Tag Archives: Conjunctivitis

Conjunctivitis Home Remedies: কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা

বর্ষায় কনজাংটিভাইটিস, আঞ্জনি-সহ চোখের নানা সংক্রমণ বেড়ে যায়। চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়। ফোলা চোখ থেকে কড়কড় করে জল পড়তে থাকে।
বর্ষায় কনজাংটিভাইটিস, আঞ্জনি-সহ চোখের নানা সংক্রমণ বেড়ে যায়। চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়। ফোলা চোখ থেকে কড়কড় করে জল পড়তে থাকে।

 

চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।
চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।

 

ত্রিফলা ভেজানো জল দিয়ে চোখ ধুয়ে িনন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ চোখ পরিষ্কার রাখে।
ত্রিফলা ভেজানো জল দিয়ে চোখ ধুয়ে িনন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ চোখ পরিষ্কার রাখে।

 

চোখে কোনও সংক্রমণ হলে হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে চোখের চারপাশে হাল্কা হাতে মালিশ করুন। এতে ফোলাভাব কমবে।
চোখে কোনও সংক্রমণ হলে হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে চোখের চারপাশে হাল্কা হাতে মালিশ করুন। এতে ফোলাভাব কমবে।

 

অ্যালোভেরা বা ঘৃতকুমারী সংক্রমণের তীব্রতা কমায়। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেবে চোখের ফোলাভাব।
অ্যালোভেরা বা ঘৃতকুমারী সংক্রমণের তীব্রতা কমায়। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেবে চোখের ফোলাভাব।

 

নিমপাতা ফোটানো জলেও ধুতে পারেন সংক্রমিত চোখ।
নিমপাতা ফোটানো জলেও ধুতে পারেন সংক্রমিত চোখ।

 

বেলপাতার ক্বাত্থ তৈরি করুন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে চোখের সংক্রমণ এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে।
বেলপাতার ক্বাত্থ তৈরি করুন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে চোখের সংক্রমণ এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে।

 

রাতে যেন ৭-৮ ঘণ্টা আপনার বাচ্চা ঘুমোয়, সেদিকে খেয়াল রাখুন।
রাতে যেন ৭-৮ ঘণ্টা আপনার বাচ্চা ঘুমোয়, সেদিকে খেয়াল রাখুন।

 

টিভি, মোবাইল, কম্পিউটার মিলিয়ে বাচ্চার স্ক্রিনটাইম কমিয়ে দিন।
টিভি, মোবাইল, কম্পিউটার মিলিয়ে বাচ্চার স্ক্রিনটাইম কমিয়ে দিন।

 

দরকারে বাচ্চাকে প্রোটেক্টিভ আইওয়্যার দিন। তাহলে ধুলোবালি, দূষক, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকবে।
দরকারে বাচ্চাকে প্রোটেক্টিভ আইওয়্যার দিন। তাহলে ধুলোবালি, দূষক, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকবে।

Conjunctivitis & Sty Preventions: কনজাংটিভাইটিস, আঞ্জনিতে আপনার বাচ্চার চোখ টকটকে লাল? ফোলা চোখে অনবরত জল পড়ছে? বর্ষার এই কষ্ট কিন্তু এড়াতে পারেন সহজ নিয়মেই

বর্ষায় বাতাসে আর্দ্রতা বেড়ে যায় অনেকটাই। ফলে জলবাহিত অসুখের আশঙ্কাও চরমে ওঠে। একইসঙ্গে এই মরশুমে বেড়ে যায় চোখের অসুখের সম্ভাবনাও।
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেড়ে যায় অনেকটাই। ফলে জলবাহিত অসুখের আশঙ্কাও চরমে ওঠে। একইসঙ্গে এই মরশুমে বেড়ে যায় চোখের অসুখের সম্ভাবনাও।

 

বাতাসবাহিত জীবাণু এবং অন্যান্য কারণে এই মরশুমে চোখের সংক্রমণ বেড়ে যায় অনেকটাই। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।
বাতাসবাহিত জীবাণু এবং অন্যান্য কারণে এই মরশুমে চোখের সংক্রমণ বেড়ে যায় অনেকটাই। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।

 

আয়ুর্বেদিক বিশেষজ্ঞ মনদীপ জানাচ্ছেন বর্ষাকালে কনজাংটিভাইটিস, আঞ্জনি, অ্যালার্জির সমস্যা-সহ একাধিক সংক্রমণ দেখা দেয়।
আয়ুর্বেদিক বিশেষজ্ঞ মনদীপ জানাচ্ছেন বর্ষাকালে কনজাংটিভাইটিস, আঞ্জনি, অ্যালার্জির সমস্যা-সহ একাধিক সংক্রমণ দেখা দেয়।

