Tag Archives: Dhanteras 2024
Dhanteras 2024: সোনা, রুপো…দামি জিনিস ছাড়ুন, ধনতেরসে কিনুন এই ৬ সস্তার জিনিস! সোজা ঘরে আসবেন লক্ষ্মী!
Dhanteras 2024: ধনতেরসে ভুলেও এই ৫ ধরনের জিনিস কিনবেন না! বাস্তুদোষে তছনছ বাড়ি, পথের ভিখারি হবেন খুব তাড়াতাড়ি
Happy Dhanteras 2024: শুভ ধনতেরস ! বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
Happy Dhanteras 2024: ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরস ৷ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। এ বছরেও সে নিয়ম পালিত হবে। প্রথা মেনে ধনতেরসের দিনে কুবের, লক্ষ্মী ও ধন্বন্তরী, যমরাজের পুজো করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়।
কার্তিক কৃষ্ণের ত্রয়োদশী তিথি অর্থাৎ ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিন হল সম্পদ ও সমৃদ্ধি লাভের দিন। এই বছর ধনতেরাস ২৯ অক্টোবর মঙ্গলবার পালিত হবে। ধনতেরাসের দিন স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী, ধন কুবের এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। ধনতেরসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার ত্রয়োদশী শুরু হচ্ছে সকাল ১০.৩২ মিনিটে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হচ্ছে সকাল ১০.৫৬ মিনিটে৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি থাকবে বুধবার, ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: সাবধান! ধনতেরাসে ভুলেও কিনবেন না এই জিনিস! সংসারে আসবে ঘোর অনর্থ ও চরম বিপদ
উদয় তিথি অনুসারে ধনতেরস পালিত হবে ৩০ অক্টোবর, বুধবার। তবে মাঙ্গলিক উপকরণ কেনা যাবে এই তিথির যে কোনও মুহূর্তে। গয়না ও বাসনপত্র কেনার জন্য আদর্শ সময় বা মুহূর্ত বলা হয় প্রদোষকাল এবং বৃষভকালকেই। ২৯ অক্টোবর বিকেল ৫ টা ৩৮ মিনিট থেকে রাত ৮ টা ১৩ মিনিট পর্যন্ত রয়েছে প্রদোষকাল। ৩০ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ থেকে রাত ৮.১৭ পর্যন্ত আছে বৃষভকাল। ধনতেরস তিথির বিশেষ পুজোর জন্য শুভ মুহূর্ত ২৯ অক্টোবর সন্ধ্যায় ৬.৩১ থেকে শুরু করে ৮.১৩ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: ১০ টাকার এই ছোট্ট জিনিস! ধনতেরাসে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা
এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।
আজ ধনতেরস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি…
স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরস শুভেচ্ছা
ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরস শুভেচ্ছা
শুভ ধনতেরসের প্রীতি ও শুভেচ্ছা
সমৃদ্ধি আসুক ধনতেরসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরস
অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরস
ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরস
Dhanteras Tithi Timing:আজ ধনতেরস কখন শুরু? এই তিথি থাকবে কতক্ষণ? কোন শুভ মুহূর্তে গয়না, বাসন কিনলে স্রোতের মতো আসবে টাকা ও সুখ? জানুন
Dhanteras 2024: ধনতেরাসে ৮ রাশির কপালে শুধুই টাকা আর টাকা, বাড়ি-গাড়ির সঙ্গে বিনিয়োগের টাকা দ্বিগুণ
Dhanteras Shopping Time Table: ধনতেরাসের সারাদিন ঘড়ি ধরে কিনুন, সম্পত্তি তিনগুণ বৃদ্ধি! সোনা-রুপো-তামা থেকে ঝাঁটা ঠিক কখন কিনবেন?
Dhanteras Diya Rituals 2024: দুঃখ বিপদ কেটে সংসারে আসবে অর্থ ও সৌভাগ্য! শুধু ধনতেরসে বাড়ির এই বিশেষ দিকে প্রদীপ প্রজ্বলন করুন!
Dhanteras Buying Tips: ধনতেরসে সোনা-রুপো তো অনেক কিনলেন! এ বার সামান্য খরচে কিনুন ৫ টা এই সবুজ পাতা, ছড়িয়ে দিন একমুঠো সাদা গুঁড়ো! উপচে পড়বে অর্থ, সুখ ও শান্তি
Dhanteras 2024: ধনতেরাসের ঠিক আগেই এ কী হল? ছুটে আসছেন কাঁতারে কাঁতারে মানুষ, সামাল দিতে হিমশিম অবস্থা! জানলে চমকে যাবেন
দুর্গাপুর: বিগত তিন-চার বছরে হঠাৎ করেই বদলে গিয়েছে ছবিটা। ধনতেরাসের দিনে হু হু করে চাহিদা বেড়েছে ঝাঁটার। সম্প্রতি অতীতে ধনতেরাসের দিন ঝাঁটার চাহিদা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিক্রেতাদের। তাই চলতি বছরে আগে ভাগেই সতর্ক হয়েছেন তারা। ধনতেরাসের আগে থেকে বিক্রেতারা ঝাঁটার স্টক বাড়িয়েছেন। চাহিদা সামাল দিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন তারা।
প্রসঙ্গত, কালীপুজোর দু’দিন আগে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। ধন-সম্পত্তির জন্য আরাধনা করা হয় মহালক্ষী এবং গণেশের কাছে। এই দিন একাধিক জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। যার মধ্যে রয়েছে সোনা, রুপো ইত্যাদি। এছাড়াও এই দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে ধারণা মানুষের। বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে দেবী লক্ষীর কৃপা পাওয়া যায়। আর তাই বিগত কয়েক বছরে হু-হু করে ধনতেরাসের দিনে ঝাঁটার চাহিদা বেড়েছে।
বিক্রেতারা বলছেন, বিগত দুই-তিন বছরে হঠাৎ করে এই দিনটিতে ঝাঁটার চাহিদা বেড়ে গিয়েছিল। যার আঁচ আগে থেকে তারা করে উঠতে পারেননি। কারণ ধনতেরাস উৎসব পালনে খুব বেশি জাঁকজমক আগে সেই অর্থে বাংলায় দেখা যায়নি। তাই ক্রেতাদের চাহিদা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। যে কারণে চলতি বছরে তারা আগে থেকেই প্রচুর পরিমাণে ঝাঁটার স্টক রেখেছেন।
জেলার বিভিন্ন বাজারের দোকানগুলিতে গিয়ে দেখা গিয়েছে, ঝাঁটার সম্ভার বিপুলভাবে রয়েছে তাদের কাছে। বিভিন্ন ধরনের ঝাঁটা তারা রেখেছেন। আধুনিক শৌখিন ঝাঁটা থেকে শুরু করে পুরনো দিনের নারকেল পাতা দিয়ে তৈরি ঝাঁটা, বা খেজুর পাতা দিয়ে তৈরি ঝাঁটাও রয়েছে তাদের কাছে। ২০ থেকে ২৫ টাকার মধ্যে দাম শুরু হয়ে যাচ্ছে ঝাঁটার। ১৫০ – ২০০ টাকা পর্যন্ত দামের ঝাঁটাও রয়েছে তাদের কাছে। অন্যদিকে ধনতেরাসে ঝাঁটার চাহিদা এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদেরও লক্ষ্মীলাভের মুখ দেখিয়েছে।
নয়ন ঘোষ