Tag Archives: flight cancel

Kazi Nazrul Islam Airport Andal: রানওয়ের উপরে জমে কাদা! অন্ডালে শনিবারও বাতিল বিমান পরিষেবা, কবে স্বাভাবিক হবে?

দুর্গাপুর: দুর্গাপুরের অন্ডালে শনিবারেও বন্ধ থাকল বিমান পরিষেবা। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে শুক্রবার থেকেই জলমগ্ন হওয়ার কারণে বন্ধ ছিল উড়ান পরিষেবা। শনিবার জল কমলেও বাতিল করা হল একাধিক বিমান। এ বিষয়ে জেলাশাসকদের বৈঠকে বিশেষ নির্দেশ দিলেন মুখ্য সচিব।

শুক্রবারই ভারী বৃষ্টির কারনে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর জলমগ্ন হয়ে যায়। এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গোটা এয়ারপোর্ট চত্বর জলমগ্ন হওয়ার কারণে দু’দিন ধরে বন্ধ রইল উড়ান পরিষেবা। চলছে জোর কদমে সাফাই অভিযান ও জল নিকাশের কাজ। রানওয়ের ওপর জমে রয়েছে কাদামাটি।

আরও পড়ুন: মাত্র ৩০ সেকেন্ডের তাণ্ডব, প্রবল ঝড়ে উড়ে গেল ৩০ টি বাড়ির চাল! সাত সকালেই নামল অন্ধকার, লন্ডভন্ড এই এলাকা

সূত্রের খবর অনুযায়ী, নতুন ,করে জল জমেনি বিমানবন্দর। এয়ারপোর্ট চত্বরে সাফাইয়ের কারনেই বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। রবিবার থেকে স্বাভাবিক হতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে।

অন্ডাল এয়ারপোর্টে এত জল কী করে জমল? জেলাশাসকদের বৈঠকে প্রশ্ন মুখ্য সচিবের। জানা গিয়েছে, স্থানীয় একটি নদী থেকে জল ঢুকেছে। সেক্ষেত্রে নদীর বাঁধের প্রয়োজনীয় পরিকল্পনা ছিল না? পশ্চিম বর্ধমানের জেলা শাসককে প্রশ্ন মুখ্য সচিবের। এত বিমান বাতিল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। বৈঠকে মন্তব্য মুখ্য সচিবের। অন্ডাল এয়ারপোর্ট এর জন্য স্থায়ী পরিকল্পনা করতে হবে। যাতে এয়ারপোর্টে ভেতরে জল না ঢুকে পরিষেবা বন্ধ হয়। এটা নিশ্চিত করতে হবে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের।

কোথায় কোথায় জল জমছে তা আমাদের কাছে খবর এসে যাচ্ছে। আপনাদের কাছে কেন খবর যাচ্ছে না? জেলাশাসকদের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্য সচিবের। এদিনের বৈঠকে রাজ‍্যের মুখ‍্য সচিব বলেন, ‘‘আমরা জানতে পারছি কোথায় কোথায় জল জমছে তা অনুযায়ী নির্দেশ দিচ্ছি। কিন্তু এই খবরটা তো আপনাদের কাছে আগে থাকা প্রয়োজন।’’

আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে মুড়ি? ২ মিনিটেই হবে কুড়কুড়ে, এই টিপস মনে রাখলে মাসের পর মাস থাকবে মুচমুচে

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে জল জমে যায় পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায়। রাস্তাঘাট থেকে বিমানবন্দর, জলমগ্ন হয়ে পড়ে সমস্ত জায়গা। শুক্রবারেও বৃষ্টি হয়েছে বর্ধমানে। ফলে শুক্রবার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় অন্ডালে। শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, জানাচ্ছে হাওয়া অফিস।

অর্পণ চক্রবর্তী

Flight Disaster: অল্পের জন্য রক্ষা! রানওয়েতে ছুটতে ছুটতেই ভয়াবহ আগুন, কী ঘটল আমেরিকান এয়ারলাইন্সের বিমানে

