Tag Archives: Delhi Flood

Delhi Flood: টানা বৃষ্টিতে অচল দিল্লি, ডুবল বাড়ি, বন্ধ স্কুল, জল-যন্ত্রণার ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: দিল্লি এবং উত্তরাখণ্ড-সহ বিস্তীর্ণ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বুধবারের ভারী বর্ষণে ইতিমধ্যেই অচল হয়ে পড়েছে দেশের রাজধানী। জায়গায় জায়গায় জল জমে থমকে গিয়েছে শহরের যানবাহন। মন্থর ট্রাফিকে ত্রাহি রব চারিদিকে। এমনই কিছু ভিডিও তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চল এখন প্রায় জলের তলায়। প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টির প্রাবল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে। অত্যধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর, অনিয়মিত হয়ে পড়েছে উড়ান চলাচল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল-সহ নানা প্রতিষ্ঠান।
এরমাঝেই নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
দক্ষিণ দিল্লির রিং রোডের এক বাসিন্দা যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জলমগ্ন হয়ে কিভাবে তা ট্রাফিকে স্তব্ধ করে দিয়েছে

আবার আরও একজন দিল্লির করোল বাগের ভিডিও তুলে ধরেন। সেখানে দেখা যায় বাড়ির সামনে জল জমে থাকতে। তিনি লেখেন, “মাত্র কুড়ি মিনিটের বৃষ্টিতে এই হাল দিল্লির করোল বাগের।”
এরমাঝেই একজন ভিডিও পোস্ট করেন পার্লামেন্টে জলমগ্ন হওয়ার।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামি ৫ই অগাস্ট পর্যন্ত দিল্লি সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে। ফলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে দিল্লিবাসীর।

UPSC Aspirant Death: হু হু করে ঢুকছে জল, দিল্লির কোচিং সেন্টারের হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে!

নয়াদিল্লি: দিল্লিতে বন্যায় মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠেছেন নেটিজেনরা। প্রবল জলের তোড়ে বেসমেন্টেই সলিল সমাধি হয় তিন মেধাবী আইএএস পরীক্ষার্থীর।

মূল ঘটনা হল, গত শনিবার ভারী বর্ষণে প্লাবিত হয়ে পড়ে দেশের রাজধানী শহর দিল্লি। সেখানের পুরাতন রাজেন্দ্র নগরও জলের তলায় চলে যায়। সেই সময় সেখানেরই এক কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে ছিলেন হতভাগ্য তিন পড়ুয়া। কেরলের নিবিন ডালউইন, উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, এবং তেলেঙ্গানার তানিয়া সোনি। পার্শ্ববর্তী একটি নালা ভেঙে যাওয়াতেই বিপত্তির সূত্রপাত। জলের তোড়ে ভেসে যায় বেসমেন্ট। সেই বীভৎস ঘটনার দৃশ্যই ক্যামেরাবন্দি করে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এক পড়ুয়া। তা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা।
এইরকমই একজন এই ভিডিও-এর তলায় লিখেছেন, “আমি ওইখানেই ছিলাম, বীভৎস ঘটনা। মাত্র ১০ মিনিটে গোটা বেসমেন্টে জল ভরে গেছিল।”

আরও পড়ুন: ৩ পড়ুয়ার মৃত্যুতে শোরগোল! রাজেন্দ্রনগরে বুলডোজার চালিয়ে ভাঙা হল বেআইনি নির্মাণ..

ভিডিও অনুযায়ী, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৬টা ৪০ নাগাদ ডাকা হলেও তাঁরা এসে পোঁছায় রাত ৯টার সময়। ততক্ষণে তিনজন প্রাণ হারিয়ে ফেলেছেন। আরও তিনজন হাসপাতালে ভর্তি। ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেকেই হাঁটুজলে দাঁড়িয়ে। জল বাড়তে বাড়তে একসময়ে তা গোটা বেসমেন্ট ভরিয়ে ফেলে।
এখনও পর্যন্ত ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সংবাদসংস্থা এএনআই-কে ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন আরও জানিয়েছেন পাঁচজন সন্দেহভাজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৭। বেসমেন্টের মালিক এবং যে গাড়িটি বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত করেছে তাঁকেও আটক করেছে দিল্লি পুলিশ।

UPSC Aspirant Death: পড়ুয়া মৃত্যুর জের, বুলডোজার নিয়ে নামল দিল্লি পুরসভা

নয়াদিল্লি: দিল্লির পুরাতন রাজেন্দ্র নগরের ঘটনায় তিনজন আইএএস পরীক্ষার্থীর জলে ডুবে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি পুরসভা।
ইতিমধ্যেই ওই কোচিং সেন্টারের মালিক-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এক অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে। সোমবার থেকে আরও কঠোর পদক্ষেপ শুরু করল দিল্লি পুরসভা।

আরও পড়ুন: দিল্লির কোচিং সেন্টারে ডুবে IAS পড়ুয়া ছেলের মৃত্যু, হাসপাতালে ভর্তি মা!

