Tag Archives: EURO 2024

EURO 2024 Germany vs Hungary: ইউরোতে অব্যাহত জার্মান দাপট, প্রথম দল হিসেবে শেষ ষোলোয় আয়োজকরা

মিউনিখ: ইউরো ২০২৪-এ অব্যাহত আয়োজক জার্মানির দাপট। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ৩ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচেও অব্যাহত থাকল জার্মানির পাওয়ার ফুটবল। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলল জুলিয়ান ন্যাগেলমানের দল। ম্যাচে জার্মানির হয়ে দুটি গোল করেন জামাল মুসিয়ালা ও ইকায় গুন্ডোগান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানরা। তবে হাঙ্গেরির রক্ষণ ভাঙতে একটু বেগ পেতে হয় আয়োজকদের। ম্যাচের প্রথম ২০ মিনিটে একাধিক আক্রমণ গড়লেও কোনও গোল আসেনি। প্রথম গোলের মুখ খোলে ম্যাচের ২২ মিনিটে। জার্মানির আক্রমণে হাঙ্গেরির রক্ষণে জটলা তৈরি হয়। সেখান থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। তারপর দুই দল একাধিক আক্রমণ গড়লেও প্রথমার্ধে আর গোল আসেনি।

আরও পড়ুনঃ India vs Afghanistan: দলে একাধিক বড় পরিবর্তন? আফগানদের বিরুদ্ধে ভারতের একাদশে মহাচমক! চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রাশিদরা

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে জার্মানি। একের পর এক আক্রমণ আছড়ে পরে হাঙ্গেরির ডিপ ডিফেন্সে। পাল্টা চকিতে কয়েকবার কাউন্টার অ্যাটাকেও যায় হাঙ্গেরি। একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয় হাঙ্গেরির। ম্যাচের ৬৭ মিনিটে গুন্ডোগান গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে জার্মানরা। এই জয়ের ফলে ইউরো ২০২৪-এর প্রথম দল হিসেবে পরের রাউন্ডে পৌছে গেল টনি ক্রুসরা।

Euro 2024: নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, চেকদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয়, এদিকে ২০ বছরের রেকর্ড ভাঙল সিআর সেভেনের

লিপজিগ: হেরে যেতে পারত, ড্র হতে পারত কিন্তু কিছুই হল না চেকিয়া অর্থাৎ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে  জয় দিয়েই মাঠ ছাড়ল পর্তুগাল৷ রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে জিতল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল৷ ৩৯ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ৪১ বছরেরর পেপে খেলার বিজ্ঞানকে ভুল প্রমাণ করে এখনও প্রথম একাদশেই পর্তুগালের জার্সিতে নামছেন৷ তবে চান্স ক্রিয়েট করলেও এদিন গোল এল না তাঁর পা থেকে৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগালের UEFA ইউরো ২০২৪-এ – প্রথম খেলাটি ছিল নাটকীয়তায় মোড়া৷ ১৯ জুন লাইপজিগের রেড বুল অ্যারেনায় একেবারে সুশৃখ্ঙল প্ল্যান নিয়ে নামা চেকিয়াকে ২-১ হারাল পর্তুগাল৷  Francisco Conceicao-র ৯০ মিনিটে পরিবর্ত হিসেবে নামা প্লেয়ারই এদিন দলের হয়ে জয়সূচক গোলটি করেন৷  স্টপেজ টাইমে তাঁর গোলে পর্তুগাল তাদের বহু প্রত্যাশিত ইউরো  ২০২৪-র   ইতিবাচক সূচনা করল৷

দেখে নিন গোলগুলি

 

৩৯ বছর বয়সী পর্তুগাল ৭ নম্বর প্লেয়ার এদিন সেভাবে নিজের জ্বলওয়া দেখাতে পারেননি৷ এদিন পর্তুগাল বনাম চেকিয়া ম্যাচের ফল ২-১৷ প্রথমার্ধে অবশ্য কোনও দলই মুখ খুলতে পারেননি৷ ৬২ মিনিটে চেকিয়ার হয়ে গোলমুখ খোলেন লুকাস প্রভোদ৷

