Tag Archives: UPSC

UPSC Interview Question: স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা, ইউপিএসসি-র এই প্রশ্নের কি উত্তর জানেন

: আমাদের দেশে বিয়ে, পারিবারিক ও দাম্পত্য জীবন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই দাম্পত্য নিয়েও ইন্টারভিউতে নানা প্রশ্ন করা হয়৷ বিভিন্ন সরকারি পোস্টে শীর্ষাধিকারী পদাধিকারীরা সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকেন। সুতরাং তাঁদের ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য, প্রতিশ্রুতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তবেই তাঁরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। Photo- Representative
: আমাদের দেশে বিয়ে, পারিবারিক ও দাম্পত্য জীবন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই দাম্পত্য নিয়েও ইন্টারভিউতে নানা প্রশ্ন করা হয়৷ বিভিন্ন সরকারি পোস্টে শীর্ষাধিকারী পদাধিকারীরা সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকেন। সুতরাং তাঁদের ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য, প্রতিশ্রুতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তবেই তাঁরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। Photo- Representative
ভারতীয় ঐতিহ্যে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ হল স্বামী-স্ত্রীর মন ও দেহের মিলন। স্বামী-স্ত্রী দেহ, মন ও সম্পদ এক হয়৷ প্রবীণদের মতে স্বামী-স্ত্রী দুটি দেহ ও এক আত্মা। Photo- Representative
ভারতীয় ঐতিহ্যে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ হল স্বামী-স্ত্রীর মন ও দেহের মিলন। স্বামী-স্ত্রী দেহ, মন ও সম্পদ এক হয়৷ প্রবীণদের মতে স্বামী-স্ত্রী দুটি দেহ ও এক আত্মা। Photo- Representative
একজন বিবাহিত মহিলা তার শরীরের উপর তার স্বামীকে পূর্ণ অধিকার দেয়। এবং এই সম্পর্ক একেবারে মন থেকে আসে৷ তবে একটি দাম্পত্যের সম্পর্কে এমন নিয়মও আছে যেখানে  সে তার স্বামীকে তাঁর শরীরের একটি অংশ স্পর্শ করতে দেয় না। Photo- Representative
একজন বিবাহিত মহিলা তার শরীরের উপর তার স্বামীকে পূর্ণ অধিকার দেয়। এবং এই সম্পর্ক একেবারে মন থেকে আসে৷ তবে একটি দাম্পত্যের সম্পর্কে এমন নিয়মও আছে যেখানে  সে তার স্বামীকে তাঁর শরীরের একটি অংশ স্পর্শ করতে দেয় না। Photo- Representative
UPSC-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে এমন অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল। এই পরীক্ষার জন্য প্রস্তুতি বই সম্ভবত কোনও উদাহরণ থাকে না৷ তাই প্রার্থীদের সময়ে সময়ে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে হয়। Photo- Representative
UPSC-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে এমন অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল। এই পরীক্ষার জন্য প্রস্তুতি বই সম্ভবত কোনও উদাহরণ থাকে না৷ তাই প্রার্থীদের সময়ে সময়ে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে হয়। Photo- Representative
প্রত্যুৎপন্নমতিত্ব অনুসারে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউতে পিছিয়ে পড়তে হয়৷  তাহলে উত্তর কি?  যিনি পরীক্ষা দিচ্ছেন তিনি কি পিছিয়ে পড়বেন৷ ইন্টারভিউয়ার কীভাবে তাঁদের উত্তর পাবেন তা নিয়ে বড় প্রশ্ন হয়৷ সাক্ষাৎকারে চমক দেওয়া হয়, এই ধরণের প্রশ্ন করে৷ Photo- Representative
প্রত্যুৎপন্নমতিত্ব অনুসারে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউতে পিছিয়ে পড়তে হয়৷  তাহলে উত্তর কি?  যিনি পরীক্ষা দিচ্ছেন তিনি কি পিছিয়ে পড়বেন৷ ইন্টারভিউয়ার কীভাবে তাঁদের উত্তর পাবেন তা নিয়ে বড় প্রশ্ন হয়৷ সাক্ষাৎকারে চমক দেওয়া হয়, এই ধরণের প্রশ্ন করে৷ Photo- Representative
UPSC-র মতো পরীক্ষায় ক্র্যাক করা কঠিন। অনেকে প্রিলিম এবং মেইন পাস করার পরেও শেষ পর্যন্ত ইন্টারভিউতে পাস করতে পারেন না। কারণ হল সাক্ষাৎকারে করা অদ্ভুত প্রশ্নগুলি-করে আপনার উপস্থিত বুদ্ধি। আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? এখন সেই উত্তরটি কল্পনা করুন। Photo- Representative
UPSC-র মতো পরীক্ষায় ক্র্যাক করা কঠিন। অনেকে প্রিলিম এবং মেইন পাস করার পরেও শেষ পর্যন্ত ইন্টারভিউতে পাস করতে পারেন না। কারণ হল সাক্ষাৎকারে করা অদ্ভুত প্রশ্নগুলি-করে আপনার উপস্থিত বুদ্ধি। আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? এখন সেই উত্তরটি কল্পনা করুন। Photo- Representative
ভারতে, স্ত্রীর শরীরের যে অংশটি তার স্বামীকে স্পর্শ করতে দেওয়া হয় না তা হল তাঁর পা। কোন স্ত্রী তাঁর স্বামীকে তাঁর পা স্পর্শ করতে দেয় না। এটি তার স্বামীকে দেওয়া একটি সম্মান। তিনি চান যে তাঁর স্বামী সর্বদা তাঁর থেকে উচ্চতর৷ সেটা শুধু বয়সে না হলেও সম্মানে অন্তত ভারতীয় ট্র্যাডিশনে  তাই মানা হয়৷ Photo- Representative
ভারতে, স্ত্রীর শরীরের যে অংশটি তার স্বামীকে স্পর্শ করতে দেওয়া হয় না তা হল তাঁর পা। কোন স্ত্রী তাঁর স্বামীকে তাঁর পা স্পর্শ করতে দেয় না। এটি তার স্বামীকে দেওয়া একটি সম্মান। তিনি চান যে তাঁর স্বামী সর্বদা তাঁর থেকে উচ্চতর৷ সেটা শুধু বয়সে না হলেও সম্মানে অন্তত ভারতীয় ট্র্যাডিশনে  তাই মানা হয়৷ Photo- Representative
ভারতীয় সমাজের প্রেক্ষিত অনুসারে স্বামী যে পরিস্থিতিতে থাকুন না কেন কোনওভাবেই তিনি যেন তাঁর স্ত্রীয়ের পা না ধরেন৷ সেজন্য আজও কোনও অবস্থাতেই স্বামী তাঁর স্ত্রী-র পায়ের পাতা স্পর্শ করতে পারবে না। আমাদের ভারতীয় মূল্যবোধ একই রয়ে গেছে। Photo- Representative
ভারতীয় সমাজের প্রেক্ষিত অনুসারে স্বামী যে পরিস্থিতিতে থাকুন না কেন কোনওভাবেই তিনি যেন তাঁর স্ত্রীয়ের পা না ধরেন৷ সেজন্য আজও কোনও অবস্থাতেই স্বামী তাঁর স্ত্রী-র পায়ের পাতা স্পর্শ করতে পারবে না। আমাদের ভারতীয় মূল্যবোধ একই রয়ে গেছে। Photo- Representative
এই প্রশ্ন ইউপিএসসি-তে করা হওয়ার পর এই উত্তরটিই চেয়েছিলন প্রশ্নকর্তারা৷ ভারতীয় ট্র্যাডিশনের ধারা মেনে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই উত্তর দিতে হত পরীক্ষা দিতে আসা ব্যক্তিদের৷ Photo- Representative
এই প্রশ্ন ইউপিএসসি-তে করা হওয়ার পর এই উত্তরটিই চেয়েছিলন প্রশ্নকর্তারা৷ ভারতীয় ট্র্যাডিশনের ধারা মেনে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই উত্তর দিতে হত পরীক্ষা দিতে আসা ব্যক্তিদের৷ Photo- Representative

