Tag Archives: dadagiri

রবিবার একই মঞ্চে সৌরভ-ডোনা! ব্লকবাস্টার ছুটির দিন, জমজমাট হবে সন্ধে

দাদার দাদাগিরি অব্যহত থাকবে! দাদাগিরি অব্যহত আছে, আর এমনই জনপ্রিয়তা থাকলে- আসছে বছর আবার হবে।
দাদার দাদাগিরি অব্যহত থাকবে! দাদাগিরি অব্যহত আছে, আর এমনই জনপ্রিয়তা থাকলে- আসছে বছর আবার হবে।
রবিবার ৫ মে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। সেখানে এবার একই মঞ্চে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা।
রবিবার ৫ মে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। সেখানে এবার একই মঞ্চে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা।
দেখতে দেখতে দাদাগিরির ১০ নম্বর সিজন শেষ হতে চলেছে আগামীকাল। ২০০৯ থেকে যাত্রা হয়েছিল বাংলার এই জনপ্রিয় টিভি শোয়ের।
দেখতে দেখতে দাদাগিরির ১০ নম্বর সিজন শেষ হতে চলেছে আগামীকাল। ২০০৯ থেকে যাত্রা হয়েছিল বাংলার এই জনপ্রিয় টিভি শোয়ের।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত সঞ্চালনায় অন্য মাত্রা পেয়েছিল দাদাগিরি। রবিবার সন্ধে সাড়ে সাতটা থেকে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে শুরু।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত সঞ্চালনায় অন্য মাত্রা পেয়েছিল দাদাগিরি। রবিবার সন্ধে সাড়ে সাতটা থেকে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে শুরু।
রবিবার বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুখবিন্দর সিং। নাচ, গান হই হুল্লোড়ে জমজমাট রবিবার।
রবিবার বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুখবিন্দর সিং। নাচ, গান হই হুল্লোড়ে জমজমাট রবিবার।
গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবেন গৌতম হালদার। এছাড়া স্নিগ্ধজিত গান শোনাবেন।
গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবেন গৌতম হালদার। এছাড়া স্নিগ্ধজিত গান শোনাবেন।

Sana Ganguly-Sourav Ganguly: চাকরি করেও বাবাকে কোনওদিন উপহার দেননি সানা! কেন? সৌরভ জানালেন ‘আসল’ কারণ