এরপর পর্তুগালের স্কোরলাইনে একটি গোল বসে কিন্তু গোলটি আসে চেকিয়ার ফুটবলারের পা থেকেই৷ রবিন হার্নাক নিজেদের জালেই বল জড়িয়ে ইউরো ২০২৪-এ পর্তুগাল স্কোরলাইনের পাশে গোলটি বসিয়ে দেন৷ ৯০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে এদিন দলের জয়ে নিশ্চিত করে দেন চিকো কনসিয়াকো৷

এদিন রোনাল্ডো  ম্যাচের সেরা গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু সেগুলি মিস করেছিলেন তিনি। রাফায়েল লিও, বার্নার্দো সিলভা দলের সমস্যার কারণ হচ্ছিলেন৷  ব্রুনো ফার্নাডেস স্বাভাবিক ফর্মের ধারেকাছে ছিলেন না৷

 

ইউরো ২০২৪ এ গ্রুপ-পর্যায়ের গেমগুলির প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি সেভাবে ঝকঝকে ছিল না৷  টুর্নামেন্টে অন্যতম ফেভারিট, পর্তুগাল তাদের আক্রমণাত্মক ছিল। অন্যদিকে, ম্যাচের পুরো দৈর্ঘ্যের জন্য সবেমাত্র গোলের উপর একটি শট নেওয়া সত্ত্বেও, লুকাস প্রভোডের একটি দুর্দান্ত এবং প্রতীক্ষিত দীর্ঘ পরিসরের প্রচেষ্টা এটি দেখানোর জন্য যথেষ্ট ছিল যে বল দখল নয় বরং স্কোরলাইনই গুরুত্বপূর্ণ।

এদিকে রোনাল্ডো যেদিন ফোকাসে ছিলেন সেদিন সিআর সেভেনের একটি রেকর্ড ভাঙলেন৷ টার্কিশ মেসি আদ্রা গুলের টপকে গেলে সিআরসেভেনকে৷ টার্কি বনাম জর্জিয়া ম্যাচ তিনি গোল করেন৷ ইউরোর ম্যাচে গুলের রেকর্ড করলেন৷ ৩-১ গোলে এদিন শেষ হয় টার্কি বনাম জর্জিয়া ম্যাচ৷

গুলের ১৯ বছর ১১৪ দিনে ইউরোতে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে গোল করার নজির গড়লেন৷ এর আগে এই রেকর্ড ছিল ২০০৪ সালে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর দখলে ছিল৷ তিনি ১৯ বছর ১২৮ দিনে ইউরোতে প্রথম গোল করেছিলেন৷

Euro Cup 2024: জিতলেও নজর কাড়ল না নেদারল্যান্ডস ও ইংল্যান্ড,এরিকসন গোল পলেও জয় অধরা ডেনমার্কের

মিউনিখ: রবিরার ইউরোতে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মত বড় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতলেও বড় দলের ফুটবল মন জয় করতে পারল না ফ্যানেদের। নেদারল্যান্ডে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ২-১ গেল। ইংল্যান্ড হারাল সার্বিয়াকে ১-০ গোলে। অপর ম্যাচে, ১-১ গোলে ড্র করল ডেনমার্ক ও স্লোভেনিয়া।

নেদারল্যান্ডস বনাম পোল্যান্ড:
প্রথম ম্যাচ ছিল পোল্যান্ড বনাম নেদারল্যান্ডসের। লেওনডস্কি হীন পোল্যান্ডকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় ডাচদের। ম্যাচ শুরুর ১৬ মিনিটেই অ্যাডাম বুকসার গোলে এগিয়ে যায় পোলিশরা। যদিও লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে গ্যাকপোর গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। আর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ওয়েগহর্স্ট জয়সূচক গোল করেন। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত নেদারল্যান্ডসের।

ডেনমার্ক বনাম স্লোভেনিয়া:
রাত সাড়ে নটার ম্যাচের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও স্লোভেনিয়া। গত ইউরোতে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের তারকা এরিকসন। সেই এরিকসনও এদিন ড্যানিশদের হয়ে একমাত্র গোলটি করে প্রথমার্ধের ১৭ মিনিটেই লিড এনে দিয়েছিল। ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও তারপর স্লোভেনিয়াকে সমতায় ফেরা এরিক জানজা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

