Tag Archives: ED

সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা

কলকাতা: ঠান্ডায় কাঁপতে থাকা সকালবেলাতেই কাজে নেমে পড়লেন ইডি আধিকারিকরা৷ তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি৷ এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷

আগের বার তৃণমূল এই নেতার বাড়িতে যখন তাঁরা পৌঁছেছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়৷ এবারে ইডি আধিকারিকরা যখন রেড করতে গেছেন তখন স্থানীয় পুলিশ থানা থেকে পুলিশবাহিনী নিয়ে গেছেন ইডি আধিকারিকরা৷

আরও পড়ুন – Shreyas Iyer Inury: ৪৪০ ভোল্টের বড় ঝটকা, প্র্যাকটিশে শ্রেয়সের চোট, কী করবেন রোহিত

২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবি তৈরি করতে পারে এমন লোককে ডেকে পাঠায় ইডি৷

ভিডিও রেকর্ডিং অন রেখে চাবি তৈরি করে সেই চাবি দিয়ে দরজা খুল তৃণমূল নেতার বাড়িতে ঢোকে ইডি৷ পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷

Sujit Bose: ‘প্রমাণ হলেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাব’, ইডি বেরিয়ে যেতেই চ্যালেঞ্জ ছু়ড়লেন সুজিত

কলকাতা: তাঁর বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে গিয়েছে ইডি৷ তার পরেই কেন্দ্রীয় তদন্তকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সুজিত বসু দাবি করলেন, চাকরি অথবা কোনও কাজের জন্য কোনওদিন কারও থেকে কোনও রকম সুবিধা নেননি তিনি৷ অভিযোগ প্রমাণ করতে পারলে আজই তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাবেন বলেও দাবি করেছেন দমকল মন্ত্রী৷

এ দিন সকাল থেকে সুজিত বসুর শ্রীভূমির বাড়ি এবং অফিসে তল্লাশি শুরু করে ইডি৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তার পর দমকলমন্ত্রীর বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ মন্ত্রীর ফোন সহ বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা৷

ইডি-র দল বেরিয়ে যাওয়ার পরই সাংবাদিক বৈঠক করে সুজিত বসু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং মেয়ে ইডি-র সব প্রশ্নের জবাব দিয়েছি৷ ৪৫ বছর রাজনীতি করছি৷ কাউন্সিলর হয়েছি, বিধায়ক হয়েছি৷ যে ঘটনার সঙ্গে আমি যুক্ত না, যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে যে আর্থিক তছরূপের সঙ্গে নাকি আমাদের যোগ আছে৷ যদি কাজের ক্ষেত্রে কেউ সুজিত বসুকে এক পয়সা দিয়ে থাকে, আজকেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেব৷’

আরও পড়ুন: মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?

পাশাপাশি সুজিত বসু অভিযোগ করেন, ‘আমি দমকলের মতো জরুরি দফতরের মন্ত্রী৷ আমার কাছে একটা ফোন পর্যন্ত নেই৷ বার বার ওদেরকে আমি বলেছিলাম, যাই তথ্য নেওয়ার নিন, কিন্তু ফোনটা ফেরত দিয়ে যান৷ যদিও ওরা তা শোনেনি৷’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেছেন সুজিত বসু৷ দমকল মন্ত্রী বলেন, শুভেন্দু নাকি বলেছে শীতের পোষাক গুছিয়ে রাখুন, জেলে যেতে হবে৷ আগামিকাল শীতের পোষাক গুছিয়ে গঙ্গাসাগর যাচ্ছি৷ তার পর তো ফিরব৷ ওই বিরোধী দলেনতাকে বলছি, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছো৷ আয়নায় নিজের মুখটা দেখুন৷ বলছে সুজিত বোস তো রোল বিক্রি করত৷ হ্যাঁ গর্বের সঙ্গে রোল বিক্রি করতাম৷ প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন৷ নিজের প্রধানমন্ত্রীকেই তো অপমান করছেন৷ ইডি-কে দোষ দেব না৷ এর জবাব আমরা রাজনৈতিক ভাবে দেব৷