Sourav Ganguly Daughter Sana: জি বাংলার ‘দাদাগিরি’ মানে কি কেবল ক্যুইজের আনন্দ? সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত মন্তব্য, তাঁর জীবনের গল্প, তাঁর পরিবারের সুখদুঃখের কাহিনি, দর্শকেরা যেন ‘দাদাগিরি’তে দাদাকে দেখার জন্যই বসে থাকেন টিভির সামনে।
Sourav Ganguly Daughter Sana: জি বাংলার ‘দাদাগিরি’ মানে কি কেবল ক্যুইজের আনন্দ? সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধিদীপ্ত মন্তব্য, তাঁর জীবনের গল্প, তাঁর পরিবারের সুখদুঃখের কাহিনি, দর্শকেরা যেন ‘দাদাগিরি’তে দাদাকে দেখার জন্যই বসে থাকেন টিভির সামনে।
Sourav Ganguly Daughter Sana: আর সম্প্রতি সেখানেই সানার একটি মজার গল্প বললেন সৌরভ। ফাঁস হল বাবা-মেয়ের কাহিনি। কেন বাবাকে কোনওদিন উপহার দেননি কন্যা?
Sourav Ganguly Daughter Sana: আর সম্প্রতি সেখানেই সানার একটি মজার গল্প বললেন সৌরভ। ফাঁস হল বাবা-মেয়ের কাহিনি। কেন বাবাকে কোনওদিন উপহার দেননি কন্যা?
এক প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করেন, তাঁকে শপিংয়ে নিয়ে গেলে তিনি কোন ৩টি কিনতে পছন্দ করবেন? সেখানে দাদার উত্তর, ‘‘তুমি শুধু আমার জন্য একটাই জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করো।’’
এক প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করেন, তাঁকে শপিংয়ে নিয়ে গেলে তিনি কোন ৩টি কিনতে পছন্দ করবেন? সেখানে দাদার উত্তর, ‘‘তুমি শুধু আমার জন্য একটাই জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করো।’’
সৌরভ শপিং করতে একদমই পছন্দ করেন না। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শপিং-প্রীতি নিয়ে সৌরভ বললেন, ‘‘ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম, ভাল? যে কিনছে তার পছন্দ হলেই হল।’’
সৌরভ শপিং করতে একদমই পছন্দ করেন না। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শপিং-প্রীতি নিয়ে সৌরভ বললেন, ‘‘ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম, ভাল? যে কিনছে তার পছন্দ হলেই হল।’’
প্রতিযোগী জানতে চান, সানা চাকরি পাওয়ার পর বাবাকে কী কী কিনে দেন? সৌরভ জানান, সানা তাঁকে কিছু কিনে দেন না। কিন্তু তার নেপথ্যে রয়েছে বড়সড় কারণ।
প্রতিযোগী জানতে চান, সানা চাকরি পাওয়ার পর বাবাকে কী কী কিনে দেন? সৌরভ জানান, সানা তাঁকে কিছু কিনে দেন না। কিন্তু তার নেপথ্যে রয়েছে বড়সড় কারণ।
সানা একবার তাঁর বাবার জন্মদিনে উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু বাবার সে উপহার পছন্দ হয়নি। মেয়েকে উপহারটি পাল্টে দেওয়ার কথা বলেছিলেন।
সানা একবার তাঁর বাবার জন্মদিনে উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু বাবার সে উপহার পছন্দ হয়নি। মেয়েকে উপহারটি পাল্টে দেওয়ার কথা বলেছিলেন।
সৌরভের কথায়, ‘‘সানাকে বলেছিলাম দামি জিনিস দিলে এমন কিছু দে, যা আমি ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। সানা বলে, আগে তুমি পছন্দ করো, তারপর আমি গিয়ে সেটা কিনব।’’
সৌরভের কথায়, ‘‘সানাকে বলেছিলাম দামি জিনিস দিলে এমন কিছু দে, যা আমি ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। সানা বলে, আগে তুমি পছন্দ করো, তারপর আমি গিয়ে সেটা কিনব।’’

বেহালার বাড়ি সৌরভের নিজের নয়! দাদাগিরিতে বড় তথ্য ফাঁস! খুদের প্রশ্নে জবাব দাদার

দাদাগিরি মানেই প্রতি এপিসোডে নতুন কিছু। দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন নতুন চমকের দেওয়ার জন্য সব সময় তৈরি!
দাদাগিরি মানেই প্রতি এপিসোডে নতুন কিছু। দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন নতুন চমকের দেওয়ার জন্য সব সময় তৈরি!
মহারাজ দাদাগিরি অনুষ্ঠানে বেশ সহজেই নিজের মত প্রকাশ করে থাকেন। তবে এবার তিনি বাচ্চাদের সঙ্গে একেবারে যেন বাচ্চাদের মতোই হয়ে গেলেন।
মহারাজ দাদাগিরি অনুষ্ঠানে বেশ সহজেই নিজের মত প্রকাশ করে থাকেন। তবে এবার তিনি বাচ্চাদের সঙ্গে একেবারে যেন বাচ্চাদের মতোই হয়ে গেলেন।
অর্চিষ্মান নামে এক খুদের সঙ্গে কথা বলতে গিয়ে মহারাজ যা বললেন, শুনে সবাই হা।  দাদার কথায় হাসাহাসি পড়ে গেল দাদাগিরির সেটে।
অর্চিষ্মান নামে এক খুদের সঙ্গে কথা বলতে গিয়ে মহারাজ যা বললেন, শুনে সবাই হা। দাদার কথায় হাসাহাসি পড়ে গেল দাদাগিরির সেটে।
মালদা থেকে দাদাগিরিতে খেলতে এসেছিল অর্চিষ্মান। সৌরভ তাকে জিজ্ঞেস করেন, তোর মায়ের কটা বাড়ি? সে জবাবে বলে, দুটো। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি।
মালদা থেকে দাদাগিরিতে খেলতে এসেছিল অর্চিষ্মান। সৌরভ তাকে জিজ্ঞেস করেন, তোর মায়ের কটা বাড়ি? সে জবাবে বলে, দুটো। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি।
এর পরই সৌরভ সেই খুদেকে বলেন, তা হলে তুই তোর মায়ের শ্বশুরবাড়িতে থাকিস! তখন জবাবে অর্চিষ্মান বলে, হ্যাঁ ঠিক।
এর পরই সৌরভ সেই খুদেকে বলেন, তা হলে তুই তোর মায়ের শ্বশুরবাড়িতে থাকিস! তখন জবাবে অর্চিষ্মান বলে, হ্যাঁ ঠিক।
এর পর সৌরভ বলেন, আমিও তাই। আমিও আমার মায়ের শ্বশুরবাড়িতে থাকি। এমন কথা শুনে সবাই হাসতে শুরু করেন।
এর পর সৌরভ বলেন, আমিও তাই। আমিও আমার মায়ের শ্বশুরবাড়িতে থাকি। এমন কথা শুনে সবাই হাসতে শুরু করেন।
অর্চিষ্মান এর পর আরও বলে, আমার বাবাও থাকে মায়ের শ্বশুরবাড়িতে। আপার কেজি-র ছাত্রের এমন আদুরে কথায় সবাই হাসতে থাকেন।
অর্চিষ্মান এর পর আরও বলে, আমার বাবাও থাকে মায়ের শ্বশুরবাড়িতে। আপার কেজি-র ছাত্রের এমন আদুরে কথায় সবাই হাসতে থাকেন।