ইংল্যান্ড বনাম সার্বিয়া:
রাত ১২.৩০-এর মাঠে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট বেগ পেতে হল গতবারের রানার্স ইংল্যান্ড। অসংখ্য সুযোগ নষ্ট চিন্তায় রাখল ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে। যদিও শেষমেশ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ব্রিটিশ লায়ন্সরা। ম্যাচে ইংল্যান্ডের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বেলিংহ্যাম। ম্যাচের ১৩ মিনিটে এই গোল ছাড়া ইংল্যান্ডের ফুটবল ও সুযোগ নষ্ট হতাশ করেছে ফ্যানেদের।

Euro 2024 Prize Money: ইউরো চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা? প্রতি দলের জন্য থাকছে মোটা টাকা, পরিমাণ জানলে চমকে যাবেন

শুরু হয়ে গিয়েছে ইউরো ২০২৪। প্রতিদিন টানটান ফুটবল ম্যাচের সাক্ষী থাকছে ফুটবল প্রেমিরা। একইসঙ্গে এখন থেকেই ফুটবল প্রেমিদের মধ্যে জানার কৌতুহল রয়েছে ইউরো জয়ী দল মোট কত টাকা পাবে?
শুরু হয়ে গিয়েছে ইউরো ২০২৪। প্রতিদিন টানটান ফুটবল ম্যাচের সাক্ষী থাকছে ফুটবল প্রেমিরা। একইসঙ্গে এখন থেকেই ফুটবল প্রেমিদের মধ্যে জানার কৌতুহল রয়েছে ইউরো জয়ী দল মোট কত টাকা পাবে?
এবার ইউরো ২০২৪-এ উয়েফা যে পরিমাণ আর্থিক পুরস্কার রেখেছে তা জানলে চোখ কপালে উঠবে। প্রতিযোগিতার গ্রপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৩৩১ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ২৯৬৩ কোটি টাকা।
এবার ইউরো ২০২৪-এ উয়েফা যে পরিমাণ আর্থিক পুরস্কার রেখেছে তা জানলে চোখ কপালে উঠবে। প্রতিযোগিতার গ্রপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৩৩১ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ২৯৬৩ কোটি টাকা।
রিপোর্ট অনুযায়ী, ইউরো কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই ৯.২৫ মিলিয়ন ইউরো করে টাকা পাবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮২ কোটি টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্য়াচ জিতলে ১ মিলিয়ন ইউরো ও ড্র করলে ৫ লক্ষ করে ইউরো পাবে।
রিপোর্ট অনুযায়ী, ইউরো কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই ৯.২৫ মিলিয়ন ইউরো করে টাকা পাবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮২ কোটি টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্য়াচ জিতলে ১ মিলিয়ন ইউরো ও ড্র করলে ৫ লক্ষ করে ইউরো পাবে।
এছাড়া যে ১৬টি দল শেষ ষোলোয় পৌছবে তারা ১.৫ মিলিয়ন ইউরো, কোয়ার্টার ফাইনালের ৮টি দল পাবে ২.৫ মিলিয়ন করে ইউরো,সেমিফাইনালের ৪ দল পাবে ৪ মিলিয়ন করে ইউরো পাবে। এছাড়া প্রতি ম্যাচে ম্য়াচ জেতার পুরস্কার তো আলাদা করে থাকছেই।
এছাড়া যে ১৬টি দল শেষ ষোলোয় পৌছবে তারা ১.৫ মিলিয়ন ইউরো, কোয়ার্টার ফাইনালের ৮টি দল পাবে ২.৫ মিলিয়ন করে ইউরো,সেমিফাইনালের ৪ দল পাবে ৪ মিলিয়ন করে ইউরো পাবে। এছাড়া প্রতি ম্যাচে ম্য়াচ জেতার পুরস্কার তো আলাদা করে থাকছেই।
এছাড়া ইউরো জয়ী দল পাবে মোট ৮ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যারলপরিমাণ ৭১ কোটি টাকা। রানার্স দল পাবে ৫ মিলিয়ন ইউরো। যে দল গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে তারা মোট পাবে ২৮.২৫ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকা যার পরিমাণ ২৫২ কোটি।
এছাড়া ইউরো জয়ী দল পাবে মোট ৮ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যারলপরিমাণ ৭১ কোটি টাকা। রানার্স দল পাবে ৫ মিলিয়ন ইউরো। যে দল গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে তারা মোট পাবে ২৮.২৫ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকা যার পরিমাণ ২৫২ কোটি।
আর্থিক পুরস্কারের নিরিখে রেকর্ড গড়ল এবারের ইউরো ২০২৪। এবার দেখার শেষ পর্যন্ত ২৫২ কোটি টাকার মোট পুরস্কার কে পায়? তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল পর্যন্ত।
আর্থিক পুরস্কারের নিরিখে রেকর্ড গড়ল এবারের ইউরো ২০২৪। এবার দেখার শেষ পর্যন্ত ২৫২ কোটি টাকার মোট পুরস্কার কে পায়? তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল পর্যন্ত।

