Tag Archives: New Rules

New Rule: বাড়িতে কতগুলি টয়লেট সিট রয়েছে? এর ভিত্তিতে কিন্তু কর ধার্য হবে এবার, বিরাট খবর!

মহাবিড়ম্বনায় পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের বাসিন্দারা। কারণ তাঁদের বাড়িতে কতগুলি টয়লেট সিট রয়েছে, তার ভিত্তিতেই কর ধার্য করা হচ্ছে। আসলে এই রাজ্যে সুখবিন্দর সিং সুখু সরকার আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একটা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
নিকাশি ব্যবস্থা এবং জলের বিল সংক্রান্ত বিষয়ে সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, শহরাঞ্চলের বাসিন্দাদের বাড়িতে যতগুলি টয়লেট সিট রয়েছে, তাঁর উপর ভিত্তি করে প্রত্যেক টয়লেট সিটের জন্য ২৫ টাকা করে ফি দিতে হবে। এদিকে নিকাশি বিলের পাশাপাশি এই অতিরিক্ত ফি জল শক্তি দফতরের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে, জলের বিলের ৩০ শতাংশ হবে নিকাশি বিল। যাঁরা নিজস্ব উৎস থেকে জল ব্যবহার করেন এবং শুধুমাত্র সরকারি দফতরের নিকাশি কানেকশন ব্যবহার করেন, তাঁদের প্রতি মাসে বাড়ির প্রতিটি টয়লেট সিটের জন্য ২৫ টাকা করে দিতে হবে। এই নিয়ম কার্যকর করার জন্য সমস্ত বিভাগীয় আধিকারিকদের এই নির্দেশ দিয়েছে দফতর।
আগে জলের বিল হিমাচল প্রদেশে জারি করা হয়নি। হিমাচল প্রদেশে সুখু সরকার এখন নির্দেশ জারি করে জানিয়েছে যে, প্রতি মাসে ১০০ টাকা করে জলের বিল দিতে হবে। অক্টোবর মাস থেকেই এই নয়া নিয়ম শুরু হয়েছে।

আরও পড়ুন- বলুন তো ভারতে কোন রংয়ের গাড়ি চালানো নিষিদ্ধ? চালালেই তুমুল ভোগান্তি! বহু ভারতীয়ই জানেন না কিন্তু

যাঁরা রাজ্যের শহরাঞ্চলে বসবাস করেন, তাঁদের উপর পড়তে চলেছে সরকারের এই নতুন চার্জের ভার। এর কারণ হল – মানুষ সাধারণত নিজেদের বাড়িতে একাধিক ওয়াশরুম নির্মাণ করেন। এখন প্রত্যেক টয়লেট সিটের উপর একটা ফি ধার্য হবে।

আরও পড়ুন- সব অপেক্ষার অবসান… নতুন বছরে নতুন পথচলা শুরু করবেন দেব-রুক্মিণী জুটি, সামনে এল ‘তারিখ’

হিমাচল প্রদেশে রয়েছে মোট ৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২৯টি মিউনিসিপ্যালিটি এবং ১৭টি নগর পঞ্চায়েত। আর এই রাজ্যে বাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। তবে সরকারের এই নয়া নির্দেশিকার প্রভাব যে রাজ্যের বিপুল সংখ্যক মানুষের উপর পড়তে চলেছে, তা বেশ স্পষ্ট।

India vs England: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের নিয়মে বড় বদল! ম্যাচের আগে জেনে নিন আপনিও