Sourav Ganguly: আইপিএলের মাঝেই চমক, সৌরভের ‘দাদাগিরি শো’ এবার দিল্লিতে! জানুন বিস্তারিত

দাদাগিরি এবার দিল্লিতে। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর হিসেবে থাকায় সৌরভ সময় নিয়ে কলকাতায় আসতে পারছিলেন না। সেই কারণে দাদাগিরি সিজন দশের দুটি এপিসোড বাকি ছিল শুটিং করা।
দাদাগিরি এবার দিল্লিতে। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর হিসেবে থাকায় সৌরভ সময় নিয়ে কলকাতায় আসতে পারছিলেন না। সেই কারণে দাদাগিরি সিজন দশের দুটি এপিসোড বাকি ছিল শুটিং করা।
সেই কারণে দাদাগিরি পুরো সেট তৈরি করা হলো দিল্লিতে। সেখানেই দুটি এপিসোড শুটিং করলেন সৌরভ। তবে ফাইনাল পর্বের শুটিংটা বাকি রয়েছে। সেটা কলকাতাতেই হবে।
সেই কারণে দাদাগিরি পুরো সেট তৈরি করা হলো দিল্লিতে। সেখানেই দুটি এপিসোড শুটিং করলেন সৌরভ। তবে ফাইনাল পর্বের শুটিংটা বাকি রয়েছে। সেটা কলকাতাতেই হবে।
খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দাদাগিরি। আইপিএল শুরু হবার পর মাঝে একদিন কলকাতায় এসে শুটিং করেছিলেন সৌরভ। তবে তারপরও আরও দুটো এপিসোড হওয়ার কথা ছিল।
খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দাদাগিরি। আইপিএল শুরু হবার পর মাঝে একদিন কলকাতায় এসে শুটিং করেছিলেন সৌরভ। তবে তারপরও আরও দুটো এপিসোড হওয়ার কথা ছিল।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় তার শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন সৌরভ যে শুট শেষ করতে পারছিলেন না।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় তার শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন সৌরভ যে শুট শেষ করতে পারছিলেন না।
তবে শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে কথা বলে দিল্লিতেই সম্পূর্ণ শুটিংয়ের ব্যবস্থা করা হয়। কলকাতা যেরকম সেট রয়েছে ঠিক সেরকমই তৈরি করা হয়। আইপিএলে হায়দ্রাবাদ ম্যাচের পরই সৌরভ শুটিং শেষ করেন।
তবে শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে কথা বলে দিল্লিতেই সম্পূর্ণ শুটিংয়ের ব্যবস্থা করা হয়। কলকাতা যেরকম সেট রয়েছে ঠিক সেরকমই তৈরি করা হয়। আইপিএলে হায়দ্রাবাদ ম্যাচের পরই সৌরভ শুটিং শেষ করেন।