Euro 2024 Germany vs Scotland: ইউরোর প্রথম ম্যাচেই ভয়ঙ্কর জার্মানি, স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরাল আয়োজকরা

ঘরের মাঠে শুরুতেই ইউরোর কাপ জমিয়ে দিল জার্মানি। গত দুই বিশ্বকাপ ও ইউরো কাপের ব্যর্থতা ভুলে সেই পুরনো পাওয়ার হাউস জার্মানির দেখা মিলল ইউরো ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ঘরের মাঠে শুরুতেই ইউরোর কাপ জমিয়ে দিল জার্মানি। গত দুই বিশ্বকাপ ও ইউরো কাপের ব্যর্থতা ভুলে সেই পুরনো পাওয়ার হাউস জার্মানির দেখা মিলল ইউরো ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে দাঁড়াতেই দিল না জুলিয়ান নেগলসম্যানের ছেলেরা। মিউনিখে স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরিয়ে এবারের ইউরোতে স্বপ্নের শুরু করল ৩ বারের উইরো চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে দাঁড়াতেই দিল না জুলিয়ান নেগলসম্যানের ছেলেরা। মিউনিখে স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরিয়ে এবারের ইউরোতে স্বপ্নের শুরু করল ৩ বারের উইরো চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করেন ফ্লোরিয়ান রিটজ, ১৯ মিনিটে জার্মানির ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা, ম্যাচের প্রথমার্ঝের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল কর ৩-০ করেন কাইল হাভার্টজ। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করেন ফ্লোরিয়ান রিটজ, ১৯ মিনিটে জার্মানির ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা, ম্যাচের প্রথমার্ঝের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল কর ৩-০ করেন কাইল হাভার্টজ। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জার্মানি। ৬৮ মিনিটে গোল করেন নিকলাস ফুলকার্গ। এছাড়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে জার্মানির পঞ্চম গোল করেন এমরে ক্যান। স্কটল্যান্ডের একটি গোলও জার্মানির করা আত্মঘাতী গোল। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জার্মানি। ৬৮ মিনিটে গোল করেন নিকলাস ফুলকার্গ। এছাড়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে জার্মানির পঞ্চম গোল করেন এমরে ক্যান। স্কটল্যান্ডের একটি গোলও জার্মানির করা আত্মঘাতী গোল। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ঘরের মাঠে চতুর্থ ইউরো জয়ের লক্ষ্যে নেমেছে জার্মানি। প্রথম ম্যাচেই যেভাবে শুরু করল নেগেলসম্যানের ছেলেরা তাতে এই ফর্ম জার্মানি ধরে রাখতে পারলে দুঃখ রয়েছে অনেক তাবড় তাবড় দলের। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ঘরের মাঠে চতুর্থ ইউরো জয়ের লক্ষ্যে নেমেছে জার্মানি। প্রথম ম্যাচেই যেভাবে শুরু করল নেগেলসম্যানের ছেলেরা তাতে এই ফর্ম জার্মানি ধরে রাখতে পারলে দুঃখ রয়েছে অনেক তাবড় তাবড় দলের। (Photo Courtesy- UEFA EURO 2024 X)

UEFA EURO 2024 New Rule: এবার ইউরোতে নতুন নিয়ম, রেফারি পেল বড় ক্ষমতা! জানুন বিস্তারিত

১৪ জুন মধ্যরাত থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও স্কল্যান্ড। গতবার একাধিক দেশে ইউরোর ম্যাচ আয়োজিত করা হয়েছিল। এবার পুরনো নিয়মেই ফিরছে ইউরো কাপ। একটি দেশেই আয়োজিত হবে সব ম্যাচ। এবারের ইউরোর আয়োজক জার্মানি।