দিল্লি পুরসভার তরফ থেকে এদিন বুলডোজার দিয়ে রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় ড্রেনের যে জায়গাগুলি বদ্ধ হয়ে রয়েছে তা ভেঙে ফেলা হয়।
সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে। সেখানেই দেখা যায়, বুলডোজার-সহ ভারী মেশিন এনে বিভিন্ন অবৈধ জায়গা ভেঙে ফেলা হচ্ছে।

নির্মাণ বিধি পালন না করার জন্য, আপাতত এমন ১৩টি আইএএস কোচিং সেন্টারকে সিল করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই, দিল্লির মেয়র শেলি ওবেরয় গাফিলতির ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। বরখাস্ত করা হয়েছে দিল্লি পুরসভার কমিশনার অশ্বিনী কুমারকে। সাসপেন্ড হয়েছেন এক লোকাল ইঞ্জিনিয়ার এবং এক অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার।
দিল্লিতে এই ঘটনার পরেই প্রবল সমালচনার মুখে পড়ে দিল্লি পুরসভা। দিল্লি পুরসভার ঢিলেঢালা মনোভাব এবং গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দেশবাসী। বহুদিন ধরে ওই সমস্ত জায়গায় নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ করে নির্মাণ উঠছে বলে অভিযোগ এলেও তা নিয়ে মাথা ঘামায় নি দিল্লি পুরসভা। তাঁর নিটফল গত শনিবারের দুর্ঘটনা।

শনিবার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজধানী। সেই সময়েই দিল্লির পুরাতন রাজেন্দ্র নগরে রাউ’স আইএএস কোচিং সেন্টারর বেসমেন্টের লাইব্রেরিতে আসা তিন পড়ুয়া আটকে পড়েন। বেরোনোর পথ একটাই থাকায় এবং জল বাড়তে থাকায় এক সময়ে সেখানেই আটকে পড়েন তাঁরা। শেষে সেখানেই প্রাণ হারান তিন মেধাবী পড়ুয়া।
এই পড়ুয়াদের মৃত্যু ঘিরেই দেশজুড়ে আলোড়নের সৃষ্টি হয়। রাজধানীতে শুরু হয় ছাত্র আন্দোলন। এটাকে “অপরাধমূলক গাফিলতি” বলে তুলে ধরছেন তাঁরা। তাঁরা এটাও বারবার বলছেন পুরসভার এই তৎপরতা, গ্রেফতার-সহ নানান ঘটনা শুধুমাত্র দেখনদারি। পড়ুয়ামৃত্যুর পর ভবিষ্যতে এমন ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থা কি দিল্লি পুরসভা সত্যি নেবে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

UPSC Aspirant Death: দিল্লির কোচিং সেন্টারে ডুবে IAS পড়ুয়া ছেলের মৃত্যু, হাসপাতালে ভর্তি মা!

নয়াদিল্লি: “কারুর যেন এইভাবে প্রাণ হারাতে না হয়”- নিজের ভাইপোকে হারিয়ে শোকে পাথর হয়ে এই কথাই বলছেন কেরলের এক পড়ুয়ার কাকা।দিল্লি বন্যা দুর্ঘটনায় তিনজন প্রাণ হারানোর পর গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শনিবার দিল্লিজুড়ে প্রবল বর্ষণের জেরে গোটা রাজধানী প্লাবিত হয়ে পড়ে।

আরও পড়ুন: দিল্লির ঘটনায় সলিল সমাধি ইউপিএসসি পড়ুয়া তানিয়ার, হাহাকার পিতার

ঠিক সেই সময়েই দিল্লির পুরাতন রাজেন্দ্র নগর এলাকার একটি লাইব্রেরির বেসমেন্টে আটকে পড়ে তিনজন ইউপিএসসি পরীক্ষার্থী মারা যান।
মৃতদের মধ্যে উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, তেলেঙ্গনার তানিয়া সোনি এবং কেরলের নবীন ডালবিন- মোট এই তিনজনকে চিহ্নিত করা গিয়েছে।
এই নিহতদের মধ্যে ছিলেন কেরলের নবীনও। ২৮ বছরের যুবক কেরলের এরনাকুলাম থেকে আট মাস আগে রাজধানীতে আসেন।

