Tag Archives: Financial Strategy

Potter Strategy: টিকে থাকতে ভরসা আধুনিকতা, অবাক ভোল বদল মৃৎশিল্পীর

দক্ষিণ ২৪ পরগনা: কমেছে মাটির জিনিসপত্রের চাহিদা। আর তাই টিকে থাকতে নতুন জিনিস বাজারে এনে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা মৃৎশিল্পী ধনঞ্জয় পালের। আধুনিকতাকে হাতিয়ার করে তাঁর চালানো এই প্রচেষ্টা ইতিমধ্যেই সফল হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বয়ারগদিতে বাড়ি মৃৎশিল্পী ধনঞ্জয় পালের। মাটির হাঁড়ি, কলসি সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। কিন্তু মাটির এইসব জিনিসের চাহিদা ক্রমশ‌ই কমছে। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজের বাড়িতেই একটি ওয়ার্কশপ ও ট্রেনিং সেন্টার খুলেছেন এই শিল্পী। সেখানে ইন্টারনেট দেখে নতুন নতুন ডিজাইনের জিনিস তৈরি করা শুরু হয়েছে। বর্তমানে অনলাইন থেকে ডিজাইন দিয়ে অর্ডার দিলে তাঁরা হুবহু সেইরকম জিনিস তৈরি করে দেন। ধনঞ্জয়বাবুর ওয়ার্কশপে তৈরি হয়, মাটির ডিজাইনিং বোতল, ডিজাইনিং টব, ফুলদানি, জালা, পানপাত্র সহ আরও অন্যান্য সৌখিন জিনিসপত্র। এই সমস্ত জিনিসপত্র তৈরি করে এখন অনেকটাই সফল তিনি।

আর‌ও পড়ুন: শিক্ষক-স্বাস্থ্যকর্মীর যুগলবন্দি, বাসন্তী প্রতিমা গড়া থেকে পুজো সবই করবেন দুই বন্ধুতে

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন জিনিসপত্র গড়ে অন্যান্য মৃৎশিল্পীদের থেকে বেশ কয়েককদম এগিয়ে গিয়েছেন ধনঞ্জয় পাল। বর্তমানে তাঁর কাজ দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। ভবিষ্যতের জন্য ধনঞ্জয়বাবুর মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার মরিয়া প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

নবাব মল্লিক