Tag Archives: Durga Puja Theme

Durga Puja 2024: শান্তির বার্তা দিতে বিশেষ থিম জেলার এই মণ্ডপে! ফুটে উঠবে পিকাসোর অনবদ্য সৃষ্টি

জলপাইগুড়ি: হাতে ভয়ঙ্কর অস্ত্র, কোলে সন্তান! বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতে পিকাসোর পিউরিজম ভাবধারার অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা ফুটে উঠবে দশভূজার আঙ্গিকে। বিশিষ্ট চিত্রশিল্পী পাবলো পিকাসোর অনবদ্য সৃষ্টি গুয়ের্নিকা একটি ম্যুরাল যা গৃহ যুদ্ধের ফলে সৃষ্ট সম্পূর্ণ ধ্বংস এবং বেদনাকে চিত্রিত করে।

স্প্যানিশ গৃহযুদ্ধের সময় ১৯৩৭ সালের এপ্রিলে বাস্ক শহর গুয়ের্নিকাতে বোমা হামলার মাত্র কয়েকদিন পরে শুরু হয়েছিল কিউবিস্ট-পরবর্তী চিত্রকর্মটি। বিভিন্ন দৃশ্যের মধ্যে একটি একরঙা কোলাজ। যার মধ্যে একজন মহিলা তার পিছনে একটি পুড়ে যাওয়া কাঠামো সঙ্গে ভয়ঙ্করভাবে তার হাতে অস্ত্র তুলেছেন। একজন মহিলা একটি মৃত শিশুকে ধরে রাখা, একটি ষাঁড়ের অসম্ভব কোণযুক্ত মাথা এবং তার উপরে একটি বৈদ্যুতিক আলো ঝুলছে।

আরও পড়ুন- বাংলাদেশের নিম্নচাপ আরও শক্তিশালী! রাত থেকেই প্রবল বৃষ্টি রাজ্যে, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস!

স্প্যানিশ গৃহযুদ্ধের আবহের সঙ্গে বর্তমানে দেশ, রাজ্যে তথা বিশ্ব জুড়ে চলা অশান্তির স্বরূপ অনেকটাই মিলে যায়। আর এই পরিস্থিতিতে পিকাসোর সেই অনবদ্য সৃষ্টি যে সঠিক এবং সময়োপযোগী সেটি অনুভব করেছে জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গা পুজো কমিটি , নতুন পাড়া আদী।
পুজোর থিমকে সামনে রেখেই কাঠ এবং প্লাই বোর্ডের ওপর মাটির প্রলেপ দিয়ে শিল্পীর নিজস্ব স্টুডিওতে তৈরী করা হচ্ছে দশভূজা দেবী দুর্গার মূর্তি সহ অস্ত্রশস্ত্র, সাজসরঞ্জাম বলে জানালেন উত্তরবঙ্গের অন্যতম ভাস্কর্য তৈরি শিল্পী বিশ্বজিৎ ঘোষ। তিনি আরও জানান, এবছরের পুজোর থিম ‘ সময় ‘। বর্তমানে যে সময় এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সমগ্র রাজ্য, দেশ, তথা বিশ্ব।

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

এমনই পরিস্থিতি দেখা গিয়েছিল একশো বছর আগেও। সেই কারণেই পিকাসোর শিল্প কর্মে যে পিউরিজম ফুটে ওঠে সেটি এবং তার সঙ্গে ভারতীয় শিল্প কলার ফিউসান করেই এই কাজ করা হচ্ছে। প্রতিমা তৈরি করতে মূলত কাঠ সহ অন্যান্য প্রাকৃতিক সামগ্রীই ব্যবহার করছেন শিল্পী। দর্শনার্থীদের মধ্যে নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটি।

সুরজিৎ দে

Durga Puja 2024: ‘কল্যাণের পুজো’র বাজেট ৭০ লক্ষ টাকা! দেখা যাবে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির

হুগলি: মা আসছেন। তাই উদ্যোগে খামতি রাখছে না পুজো কমিটিগুলো। দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা মাস, তার পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রথের দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হয় শ্রীরামপুরের আর এমএস মাঠের এই পুজোর। এই পুজো শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো নামেই মূলত পরিচিত।