আইএএসের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করছিলেন। শনিবার সকাল দশটা নাগাদ তিনি ওই অভিশপ্ত লাইব্রেরিতে ঢোকেন। তখনও তিনি জানেন না কী ঘটতে চলেছে আর কিছুক্ষণ পর। সংবাদসংস্থা সিএনএন নিউজ১৮ মৃত নবীনের কাকা লিনু রাজের সঙ্গে যোগাযোগ করে। তিনি আপাতত তাঁর ভাইপোর দেহ সংগ্রহ করতে দিল্লি এসেছেন। সংবাদসংস্থাকে শোকাতুর আত্মীয় জানান, “গতকাল দিল্লি এসেছি। পুরাতন রাজেন্দ্র নগর পুলিশ স্টেশনে এসে ভাইপোর দেহ শনাক্ত করেছি। আগামিকাল সকাল ১০টায় ময়নাতদন্ত শুরু হবে। এরপর সন্ধ্যায় দেহ নিয়ে ফিরব।”

ছটফটে, প্রাণচঞ্চল তরুণের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন নবীনের কাকা। তিনি জানান, তাঁর বাবা-মা দিল্লি আসতে পারেন নি। সংবাদসংস্থাকে তিনি বলেন, “ছেলের দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাঁর মা হাসপাতালে ভর্তি।” দুর্ঘটনার পর যেভাবে একে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে সেটা নিয়েও বিরক্ত লিনু। তিনি বলেন, “এই ঘটনার জন্য আমি কাউকেই দায়ি করছি না। কিন্তু আমি আশা করব এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। আমরা প্রত্যেকেই মানুষ, ভুল গুলো আমাদের প্রত্যেকেরই শুধরে নেওয়াটাই কাম্য। পরিবারের তরফ থেকে লিনু একটাই দাবি জানান ভুল শুধরে নিয়ে কর্তৃপক্ষ যেন আরও সজাগ হয়।

আরও পড়ুন: IAS পরীক্ষার্থীর জলে ডুবে অকালমৃত্যুর জের! কড়া অবস্থান নিল দিল্লি পুরসভা

এই প্রসঙ্গে তিনি বলেন, “কোনও প্রাণ এইভাবে ঝরে যেতে পারে না। প্রশাসনের উচিত আরও সজাগ ভাবে সবদিকে নজর দেওয়া।” দিল্লির এই বন্যা দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবার একাধিক গাফিলতির অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই প্রশাসন একজন জুনিয়র ইঞ্জিনয়র এবং অ্যাসিট্যান্ট ইঞ্জিনয়রকে সাসপেন্ড করেছে প্রশাসন।

Delhi Coaching Centre Flood: দিল্লির কোচিং সেন্টারে ডুবে মর্মান্তিক মৃত্যু! ৩ IAS পড়ুয়াই ছিলেন মেধাবী, রোজ ওই লাইব্রেরিতেই পড়তেন

নয়াদিল্লি: দিল্লির রাজেন্দ্রনগরে UPSC-র কোচিং নিতে এসে প্রাণ গেল ৩ পড়ুয়ার। হঠাৎ বৃষ্টিতে জলে ডুবে যায় রাজেন্দ্রনগরে ওই UPSC-র কোচিং সেন্টারের বেসমেন্ট। জলমগ্ন হয়ে পড়ে বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি। তাতে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ পড়ুয়ার। মৃতদের মধ্যে দু’জন মহিলা ও এক জন পুরুষ।

মৃত তিন পড়ুয়ার দেহ ময়নাতদন্তের দন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ছাত্র কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম নেভিন ডালউইন। গত আট মাস ধরে তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। একইসঙ্গে তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ও করছিলেন। দিল্লির প্যাটেল নগরে ভাড়া থাকতেন তিনি। প্রতিদিন সকাল ১০টা নাগাদ লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতেন।


আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

মৃত দুই ছাত্রীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তেলঙ্গানার তানিয়া সোনি এবং শ্রেয়া যাদব নাম দুই মৃত পড়ুয়ারই বয়স ছিল ২৫। গত মাসেই এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন শ্রেয়া। তিনি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার বারসাংভা হাশিমপুরের বাসিন্দা ছিলেন। তিন মৃতের পরিবারে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হৃত্বিকের এই ‘মিষ্টি’ নায়িকা এখন কোথায়? সব উত্তর রয়েছে মনোজ বাজপেয়ীর কাছে!

কীভাবে বেসমেন্টের ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন দিল্লির মেয়র। কিন্তু ঘটনাটি নিয়ে সরাসরি আপ সরকারের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরী স্বরাজের দাবি, দিল্লি সরকারের ভয়ঙ্কর অবহেলার ফলেই এমন ঘটনা ঘটেছে। অতিশী ও স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠককে এর দায় নিতে হবে।