UPSC Coaching Center: ভবিষ্যতের IPS-IAS-এর খোঁজ, দার্জিলিংয়ে চালু হল বিনামূল্যে UPSC কোচিং ক্লাস

দার্জিলিং: দার্জিলিংয়ে চালু হল বিনামূল্যে ইউপিএসসি কোচিং। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (DWS)-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে ইউপিএসসি কোচিং লালকোঠি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জিটিএ-এর প্রধান নির্বাহী অনিত থাপা এবং DWS-এর প্রতিষ্ঠাতা হর্ষবর্ধণ শ্রিংলার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই বিনামূল্যে ইউপিএসসি কোচিং ক্লাস ১৫ মাসের জন্য পরিচালিত হবে। দার্জিলিং-এর প্রার্থীদের সফল আইএএস, আইএফএস, আইপিএস অফিসারদের মেন্টরশিপ-সহ শীর্ষ শিক্ষকদের দ্বারা পরামর্শ দেওয়া হবে।”

আরও পড়ুন: রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী জানাচ্ছে হাওয়া অফিস

এই বিষয়ে অনিত থাপা বলেন, “এই উদ্যোগ হর্ষবর্ধণ শ্রিংলা স্যারের উদ্যোগে। এই উদ্যোগটি দার্জিলিং পাহাড়ের জন্যও একটি বড় পাওনা। তাঁর মতো একজন ব্যক্তিত্ব পাহাড়ের অভিভাবক হয়ে উঠেছেন।” তিনি আরও বলেন,  “জিটিএ রাস্তা তৈরি করেছে, অন্যান্য উন্নয়ন কাজ করেছে। আমরা মনে করি শিক্ষারও উন্নয়ন হওয়া উচিত। তাই জিটিএ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমরা প্রথম পর্যায়ে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। চাহিদা অনুযায়ী কাজ বাড়বে।” কোচিংয়ে এখন ভর্তি হয়েছেন ৬০ জন। দিল্লি থেকে শিক্ষকেরা এসে প্রার্থীদের পরামর্শ দেবেন। প্রতিদিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ‘যখন পড়বে না মোর…’, পড়ে রইল ফাঁকা বেঞ্চ, বাকরুদ্ধ শিক্ষিকারা! RG Kar-এর নির্যাতিতার জন্য কাঁদছে গোটা স্কুল

