Tag Archives: Farmers Protest

Farmers Protest: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে পাটের বান্ডিল! ব্যাপারটা কী?

উত্তর ২৪ পরগনা: পাটের সঠিক মূল্য না পেয়ে পাটের বান্ডিলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন চাষিরা। রাস্তার মাঝখানেই দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল পাটের বান্ডিল। কেন্দ্রীয় সরকার কৃষিজাত পণ্যর ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি আইন সম্মত করার জন্য কৃষক আন্দোলনের সম লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। তার ফল ভুগতে হচ্ছে বাংলার পাট চাষিদের।

পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান অর্থকরী ফসল হল পাট। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে উৎপাদন মূল্যের দেড়গুণ দাম পাট চাষিদের দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হচ্ছে। তা সত্ত্বেও জুট কর্পোরেশন চাষিদের থেকে অনেক কম মূল্যে পাট কিনছে বলে অভিযোগ করেছেন বাংলার পাট চাষিরা।

আরও পড়ুন: খেলার মাধ্যমে জীবন গড়ার ডাক, স্কুলের মেয়েদের কবাডি প্রশিক্ষণ

তবে সমস্যা এখানেই শেষ নয়। ফোড়ে ও দালালদের দাপটে পাটের ভাগচাষিরা কার্যত সর্বশান্ত হয়ে গিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাটের সঠিক দামের দাবি জানিয়ে তীব্র বিক্ষোভ দেখালেন পাট চাষিরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় বামপন্থী অল ইন্ডিয়া কিষান মহাসভা। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে অঞ্চল ভিত্তিক পাট কেনার আর্জি জানিয়েছেন কৃষকরা।

জুলফিকার মোল্যা