকাদের ছোটবেলার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া সর্বদাই তোলপাড়৷ সম্প্রতি নেটদুনিয়ায় এমন এক তারকার ছবি ভাইরাল হয়েছে যিনি সৌন্দর্য, চোখের চাহনি, হাসি ও অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন৷ মায়ের কোলে ছোট্ট এই শিশুটি আজ বলিউডের এভারগ্রীন অভিনেত্রী৷
চোখে কাজল, কপালে কালো টিপ, মায়ের কোলে হাসিমুখে পোজ দিয়েছেন বলি নায়িকা৷ আজ যতটা হাসিখুশি তিনি থাকেন ঠিক ততটাই ছোটবেলায় কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি৷ এমনকী অভিনেত্রী হতেও কোনওদিন চাননি তিনি৷ তবে অভিনয়ে এসেই  তিনি মন জয় করে নিয়েছেন৷ আজ তিনি বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা৷
চোখে কাজল, কপালে কালো টিপ, মায়ের কোলে হাসিমুখে পোজ দিয়েছেন বলি নায়িকা৷ আজ যতটা হাসিখুশি তিনি থাকেন ঠিক ততটাই ছোটবেলায় কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি৷ এমনকী অভিনেত্রী হতেও কোনওদিন চাননি তিনি৷ তবে অভিনয়ে এসেই তিনি মন জয় করে নিয়েছেন৷ আজ তিনি বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা৷
রেখা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন,  তিনি যখন খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা তাঁর মাকে ছেড়ে চলে যান এবং তাঁর মা -বোনদেরও দায়িত্ব নেননি৷ এমন পরিস্থিতিতে রেখা পরিবারের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেন৷
রেখা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি যখন খুব ছোট ছিলেন তখন তাঁর বাবা তাঁর মাকে ছেড়ে চলে যান এবং তাঁর মা -বোনদেরও দায়িত্ব নেননি৷ এমন পরিস্থিতিতে রেখা পরিবারের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেন৷
রেখা পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন এবং সারা বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্যে সাধ দেয়নি৷তবে অভিনেত্রী হওয়ার পরেও, তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন৷
রেখা পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন এবং সারা বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্যে সাধ দেয়নি৷ তবে অভিনেত্রী হওয়ার পরেও, তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন৷
বাবা ছেড়ে চলে যাওয়ার পর মা পুষ্পাবলির সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন রেখা৷ তিনি একাই পরিবারের দায়িত্ব নিয়ে সমস্ত ভাই-বোনদের বড় করেছেন৷ এবং পরিবারের দায়িত্ব নিতে গিয়ে অভিনয়ে জগতে এসে সকলের মন রাতারাতি জয় করে নিয়েছেন রেখা৷
বাবা ছেড়ে চলে যাওয়ার পর মা পুষ্পাবলির সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন রেখা৷ তিনি একাই পরিবারের দায়িত্ব নিয়ে সমস্ত ভাই-বোনদের বড় করেছেন৷ এবং পরিবারের দায়িত্ব নিতে গিয়ে অভিনয়ে জগতে এসে সকলের মন রাতারাতি জয় করে নিয়েছেন রেখা৷
চলচ্চিত্র জীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা আজও তুঙ্গে৷ হাজারও পুরুষ আজও তাঁর সৌন্দর্যে মুগ্ধ৷ জীবনে একাধিক প্রেমও এসেছে নায়িকার৷ তবে কোনওপ্রেমই সেভাবে টেকেনি৷ প্রেম থেকে বিয়ে রেখার পুরো জীবনটাই যেন রূপোলি পর্দার চিত্রনাট্য৷
চলচ্চিত্র জীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা আজও তুঙ্গে৷ হাজারও পুরুষ আজও তাঁর সৌন্দর্যে মুগ্ধ৷ জীবনে একাধিক প্রেমও এসেছে নায়িকার৷ তবে কোনওপ্রেমই সেভাবে টেকেনি৷ প্রেম থেকে বিয়ে রেখার পুরো জীবনটাই যেন রূপোলি পর্দার চিত্রনাট্য৷

Virat Kohli: এবার কোহলির নয়, গুরুর পা ছুয়ে বিরাট মন জিতে নিলেন ফ্যান ও নেটিজেনদের

দিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের কেরিয়ারে গড়লেন একাধিক রেকর্ড। আরসিবির হয়ে খেললেও দিল্লি তার ঘরের মাঠ। ছোট বেলা থেকে এই মাঠেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। সেখানেই একাধিক রেকর্ড গড়ে ও ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত কোহলি। আর ঘরের মাঠে ম্যাচের আগে সাক্ষাৎ হয়ে গেল বিরাট কোহলি ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই শিষ্যের সম্মান প্রদর্শন মন ছুঁয়ে গেল সকলের।

অরুণ জেটলি স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি। তখন মাঠে অনুশীলন করছিলেন বিরাট কোহলি। সেই সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায় কোহলি প্রথমেই তাঁর কোচকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এমন সুন্দর মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।

আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড

প্রসঙ্গত ম্যাচ হারলেও দিল্লির মাঠে একাধিক মাইলস্টোন গড়েন বিরাট কোহলি। দিল্লির বিরুদ্ধে ১২ রান করতেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারও কোহলি। দিল্লি ম্যাচের ২৩২টি ম্যাচে কোহলির রান ৬৯৮৮। দিল্লির বিরুদ্ধে ৫৫ করার পর তা দাঁড়াল ৭০৪৩। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেও রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। শীর্ষে ডেভিড ওয়ার্নার (৫৯টি)।