পার্বত্য অঞ্চলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কখনই এত ভাল সুযোগ পান না। তবে এবছর অনেক পাহাড়ের অনেক পরীক্ষার্থী ভাল ফল করেছেন। পাহাড়ের চারজন ছাত্র- ঋত্বিক ভার্মা (এআইআর ২৫), জয়শ্রী প্রধান (৫২), গৌতম ঠাকুরি (৩৯১) এবং অজয় মোক্তান (৪৯৪) – এই বছর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে পাহাড়ের শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁদের এই উদ্যোগ বলে জানান হর্ষবর্ধণ শ্রিংলা। তিনি আরও বলেন, ‘আমরা বিনামূল্যে এই কোচিং ক্যাম্প শুরু করে ভীষণ খুশি। এতে পড়াশোনার মান যেমন উন্নয়ন হবে। ঠিক তেমনি এই উদ্যোগ আগামীতে পাহাড় থেকে আরও ভাল মানের শিক্ষার্থী তৈরি করবে।’

অনির্বাণ রায়

IAS Aspirants death: “আমার স্বামী নির্দোষ”- দিল্লির কোচিং সেন্টারের ঘটনায় কেন এমন বললেন আটক গাড়ি চালকের স্ত্রী?

নয়াদিল্লি: দিল্লির বন্যায় তিন ইউপিএসএসি পরীক্ষার্থী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই মোট ৫ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন এক এসইউভি চালকও। জোরে গাড়ি চালিয়ে ওই এলাকার গেট ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। পেশায় ব্যবসায়ী মনোজ কাঠুরিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হওয়ার পরেই তা নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী। তাঁর স্বামী কোনও ভুল করেননি বলে দাবি করেছেন মনোজের স্ত্রী সীমা।

এই প্রসঙ্গে বলতে গিয়ে সীমা জানান, গাড়িটি মন্থর গতিতে চলছিল। তিনি বলেন, “পরিস্কার দেখা যাচ্ছে ব্রেকের আলো জ্বলছিল মানে গাড়ির গতি বেশি ছিল না। যেখানে জল গাড়ির বনেট ছুঁইছুঁই ইচ্ছাকৃত ভাবে কেউই ওই পরিস্থিতিতে গাড়ি নিয়ে যেতে চাইবে না। কিন্তু ওই সময়ে পিছনে যাওয়ারও উপায় ছিল না। তাই তিনি সামনে এগিয়ে গেছেন। কিন্তু যেখানে জল গাড়ির বনেট ছুঁয়ে গেছে সেখানে সামনে এগিয়ে জলমগ্ন এলাকা পার হওয়ায় ছাড়া আর কোনও উপায় থাকে না। যে কেউ তাই করত। মনোজ ঠিক সেই কাজই করেছে। গাড়ি অত্যন্ত ধীর গতিতেই চলছিল তা ভিডিওতেই স্পষ্ট।”

বিচারব্যবস্থার প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান সীমা। তিনি বলেন, “গাড়ি প্রথম গিয়ারেই চলছিল। আমার স্বামী ভুল কিছুই করেননি। আমার বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। কিছুদিনের মধ্যেই মনোজ বেরিয়ে আসবেন।”

আরও পড়ুন: হাওড়া-মুম্বইয়ের ট্রেন দুর্ঘটনায় নদিয়ার মা ও ছেলে!যা হল তাঁদের…তিনি

সংবাদসংস্থা পিটিআইকে আরও জানান, “আমার স্বামী নির্দোষ। তাঁকে নির্দোষ প্রমাণিত করবার জন্য আমরা যতদূর সম্ভব যাব। বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। সঠিক বিচার হবেই।”
ওই কোচিং সেন্টারের গেট ভাঙার প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে সীমা আরও বলেন, “ওই এলাকায় খুব ঘন ঘন জল জমে। ওই জমা জল বারংবার দরজায় ধাক্কা মারার ফলে দরজা ভেঙেই গিয়েছিল। আমার স্বামীর গাড়ির যাওয়ার সময়ে জলের স্রোতে তা ভেঙে যায়। কিন্তু সেই সময়ে তিনি থেমে গেলে ওই জলমগ্ন স্থানে গাড়ি একদম আটকে যেত। আর কোন বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তাও তিনি জানতেন না।
তিনি যতটা পারছিলেন রাস্তার মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছিলেন যাতে কারুর সঙ্গে ধাক্কা না লেগে যায়। আমরা ওই প্রতিষ্ঠানে কোনওদিনও যাইও নি। নামও শুনিনি।”
প্রসঙ্গত, গত শনিবার দিল্লির পুরাতন রাজেন্দ্র নগর এলাকায় রাউ’স কোচিং সেন্টার নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের বেসমেন্টে আটকে পড়েন তিন ইউপিএসসি পরীক্ষার্থী। ভারী বর্ষণে জেরবার দিল্লি শহরে মুহূর্তেই জল ভরে যায় ওই বেসমেন্টে। বেরোনোর কোনও রাস্তা না পেয়ে সলিল সমাধি হয় তিন মেধাবি পড়ুয়ার। এরপরেই তৎপর হয় দিল্লি পুরসভা এবং দিল্লি পুলিশ। আটক করা হয় মোট পাঁচ জনকে। অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে নামে দিল্লি পুরসভা। আটক করা হয় এক এসএইউভি গাড়ি চালককে। এরপরেই তা নিয়ে মুখ খোলেন আটকের স্ত্রী।