 

বর্ষায় পিত্তদোষ বেড়ে যায়। তার থেকে চোখের উত্তাপ ও ইনফ্লেম্যাশন বেড়ে দেখা দেয় একাধিক সংক্রমণ। ডায়েট এবং লাইফস্টাইলে বায়ু, পিত্ত এবং কফদোষ নিয়ন্ত্রণ করতে হবে।
বর্ষায় পিত্তদোষ বেড়ে যায়। তার থেকে চোখের উত্তাপ ও ইনফ্লেম্যাশন বেড়ে দেখা দেয় একাধিক সংক্রমণ। ডায়েট এবং লাইফস্টাইলে বায়ু, পিত্ত এবং কফদোষ নিয়ন্ত্রণ করতে হবে।

 

মূল স্বাস্থ্যবিধি শেখাতে হবে বাচ্চাকে। সংক্রমণ যাতে না ছাড়াতে পারে তার জন্য বারবার সাবান ও জলে হাত ধুতে হবে।
মূল স্বাস্থ্যবিধি শেখাতে হবে বাচ্চাকে। সংক্রমণ যাতে না ছাড়াতে পারে তার জন্য বারবার সাবান ও জলে হাত ধুতে হবে।

 

ক্রস কন্ট্যামিনেশন এড়াতে বাচ্চার জন্য আলাদা তোয়ালে রাখুন। আই ওয়াইপস দিয়ে চোখের চারপাশ পরিষ্কার রাখুন।
ক্রস কন্ট্যামিনেশন এড়াতে বাচ্চার জন্য আলাদা তোয়ালে রাখুন। আই ওয়াইপস দিয়ে চোখের চারপাশ পরিষ্কার রাখুন।

 

শশা, তরমুজ, সবুজ শাকসবজি বেশি করে রাখুন বাচ্চার ডায়েটে। তাতে পিত্তদোষ নিয়ন্ত্রিত হবে। প্রচুর জলপান করতে বলুন।
শশা, তরমুজ, সবুজ শাকসবজি বেশি করে রাখুন বাচ্চার ডায়েটে। তাতে পিত্তদোষ নিয়ন্ত্রিত হবে। প্রচুর জলপান করতে বলুন।

 

বাচ্চাদের শরীর হাইড্রেটেট রাখুন। পর্যাপ্ত জলপানে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। অতিরিক্ত তেল মশালাদার খাবার বেশি দেবেন না। তাহলে পিত্তদোষ থেকে ইনফ্লেম্যাশন বাড়বে।
বাচ্চাদের শরীর হাইড্রেটেট রাখুন। পর্যাপ্ত জলপানে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। অতিরিক্ত তেল মশালাদার খাবার বেশি দেবেন না। তাহলে পিত্তদোষ থেকে ইনফ্লেম্যাশন বাড়বে।

Conjunctivitis: ঠান্ডা গরমে চোখে লঙ্কাবাটার মত জ্বালা! ব্যথায় চারিদিক অন্ধকার, কনজাংটিভাইটিস সারবে ছোট ছোট পাঁচটি ঘরোয়া টোটকায়