টাম্পা: মার্কিন যুক্তরাষ্ট্রের টাম্পা থেকে ফিনিক্স যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান। যাত্রীরা উঠে পড়েছেন। চলতে শুরু করেছে বিমান। কিন্তু রানওয়েতে গতি বাড়াতেই বিপত্তি। আচমকাই ফেটে যায় ল্যান্ডিং গিয়ারের টায়ার। শোরগোল পড়ে যায় বিমানবন্দরে।

টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মুখপাত্র সিজে জনসন বলেন, সকাল ৮টা (স্থানীয় সময়) নাগাদ আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৯০-এর ওড়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে ল্যান্ডিং গিয়ারের টায়ার ফেটে যায়।

আরও পড়ুন: হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট জেলায়! স্বস্তির মাঝেই মর্মান্তিক ঘটনা! প্রাণ গেল একাধিকের

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান চলতে শুরু করার পরই ডানদিকের পিছন থেকে ধোঁয়া বেরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফেটে যায় টায়ার। তবে বড়সড় কোনও বিপদ হয়নি। রানওয়েতেই থেমে যায় বিমান। কয়েক মিনিটের মধ্যেই এমার্জেন্সি ভেহিক্যাল এসে পৌঁছয়। বের করে আনা হয় যাত্রীদের।

বিমানে ছিলেন ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার: আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র আলফ্রেডো গার্দুনো বলেছেন, বিমানে মোট ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁদের প্রত্যেককেই টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে আমেরিকান এয়ারলাইন্স। টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট অপারেশনে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি। এমনটাই জানিয়েছেন মুখপাত্র সিজে জনসন। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রানওয়েতে তীব্র গতিতে ছোটার সময় বিমানের নীচ থেকে ধোঁয়া বেরচ্ছে। প্রথমে অনুমান করা হয়েছিল, বোধহয় আগুন লেগে গিয়েছে।

বিমাববন্দরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টায়ারের টুকরো: বিমানের টায়ার ফাটার মুহূর্ত ধরা পড়েছে ভিডিওতে। দেখা যাচ্ছে, টাম্পা বিমানবন্দরের রানওয়েতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টায়ারের টুকরো। ভিডিওতে প্লেট স্পটার ক্যাপ্টেন স্টিভেন মার্কোভিচকে উত্তেজিত গলায় বলতে শোনা যাচ্ছে, “একটা টায়ার ফেটে গেল। এমার্জেন্সি, এমার্জেন্সি, এমার্জেন্সি। আগুন লেগে গিয়েছে। এরপর কিছুটা শান্ত গলায় তিনি বলেন, “পুরো রানওয়ে জুড়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে তিনি যোগ করেন, “আমি ভেবেছিলাম বিমানে আগুন ধরে গিয়েছে”।

51 Flights Cancelled in Mumbai: বৃষ্টিতে ডুবে মুম্বই বিমানবন্দরের রানওয়ে, আবহাওয়ার জেরে বাতিল হল ৫১টি বিমান!

মুম্বই: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মুম্বই শহরে। জলমগ্ন শহরে বিপর্যয় শুধু রাস্তাঘাটেই নয়, বিঘ্নিত হচ্ছে রেল পরিসেবা থেকে শুরু করে বিমানও। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর হিসেব বলছে, গত ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৬৮ মিলিমিটার। ভারী বৃষ্টির দাপটে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরও ভাসছে। এখনও পর্যন্ত ৫১টি বিমান বাতিল করা হয়েছে।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পথ ঝাপসা হয়ে রয়েছে। বিমান চালানো সম্ভব হচ্ছে না। রাত ২টো ২২ থেকে ভোর ৩টে ৪০ অবধি রানওয়ে অপারেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিমানপোত কর্তৃপক্ষ। অন্তত ২৭টি বিমান বাতিল হয়েছে এই কারণেই। সব মিলিয়ে সোমবার বেলা ১২টা পর্যন্ত 51টি বিমান বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে ৪২টি ইন্ডিগো বিমান, ৬টি এয়ার ইন্ডিয়ার বিমান, একটি কাতার এয়ারওয়ে এবং ২টি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

