Tag Archives: Employees Salary

Viral Post: ২৫ লাখ টাকা স্যালারি এই বাজারে কিছুই নয়! ভাইরাল পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

দিল্লি:  কত টাকায় আজকের দুনিয়ায় চলা যায়৷ এই প্রশ্নের উত্তর এক এক জনের কাছে এক এক রকম৷ এই প্রশ্ন করাও বেশ হাস্যজনক৷ কিন্তু এমনই এক হাস্যজনক প্রশ্নের কারণে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়ায়৷

সোশ্যাল মিডিয়ায় সৌরভ দত্ত নামক এক বিনিয়োগকারী, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের বেতন নিয়ে কথা বলেছেন৷ সেখানেই তিনি এক বিতর্কিত মন্তব্য করেছেন৷


আরও পড়ুন: গোদাবরীর জলস্তর বিপদসীমার উপরে, বিস্তীর্ণ গ্রাম জলের তলায় , নাসিক জুড়ে জারি সতর্কতা

তাঁর বক্তব্য বছরে ২৫ লক্ষ টাকা আয় এই বাজারে প্রায় কিছুই নয়৷ তিনি আরও বলেছেন অনেক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারই এখন এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করেন৷ তিনি এমনকি এই মন্তব্যও করেন তাঁদের এই ধরনের স্যালারি বাজারকে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷


আরও পড়ুন: গাড়িতে যাতায়াতের খরচ যাতায়াতের অর্ধেক! বিলের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

এই নিয়ে সোশ্যালমিডিয়াতে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে৷ পোস্টটিতে প্রায় ৬.৫ শতাংশেরও বেশি ভিউ হয়৷

কেউ কেউ তাঁর কথায় সমর্থন জানিয়েছেন৷ একজন লেখেন,‘‘এখন সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে৷ আগে যে টাকায় ৩০ গ্রাম সোনা পাওয়া যেত, এখন কি পাওয়া যাবে? ইনকাম বা সম্পত্তির হিসেব সম্পদের পরিমাণ দিয়ে বিবেচনা করা উচিত, টাকার পরিমাণ দিয়ে নয়৷’’

আবার একজন লেখেন, ‘‘আপনি যে মাইনের কথা বলছেন, তা মাত্র ১০০০ এর মধ্যে ২০ জন পায়৷ আপনি কী অন্য দুনিয়ায় থাকে৷’’

সত্যি ভারতের বাজারে এই স্যালারিকে কিছুই নয়, এতটা বলার মতো অবস্থায় হয়তো এখনও আসেনি৷

Tea Garden: বেতন পাচ্ছে না শ্রমিকরা, বকেয়া সমস্যায় বন্ধের মুখে আরও এক চা বাগান

আলিপুরদুয়ার: দেড় মাসের বেশি সময় ধরে বেতন বকেয়া তোর্ষা চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের। বেতন না পেয়ে বেহাল অবস্থা শ্রমিক পরিবারগুলোর। এই নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এই বেতন সমস্যায় কার্যত বন্ধের মুখে তোর্ষা চা বাগান। মাথায় হাত শ্রমিকদের।

তোর্ষা চা বাগানের এই বেতন সমস্যা সমাধানের জন্য সোমবার শিলিগুড়ি শ্রম দফতরে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে মালিকপক্ষের কেউ না আসায় ভেস্তে যায় বৈঠক। শ্রমিক সংগঠনগুলোর ধরো না পরিস্থিতি বুঝে ইচ্ছে করেই মালিকপক্ষ বৈঠক এড়িয়ে গিয়েছে। কারণ বেতন না পেলে শ্রমিকরা যে কাজ করবে না সেটা তাঁরা ভালোমতোই বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে আরও একটি চা বাগান কার্যত বন্ধের মুখে।

আরও পড়ুন: আম রাইস থেকে ম্যাঙ্গো রসগোল্লা, ফুরিয়ে ‌যাওয়ার আগে ছুটে আসুন!

জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া চা বাগান কিছুদিন আগেই বন্ধ হয়েছে। এবার তোর্ষা চা বাগান বন্ধের মুখে। সবমিলিয়ে ডুয়ার্সের চা শিল্পের উপর আশঙ্কার কালো মেঘ ভর করেছে। তবে শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, শুধু বেতন বকেয়ার সমস্যা নয়, তোর্ষা বাগানের মালিক বাগানের বিদ্যুৎ বিলের টাকাও পরিশোধ করেননি। এরফলে একাধিক শ্রমিক মহল্লায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। এতে পানীয় জলের সমস্যাতেও ভুগছেন বাগানের কয়েকশো শ্রমিক।

তৃণমূল শ্রমিক সংগঠন জানিয়েছে, দ্রুত শ্রমিকদের বকেয়া না মেটালে বাগান মালিকের লিজ বাতিলের দাবি নিয়ে তারা জেলাশাসকের দ্বারস্থ হবে। বাগান মালিকের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী বিজেপিও। পিএফ ও ওয়েজেস কার্যালয়ে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অনন্যা দে

Village Police: সুখবর! টাকা বাড়ল ভিলেজ পুলিশদের! কারা পাবেন কত বেশি? বিজ্ঞপ্তি জারি রাজ‍্য সরকারের

কলকাতাঃ বছরের মাঝেই খুশির খবর ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন‍্য। চলতি বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, বেতন বাড়ল রাজ‍্যের সিভিক ভলান্টিয়ারদের। সোমবার, এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন।

আরও পড়ুনঃ সরকারি জমি দখলদারি রুখতে কড়া মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় ছয় দফা নির্দেশিকা

শহরে এবং গ্রামে এখন সিভিক ভলান্টিয়াররা রোদ-ঝড়-জলে কাজ করে। আর জেলা সফরে গিয়ে তা দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অবস্থার কথা ভেবে চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে।

সেই ক্ষেত্রে তাঁদের মূল বেতনও খানিকটা বেড়ে যাবে। বাজেটে সেই কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণাই এবার বাস্তবায়িত হল। ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়িয়ে দিল রাজ্য সরকার।

আর সেই মর্মে গতকাল, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে। এই দৈনিক ভাতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় শুরু করতে পারবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। ২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করে রাজ‍্য সরকার।