শ্রাবণে গরমের হাত থেকে বেশ কিছুটা মুক্তি পাওয়া যায় ঠিকই বেশ কিছুটা ভ্যাপসা গরমও পোহাতে ৷ এই ঋতুতে চোখে ফ্লু অত্যন্ত সমস্যা সৃষ্টি করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
শ্রাবণে গরমের হাত থেকে বেশ কিছুটা মুক্তি পাওয়া যায় ঠিকই বেশ কিছুটা ভ্যাপসা গরমও পোহাতে ৷ এই ঋতুতে চোখে ফ্লু অত্যন্ত সমস্যা সৃষ্টি করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
চোখে ফ্লু বা ইনফেকশন অতি সহজে সারেনা একটি চক্রে সারতে থাকে ৷ চোখের এই সমস্যা ৭-৮ দিনে ঠিক হয় ৷ আই ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
চোখে ফ্লু বা ইনফেকশন অতি সহজে সারেনা একটি চক্রে সারতে থাকে ৷ চোখের এই সমস্যা ৭-৮ দিনে ঠিক হয় ৷ আই ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এটি সংক্রামক একটি রোগ অর্থাৎ এই রোগ অত্যন্ত পরিমাণে ছোঁয়াচে ৷ সংক্রমিত মানুষের হাঁচি, কাশি, জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে হু হু করে ছড়ায় এই রোগ ৷ প্রতীকী ছবি ৷
এটি সংক্রামক একটি রোগ অর্থাৎ এই রোগ অত্যন্ত পরিমাণে ছোঁয়াচে ৷ সংক্রমিত মানুষের হাঁচি, কাশি, জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে হু হু করে ছড়ায় এই রোগ ৷ প্রতীকী ছবি ৷
তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চোখের এই সমস্যা লক্ষ্য করা যায় যেমন চোখ লাল ভাব, চোখে ব্যথা-যন্ত্রণা, চোখ থেকে হলুদ জাতীয় তরল পদার্থের নিঃসরণ ৷ প্রতীকী ছবি ৷
তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চোখের এই সমস্যা লক্ষ্য করা যায় যেমন চোখ লাল ভাব, চোখে ব্যথা-যন্ত্রণা, চোখ থেকে হলুদ জাতীয় তরল পদার্থের নিঃসরণ ৷ প্রতীকী ছবি ৷
ঘুমিয়ে থাকলে চোখ আটকে যায় ৷ চোখে এই ধরনের সমস্যা দেখা দেয় এই বিষয়ে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ টিকিৎসক সেলিম জেদি জানিয়েছেন চোখের ফ্লুর সমস্যায় জর্জরিত বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে সেইগুলি প্রয়োগ করলেই কেল্লাফতে ৷ প্রতীকী ছবি ৷
ঘুমিয়ে থাকলে চোখ আটকে যায় ৷ চোখে এই ধরনের সমস্যা দেখা দেয় এই বিষয়ে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ টিকিৎসক সেলিম জেদি জানিয়েছেন চোখের ফ্লুর সমস্যায় জর্জরিত বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে সেইগুলি প্রয়োগ করলেই কেল্লাফতে ৷ প্রতীকী ছবি ৷
৭-৮ ঘণ্টায় চোখ ঠিক হয়ে যাবে, চোখের উপরে বা দৃষ্টিশক্তির উপরে বিশেষ কোনও প্রভাব ফেলবে না ৷ প্রতীকী ছবি ৷
৭-৮ ঘণ্টায় চোখ ঠিক হয়ে যাবে, চোখের উপরে বা দৃষ্টিশক্তির উপরে বিশেষ কোনও প্রভাব ফেলবে না ৷ প্রতীকী ছবি ৷
চার থেকে পাঁচদিনের মাথায়ও কনজাংটি ভাইটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ দিনে কয়েকবার চোখ পরিষ্কার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
চার থেকে পাঁচদিনের মাথায়ও কনজাংটি ভাইটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ দিনে কয়েকবার চোখ পরিষ্কার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
চোখে এই ফ্লু হয়ে থাকলে চোখ থেকে গরম গরম ভাব বেরোয় ৷ বারেবারে জলের ঝাপটা দিলে চোখ ঠান্ডা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
চোখে এই ফ্লু হয়ে থাকলে চোখ থেকে গরম গরম ভাব বেরোয় ৷ বারেবারে জলের ঝাপটা দিলে চোখ ঠান্ডা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
চোখ পরিষ্কার করার থাকলে জলে ২ চামচ মিশিয়ে ভাল করে চোখ পরিষ্কার করতে হবে ৷ এমন করলে চোখে চুলকানি হবেনা, ব্যথা যন্ত্রণাও ঘেঁষবেনা কাছে ৷ প্রতীকী ছবি ৷
চোখ পরিষ্কার করার থাকলে জলে ২ চামচ মিশিয়ে ভাল করে চোখ পরিষ্কার করতে হবে ৷ এমন করলে চোখে চুলকানি হবেনা, ব্যথা যন্ত্রণাও ঘেঁষবেনা কাছে ৷ প্রতীকী ছবি ৷
চোখের লালচে ভাব দূর করতে চোখে গোলাপ জল দিয়ে পরিষ্কার করুন ৷ চোখের আরাম পাবেন অতি সহজেই ৷
চোখের লালচে ভাব দূর করতে চোখে গোলাপ জল দিয়ে পরিষ্কার করুন ৷ চোখের আরাম পাবেন অতি সহজেই ৷
চোখে ফ্লু হলে চোখকে বিশ্রাম দিতে হবে ৷ ভাল করে ঘুমাতে হবে ৷ কারোর সংস্পর্শে যাবেনা, টিভি বা মোবাইল ফোন থেকে সমদূরত্ব বজায় রাখুন ৷ প্রতীকী ছবি ৷
চোখে ফ্লু হলে চোখকে বিশ্রাম দিতে হবে ৷ ভাল করে ঘুমাতে হবে ৷ কারোর সংস্পর্শে যাবেনা, টিভি বা মোবাইল ফোন থেকে সমদূরত্ব বজায় রাখুন ৷ প্রতীকী ছবি ৷
চোখে এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মেনে খেতে হবে ওষুধপত্র ৷ যেমন ওষুধ বা অ্যান্টি বায়োটিক খাওয়ার পরামর্শ দেবেন চিকিৎসক সেই ভাবেই ব্যবহার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
চোখে এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মেনে খেতে হবে ওষুধপত্র ৷ যেমন ওষুধ বা অ্যান্টি বায়োটিক খাওয়ার পরামর্শ দেবেন চিকিৎসক সেই ভাবেই ব্যবহার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷

Eye Infection: চোখ দিয়ে জল পড়ছে, লালচে ভাব? হাত দেবেন না! এই রোগ হয়নি তো…   

কলকাতা: বর্ষা আসা মানেই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মরশুম। বাতাসে আর্দ্রতা বাড়লেই শুরু হয় নানা রোগের উপদ্রব। তার মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হল চোখের ইনফেকশন। কী কী ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে? কী ভাবেই বা এড়িয়ে চলবেন?

বর্ষায় মূলত ৫ রকমের চোখের ইনফেকশনের কথা মনে করিয়ে দেন চিকিৎসকরা। সেগুলো হল-

ভাইরাল কনজাঙ্কটিভাইটিস-

চোখের মেমব্রেন হল সেই অংশ যেটি বাইরের দিক থেকে চোখের আকৃতি ধারণ করে। সেখানেই এই ভাইরাল সংক্রমণ হতে পারে বর্ষায়।

এই ধরনের ইনফেকশন হলে চোখ চুলকোতে থাকবে এবং লাল হয়ে যাবে। আলোর দিকে তাকাতেও সমস্যা হতে পারে। চোখ থেকে সমানে জল গড়াতে পারে।

আরও পড়ুন- পাইথনের এত বড় পেট! কাটতেই বেরোল হারানো স্ত্রীর দেহ

স্টাইল-

এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। চোখের কোণে লাল যন্ত্রণাদায়ক একটি মাংসপিন্ড গজিয়ে উঠতে পারে। অনেকটা ফুসকুড়ির মতো দেখাবে।

ড্রাই আইস-

অনেকক্ষণ ধরে চোখের পাতা না ফেললে এই সমস্যা হতে পারে। এতে চোখের জল শুকিয়ে যায়। চোখ শুষ্ক লাগে।

কর্নিল আলসার-

কর্নিয়ার ইনফেকশন যা হলে চোখ টকটকে রক্তবর্ণ হয়ে যায়। চোখে অসহ্য প্রদাহ হয়। ফেলে রাখলে অন্ধত্বের মতো সমস্যাও দেখা দিতে পারে।

ট্র্যাকোমা-

বিশ্বে প্রায় ২০ লক্ষ মানুষ এই রোগের কারণে অন্ধ হয়ে গেছেন। ভীষণ ছোঁয়াচে এই রোগ চোখের ভিতরে বাইরে এমনকি নাক গলাতেও ছড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ ক্ষরণের কারণেই এই রোগ ছড়ায়।

সতর্কতা- 

  • এর মধ্যে যে কোনও একটির উপসর্গ হলেই চিকিৎসকের কাছে যান।
  • চোখে হাত দেবেন না। চুলকোবেন না।
  • গরম জলে তুলো বা পরিষ্কার কাপড় ভিজিয়ে চোখে ভাপ দেবেন।

চোখ ভাল রাখতে কী কী করবেন?

  • বাড়িতে সাময়িক আরাম পেতে মহাত্রিফলা ঘি দুধে মিশিয়ে খান দিনে দুবার।
  • অ্যালোভেরা এবং আমলার রসও খেতে পারেন।
  • সকালে ঘুম থেকে উঠে ২০ মিনিট অনুলোম বিলোম এবং ভ্রামরি প্রাণায়ামও চোখের স্বাস্থ্যের জন্য কার্যকরী।