UPSC Aspirant Death: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ছাত্র মৃত্যুর ঘটনা রাজধানীতে ক্ষোভের আঁচ, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের

দিল্লি: দিল্লিতে ইউপিএসসি পড়ুয়ৈাদের মৃত্যুর ঘটনায়, রাজধানীতে গত কয়েকদিন ধরেই ক্ষোভের আঁচ রয়েছে৷ এই ঘটনায় ইউপিএসসি প্রার্থীরা দিল্লির মুখার্জি নগরে এক ইউপিএসসি কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে৷

দিল্লির ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি প্রশাসন৷ বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কোচিং সেন্টার ভেঙে ফেলা হয়েছে৷ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে গড়ে ওঠা অংশগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ভেঙে ফেলা হয়েছে৷

আরও পড়ুন:সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

এবার এই ঘটনায় রাজধানী রীতিমতো ছাত্রদের প্রতিবাদে সরগরম হয়ে উঠল৷ যে প্রতিষ্ঠানে এই দুর্ঘটনাটি ঘটে তার সামনে ইউপিএসসি প্রার্থীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেছে৷

সেই বিক্ষোভ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছে৷ ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজাও ঢুকে পড়েছে৷

UPSC Aspirant Death: পড়ুয়া মৃত্যুর জের, বুলডোজার নিয়ে নামল দিল্লি পুরসভা

নয়াদিল্লি: দিল্লির পুরাতন রাজেন্দ্র নগরের ঘটনায় তিনজন আইএএস পরীক্ষার্থীর জলে ডুবে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি পুরসভা।
ইতিমধ্যেই ওই কোচিং সেন্টারের মালিক-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এক অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে। সোমবার থেকে আরও কঠোর পদক্ষেপ শুরু করল দিল্লি পুরসভা।

আরও পড়ুন: দিল্লির কোচিং সেন্টারে ডুবে IAS পড়ুয়া ছেলের মৃত্যু, হাসপাতালে ভর্তি মা!

দিল্লি পুরসভার তরফ থেকে এদিন বুলডোজার দিয়ে রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় ড্রেনের যে জায়গাগুলি বদ্ধ হয়ে রয়েছে তা ভেঙে ফেলা হয়।
সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে। সেখানেই দেখা যায়, বুলডোজার-সহ ভারী মেশিন এনে বিভিন্ন অবৈধ জায়গা ভেঙে ফেলা হচ্ছে।

নির্মাণ বিধি পালন না করার জন্য, আপাতত এমন ১৩টি আইএএস কোচিং সেন্টারকে সিল করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই, দিল্লির মেয়র শেলি ওবেরয় গাফিলতির ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। বরখাস্ত করা হয়েছে দিল্লি পুরসভার কমিশনার অশ্বিনী কুমারকে। সাসপেন্ড হয়েছেন এক লোকাল ইঞ্জিনিয়ার এবং এক অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার।
দিল্লিতে এই ঘটনার পরেই প্রবল সমালচনার মুখে পড়ে দিল্লি পুরসভা। দিল্লি পুরসভার ঢিলেঢালা মনোভাব এবং গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দেশবাসী। বহুদিন ধরে ওই সমস্ত জায়গায় নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ করে নির্মাণ উঠছে বলে অভিযোগ এলেও তা নিয়ে মাথা ঘামায় নি দিল্লি পুরসভা। তাঁর নিটফল গত শনিবারের দুর্ঘটনা।

শনিবার প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজধানী। সেই সময়েই দিল্লির পুরাতন রাজেন্দ্র নগরে রাউ’স আইএএস কোচিং সেন্টারর বেসমেন্টের লাইব্রেরিতে আসা তিন পড়ুয়া আটকে পড়েন। বেরোনোর পথ একটাই থাকায় এবং জল বাড়তে থাকায় এক সময়ে সেখানেই আটকে পড়েন তাঁরা। শেষে সেখানেই প্রাণ হারান তিন মেধাবী পড়ুয়া।
এই পড়ুয়াদের মৃত্যু ঘিরেই দেশজুড়ে আলোড়নের সৃষ্টি হয়। রাজধানীতে শুরু হয় ছাত্র আন্দোলন। এটাকে “অপরাধমূলক গাফিলতি” বলে তুলে ধরছেন তাঁরা। তাঁরা এটাও বারবার বলছেন পুরসভার এই তৎপরতা, গ্রেফতার-সহ নানান ঘটনা শুধুমাত্র দেখনদারি। পড়ুয়ামৃত্যুর পর ভবিষ্যতে এমন ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থা কি দিল্লি পুরসভা সত্যি নেবে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

UPSC Aspirant Death: দিল্লির কোচিং সেন্টারে ডুবে IAS পড়ুয়া ছেলের মৃত্যু, হাসপাতালে ভর্তি মা!