তবে প্রতিবারই বিশ্বমানের কোনও বড় ফুটবল প্রতিযোগিতায় কোনও না কোনও নতুন লাগু করা হয়। ব্য়তিক্রম হল না এবারও। ইউরো ২০২৪-এও একটি বড় নতুন জারি করা হয়েছে উয়েফার তরফে। মাঠে ফুটবলারদের মাথা গরম কমাতে ও ম্যাচের রাশ যাতে আরও বেশি করে রেফারিদের হাতে থাকে তারজন্যই নতুন নিয়ম।

এবার ইউরোতে রেফারির কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে তাঁকে গিয়ে ঘিরে ধরে, মাথা গরম করে কোনওরকম আচরণ করা যাবে না। এমনটা হলে নতুন নিয়ম অনুযায়ী রেফারি সঙ্গে সেই ফুটবলার বা ফুটবলারদের হলুদ কার্ড দেখাতে পারবে। ফলে এবার ইউরোতে ফুটবলারদের সংযত থাকতে হবে অনেক বেশি। তা না হলেই বাড়বে হলুদ কার্ডের সংখ্যা।

আরও পড়ুনঃ Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

উয়েফার রেফারি প্রধান রবার্তো রোসেত্তি এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছেন,” এবার থেকে আর ১০-১২ জন ফুটবলার ক্ষিপ্রতার সঙ্গে রেফারিকে ঘিরে ধরে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারবে না। রাগ দেখালে শাস্তি পেতেই হবে। এই নিয়মের ফলে ফুটবল-রেফারি সম্পর্কের উন্নতি ঘটবে। তবে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে হলে অধিনায়ককে গিয়ে বিনম্রতার সঙ্গে তা বলতে হবে।”

Euro 2024 Germany vs Scotland: হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই জার্মানির, চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্কটিশরা

মিউনিখ: শেষবার টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল ইতালি। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ইউরোপের ফুটবল সেরা হওয়ার মহাযুদ্ধ। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ জার্মানি ও স্কটল্যান্ড। ইতিমধ্যেই ইউরোর প্রথম ম্যাচ ঘিরে চড়ছে পারদ। ২০০৬ বিশ্বকাপের পর কোনও বড় মানের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে জার্নানি। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে মরিয়া জার্মানরা।

বিগত দুটি বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি জার্মানির। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। শেষ দুটি ইউরোতে সেমি ও কোয়ার্টার ফাইনাল থেকে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেভাবে জার্মান ফুটবলে উল্লেখযোগ্য বলার কিছু নেই। এবার আয়োজক দেশ হওয়ায় চারবারের বিশ্বজয়ীদের ঘিরে প্রত্যাশা অনেক বেশি দেশবাসী তথা বিশ্ব জুড়ে জার্মানির পাওয়ার ফুটবল ফ্যানেদের। জার্নামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর জুলিয়ান নেগলসম্যানের কাছেও বড় পরীক্ষা এই প্রতিযোগিতা। স্কটিশ বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন পারফর্ম করে জার্মানি সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

এবারের জার্মান দলে অভিজ্ঞতা ও তারুণ্য়ের মিশেল ঘটিয়েছেন নেগলসম্যান। একদিকে যেমন রয়েছে টনি ক্রস, ম্যানুয়েল নয়্যার, ইকেই গুন্দোয়ান, টমাস মুলারের মত অভিজ্ঞরা। এর পাশাপাশি রয়েছে মুসিয়ালা, এমরে কান সহ একাধিক তরুণ ফুটবলার। যার এবার জার্মানির তারকা হয়ে উঠতে পারেন। তবে ঘরের মাঠে তারাই চাপে থাকবেন বলে জানিয়েছেন জার্মান কোচ। তবে অতীত ভুলে এবার নতুন করে শুরু করতে চাইছে এই জার্মান দল। ৩ বারের ইউরো চ্যাম্পিয়নদের টার্গেট চতুর্থ ট্রফি।