Didi No 1 Dadagiri Studio Fire: ‘দিদি নম্বর 1’, ‘দাদাগিরি’-র শ্যুটিং স্টুডিওতে চরম আতঙ্ক, পুড়ে ছাই মেকআপ ভ্যান! মারাত্মক কাণ্ড

উত্তর ২৪ পরগনা: তাপপ্রবাহের মাঝেই একদিকে যখন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত অভিনেত্রী তথা ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আর তখনই রাজারহাট ডি আর আর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দিদি নম্বর ওয়ান-এর শ্যুটিংয়ে ব্যবহৃত মেকআপ ভ্যানিটি ভ্যান।

জানা যায়, ওই স্টুডিওতে জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরির শ্যুটিং হয়। প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যাটিনি ভ্যানে আগুন লাগে যায়।

আরও পড়ুন: ২৬/১১ মুম্বই হামলার মতোই রেইকি, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিস্ফোরক দাবি লালবাজারের

পাশে থাকা একটি টিনের শেডেও আগুন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি দেখে ষ্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল নিয়ে সে আগুন নেভানোর চেষ্টা চালান স্টুডিও কর্মীরাই। আগুনে দু’টি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ এসে পৌঁছয়। দমকলকে খবর দেওয়া হলেও গাড়ি দেরিতে আসায় ক্ষোভ উগড়ে দেন স্টুডিওর কর্মীরা।

আরও পড়ুন: শুনেই চমকাচ্ছেন? স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে অবাক হবেন

দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে এই আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

Rudra Narayan Roy

পায়েলের কেন বিয়ে হচ্ছে না? কারণ জানালেন সৌরভকে! শুনে হা হয়ে গেলেন ‘দাদা’

দাদাগিরি মানেই নতুন কিছু। সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের কথা হোক বা প্রতিযোগীদের।
দাদাগিরি মানেই নতুন কিছু। সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের কথা হোক বা প্রতিযোগীদের।
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন অভিনেত্রী পায়েল। সেখানে দাদার সঙ্গে অনেক ব্যাপারেই কথা বলেন তিনি।
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন অভিনেত্রী পায়েল। সেখানে দাদার সঙ্গে অনেক ব্যাপারেই কথা বলেন তিনি।
অভিনেত্রী পায়েলের বয়স এখন ৪২। তবে এখনও তিনি কেন বিয়ে করেননি, সে কথা জানালেন সৌরভকে।
অভিনেত্রী পায়েলের বয়স এখন ৪২। তবে এখনও তিনি কেন বিয়ে করেননি, সে কথা জানালেন সৌরভকে।
একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁকে দেখা যেত নিয়মিত। তবে এখন তাঁকে আর সেভাবে দেখা যায় না। পায়েল সরকারকে সদ্য মুক্তি পাওয়া ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাতে দেখা গিয়েছে।
একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁকে দেখা যেত নিয়মিত। তবে এখন তাঁকে আর সেভাবে দেখা যায় না। পায়েল সরকারকে সদ্য মুক্তি পাওয়া ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাতে দেখা গিয়েছে।
একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁ সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সে সব এখন অতীত।
একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁ সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সে সব এখন অতীত।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল।
দাদা তখন বলেন, তার মানে তুমি কি বাবা-মায়ের জন্য সিঙ্গল! পায়েল বলেন, আসলে নিজের মনের মতো ছেলে পাওয়া তো কঠিন। তার থেকেও কঠিন, বাবা-মায়ের মনের মতো পাত্র পাওয়া।
দাদা তখন বলেন, তার মানে তুমি কি বাবা-মায়ের জন্য সিঙ্গল! পায়েল বলেন, আসলে নিজের মনের মতো ছেলে পাওয়া তো কঠিন। তার থেকেও কঠিন, বাবা-মায়ের মনের মতো পাত্র পাওয়া।

Dadagiri-Sourav Ganguly: দাদার পছন্দে সরাসরি না! পায়েলের কথায় ‘হতাশ’ সৌরভ? এ কী বললেন অভিনেত্রী?

দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় ক্যুইজ শোতে প্রায়শই তারকারা আসেন৷ দাদার সঙ্গে তাঁরাও জমিয়ে খেলেন দাদাগিরি৷ এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা৷
দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় ক্যুইজ শোতে প্রায়শই তারকারা আসেন৷ দাদার সঙ্গে তাঁরাও জমিয়ে খেলেন দাদাগিরি৷ এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা৷
পায়েল সরকার, মধুমিতা সরকারের-সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শ্যুটিং গত মাসেই হয়ে গিয়েছে৷ এবার দেখা গেল প্রোমোর ঝলক৷

পায়েল সরকার, মধুমিতা সরকারের-সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শ্যুটিং গত মাসেই হয়ে গিয়েছে৷ এবার দেখা গেল প্রোমোর ঝলক৷
‘দাদাগিরি’তে এসে পায়েলের কথা শুনে রীতিমতো থ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পসন্দ পায়েলের৷

‘দাদাগিরি’তে এসে পায়েলের কথা শুনে রীতিমতো থ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পসন্দ পায়েলের৷
সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। মিষ্টি হেসে পায়েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’।

সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। মিষ্টি হেসে পায়েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’।
এই কথা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। মধুমিতা স্পষ্ট জানালেন, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’।
এই কথা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। মধুমিতা স্পষ্ট জানালেন, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’।
পায়েলের বিরিয়ানি পছন্দ নয় শুনে সৌরভে আফসোসের সুরে বলেন, ‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’ হেসে কুটোপাটি বাকি সকলে৷
পায়েলের বিরিয়ানি পছন্দ নয় শুনে সৌরভে আফসোসের সুরে বলেন, ‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’ হেসে কুটোপাটি বাকি সকলে৷
অনেকেই জানেন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি৷ একথা সৌরভ বহুবার বলেওছেন৷ অবশ্য বিরিয়ানি শুধু দাদার নয়, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের খাবার৷
অনেকেই জানেন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি৷ একথা সৌরভ বহুবার বলেওছেন৷ অবশ্য বিরিয়ানি শুধু দাদার নয়, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের খাবার৷
ফুচকা আর বিরিয়ানি৷ এই দুই খাবারের সঙ্গে বাঙালির ইমোশন জড়িয়ে৷ আর সেই দুই অতি জনপ্রিয় খাবারই একেবারে পছন্দ নয় নায়িকা পায়েলের৷

Sourav Ganguly Dadagiri: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে ‘বড় ঘটনা’, দাদাকে হারাবে কে! কাঁপিয়ে দিল দাদাগিরি! মিলল বিরাট সম্মান

কলকাতা: দাদাগিরির মুকুটে নতুন পালক। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। জি বাংলায় সম্প্রচারিত দাদাগিরি অনুষ্ঠানটি বছরের পর বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
কলকাতা: দাদাগিরির মুকুটে নতুন পালক। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। জি বাংলায় সম্প্রচারিত দাদাগিরি অনুষ্ঠানটি বছরের পর বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
এই অনুষ্ঠানটির সঙ্গে একজনের নামই ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মানেই দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় দাদাগিরি বছরের পর বছর ধরে বাংলার মানুষের মন জয় করে চলেছে।
এই অনুষ্ঠানটির সঙ্গে একজনের নামই ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মানেই দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় দাদাগিরি বছরের পর বছর ধরে বাংলার মানুষের মন জয় করে চলেছে।
এবার সেই দাদাগিরি অনুষ্ঠানকেই সম্মান জানাল ভারত সরকারের ডাক বিভাগ। স্বীকৃতি দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই সূত্রেই প্রকাশ্যে এল দাদাগিরির স্ট্যাম্প।
এবার সেই দাদাগিরি অনুষ্ঠানকেই সম্মান জানাল ভারত সরকারের ডাক বিভাগ। স্বীকৃতি দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই সূত্রেই প্রকাশ্যে এল দাদাগিরির স্ট্যাম্প।
দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতে এই স্ট্যাম্প প্রকাশ করা হয়। ভারত সরকারের ডাক বিভাগের তরফে এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই শো-কে।
দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতে এই স্ট্যাম্প প্রকাশ করা হয়। ভারত সরকারের ডাক বিভাগের তরফে এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই শো-কে।
নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শুরু করে প্রতিযোগীদের সাথে এক্কেবারে বন্ধুর মতো মিশে যাওয়া, এই অনুষ্ঠানে অন্য রূপে দেখা যায় সৌরভকে।
নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শুরু করে প্রতিযোগীদের সাথে এক্কেবারে বন্ধুর মতো মিশে যাওয়া, এই অনুষ্ঠানে অন্য রূপে দেখা যায় সৌরভকে।
এবার ভারত সরকারের ডাক বিভাগ বিশেষ সম্মান জানাল দাদাগিরিকে। প্রকাশ করা হল দাদাগিরি স্ট্যাম্প। এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে ভারত সরকারের ডাক বিভাগের তরফ থেকে।
এবার ভারত সরকারের ডাক বিভাগ বিশেষ সম্মান জানাল দাদাগিরিকে। প্রকাশ করা হল দাদাগিরি স্ট্যাম্প। এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে ভারত সরকারের ডাক বিভাগের তরফ থেকে।
এই বিশেষ স্ট্যাম্প প্রকাশ করার পর সম্রাট ঘোষ বলেন,  ‘এটা দাদাগিরির জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের স্ট্যাম্প প্রকাশ্যে এল। যাঁরা যাঁরা দাদাগিরির সঙ্গে যুক্ত আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই সম্মানের পর।’
এই বিশেষ স্ট্যাম্প প্রকাশ করার পর সম্রাট ঘোষ বলেন, ‘এটা দাদাগিরির জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের স্ট্যাম্প প্রকাশ্যে এল। যাঁরা যাঁরা দাদাগিরির সঙ্গে যুক্ত আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই সম্মানের পর।’