নয়াদিল্লি: “কারুর যেন এইভাবে প্রাণ হারাতে না হয়”- নিজের ভাইপোকে হারিয়ে শোকে পাথর হয়ে এই কথাই বলছেন কেরলের এক পড়ুয়ার কাকা।দিল্লি বন্যা দুর্ঘটনায় তিনজন প্রাণ হারানোর পর গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শনিবার দিল্লিজুড়ে প্রবল বর্ষণের জেরে গোটা রাজধানী প্লাবিত হয়ে পড়ে।

আরও পড়ুন: দিল্লির ঘটনায় সলিল সমাধি ইউপিএসসি পড়ুয়া তানিয়ার, হাহাকার পিতার

ঠিক সেই সময়েই দিল্লির পুরাতন রাজেন্দ্র নগর এলাকার একটি লাইব্রেরির বেসমেন্টে আটকে পড়ে তিনজন ইউপিএসসি পরীক্ষার্থী মারা যান।
মৃতদের মধ্যে উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, তেলেঙ্গনার তানিয়া সোনি এবং কেরলের নবীন ডালবিন- মোট এই তিনজনকে চিহ্নিত করা গিয়েছে।
এই নিহতদের মধ্যে ছিলেন কেরলের নবীনও। ২৮ বছরের যুবক কেরলের এরনাকুলাম থেকে আট মাস আগে রাজধানীতে আসেন।

আইএএসের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করছিলেন। শনিবার সকাল দশটা নাগাদ তিনি ওই অভিশপ্ত লাইব্রেরিতে ঢোকেন। তখনও তিনি জানেন না কী ঘটতে চলেছে আর কিছুক্ষণ পর। সংবাদসংস্থা সিএনএন নিউজ১৮ মৃত নবীনের কাকা লিনু রাজের সঙ্গে যোগাযোগ করে। তিনি আপাতত তাঁর ভাইপোর দেহ সংগ্রহ করতে দিল্লি এসেছেন। সংবাদসংস্থাকে শোকাতুর আত্মীয় জানান, “গতকাল দিল্লি এসেছি। পুরাতন রাজেন্দ্র নগর পুলিশ স্টেশনে এসে ভাইপোর দেহ শনাক্ত করেছি। আগামিকাল সকাল ১০টায় ময়নাতদন্ত শুরু হবে। এরপর সন্ধ্যায় দেহ নিয়ে ফিরব।”

ছটফটে, প্রাণচঞ্চল তরুণের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন নবীনের কাকা। তিনি জানান, তাঁর বাবা-মা দিল্লি আসতে পারেন নি। সংবাদসংস্থাকে তিনি বলেন, “ছেলের দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাঁর মা হাসপাতালে ভর্তি।” দুর্ঘটনার পর যেভাবে একে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে সেটা নিয়েও বিরক্ত লিনু। তিনি বলেন, “এই ঘটনার জন্য আমি কাউকেই দায়ি করছি না। কিন্তু আমি আশা করব এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। আমরা প্রত্যেকেই মানুষ, ভুল গুলো আমাদের প্রত্যেকেরই শুধরে নেওয়াটাই কাম্য। পরিবারের তরফ থেকে লিনু একটাই দাবি জানান ভুল শুধরে নিয়ে কর্তৃপক্ষ যেন আরও সজাগ হয়।

আরও পড়ুন: IAS পরীক্ষার্থীর জলে ডুবে অকালমৃত্যুর জের! কড়া অবস্থান নিল দিল্লি পুরসভা

এই প্রসঙ্গে তিনি বলেন, “কোনও প্রাণ এইভাবে ঝরে যেতে পারে না। প্রশাসনের উচিত আরও সজাগ ভাবে সবদিকে নজর দেওয়া।” দিল্লির এই বন্যা দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবার একাধিক গাফিলতির অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই প্রশাসন একজন জুনিয়র ইঞ্জিনয়র এবং অ্যাসিট্যান্ট ইঞ্জিনয়রকে সাসপেন্ড করেছে প্রশাসন।

ইউপিএসসি-র ফলাফলে পরীক্ষার্থীর নাম ঘিরে বিভ্রান্তি; রাজস্থানে সাফল্যের আনন্দ মাটি! সেই উৎসবের ঢেউই পৌঁছল মধ্যপ্রদেশে

আজমেঢ়, রাজস্থান: সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইউপিএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল। এবার সেই পরীক্ষায় সাফল্য পেয়েছিলেন ঋতু যাদব নামে এক মহিলা। আর এহেন সাফল্যের খবর পৌঁছতেই হইচই শুরু হয়ে যায় রাজস্থানের মার্বেল নগরী কিষাণগড়ে (অজমেঢ়)। সেখানকার মেয়ে ঋতু যাদব আবার পেশায় অধ্যাপিকাও বটে! ফলে ঘরের মেয়ে ইউপিএসসি-তে সাফল্য পেয়েছে শুনে রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছিল। তিন দিন ধরে চলে সেই উৎসব। কিন্তু আচমকাই যেন ভাটা পড়ে উৎসবে! আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে!

আরও পড়ুন– বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত স্বাভাবিকই ছিলেন কনে; এরপর যা কাণ্ড ঘটালেন… বেঁকে বসলেন বরও!