সুজিত বসু ছাড়াও তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এ দিন অভিযান চালায় ইডি৷ সর্বত্রই অবশ্য ম্যারাথন তল্লাশি চালিয়ে এবং জিজ্ঞাসাবাদ করে সন্ধের পর ফিরে যান ইডি কর্তারা৷ সুজিত বসুকেও প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সুজিত অবশ্য এ দিন দাবি করেন, ‘আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব তো আমার নয়৷ অভিযোগ থাকলে প্রমাণ করুন, সব জবাব দেব৷ কাউকে যদি নিঃস্বার্থ ভাবে সাহায্য করি, তার জন্য জেলে পচতে হলেও পচতে তৈরি৷’

Sujit Bose: দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদেই রেহাই? মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি

কলকাতা: প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশির পর দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা৷ এ দিন সকাল সাতটা নাগাদ মন্ত্রীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই এ দিন দমকলমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তল্লাশি চলাকালীন প্রায় দেড় ঘণ্টা দমকলমন্ত্রীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা৷

সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই তল্লাশি চালান ইডি কর্তারা৷ বাড়ি ছাড়াও মন্ত্রীর অফিসেও তল্লাশি চালানো হয়৷ মন্ত্রীর বাড়ির সদস্যদেরও সেখানে রাখা হয়েছিল৷ সূত্রের খবর, তল্লাশি চলাকালীন এ দিন একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার জন্য ইডি আধিকারিকদের কাছে অনুরোধ করেন মন্ত্রী সুজিত বসু৷ কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷

আরও পড়ুন: ফের অসুস্থ মদন মিত্র! এসএসকেএম নয়, আচ্ছন্ন অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল তৃণমূল বিধায়ককে

শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷

সূত্রের খবর, সুজিত বসুর বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডি কর্তারা৷ বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন৷ তল্লাশি শেষে সিজার লিস্টও তৈরি করা হয়েছে৷ সন্দেশখালি এবং বনগাঁর ঘটনার পর এ দিন তিন জায়গায় তল্লাশির সময় অতিরিক্ত সতর্ক ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তবে একদিনের তল্লাশিতেই দমকলমন্ত্রী ছাড় পান না কি ফের তাঁকে ই়ডি তদন্তের মুখোমুখি হতে হয়, সেটাই এখন দেখার৷

Tapas Roy: মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?

কলকাতা: দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা তল্লাশির পর অবশেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি৷ এ দিন সকাল থেকেই তাপস রায়ের বৌবাজারের ফ্ল্যাটে অভিযানে যায় ইডি-র একটি দল৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই তাপস রায়ের বাড়িতে তল্লাশিতে যায় ইডি৷
তল্লাশি অভিযান শেষে ইডি তাঁর একটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তাপস রায়৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ক জোর গলায় দাবি করেছেন, তিনি কোনওভাবেই কোনও ধরনের দুর্নীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না৷

তাপস রায় বলেন, ‘ইডি-র দল এসেছিল৷ কেন এসেছিল ওরাই বলতে পারবে৷ আমার কোনওদিন কোনওরকম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সুযোগও ছিল না, জড়িত নইও৷ আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নই৷’

আরও পড়ুন: ‘ব্যাগ গোছানো শুরু করুন’, ইডি হানার পরই সুজিত বসুর ‘ভবিষ্যৎ’ জানালেন শুভেন্দু!

কিন্তু কেন ইডি তাঁর বাড়িতে তদন্তে এল সেই প্রশ্নের জবাবে তৃণমূল বিধায়ক বলেন, ‘রাজনীতি করি বলেই হয়তো ইডি এল৷ আমার মোবাইল নিয়ে গিয়েছে, কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে৷ ওরা আমাকে নির্দিষ্ট ভাবে তেমন কিছু জিজ্ঞেস করেনি৷ আমার কিছু জানার কথাও নয়৷’

তাপস রায় বরানগরের বিধায়ক৷ মনে করা হচ্ছে বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই তাঁর ফ্ল্যাটে হানা দিল ইডি৷ তাপস রায় ছাড়াও এ দিন সকাল থেকে দমকলমন্ত্রী সুজিত বসু এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় ইডি৷