Tag Archives: East Medinipur News Digha

Digha: দিঘায় হবে এবার তুলকালাম…! দূর-দূরান্তের মানুষরা ৪৫ মিনিটে পৌঁছে যাবেন সাগরপাড়ে! তবে কি পুজোর আগেই সুখবর মিলছে?

দিঘা: এবার পুজোয় কি আকাশ পথে দিঘার বেড়াতে সুযোগ! পুজোর সময় কি আবারও চালু হবে দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস! পুজোর আগেই কি শুরু পরিষেবা! জল্পনা তুঙ্গে। সৈকত শহর দিঘায় হেলিকপ্টার পরিষেবা এর চালুর দাবি উঠেছে বিভিন্ন মহলে। দিঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি উঠল আবারও৷ পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বিনোদনের পশরা সাজিয়ে বর্তমানে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘার এই রূপের টানেই প্রায়ই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে।

দিঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বদলে দিতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকার আগেই চালু করেছিল দিঘা – কলকাতা হেলিকপ্টার সার্ভিস। ২০১৬ সালে বেহালার ফ্লাইং ক্লাব থেকে দিঘা পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু করা হয়। শনি ও রবিবার এই হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু হয়। মাথাপিছু ভাড়া ২০০০ টাকা। এই হেলিকপ্টার সার্ভিস খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু করোনা অতিমারির কাল থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-দিঘা বা দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস। এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

করোনা অতিমারিকালের সময় থেকে বন্ধ হেলিকপ্টার সার্ভিস চালু করার আবারও জোরালো দাবি উঠেছে। এই পরিষেবা পুজোর আগেই চালু হোক। বর্তমানে দিঘার সৌন্দর্যায়ন ও পরিকাঠামগত অনেকটাই উন্নতি হয়েছে। একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা, সঙ্গে প্রাইভেট গাড়ির মাধ্যমে পর্যটকরা আসেন দিঘায়। বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ, হেলিপ্যাডটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দিঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই। হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন দিঘায় আসা পর্যটক থেকে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন-      বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠছে। এ বিষয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “এই পরিষেবা চালু হলে পর্যটকরা অনেকটা সুবিধা পাবে। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন শহর দিঘা।” যদিও এ বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন ‘এই মুহূর্তে পরিষেবা চালুর কোনও খবর নেই তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ পর্যটক-সহ স্থানীয় বাসিন্দাদের দাবি দিঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস দ্রুতই চালু করা হোক।

সৈকত শী

College: দেশের সেরার তালিকায় জেলার এই কলেজ! শিক্ষা, পরিকাঠামোর নিরিখে এগিয়ে এল এই প্রতিষ্ঠান

পশ্চিম মেদিনীপুর: জেলার কলেজের জয়জয়কার। পড়াশোনা, পরিকাঠামো উন্নয়ন, গবেষণা-সহ একাধিক প্যারামিটারের ভিত্তিতে বিশেষ পর্যবেক্ষণে দেশের সেরা কলেজের তালিকায় উঠে এল মেদিনীপুর শহরে অবস্থিত মেদিনীপুর কলেজ(স্বশাসিত)।

যা রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। খুশির হাওয়া কলেজ জুড়ে। গতবছরের তুলনায় বেশ ভাল ফল করে অনেকটা শীর্ষে এগিয়ে এসেছে মেদিনীপুর কলেজ। শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে প্রকাশিত এই র‌্যাঙ্কিং আগামীতে মহাবিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।

আরও পড়ুন: রসুন সবজি নাকি মশলা? উত্তর জানতে শেষমেশ আদালতে! আসল উত্তর জানলে চোখ কপালে উঠবে

সোমবার (১২ আগস্ট) প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক- 2024’ (National Institutional Ranking Framework – 2024) অনুযায়ী পশ্চিমবঙ্গের ৭টি কলেজ এবার দেশের ‘সেরা ১০০’-টি কলেজের তালিকায় স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি করে ৩২তম স্থান দখল করে নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (Midnapore College, Autonomous)।