আসলে জানা গিয়েছে যে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা ২০২৩-এ ৪৭০-তম স্থান অর্জন করেছেন ঋতু যাদব নামে এক পরীক্ষার্থী। কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ ঋতু যাদব আসলে রাজস্থানের বাসিন্দা নন! তিনি আসলে মধ্যপ্রদেশের পৃথ্বীপুর (নিওয়ারি)-এর বাসিন্দা। আর এই নাম বিভ্রাটের জেরে রাজস্থানের ঋতু যাদব নামে ওই অধ্যাপিকার মাথায় রীতিমতো বাজ পড়েছে। জানা গিয়েছে যে, প্রার্থীর নামের সঙ্গে বাবার নাম না থাকার কারণে এহেন ভুল হয়ে গিয়েছে।রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ঋতু যাদব বর্তমানে পালির গার্লস কলেজে হিন্দি বিষয়ের অধ্যাপনা করেন। আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন- আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে

২০২১ সালে আরএএস-এ নির্বাচিত হয়েছেন এবং শীঘ্রই তিনি এসডিএম পদে যোগ দিতে চলেছেন। তবে ঋতুর পরিবারের বক্তব্য, হাল ছাড়বেন না ঋতু। বরং ভবিষ্যতে আইএএস হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।ইউপিএসসি দ্বারা ঘোষিত ফলাফলে ১০১৬ জন প্রার্থীর র‌্যাঙ্ক প্রকাশ্যে আনা হয়েছিল। ইন্টারভিউ দিয়েছিলেন ঋতু যাদব নামের দুই প্রার্থীই। তবে ফলাফলের তালিকায় মাত্র একজন ঋতু যাদবের নাম ৪৭০-তম স্থানে ছিল। কিন্তু প্রার্থীর বাবার নাম সেই তালিকায় ছিল না। আর এই কারণেই ভুলটা হয়ে গিয়েছে। এদিকে আবার রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ঋতু যাদব ফলাফল দেখার সময় রোল নম্বরটিতে আর চোখ বোলাননি। ফলে সেখানেও বিভ্রান্তি তৈরি হয়। তবে এখন ইউপিএসসি পরীক্ষার সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মধ্যপ্রদেশের ঋতু যাদব।

UPSC-Viral News: ঠিক যেন ‘‘12th Fail’’-এর মনোজ! পাঁচ বারের চেষ্টায় UPSC-তে সফল সবজি বিক্রেতার মেয়ে স্বাতী!

সোলাপুর: কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপরার ছবি ‘১২ ফেল’! এই ছবিতে পঞ্চমবারের চেষ্টায় সাফল্য পেয়েছিল না খেতে পাওয়া ঘরের ছেলে মনোজ কুমার শর্মা! এই চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসি! লড়াই কাকে বলে দেখেছিল দর্শক! তবে সিনেমা তো বাস্তবের বাইরে নয়! ঠিক যেন মনোজের মতোই লড়ে পঞ্চমবারের চেষ্টায় সব জিতে নিল স্বাতী! এই মেয়ের বাবা সোলাপুরে সবজি বিক্রি করেন! কষ্ট করে চলে দিন! বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় অফিসার হবে! কঠোর পরিশ্রম করে মেয়েকে পড়াশুনো করান বাবা! এক বেলা খেয়ে কঠিন লড়াই করে মেয়েও! অবশেষে সাফল্য এল! সম্প্রতি ঘোষিত সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় স্বাতী মোহন রাঠোড় বড় সাফল্য পেয়েছেন। অনেক অসুবিধার সম্মুখীন হয়েও তিনি ৪৯২ তম স্থান অর্জন করেছেন। এই পরিবারের প্রশংসায় মেতেছেন গোটা সোলাপুরের মানুষ!

স্বাতী মোহন রাঠোর মূলত সোলাপুরের একটি বানজারা পরিবারের মেয়ে। বাড়ির খারাপ অবস্থার কারণে সব সময় অসুবিধেয় পড়তে হয় তাকে। স্বাতীর পরিবারে তিন বোন ও এক ভাই। স্বাতীর বাবা মা দুজনেই সবজি বিক্রি করেন বাজারে! ছোট্ট একটি ঘরে ভাড়া থাকেন তারা! সেখানেই চলে লড়াই! আর সেই লড়াই এবার স্বাতীর সঙ্গে জিতে গেলেন তার বাবা-মা ও গোটা পরিবার!

আরও পড়ুন: খালি পেটে আমলকির রস খেলে কী হয়? আপনি খাচ্ছেন কি? ডাক্তারের মত জানলে চমকে যাবেন

স্বাতী মিউনিসিপ্যাল ​কর্পোরেশন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। মুম্বাইয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। মুম্বাইয়ে খরচ বহন করতে না পারায় তারা সোলাপুরে থাকতে চলে আসেন। এরপর স্বাতী সোলাপুরের ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১২ পাশ করেন। সোলাপুরের বসুন্ধরা কলেজ থেকে স্নাতক শেষ করার পর তিনি ওয়ালচাঁদ কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করেন। পড়াশুনো করার সময়, তিনি একটি অনুষ্ঠানে UPSC সম্পর্কে জানতে পারেন এবং UPSC পরীক্ষা দিয়ে অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতির সঙ্গে লড়াই করে স্বাতী পড়াশোনা শুরু করেন। তিনি UPSC পরীক্ষায় চারবার ব্যর্থ হন। তবে, তিনি ব্যর্থতায় ক্লান্ত হননি এবং চেষ্টা চালিয়ে যান। স্বাতী বলেন, “আমি সমস্যার চেয়ে সমাধানকে বেশি গুরুত্ব দিয়েছি এবং সেগুলি নিয়ে কাজ করেছি।” সম্প্রতি এই পরীক্ষার ফল ঘোষণা করা হয় এবং স্বাতী পঞ্চম প্রচেষ্টায় সাফল্য পান।