বৃষ্টির পূর্বাভাস নিয়ে চিন্তার মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব। ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে রোহিত শর্মা ও জস বাটলারের দলের মেগা ম্যাচ।
বৃষ্টির পূর্বাভাস নিয়ে চিন্তার মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব। ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে রোহিত শর্মা ও জস বাটলারের দলের মেগা ম্যাচ।
গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ থেকে ৮৮ শতাংশ। ম্য়াচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ থেকে ৮৮ শতাংশ। ম্য়াচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
এই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ শেষ করার অতিরিক্ত সময় বাড়ান হয়েছে। অতিরিক্ত ২৫০ মিনিট সময় দেওয়া হয়েছে। সাধারণত, রাত ৮টায় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় রাত ১১টা ৪০ মিনিট। সে ক্ষেত্রে এই ম্যাচ রাত ৩টে ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
এই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ শেষ করার অতিরিক্ত সময় বাড়ান হয়েছে। অতিরিক্ত ২৫০ মিনিট সময় দেওয়া হয়েছে। সাধারণত, রাত ৮টায় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় রাত ১১টা ৪০ মিনিট। সে ক্ষেত্রে এই ম্যাচ রাত ৩টে ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
আর গ্রুপ পর্ব ও সুপার এইটে ম্যাচের ফল নির্ধারনের জন্য কম করে ৫ ওভার করে ম্যাচ খেলার নিয়ম ছিল। সেমিফাইনালের ক্ষেত্রে সেই নিয়মেও বদল করা হয়েছে। কম করে ১০ ওভার করে ম্যাচ হতে হবে ফলাফলের জন্য
আর গ্রুপ পর্ব ও সুপার এইটে ম্যাচের ফল নির্ধারনের জন্য কম করে ৫ ওভার করে ম্যাচ খেলার নিয়ম ছিল। সেমিফাইনালের ক্ষেত্রে সেই নিয়মেও বদল করা হয়েছে। কম করে ১০ ওভার করে ম্যাচ হতে হবে ফলাফলের জন্য
বৃষ্টিতে যদি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমি ফাইনাল ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত। আইসিসি টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার-এইটের ফল থেকে ফাইনালিস্ট দল নির্বাচন করা হবে। এমনটা হলে সুপার এইটে যে দল বেশি ম্যাচ জিতবে তারাই ফাইনালে জায়গা পাবে।
বৃষ্টিতে যদি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমি ফাইনাল ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত। আইসিসি টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার-এইটের ফল থেকে ফাইনালিস্ট দল নির্বাচন করা হবে। এমনটা হলে সুপার এইটে যে দল বেশি ম্যাচ জিতবে তারাই ফাইনালে জায়গা পাবে।
সুপার এইটে ভারত তিনটি ম্যাচই জিতেছে, অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে। গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতীয় দল সরাসরি পৌছে যাবে ফাইনালে।
সুপার এইটে ভারত তিনটি ম্যাচই জিতেছে, অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে। গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতীয় দল সরাসরি পৌছে যাবে ফাইনালে।

UEFA EURO 2024 New Rule: এবার ইউরোতে নতুন নিয়ম, রেফারি পেল বড় ক্ষমতা! জানুন বিস্তারিত

১৪ জুন মধ্যরাত থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও স্কল্যান্ড। গতবার একাধিক দেশে ইউরোর ম্যাচ আয়োজিত করা হয়েছিল। এবার পুরনো নিয়মেই ফিরছে ইউরো কাপ। একটি দেশেই আয়োজিত হবে সব ম্যাচ। এবারের ইউরোর আয়োজক জার্মানি।

তবে প্রতিবারই বিশ্বমানের কোনও বড় ফুটবল প্রতিযোগিতায় কোনও না কোনও নতুন লাগু করা হয়। ব্য়তিক্রম হল না এবারও। ইউরো ২০২৪-এও একটি বড় নতুন জারি করা হয়েছে উয়েফার তরফে। মাঠে ফুটবলারদের মাথা গরম কমাতে ও ম্যাচের রাশ যাতে আরও বেশি করে রেফারিদের হাতে থাকে তারজন্যই নতুন নিয়ম।

এবার ইউরোতে রেফারির কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে তাঁকে গিয়ে ঘিরে ধরে, মাথা গরম করে কোনওরকম আচরণ করা যাবে না। এমনটা হলে নতুন নিয়ম অনুযায়ী রেফারি সঙ্গে সেই ফুটবলার বা ফুটবলারদের হলুদ কার্ড দেখাতে পারবে। ফলে এবার ইউরোতে ফুটবলারদের সংযত থাকতে হবে অনেক বেশি। তা না হলেই বাড়বে হলুদ কার্ডের সংখ্যা।

আরও পড়ুনঃ Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

উয়েফার রেফারি প্রধান রবার্তো রোসেত্তি এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছেন,” এবার থেকে আর ১০-১২ জন ফুটবলার ক্ষিপ্রতার সঙ্গে রেফারিকে ঘিরে ধরে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারবে না। রাগ দেখালে শাস্তি পেতেই হবে। এই নিয়মের ফলে ফুটবল-রেফারি সম্পর্কের উন্নতি ঘটবে। তবে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে হলে অধিনায়ককে গিয়ে বিনম্রতার সঙ্গে তা বলতে হবে।”