এই পুজোর মণ্ডপপ সজ্জায় প্রতিবছরই থাকে বিশেষ চমক। গত বছরগুলিতে কখনও মালয়েশিয়ার টুইন টাওয়ার, আবার কখনও গুজরাটের মন্দির তৈরি করে দর্শনার্থীদের মন জয় করেছেন উদ্যোক্তারা। এবছর‌ও তার ব্যতিক্রম ঘটবে না। লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে চমক দিতে চলেছে এই দুর্গাপুজো কমিটি। ইতিমধ্যেই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল মণ্ডপের কাঠামো। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ, কাঠ, প্লাই। তার সঙ্গে পুরো মণ্ডপ জুড়েই থাকছে ফাইবার। মণ্ডপের ভিতরে থাকছে লক্ষ্মী, নারায়ণ ও গণেশের মূর্তি। এছাড়াও থাকছে ৩০ ফুটের একটি বড় ঝাড়বাতি। যার মধ্যে সম্পূর্ণটাই ফইবারের কাজ করা।

আরও পড়ুন: কেউ এলেন শখের বাইক নিয়ে, কারোর আবার সঙ্গী স্কুটি! আরজি কর কাণ্ডে এ কোন দৃশ্য

রথের পরদিন থেকে শুরু হয়েছে এই মণ্ডপ তৈরির কাজ। এই মণ্ডপের নির্মাতা বাবাই বসাক বলেন, স্বামীনারায়ণ কথার মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। নারায়ণের মধ্যে আমরা ৩৩ কোটি দেব দেবীকে দেখতে পাই। তাই প্রথমেই আমরা নারায়ণ ও গণেশের পুজো করেই শুরু করি যে কোনও পুজো। এছাড়া মানুষের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি।

পুজোর দিনগুলিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিজস্ব প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে পুলিশ মোতায়ন করা হয়। মণ্ডপের ভিতর-বাইরে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। পুজোর বাজেট প্রায় ৭০ লক্ষ টাকা।

রাহী হালদার

Durga Puja 2024: গত বছর শারদোৎসবে সাড়া ফেলে দেওয়া নিউটাউনের ‘কোমল গান্ধার’ এ বার অশোকনগরে

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: “কোমল গান্ধার”৷ গত বছর নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই থিম সাড়া ফেলে দিয়েছিল শহর তিলোত্তমায়। লক্ষাধিক দর্শনার্থীরা লাইন দিয়ে দেখেছিলেন সেই মণ্ডপ। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা প্যান্ডেলের ভিউ মন কেড়েছিল সকলের। পেয়েছিল সেরার সেরা তকমা। রাজস্থানের শিশমহলের পাশাপাশি হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্পকেই এই পুজোর থিম হিসাবে ফুটিয়ে তোলা হয়েছিল।

এবার সেই একই থিম ফুটে উঠবে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের দুর্গাপূজায়। জানা গিয়েছে, এ বার এই ক্লাবের ৭৫ তম বর্ষ হওয়ায়, বৃহত্তর কল্যাণগড় এলাকার এই মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব বিশেষ এই থিমকেই নিজেদের পুজো মণ্ডপ হিসাবে ফুটিয়ে তুলছেন।

যদিও নিউটাউনে দেখা  “কোমল গান্ধার” থিমের নানা কারুকাজের পাশাপাশি আরও বেশ কিছু নজরকাড়া শিল্পকলারও দেখা মিলবে এই মণ্ডপে, দাবি উদ্যোক্তাদের। ইতিমধ্যেই ক্লাব ময়দানে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এ বার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের এই গোটা মণ্ডপ সাজিয়ে তুলতে থাকবেন মোট ১২ জন শিল্পী। থিম শিল্পীদের পাশাপাশি আর্ট কলেজের বেশ কিছু পড়ুয়াকেও এবার এই বিশেষ থিম ফুটিয়ে তোলার কাজে যুক্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে ক্লাবের তরফে।

আরও পড়ুন : ক্যাকটাস থেকে গোলাপ! সাধ্যের মধ্যে রকমারি গাছে ঘর সাজাতে আসুন এই নার্সারিতে