‘তোকে এত ভাল লাগে..!’ সৌরভের প্রিয় গায়ক কে? নামটা ফাঁস হয়ে গেল দাদাগিরিতে

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালক হিসেবেও যে দশে দশ পেতে পারেন, তা বোধ হয় আর কেউ অস্বীকার করবেন না। তাঁর শো দাদাগিরি মানে সত্যিই আনলিমিটেড মজা।

আসছে দাদাগিরির হোলি স্পেশাল এপিসোড। সেই হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকে জানা গেল, মহারাজ কার গলায় গান শুনতে পছন্দ করেন!

আগামী শনি ও রবিবার সেই এপিসোড দেখা যাবে। সেটা হবে হোলি স্পেশাল এপিসোড। সেখানে থাকবেন একের পর এক সেলেব্রিটি। অনেকেই হয়তো জানেন, গায়িকা ইমনের গলায় গান শুনতে খুবই পছন্দ করেন সৌরভ। তবে আরও একজন গায়ক আছেন, যাঁর সুরে মজেছেন সৌরভ।

আরও পড়ুন- KKR News: নতুন মরশুম শুরুর আগেই চমক দিল কেকেআর, সামনে এল নাইটদের নতুন ‘রণসজ্জা’

হোলি স্পেশাল এপিসোডে এবার ইমন, অনীক ধর, অন্বেষা, রাজনন্দিনী পালদের দেখা যাবে। সেখানেই জানা গেল, আরও একজন গায়ককে খুবই পছন্দ করেন দাদা। তাঁর নাম অনীক ধর। সৌরভ তো অনীককে প্রকাশ্যে বলেই দিলেন, অনীক তোকে আমার এত ভাল লাগে!

অনীক ও ইমনকে সেই এপিসোডে রং বরসে গানটি পারফর্ম করতে দেখা যাবে। ‘খেলব হোলি রং দেব না’ গানটি করেন অন্বেষা। আর সেই গানটিতে দাদাকেও ঠোঁট নাড়াতে দেখা যায়।

আরও পড়ুন- ক্রিকেট ছাড়া খেলেছেন আরও একটি ভিন্ন বিশ্বকাপে, বলুন তো কোন ভারতীয় ক্রিকেটার

দাদাগিরি এমনিতেই সুপারহিট শো। তার উপর একের পর এক সেলেব্রিটিদের উপস্থিতি বারবার এই শো-কে আলাদা মাত্রা দিয়েছে। তার উপর সৌরভের সঞ্চালনাও অসাধারণ। সব মিলিয়ে সপ্তাহান্তে বাঙালির সেরা মনোরঞ্জনের ঠেক দাদাগিরি আনলিমিটেড।

