Tag Archives: Family Pension

UPS Calculation: আপনার বেসিক স্যালারি ৬০,৭০,৮০ হাজার টাকা ? তাহলে কত পেনশন মিলবে ? বুঝে নিন হিসেব

UPS পেনশন প্ল্যান ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ সকলের মনে এখন একটাই প্রশ্ন অবসরের পর ইউপিএস প্ল্যান অনুযায়ী কত টাকা পেনশন মিলবে ৷ আবার অনেকে জানতে চাইছেন এর মধ্যে যাঁরা অবসর নেবেন তাঁরা কত টাকা পেনশন পাবেন ? আপনার বেসিক পে যদি ৬০,৭০ বা ৮০ হাজার টাকা হয় তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কত পেনশন পাবেন বুঝে নিন ৷
UPS পেনশন প্ল্যান ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ সকলের মনে এখন একটাই প্রশ্ন অবসরের পর ইউপিএস প্ল্যান অনুযায়ী কত টাকা পেনশন মিলবে ৷ আবার অনেকে জানতে চাইছেন এর মধ্যে যাঁরা অবসর নেবেন তাঁরা কত টাকা পেনশন পাবেন ? আপনার বেসিক পে যদি ৬০,৭০ বা ৮০ হাজার টাকা হয় তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কত পেনশন পাবেন বুঝে নিন ৷
কেন্দ্র সরকার ২৪ অগাস্ট ২০২৪-এ ইউনিফায়েড পেনশন যোজনার ঘোষণা করেছে, যা ১ এপ্রিল ২০২৪ থেকে লাগু করা হবে ৷ এই যোজনা সরকারি কর্মীদের কন্ট্রিবিউশনের উপরে পেনশনের সুবিধা দেবে ৷ মিলবে নিশ্চিত পেনশন ৷ পাশাপাশি কর্মচারীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের ফ্যামিলি পেনশনের সুবিধা দেওয়া হবে ৷ যে ব্যক্তিরা ১০ বছরের বেশি এবং ২৫ বছর কম চাকরি করবেন তাঁদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে ৷
কেন্দ্র সরকার ২৪ অগাস্ট ২০২৪-এ ইউনিফায়েড পেনশন যোজনার ঘোষণা করেছে, যা ১ এপ্রিল ২০২৪ থেকে লাগু করা হবে ৷ এই যোজনা সরকারি কর্মীদের কন্ট্রিবিউশনের উপরে পেনশনের সুবিধা দেবে ৷ মিলবে নিশ্চিত পেনশন ৷ পাশাপাশি কর্মচারীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের ফ্যামিলি পেনশনের সুবিধা দেওয়া হবে ৷ যে ব্যক্তিরা ১০ বছরের বেশি এবং ২৫ বছর কম চাকরি করবেন তাঁদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে ৷
২৫ বছর চাকরি করলে কত পেনশন মিলবে ? ২৫ বছর চাকরি করলে ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কর্মচারীর পেনশনের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷
২৫ বছর চাকরি করলে কত পেনশন মিলবে ? ২৫ বছর চাকরি করলে ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কর্মচারীর পেনশনের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷
এই যোজনায় কর্মচারীদের বেসিক স্যালারি + ডি মিলিয়ে ১০ শতাংশ কন্ট্রিবিউট করতে হবে ৷ সরকারের অবদান সে ক্ষেত্রে ১৮.৪ শতাংশ ৷ এই হিসেব অনুযায়ী পেনশন ক্যালকুলেট করা হবে ৷
এই যোজনায় কর্মচারীদের বেসিক স্যালারি + ডি মিলিয়ে ১০ শতাংশ কন্ট্রিবিউট করতে হবে ৷ সরকারের অবদান সে ক্ষেত্রে ১৮.৪ শতাংশ ৷ এই হিসেব অনুযায়ী পেনশন ক্যালকুলেট করা হবে ৷
আপনার যদি ৬০ হাজার টাকা বেসিক পে হয় তাহলে কত পেনশন পাবেন ?
আপনার যদি ৬০ হাজার টাকা বেসিক পে হয় তাহলে কত পেনশন পাবেন ?
১২ মাসের গড় বেসিক পে ৬০ হাজার টাকা হলে ইউপিএস যোজনা অনুযায়ী ৩০ হাজার টাকা পেনশন পাবেন কর্মচারীরা ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাবে ১৮০০০ টাকা (ডিএ ছাড়া) ৷
১২ মাসের গড় বেসিক পে ৬০ হাজার টাকা হলে ইউপিএস যোজনা অনুযায়ী ৩০ হাজার টাকা পেনশন পাবেন কর্মচারীরা ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাবে ১৮০০০ টাকা (ডিএ ছাড়া) ৷
-৬০ হাজার বেসিক স্যালারি - ৬০০০০ টাকার ৫০ শতাংশ - ৩০০০০ টাকা + ডিআর-৩০ হাজার টাকার পেনশনের ফ্যামিলি পেনশন - ৩০০০০ টাকার ৬০ শতাংশ + ডিআর = ১৮০০০ টাকা + ডিআর
-৬০ হাজার বেসিক স্যালারি – ৬০০০০ টাকার ৫০ শতাংশ – ৩০০০০ টাকা + ডিআর
-৩০ হাজার টাকার পেনশনের ফ্যামিলি পেনশন – ৩০০০০ টাকার ৬০ শতাংশ + ডিআর = ১৮০০০ টাকা + ডিআর
-একই হিসেব অনুযায়ী ৭০ হাজার টাকার বেসিক পে হলে পেনশনের হিসেব মিলবে ৩৫০০০ টাকা + ডিআর-৩৫০০০ টাকার ফ্যামিলি পেনশন হবে ২১০০০ টাকা + ডিআর
-একই হিসেব অনুযায়ী ৭০ হাজার টাকার বেসিক পে হলে পেনশনের হিসেব মিলবে ৩৫০০০ টাকা + ডিআর
-৩৫০০০ টাকার ফ্যামিলি পেনশন হবে ২১০০০ টাকা + ডিআর
৮০০০০ টাকা বেসিক স্যালারি হলে পেনশন হবে ৪০০০০ টাকা + ডিআর-৪০০০০ টাকার ফ্যামিলি পেনশন সে ক্ষেত্রে ২৪০০০ + ডিআর
৮০০০০ টাকা বেসিক স্যালারি হলে পেনশন হবে ৪০০০০ টাকা + ডিআর
-৪০০০০ টাকার ফ্যামিলি পেনশন সে ক্ষেত্রে ২৪০০০ + ডিআর