নিউটাউনে দেখা  “কোমল গান্ধার” থিমের তুলনায় আরও বেশি কিছু দর্শনার্থীরা দেখতে পাবেন এই মণ্ডপে এলে। থাকবে নজরকাড়া আলোকসজ্জাও। জেলার মধ্যে এবার এই পুজো ঘিরে বিশেষ আকর্ষণ থাকবে দর্শনার্থীদেরও, আশা উদ্যোক্তাদের।

প্রতিবছরই অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের পুজো, নানা পুজো পরিক্রমা কমিটির বিচারে পুরস্কার লাভ করে। তাই এবার তাদের এই  “কোমল গান্ধার” থিম ফুটিয়ে তুলতে বাজেট রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। শুধু পুজোই নয়, সারা বছরই মানুষের পাশে থাকতে নানা সমাজিক কর্মকাণ্ড আয়োজন করে থাকে এই ক্লাব।

এবার মানুষের বাড়তি ভিড় সামাল দিতেও আগে থেকে প্রস্তুতি সেরে ফেলছেন ক্লাব কর্তারা। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হবে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য। সব মিলিয়ে জেলার পুজোগুলির মধ্যে এ বার এই পুজোর দিকেও বাড়তি নজর থাকবে মানুষের।

Durga Puja News: রাজস্থান যেতে হবে না, দুর্গাপুরে বসেই দেখা মিলবে খাওয়া মহল! শহরে হবে গ্রান্ড কার্নিভাল

দুর্গাপুর : রাজস্থান ঘুরতে যেতে হবে না। এবার দুর্গাপুরে বসেই মরু রাজ্যে ঘুরে বেড়ানোর স্বাদ পেয়ে যাবেন। শিল্পাঞ্চলে বসেই দেখার সুযোগ পাবেন রাজস্থানের হাওয়া মহল। সৌজন্যে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এবছর তারা দুর্গাপুজো মন্ডপে থিম হিসেবে বেছে নিয়েছে মরু রাজ্যের অন্যতম এই দর্শনীয় স্থানটিকে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি।

প্রসঙ্গত, দুর্গাপুর শহরে যতগুলি বড় পুজো হয়, তার মধ্যে অন্যতম আকর্ষণ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই দুর্গাপুজো। বিগত কয়েক বছরে জমকালথিমের মধ্যে দিয়ে পুজো উদ্যোক্তারা শহরবাসীর মন জিতে নিয়েছেন।চলতি বছরে এই পুজো ৫৭ তম বর্ষে পা রাখল। তবে গতবারের মতএবারও অগ্রণী পরিষদের পুজো হবে বেনাচিতি হাই স্কুলের ময়দানে। কারণ আগের জায়গায় মন্ডপ তৈরি হলে, সেখানে জায়গা অনেক কম পাওয়া যায়। তাই ভিড় নিয়ন্ত্রণ করা কিছুটা সমস্যার হয়ে ওঠে।

আরও পড়ুন – Sawan 2024: মহানন্দার তীরে ইতিহাস মাখা এই শিবমন্দির মহাজাগ্রত, শ্রাবণে লক্ষ-লক্ষ ভক্ত ভিড় জমান এইস্থানে

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে তারা রাজস্থানের হাওয়া মহল থিম হিসেবে বেছে নিয়েছেন। মন্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা এবং আলোকসজ্জা থাকবে। যা খুব সহজে শহরবাসীকে মুগ্ধ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। এবছর তাদের পুজোর বাজেট রাখা হয়েছে ২৬ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে। খুঁটি পুজোর মাধ্যমে এই পুজোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। আর সেই অনুষ্ঠানে এসে শহরবাসীর জন্য বিশাল সুখবর দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়ে দিয়েছেন, এবারেও দুর্গাপুরে পুজো কার্নিভালের আয়োজন করা হবে। উল্লেখ্য, বিগত কয়েক বছরের দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভাল রীতিমতো নজর করেছে গোটা রাজ্যের। পুজো শেষে পুজোর কার্নিভাল শহরবাসীর কাছে নতুন উৎসব হয়ে উঠেছে। মন্ত্রী জানিয়েছেন, শহরবাসীর খুশির জন্য, পুজোর আমেজকে আরও একটু জাগিয়ে রাখার জন্য এবারও পুজো কার্নিভালের আয়োজন করা হবে। যা শুনে রীতিমত আনন্দিত শহরবাসী।