সোলাপুরের বানজারা সম্প্রদায়ের প্রথম মেয়ে স্বাতী রাঠোড় ইউপিএসসি পরীক্ষায় পাস করেছেন। তার মা বলেন, স্বাতীর সাফল্যে তারা গর্বিত। স্বাতী জানান, “আমার বাবা-মা আমাকে খুব কষ্ট করে শিখিয়েছেন। মাঝে মাঝে মা সোনা বন্ধক রাখলেও পড়ালেখায় সমস্যা হতে দেননি।” এ যেন ঠিক সিনেমার মতো!

Success Story: দিনে ব্যাঙ্কের চাকরি আর রাতে ইউপিএসসি-র পড়াশোনা; খুব শীঘ্রই আইএএস অফিসার পদে বসতে চলেছেন দিল্লির এই কন্যা

যাঁরা ইউপিএসসি সিএসই পরীক্ষার ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, তাঁদের অপেক্ষার প্রহর সম্প্রতিই শেষ হয়েছে। আর এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হতেই চমক। জানা গিয়েছে যে, সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৩-এ শীর্ষ স্থান অধিকার করেছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে অনিমেষ প্রধান এবং দোনুরু অনন্যা রেড্ডি।
যাঁরা ইউপিএসসি সিএসই পরীক্ষার ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, তাঁদের অপেক্ষার প্রহর সম্প্রতিই শেষ হয়েছে। আর এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হতেই চমক। জানা গিয়েছে যে, সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৩-এ শীর্ষ স্থান অধিকার করেছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে অনিমেষ প্রধান এবং দোনুরু অনন্যা রেড্ডি।
আর এদিকে ষষ্ঠ স্থান অধিকার করেছেন দিল্লির সৃষ্টি দাবাস। আর এই মুহূর্তে দিল্লির এই কন্যেকে নিয়ে শুরু হয়েছে হইচই। এক সাক্ষাৎকারে ইউপিএসসি-তে সফল হওয়ার পথে কঠোর পরিশ্রমের কথা নিজেই জানিয়েছিলেন সৃষ্টি। শুধু পড়াশোনাতেই নয়, শাস্ত্রীয় নৃত্যেও রয়েছে তাঁর দক্ষতা।
আর এদিকে ষষ্ঠ স্থান অধিকার করেছেন দিল্লির সৃষ্টি দাবাস। আর এই মুহূর্তে দিল্লির এই কন্যেকে নিয়ে শুরু হয়েছে হইচই। এক সাক্ষাৎকারে ইউপিএসসি-তে সফল হওয়ার পথে কঠোর পরিশ্রমের কথা নিজেই জানিয়েছিলেন সৃষ্টি। শুধু পড়াশোনাতেই নয়, শাস্ত্রীয় নৃত্যেও রয়েছে তাঁর দক্ষতা।
সৃষ্টি দাবাস আদতে দিল্লির বাসিন্দা। সেখানেই বেড়ে ওঠা। ফলে স্কুল এবং কলেজের পাঠ তাঁর দিল্লিতেই সম্পন্ন হয়েছে। সৃষ্টি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, চাকরির সূত্রে মুম্বইয়ে থাকতেন তিনি। তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এ চাকরি করতেন। ব্যাঙ্কে চাকরির পাশাপাশি ইউপিএসসি-র জন্য প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন সৃষ্টি। দিনে অফিস করতেন আর রাতে পড়াশোনা করতেন। আর এটাই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি।
সৃষ্টি দাবাস আদতে দিল্লির বাসিন্দা। সেখানেই বেড়ে ওঠা। ফলে স্কুল এবং কলেজের পাঠ তাঁর দিল্লিতেই সম্পন্ন হয়েছে। সৃষ্টি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, চাকরির সূত্রে মুম্বইয়ে থাকতেন তিনি। তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এ চাকরি করতেন। ব্যাঙ্কে চাকরির পাশাপাশি ইউপিএসসি-র জন্য প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন সৃষ্টি। দিনে অফিস করতেন আর রাতে পড়াশোনা করতেন। আর এটাই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি।
আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেই কাজ করতেন সৃষ্টি দাবাস। কাজের পাশাপাশি শুরু করেন ইউপিএসসি-র প্রস্তুতি। তিনি আরও বলেন যে, বরাবরই সিভিল সার্ভিসে বসার স্বপ্ন দেখতেন তিনি। তাই চাকরির মাঝেই পরীক্ষার প্রস্তুতির জন্য ঠিক সময় বার করে নিতেন। এখানেই শেষ নয়, সৃষ্টি আরও জানিয়েছিলেন যে, কলেজে পড়াকালীনই স্বপ্নের চাকরির জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। তাই দিনের বেলায় কাজ করতেন, আর রাতে চলত পড়াশোনা। অবশেষে নিজের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের জোরে আজ সাফল্যের স্বাদ উপভোগ করছেন। সেই সঙ্গে ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ প্রায় ছুঁয়েই ফেলেছেন সৃষ্টি।
আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেই কাজ করতেন সৃষ্টি দাবাস। কাজের পাশাপাশি শুরু করেন ইউপিএসসি-র প্রস্তুতি। তিনি আরও বলেন যে, বরাবরই সিভিল সার্ভিসে বসার স্বপ্ন দেখতেন তিনি। তাই চাকরির মাঝেই পরীক্ষার প্রস্তুতির জন্য ঠিক সময় বার করে নিতেন। এখানেই শেষ নয়, সৃষ্টি আরও জানিয়েছিলেন যে, কলেজে পড়াকালীনই স্বপ্নের চাকরির জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। তাই দিনের বেলায় কাজ করতেন, আর রাতে চলত পড়াশোনা। অবশেষে নিজের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের জোরে আজ সাফল্যের স্বাদ উপভোগ করছেন। সেই সঙ্গে ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ প্রায় ছুঁয়েই ফেলেছেন সৃষ্টি।
পড়াশোনা ছাড়াও নৃত্যেও রয়েছে সৃষ্টির অসাধারণ দক্ষতা। অনেকেই হয়তো জানেন না যে, সৃষ্টি দাবাস আসলে একজন ভাল কত্থক নৃত্যশিল্পী। সে কথা নিজেই জানিয়েছেন তিনি।
পড়াশোনা ছাড়াও নৃত্যেও রয়েছে সৃষ্টির অসাধারণ দক্ষতা। অনেকেই হয়তো জানেন না যে, সৃষ্টি দাবাস আসলে একজন ভাল কত্থক নৃত্যশিল্পী। সে কথা নিজেই জানিয়েছেন তিনি।
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত পরপর তিনটি পর্যায়ে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে ইউপিএসসি। প্রায় ২৯১৬ জন প্রার্থী ইউপিএসসি সিএসই মেইনসে সাফল্য লাভ করেছিলেন। ফলে তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। প্রথম পর্বের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে ২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১০২৬ জন প্রার্থী। আবার দ্বিতীয় পর্বের ইন্টারভিউ হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। যোগ দিয়েছিলেন প্রায় ১০০৩ জন প্রার্থী। তবে চূড়ান্ত এবং তৃতীয় পর্বের ইন্টারভিউ নেওয়া হয়েছে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। যেখানে উপস্থিত ছিলেন ৮৮৭ জন প্রার্থী।
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত পরপর তিনটি পর্যায়ে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে ইউপিএসসি। প্রায় ২৯১৬ জন প্রার্থী ইউপিএসসি সিএসই মেইনসে সাফল্য লাভ করেছিলেন। ফলে তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। প্রথম পর্বের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে ২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১০২৬ জন প্রার্থী। আবার দ্বিতীয় পর্বের ইন্টারভিউ হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। যোগ দিয়েছিলেন প্রায় ১০০৩ জন প্রার্থী। তবে চূড়ান্ত এবং তৃতীয় পর্বের ইন্টারভিউ নেওয়া হয়েছে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। যেখানে উপস্থিত ছিলেন ৮৮৭ জন প্রার্থী।