গত বছর ৭৩তম স্থানে ছিল মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। এবার নিজেদের দক্ষতায় শিক্ষাগত উন্নতিতে এগিয়েছে এসেছে র‌্যাঙ্কিং-এ। কলেজ সূত্রে জানা গিয়েছে, প্যারামিটারগুলি কলেজের “শিক্ষা, শিক্ষা এবং সম্পদ”, “গবেষণা এবং পেশাগত অনুশীলন”, “স্নাতক ফলাফল”, “প্রসার এবং অন্তর্ভুক্তি” এবং “উপলব্ধি” মাধ্যমে বিবেচিত হয়। যেখানে শীর্ষ তালিকায় উঠে এসেছে মেদিনীপুর কলেজ।

আরও পড়ুন”: সন্দীপের কীর্তি ফাঁস! পড়ুয়াদের পাশ করানো থেকে হাসপাতালের জিনিসপত্র কেনা, লক্ষ লক্ষ টাকার কমিশন নেওয়ার গুরুতর অভিযোগ

তবে, বিগত বছরে (NIRF Ranking 2023) ৬৪তম স্থানে থাকা রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L Khan Women’s College, Autonomous) এবার র‌্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে। তালিকায় এবার (NIRF Ranking 2024)’১০০১-১৫০’ স্থানে পৌঁছে গিয়েছে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত এই ‘স্বশাসিত’ কলেজ (রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়/গোপ কলেজ)-টি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গতবার দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় ছিল পশ্চিমবঙ্গের ৮টি কলেজ। এবার, জায়গা করে নিয়ছে ৭টি। এগুলি হল যথাক্রমে- ৮টি কলেজ জায়গা পেয়েছে।

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

এগুলি হল যথাক্রমে- ৩) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া, কলকাতা), ৬) সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা); ১৭) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, হাওড়া), ২৪) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর, কলকাতা), ৩২) মেদিনীপুর কলেজ (মেদিনীপুর), ৮৮) স্কটিশ চার্চ কলেজ, (কলকাতা) এবং ৯১) বেথুন কলেজ (কলকাতা)। গতবার এই ৭টি কলেজের সঙ্গে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ও ‘সেরা ১০০’-তে জায়গা করে নিয়েছিল।

রঞ্জন চন্দ

East Medinipur News: মাছের খাবারে কর ছাড়, কেন্দ্রীয় বাজেটে খুশি মৎস্যজীবীরা!

দিঘা, পূর্ব মেদিনীপুর : ইলিশের দাম কমবে এবার হু হু করে! কব্জি ডুবিয়ে খেতে পারবেন, কত হবে দাম? কি শুনে অবাক হলেন। একেবারে সত্যি কথা এমনটাই হতে চলেছে এবার। কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি উন্নতিতে চিংড়িসহ মাছের খাদ্যের ওপর উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। বর্তমানে ইলিশের মরসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।

কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের রপ্তানিবৃদ্ধি ও উন্নতিতে পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণায় জেলার বিভিন্ন মাছের আড়তে এই খবরে খুশি পাইকারী ব্যবসায়ী থেকে ক্রেতা। পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ উৎপাদনের পাশাপাশি চিংড়ি সহ অন্যান্য মাছ উৎপাদনের জন্য রাজ্যের প্রথম সারিতে। ফলে কেন্দ্রীয় বাজেটে চিংড়িসহ মাছের খাদ্যে পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণায় সম্ভবতই খুশি মৎস্যজীবী থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীরা। এই কর ছাড়ের ফলে প্রভাব পড়বে চিংড়ি চাষ ও বিভিন্ন ধরনের মাছ চাষে। পাশাপাশি সামুদ্রিক মাছ উৎপাদনের ক্ষেত্রেও।

আরও পড়ুন : নেই স্বাদ, নেই গন্ধ! বাজার থেকে এ কী ইলিশ কিনছে ভোজনরসিক বাঙালি? দুর্দশার কারণ জানলে আঁতকে উঠবেন