সৌরভ একবার বলেছিলেন, সঞ্চালনার সময় এত কথা তিনি কী করে বলেন, তা নিজেও জানেন না। আসলে সৌরভ বিভিন্ন রকম কথায় প্রতিযোগীদের মাতিয়ে রাখেন।

সৌরভের শো দাদাগিরি জিতলে কত টাকা পাওয়া যায়? সঙ্গে থাকে ‘এই’ দামি উপহার

সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝেমধ্যে নিজেই বলেন, তিনি যে কী করে এত ভাল সঞ্চালনা করেন, তার উত্তর মহারাজ নিজেও জানেন না। তবে তাঁর শো দাদাগিরি যে সুপারহিট, তা আর বলার দরকার পড়ে না।
সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝেমধ্যে নিজেই বলেন, তিনি যে কী করে এত ভাল সঞ্চালনা করেন, তার উত্তর মহারাজ নিজেও জানেন না। তবে তাঁর শো দাদাগিরি যে সুপারহিট, তা আর বলার দরকার পড়ে না।
কখনও তিনি ডোনার সঙ্গে তাঁর দাম্পত্যজীবনের টুকিটাকি নিয়ে কথা বলেন দাদাগিরির মঞ্চে। কখনও আবার সৌরভ কথা বলেন মেয়ে ডোনাকে নিয়ে।
কখনও তিনি ডোনার সঙ্গে তাঁর দাম্পত্যজীবনের টুকিটাকি নিয়ে কথা বলেন দাদাগিরির মঞ্চে। কখনও আবার সৌরভ কথা বলেন মেয়ে ডোনাকে নিয়ে।
ক্রিকেটার, ধারাভাষ্যকার, মেন্টর, প্রশাসক, সঞ্চালক। সৌরভ গঙ্গোপাধ্যায় সব ভূমিকায় অনবদ্য। তাঁর সঞ্চালনায় দাদাগিরি এখন অন্য মাত্রা পেয়েছে।
ক্রিকেটার, ধারাভাষ্যকার, মেন্টর, প্রশাসক, সঞ্চালক। সৌরভ গঙ্গোপাধ্যায় সব ভূমিকায় অনবদ্য। তাঁর সঞ্চালনায় দাদাগিরি এখন অন্য মাত্রা পেয়েছে।
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন ক্যাকটাস ব্যান্জের সদস্য সিধু। তিনি বাড়ি ফিরে ছোট একটি ভিডিও করে দেখান, দাদাগিরিতে জিতলে ঠিক কী কী পাওয়া যায়!
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন ক্যাকটাস ব্যান্জের সদস্য সিধু। তিনি বাড়ি ফিরে ছোট একটি ভিডিও করে দেখান, দাদাগিরিতে জিতলে ঠিক কী কী পাওয়া যায়!
দাদাগিরির ট্রফি ছাড়াও সৌরভের সই করা একটা ব্যাট দেওয়া হয় বিজেতাকে। দাদাগিরির লোগো-সহ একটি কফি মগ থাকে। আর দেওয়া হয় একটা ডিউজ বল।
দাদাগিরির ট্রফি ছাড়াও সৌরভের সই করা একটা ব্যাট দেওয়া হয় বিজেতাকে। দাদাগিরির লোগো-সহ একটি কফি মগ থাকে। আর দেওয়া হয় একটা ডিউজ বল।
দাদাগিরির চলতি সিজনে বিজেতারা পাচ্ছেন কেক, কুকিজ, চানাচুর, ১০ কেজি বাসমতি চাল,আইসক্রিম বোলের সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলা-সহ আরও অনেক উপহার।
দাদাগিরির চলতি সিজনে বিজেতারা পাচ্ছেন কেক, কুকিজ, চানাচুর, ১০ কেজি বাসমতি চাল,আইসক্রিম বোলের সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলা-সহ আরও অনেক উপহার।
সিধু ভাল অঙ্কের অর্থও পেয়েছেন দাদাগিরি থেকে। ফাস্টেস্ট ফিফটি করে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। ৩টি স্পনসরের কাছ থেকে ১০, ১০ ও ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকার চেক পেয়েছেন।
সিধু ভাল অঙ্কের অর্থও পেয়েছেন দাদাগিরি থেকে। ফাস্টেস্ট ফিফটি করে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। ৩টি স্পনসরের কাছ থেকে ১০, ১০ ও ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকার চেক পেয়েছেন।