Tag Archives: Election Commssion

Lok Sabha Election 2024: ভোটের আগে চমক, অধিকারী ‘গড়ে’ তিন পুলিশকর্তাকে সরিয়ে দিল কমিশন

পূর্ব মেদিনীপুর: ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি দুই লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে‌ তার আগে জেলার তিন পুলিশ আধিকারিককে বদলে দিল নির্বাচন কমিশন।

২৫ মে শনিবার তথা ষষ্ঠ দফায় কাঁথি ও তমলুক এই দুই কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগেই নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এসডিপিও সহ ভূপতিনগর থানার ওসি এবং পটাশপুর থানার ওসিকে সরিয়ে দিল। পরিবর্তে নতুন তিন আধিকারিককে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভোট গ্রহণের আগে কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ যে দুই থানার ওসি পরিবর্তন করা হয়েছে সেই ভূপতিনগর ও পটাশপুর অধিকারী ‘গড়’ বলে পরিচিত কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিভিন্ন সময়ে এই দুই থানার পুলিশ আধিকারিকদের বিষয়ে বিস্তার অভিযোগ তোলা হয়েছিল বিজেপি সহ বিরোধীদের পক্ষ থেকে।

আরও পড়ুন: ১০৬ ছুঁই চপলা ভুঁইয়া পায়ে হেঁটে বুথে এলেন!

আধিকারিক দিবাকর দাসের পরিবর্তে কাঁথির নতুন এসডিপিও কে হবেন তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসি সোমবারই নিযুক্ত করেছেন কমিশন। ভূপতিনগর থানার দায়িত্বভার সামলাবেন জয়ন্ত দাস। তিনি বীরভূমে সাব-ইন্সপেক্টর ছিলেন। অন্যদিকে পটাশপুর থানার দায়িত্বভার সামলাবেন রঞ্জিত বিশ্বাস। তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর ছিলেন। ভিন জেলা থেকে দুই পুলিশ আধিকারিককে ভোটের মুখে দুটি থানার দায়িত্ব দিল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত এবার কাঁথিতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অধিকারী পরিবারের ছোট ছেলে তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচার চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীও পটাশপুর থানা ও ভূপতিনগর থানার ওসির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকি রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিস্তর অভিযোগও করেছিলেন। তারপরই নির্বাচন কমিশন ভোটের আগে এই কড়া পদক্ষেপ করল।

সৈকত শী

Lok Sabha elections 2024: ভোট শুরুর আগেই বেনজির পরিস্থিতি, রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের নালিশ, বোসকে আটকাবে কমিশন?

কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে চরমে শাসক দল তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত৷ বেনজির ভাবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপাল নির্বাচন প্রক্রিয়ায় বার বার হস্তক্ষেপ করছেন বলে অভিযোগের পাশাপাশি  কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রচার বন্ধ হওয়ার পরেও যে এলাকায় ভোট সেখানে আজ এবং কাল রাজ্যপালের যাওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

প্রসঙ্গত, আগামিকাল প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে৷ রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, ভোটের দিন এই কেন্দ্রগুলির পরিস্থিতি নিজে উপস্থিত থেকে দেখতে চান তিনি৷ সেই মতো, আজই রাজ্যপালের আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা৷

আরও পড়ুন: আরও ২ সপ্তাহ এগিয়ে এল স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

যদিও রাজ্যপালের এই সফর নিয়ে কমিশনেরও আপত্তি রয়েছে বলে সূত্রের খবর৷ গতকালই রাজ্যপালকে উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করে কমিশনের পক্ষ থেকে রাজ ভবনে বার্তা পাঠানো হয় বলে খবর৷ তার পরেও অবশ্য রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে খবর৷

যদিও কমিশন সূত্রে খবর, রাজ্যপালের গতিবিধির উপরে কমিশনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে৷ রাজ্যপাল আজ যদিও আলিপুরদুয়ার যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দরে অথবা আলিপুরদুয়ারে ঢোকার আগেই তাঁকে আটকাতে পারে কমিশন৷ তা না হলে আলিপুরদুয়ারে ঢুকতে দেওয়া হলেও রাজ্যপালকে কোথাও ঘুরতে দেওয়া হবে না বলেই কমিশন সূত্রে খবর৷

তৃণমূলের পক্ষ থেকে কমিশনে পাঠানো চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, ‘প্রচার বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার নন, এমন রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ভোটমুখী কেন্দ্রগুলিতে থাকতে পারেন না৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস অতীতে উত্তরবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তিনি ভোটের আগের দিন এবং ভোটের দিন আলিপুরদুয়ারে উপস্থিত থাকলে অবাধ নির্বাচনে প্রভাব পড়তে পারে৷ ফলে তাঁর এই সফরকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলেই গণ্য করা উচিত৷’

LIVE : West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

সহ প্রতিবেদন- মৈত্রেয়ী ভট্টাচার্য