কেন্দ্রীয় বাজেটে এই কর ছাড় নিয়ে, মৎস্যজীবীদের সংগঠনের কর্তা ব্যক্তিরা মনে করেন এর প্রভাব দু’ধরনের হবে। একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে বাজারে কমবে মাছের দাম। পাশাপাশি সামুদ্রিক মাছ রপ্তানি বৃদ্ধি হবে। সেই সঙ্গে মৎস্যজীবীরা এর থেকে লাভবান হবেন। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশীষ শ্যামল জানিয়েছেন,”কেন্দ্রীয় সরকারের অর্থ বাজেটে ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। তাতে কিছু ক্ষেত্রে মৎস্যজীবীরা লাভবান হবেন। এছাড়াও চিংড়িসহ মাছের খাদ্যে পাঁচ শতাংশ কর ছাড়ের কথা বলা হয়েছে। এর ফলে বাজারে মাছের দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন : এত ইলিশ এল মরশুমে এই প্রথম…! হুড়মুড়িয়ে কমল দাম! মঙ্গলে বাজার ছেয়ে যাবে ইলিশে? ছোট-বড় মাছের কত দাম?

দিঘা, শঙ্করপুর, পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে থেকে সামুদ্রিক মাছ আসে। ইলিশ ছাড়াও নানা জাতের ভোলা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, পার্শের মত মাছের উৎপাদন হয় বিভিন্ন বাজারে। সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধির উন্নতিতে কেন্দ্রীয় বাজেটে এই কর ছাড়ের সুফল পেতে আরও কয়েকদিন লাগবে বলে জানান জেলার বিভিন্ন পাইকারি মাছ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

সব মিলিয়ে এবার কেন্দ্র বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র মৎস্য যোজনা ও কর ছাড়ে খুশি জেলার মৎস্যজীবীরা।

সৈকত শী

East Medinipur News: দিঘায় ইলিশ সহ অন্যান মাছের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা! 

দিঘা, পূর্ব মেদিনীপুর : চলতি মরশুমে সেভাবে ইলিশ ওঠেনি দিঘা মোহনা মৎস্য বিপনন কেন্দ্রে। এবছর মাছ শিকারের মরশুম হওয়ার পর হাতেগোনা কয়েকটা ইলিশের দেখা মিলেছে। দিঘা জুড়ে ইলিশের খরা। ইলিশ খরার কারণ খামখেয়ালী আবহাওয়া। সারা জুন মাস জুড়ে ছিল না ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর, দিঘায় মাছ ধরার অনুকূল পরিবেশ ব্যহত হয়েছিল। মৎস্যজীবীরা আশায় ছিল বৃষ্টি দেখা মিললে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হবে। কিন্তু বৃষ্টির দেখা মিললেও দিঘায় ইলিশের দেখা নেই ফলে হতাশ মৎস্যজীবীরা। শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দেখা নেই। ফলে ক্ষতির মুখে মৎস্যজীবীরা।

জুন মাসের ১৪ তারিখ থেকে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। শুরুর দিকে দু একদিন ছাড়া জালে সেভাবে মাছ উঠছে না। এমনিতে ইলিশের দেখা নেই তার ওপর অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম। ফলে পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনায়।জুলাই মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা রয়েছে। জুনের শেষের দিকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় মৎস্যজীবীদের আশা ছিল বৃষ্টি শুরু হলেও ইলিশ আবার জালে উঠবে। বৃষ্টি শুরু হলেও আশাহত হল মৎস্যজীবীরা।

আরও পড়ুন : মাছের ডিম হোক পিস, পাতে থাকলেই জমে যায়! ফ্যাট কম, প্রোটিনে ঠাসা বাঙালির প্রিয় এই মাছ বিলুপ্তির পথে?

শুধু ইলিশ না ইলিশের সঙ্গে অন্যান্য মাছের যোগান নেই। এ বিষয়ে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘২০১৭ সাল থেকেই এই চিত্র দেখে আসছি। তা সত্ত্বেও আমরা আশাবাদী। মৌসুম চোরের প্রথম দু একদিন সামুদ্রিক মাছের দোকান থাকলেও তারপর কোন মাছেরই যোগান নেই। আশা করা যায় পরিস্থিতি বদলাবে।’পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দুই হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার, লঞ্চ ভুটভুটি সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম দু-এক দিন ইলিশ না উঠে এলেও অন্যান্য সামুদ্রিক মাছ ভাল পরিমান উঠে এসেছিল।