আরও পড়ুনঃ Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

অপরদিকে, ফুটবলে গৌরবের খুব একটা ইতিহাস না থাকলেও প্রতিপক্ষকে লড়াই দেওয়ার মত ক্ষমতা রয়েছে এই এই স্কটল্যান্ড দলের। যোগ্যতা অর্জন পর্বে দারুণ ফুটবল খেলেছে। বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত প্লেয়ার। তার দল যে কোনও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না তা সাফ জানিয়ে দিয়েছে স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক। ইউরোপের দুই পাওয়ার ফুটবলের দ্বৈরথে শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে শুক্রবার মধ্যরাতের মিউনিখে।

Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচেই মাঠে নামছে আয়োজক জার্মানি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে কোন চ্যানেলে, কখন দেখা যাবে ইউরোর ম্যাচ? অনলাইনে কোথায় দেখবেন? রইল সব তথ্য।
১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচেই মাঠে নামছে আয়োজক জার্মানি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে কোন চ্যানেলে, কখন দেখা যাবে ইউরোর ম্যাচ? অনলাইনে কোথায় দেখবেন? রইল সব তথ্য।
এবার ইউরোতে মোট ৩টি সময়ে খেলা হবে। যা দেখতে ভারতীয়দের বিশেষ সমস্যা হবে না। কারণ ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় রাত সাড়ে ১২টা, রাত সাড়ে ৯টা ও সন্ধ্যে সাড়ে ৬টা।
এবার ইউরোতে মোট ৩টি সময়ে খেলা হবে। যা দেখতে ভারতীয়দের বিশেষ সমস্যা হবে না। কারণ ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় রাত সাড়ে ১২টা, রাত সাড়ে ৯টা ও সন্ধ্যে সাড়ে ৬টা।
এবার আসা যাক কোথায় দেখবেন ইউরো কাপ? ইউরো কাপের ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে প্রতিটা ম্যাচ সোনি স্পোর্টসে (সোনি সিক্স) দেখা যাবে। অনলাইনে দেখতে গেলে নজর রাখতে হবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।
এবার আসা যাক কোথায় দেখবেন ইউরো কাপ? ইউরো কাপের ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে প্রতিটা ম্যাচ সোনি স্পোর্টসে (সোনি সিক্স) দেখা যাবে। অনলাইনে দেখতে গেলে নজর রাখতে হবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।
 এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
 প্রতিযোগিতার নিয়ম অনুয়ারে গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।
প্রতিযোগিতার নিয়ম অনুয়ারে গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।
ইউরোর সূচি:গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

এক ঝলকে দেখে নিন ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি -
জার্মানি বনাম স্কটল্য়ান্ড 	     ১৫ জুন 	রাত ১২.৩০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড       ১৫ জুন	সন্ধে ৬.৩০
স্পেন বনাম ক্রোয়েশিয়া	     ১৫ জুন	রাত ৯.৩০
ইতালি বনাম আলবানিয়া	     ১৬ জুন 	রাত ১২.৩০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস       ১৬ জুন 	সন্ধে ৬.৩০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক           ১৬ জুন 	রাত ৯.৩০
সার্বিয়া বনাম ইংল্যান্ড	     ১৭ জুন	রাত ১২.৩০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন	     ১৭ জুন	সন্ধে ৬.৩০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া       ১৭ জুন	রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স	     ১৮ জুন	রাত ১২.৩০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া	     ১৮ জুন	রাত ৯.৩০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র         ১৯ জুন	রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া       ১৯ জুন	সন্ধে ৬.৩০
জার্মানি বনাম হাঙ্গেরি	     ১৯ জুন	রাত ৯.৩০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড     ২০ জুন	রাত ১২.৩০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া	     ২০ জুন	সন্ধে ৬.৩০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড	     ২০ জুন	রাত ৯.৩০
স্পেন বনাম ইতালি	     ২১ জুন	রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন            ২১ জুন	সন্ধে ৬.৩০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া	     ২১ জুন	রাত ৯.৩০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স	     ২২ জুন	রাত ১২.৩০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র          ২২ জুন	সন্ধে ৬.৩০
তুরস্ক বনাম পর্তুগাল	     ২২ জুন	রাত ৯.৩০
বেলজিয়াম বনাম রোমানিয়া          ২৩ জুন	রাত ১২.৩০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি        ২৪ জুন	রাত ১২.৩০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি	     ২৪ জুন	রাত ১২.৩০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন	     ২৫ জুন	রাত ১২.৩০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি	     ২৫ জুন	রাত ১২.৩০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড 	     ২৫ জুন	রাত ৯.৩০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া           ২৫ জুন	রাত ৯.৩০
ডেনমার্ক বনাম সার্বিয়া	     ২৬ জুন	রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া	     ২৬ জুন	রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া            ২৬ জুন	রাত ৯.৩০
ইউক্রেন বনাম বেলজিয়াম              ২৬ জুন	রাত ৯.৩০
জর্জিয়া বনাম পর্তুগাল 	      ২৭ জুন	রাত ১২.৩০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক	      ২৭ জুন	রাত ১২.৩০ (বুধবার রাত)
ইউরোর সূচি:
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র
এক ঝলকে দেখে নিন ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি –
জার্মানি বনাম স্কটল্য়ান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০
স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০
ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০
সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০
জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০
তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০
বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০
ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০
ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০
জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)