UPSC Civil Services Exam 2023 Final Results: UPSC সিভিল সার্ভিস ২০২৩-এর ফলপ্রকাশ, মেধাতালিকায় প্রথম আদিত্য; দেখুন ভবিষ্যতের IPS-IAS কারা

নয়াদিল্লি: ইউপিএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার। ২০২৩ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস কমিশনের ফলপ্রকাশিত হয়েছে৷ এই পরীক্ষায় প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন অনিমেষ প্রধান এবং দোনুরু অনন্যা রেড্ডি ৷ প্রথম দশে মেয়েদের সংখ্যা প্রশংসাযোগ্য।

ভবিষ্যতের IPS-IAS কারা? দেখুন সেই তালিকা।

UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার মেধাতালিকা (প্রথম ১০ জন)
১) প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব।

২) দ্বিতীয় স্থানে অনিমেষ প্রধান।

৩) তৃতীয় দোনুরু অনন্যা রেড্ডি।

৪) চতুর্থ পিকে সিদ্ধার্থ রামকুমার।

৫) পঞ্চম স্থানে রুহানি।

৬) ষষ্ঠ স্থানে সৃষ্টি দাবাস।

৭) সপ্তম আনমোল রাঠৌর।

৮) অষ্টম আশিস কুমার।

৯) নবম নৌশিন।

১০) দশম স্থানে ঐশ্বর্যরাম প্রজাপতি।

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল, সেটার ভিত্তিতে এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একটি সংরক্ষিত তালিকাও তৈরি রেখেছে UPSC। তাতে মোট ২৪০ জনের নাম রয়েছে।

আরও পড়ুন: অনেকক্ষণ AC চালিয়েও ঘর ঠান্ডা হয় না! সঠিক উচ্চতায় এসি লাগিয়েছেন তো? জানুন বাড়ির জন্য সঠিক এসি কোনটি

কীভাবে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার রেজাল্ট দেখবেন?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে যেতে হবে। সেখানেই ধাপে ধাপে ফলাফল দেখতে হবে।