আরও পড়ুন : সমুদ্রে গিয়েও মিলছে না পছন্দসই ইলিশ, তবে এই মেগা মাছেই লক্ষ্মী লাভে হাসিতে ভরপুর দিঘার এই বাজার

কিন্তু তারপর থেকেই মাত্রাতিরিক্ত গরম ও বৃষ্টির নেই ফলে সামুদ্রিক মাছ উৎপাদন ব্যাহত হয়েছে। আর তাতেই মরশুম শুরুর দিকে ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিক সহ মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। পরপর কয়েক বছর দিঘায় ইলিশ মাছের খরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে এখনও আশা ছাড়তে নারাজ ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। তাদের আশা জুলাই মাস থেকে দিঘায় ইলিশ উঠবে ভাল পরিমানে।

সৈকত শী

East Medinipur News: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপের ব্যবহার পুলিশ প্রশাসনের!

পূর্ব মেদিনীপুর, দিঘা: দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে অ্যাপস ব্যবহারের জোর দিয়েছে পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। উত্তাল সমুদ্রের হাতছানিতে প্রতি ঋতুতে পর্যটকদের কার্যত ঢল নামে দিঘায়। তাই শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই পর্যটকের ভিড় চোখে পড়ে দিঘা সমুদ্র সৈকতে। দিঘা বাঙালির রিলাক্সিং উইকেন্ড কাটানোর সবচেয়ে প্রিয় জায়গা। দিঘায় পর্যটকদের ভিড় বাড়ছে ততই যেন নজরদারির ফাঁক থেকে যাচ্ছে। তাই বারবার দিঘা হোটেলে অপরাধীরা আত্মগোপন করার সুযোগ পেয়েছে সম্প্রতি অতীতে। আর তাতেই নড়েচড়ে বসল প্রশাসন পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপস ব্যবহারে জোর দিয়েছে।

সম্প্রতি এনআইএ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে ব্যাঙ্গালোরেও রামেশ্বরম কাফে বিস্ফোরণের দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে নিউ দিঘার একটি বেসরকারি হোটেল থেকে। যার ফলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে! ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বাড়ানও হয়েছে দিঘার হোটেলগুলিতে নজরদারি। সম্প্রতি অতীতে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের আনা গোনা অতিথি পোর্টালের মাধ্যমে হোটেলে রেজিস্টারে নথিভুক্ত করতে হত। এবার থেকে জেলা পুলিশের তরফে একটি অ্যাপসের মাধ্যমে পর্যটকদের আসা যাওয়ার ওপর নজরদারি
চালানো হবে।

আরও পডুন : পারদ চড়তেই রাস্তায় ওআরএস বিলি ট্রাফিক পুলিশের! কোথায় হল জানেন

যে সমস্ত পর্যটকেরা হোটেলে ওঠেন আধার কার্ড বা আইডেন্টি কার্ড দিয়ে হোটেলে রেজিস্টার করার। সেই আধার কার্ড বা আইডেন্টি কার্ড বৈধ কিনা তা খতিয়ে দেখতে এই অ্যাপস কাজ করবে। ইতিমধ্যেই দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ পাত্র সহ পুলিশ আধিকারিকেরা দিঘার বিভিন্ন হোটেলগুলিতে এই অ্যাপস নিয়ে হোটেল কর্মচারীদেরকে সতর্ক এবং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। যাতে হোটেল কর্মচারীরা সহজেই বুঝে যেতে পারেন কোনকার্ডটি বৈধ কোনটি অবৈধ! এমন কিছু সন্দেহজনক দেখলে তারা যেন লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে তাদেরকে অবহিত করান দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দিঘায় আসার পর্যটকদের নিরাপত্তা আরওজোরদার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার পর্যটকদের দিঘায় যাওয়া আসার ওপর অ্যাপসে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই দিঘার বিভিন্ন হোটেলগুলিতে পুলিশ অধিকারিকেরা পর্যটকদের নিরাপত্তা বিষয়ে নানান পরামর্শ ও সতর্ক করছেন হোটেল কর্মচারীদের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দিঘাকে সমস্ত রকমের অপরাধ মুক্ত করতে এই পদক্ষেপ পুলিশ প্রশাসনের। এই পদক্ষেপ আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে।

সৈকত শী