UEFA EURO 2024: ইউরোর প্রথম ম্যাচে মুখোমুখি কোন দুই দল, কখন শুরু ম্যাচ, কোথায় দেখবেন খেলা

১৪ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।

প্রতিযোগিতার নিয়ম অনুয়ারে গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।

এবারের ইউরোর প্রথম ম্যাচে মাঠে নামছে আয়োজক দেশ জার্মানি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। জার্মানির সময় অনুযায়ী ১৪ জুন ইউরোর প্রথম ম্যাচ হলেও ভারতীয় সময় অনুযায়ী এখানে প্রথম ম্যাচ শুরু হবে ১৪ জুন মধ্যরাত ১২.৩০ মিনিটে। তারিখ হিসেবে ১৫ জুন। জনপ্রিয়তার নিরিখে ফিফা বিশ্বকাপের পর বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতা। ফুটবল জ্বরে গা ভাসাতে প্রস্তুত গোটা বিশ্ব।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ভারত সহ ৪ দল পৌছে গেল সুপার এইটে, বাকি ৪ দল কারা যাবে? কী বলছে পয়েন্ট টেবিল

প্রসঙ্গত, বিগত দুটি বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি জার্মানির। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেভাবে জার্মান ফুটবলে উল্লেখযোগ্য বলার কিছু নেই। এবার আয়োজক দেশ হওয়ায় চারবারের বিশ্বজয়ীদের ঘিরে প্রত্যাশা অনেক বেশি দেশবাসী তথা বিশ্ব জুড়ে জার্মানির পাওয়ার ফুটবল ফ্যানেরা। জার্নামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর জুলিয়ান নেগলসম্যানের কাছেও বড় পরীক্ষা এই প্রতিযোগিতা। স্কটিশ বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন পারফর্ম করে জার্মানি সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

উয়েফা ইউরো ২০২৪-এর প্রথম ম্যাচ: জার্মানি বনাম স্কটল্যান্ড
ম্যাচ শুরুর সময়: ভারতী সময় ১৫ জুন রাত ১২.৩০ (১৪ জুন মধ্য়রাত)
ম্যাচ দেখবেন কোথায়: সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্য়ানেলে
অনলাইন স্ট্রিমিং: সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইট

UEFA EURO 2024 Full Schedule: ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি, কবে-কখন-কোন দেশের ম্যাচ, জেনে নিন সবকিছু

২০২২ ফিফা বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের মনে। তার ২ বছর যেতে না যেতেই আরও দুই বিশ্বমানের প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। একদিকে উয়েফা ইউরো, অপদরদিকে কোপা আমেরিকা। ২০২৪ ফুটবল প্রেমিদের কাছে আরও একটি স্মরণীয় বছর হতে চলেছে। প্রায় এক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শাসক দুই মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের দুই মহাযজ্ঞ।

১৪ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। দীর্ঘ প্রতিযোগিতায় কেমন হতে চলেছে সূচি? তা নিয়ে কৌতুহল থাকে ক্রীড়া প্রেমিদের মধ্যে। এক ঝলকে দেখে নিন ইউরোর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি-

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি –
জার্মানি বনাম স্কটল্যান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০
স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০
ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০
সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০
জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০
তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০
বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০
ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০
ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০
জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)

আরও পড়ুনঃ Team India: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন বড় তারকা? ১৫ জনের দলে আগে মেলেনি সুযোগ! জেনে নিন বিস্তারিত

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।