Government Employee Pension: লাখ-লাখ সরকারি কর্মীদের জন্য সুখবর! ঘোষিত হল নতুন পেনশন স্কিম! কত টাকা পাবেন?

সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে নূন্যতম ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পেনশন স্কিমের বদলে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Unified Pension Scheme।
সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে নূন্যতম ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পেনশন স্কিমের বদলে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Unified Pension Scheme।
নতুন Unified Pension Scheme অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের বেসিক পে'র ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
নতুন Unified Pension Scheme অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের বেসিক পে’র ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার শেষ পাওয়া মোট পেনশনের ৬০ শতাংশ টাকা পাবেন পেনশন হিসেবে।
Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার শেষ পাওয়া মোট পেনশনের ৬০ শতাংশ টাকা পাবেন পেনশন হিসেবে।
ন্যূনতম ১০ বছর চাকরি করলে Assured minimum pension অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন একজন সরকারি কর্মী।
ন্যূনতম ১০ বছর চাকরি করলে Assured minimum pension অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন একজন সরকারি কর্মী।
২০২৫ সালের এপ্রিলের ১ তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
২০২৫ সালের এপ্রিলের ১ তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
নিজেদের পছন্দ এবং সুবিধামতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা National pension scheme (NPS) এবং Unified pension scheme (UPS) এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।

নিজেদের পছন্দ এবং সুবিধামতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা National pension scheme (NPS) এবং Unified pension scheme (UPS) এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।
কোনও রাজ্য সরকার যদি চায় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও Unified Pension Scheme-এর সুবিধা নিতে পারেন।
কোনও রাজ্য সরকার যদি চায় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও Unified Pension Scheme-এর সুবিধা নিতে পারেন।

Government Employee Pension: বিরাট খবর! রাজ্য সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য বড় ঘটনা! জানা খুবই জরুরি

কলকাতা: গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিস জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
কলকাতা: গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিস জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিস ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিস ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিসে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিসে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত 'পে অ্যান্ড অ্যাকাউন্টস' অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায়।
এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায়।