Nayan Ghosh 

Durga Puja 2024 Theme: অ‌যোধ্যার রাম মন্দির এবার এ জেলায়! বিরাট বাজেটে সাজছে দুর্গা মণ্ডপ

উত্তর দিনাজপুর: অযোধ্যার রাম মন্দির দেখার সুযোগ এখনও অনেকেরই হয়নি। তাই যারা এখনও অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখতে পারেননি তাদের জন্য এবার জেলাতেই হচ্ছে এক টুকরো অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির এবার দেখা যাবে ইসলামপুর শহরের দেশবন্ধু পাড়ার আদর্শ সংঘে। যদিও এই রাম মন্দির অবশ্য অস্থায়ী। কারণ এবছর ইসলামপুর শহরের একটি দুর্গাপুজোর মণ্ডপে তৈরি হচ্ছে এই রাম মন্দিরের আদলে। তবে, শুধু রাম নয় এখানে মন্দিরে দেখতে পাবে ৫০ ফুট উচ্চতার রামমূর্তি ও হনুমান মূর্তিও।

আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়বৃষ্টি! বইবে প্রবল ঝোড়ো হাওয়া…! দক্ষিণে তোলপাড়! কোন কোন জেলায় বৃষ্টি? বলে দিল আলিপুর!

জানা যায়, ইসলামপুরের আদর্শ সংঘে এবার ৬০ তম দুর্গাপুজো। এ পুজো জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম। এবারে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে এই রাম মন্দির। পুজো উদ্যোক্তরা জানান, গত বছর কলকাতায় যে রাম মন্দির করা হয়েছিল তার থেকেও উন্নতমানের তৈরি করা হবে এই মন্দির। যা বিগত বছরে কলকাতার সেই রাম মন্দিরকে ও টেক্কা দিতে চলছে । তবে প্রতিবছর যে পরিমাণে মানুষের ভীড় এবারের রাম মন্দির দেখতে তার থেকেও বেশি ভিড় হবে বলে আশা রাখছেন পুজো উদ্যোক্তরা।

প্রসঙ্গত বিগত বেশ কিছু বছর ধরেই থিমের লড়াই জারি রয়েছে জেলা জুড়ে। সেখানে পিছিয়ে নেই ইসলামপুরের আদর্শ সংঘ।। অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থী টানার প্রতিযোগিতায় উপর দিকেই থাকে এই কমিটির নাম। তাঁরা এবার তুলে ধরছেন দেশের অন্যতম চর্চিত সেই রাম মন্দির। যা এবার জেলা বাসিকে এক বিরাট চমক দেবে তা বলার অপেক্ষায় রাখেনা।

পিয়া গুপ্তা

Durga Puja 2024 Kalyani ITI Luminous Club: থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের

তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

ITI Luminous Durga Puja Theme: কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এ বছরের দুর্গা পুজোর থিম কী জানেন? রয়েছে বিরাট চমক!

কল্যাণী: তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদীয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর আগে তারা দুবাইয়ের বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরপর থেকে থেমে থাকেনি তারা।

এরপর তারা দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে নির্মাণ করেছিলেন চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ার! পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।

আরও পড়ুন- চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই পার্ক লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গেল মন্ডপ শয্যার কাজ! পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত…! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা! টানা ৩ দিন ভারী বৃষ্টি-ঝড়-বজ্রপাতে ফালাফালা উত্তর ভারত, কী হবে বাংলায়?

কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো। বুর্জ খলিফা থেকে শুরু করে ১৬০ ফুট উচ্চতার ম্যাকাওয়ের হোটেল ও ক্যাসিনো গ্রান্ড লিসবোয়ার আদলে মণ্ডপ গড়ে রীতিমতো গোটা রাজ্যে চর্চার কেন্দ্রে উঠে আসে এই পুজো কমিটি। এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Mainak Debnath