মুম্বইয়ের বিমানবন্দরে রানওয়েগুলি জলমগ্ন থাকায় সমস্যা হচ্ছে ফ্লাইট ল্যান্ড করাতে বা অবতরণে। এ কারণে বাইরে থেকে আসা বিমানগুলিকে মুম্বইয়ের বদলে আহমেদাবাদ, হায়দরাবাদ এবং ইনদওরে নামানো হচ্ছে। যে বিমানগুলি বাইরে থেকে আসছে সেগুলিকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আগে থাকতে বিমানের সময়সূচী খেয়াল রাখতে। যাতে পরিবর্তিত বিমানের সময়সুচী নজর না এড়ায়।

আরও পড়ুন: বারে খানাপিনার বিল ১৮হাজার ৭৩০টাকা! বিএমডবলু কাণ্ডে নয়া মোড়

CSMIA বা ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এদিন এক্স হ্যান্ডলে সতর্কতামূলক একটি পোস্টও করা হয়েছে। সেখানে লেখা, “ভারী বৃষ্টি এবং আবহাওয়ার অবনতির কারণে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগে এয়ারপোর্টে আসুন। ফ্লাইট স্ট্যাটাস আগে থেকে চেক করুন।”

Air India Express Flights Cancelled: ‘শারীরিক অসুস্থতা’র জেরে কর্মীদের গণছুটি! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লাগাতার উড়ান বাতিলে ক্ষুব্ধ যাত্রীরা

নয়াদিল্লি: ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। কারণ ওই বিমান সংস্থার বেশিরভাগ সিনিয়র বিমানকর্মী শারীরিক অসুস্থতার জেরে ছুটিতে রয়েছেন। সোমবার সন্ধ্যার দিক থেকে একের পর এক বিমানকর্মী শারীরিক অসুস্থতার কথা জানাতে শুরু করেন। আর যেহেতু ওই সংস্থায় পর্যাপ্ত বিমানকর্মী নেই, তাই কোচি, কালিকট এবং বেঙ্গালুরুর মতো একাধিক বিমানবন্দর থেকে একের পর এক উড়ান বাতিল হতে শুরু করে।

সূত্রের মতে, আকস্মিক এই ঘটনার কারণ বুঝতে তদন্ত শুরু করেছিল সিভিল অ্যাভিয়েশন অথোরিটিগুলি। রিপোর্টে জানা যায় যে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মী কম থাকায় একাধিক উড়ান বাতিল করতে হয়েছে। আসলে ওই সংস্থার কর্মীদের একাংশই ‘সিক লিভ’ নিয়েছেন। মূলত টাটা গ্রুপ অধিকৃত এই বিমান সংস্থার অন্দরে যে অব্যস্থার অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কর্মীরা এহেন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

একটি বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আবার জানিয়েছে যে, “বিমানকর্মীদের একটা অংশ একেবারে শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেছিলেন। আর এর ফলেই বিমান দেরিতে ছাড়ছে, এমনকী কিছু কিছু উড়ান তো বাতিলও করতে হয়েছে। এই ঘটনার পিছনে কোন কারণ রয়েছে, তা জানার জন্য বিমানকর্মীদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। কোনওরকম সমস্যা হয়ে থাকলে তা সমাধান করার জন্য আমাদের টিম সক্রিয় ভাবে অংশগ্রহণ করছে।”

এই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে, “আমাদের অতিথিদের কাছ থেকে আমরা ক্ষমাপ্রার্থনা করছি… যাঁরা এর জেরে ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের পুরো রিফান্ড দিয়ে দেওয়া হবে। অথবা রিশিডিউলিং করা হবে। যাঁদের আজ আমাদের উড়ানে চড়ে যাতায়াত করার কথা রয়েছে, তাঁদেরকে অনুরোধ, তাঁরা যেন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজেদের ফ্লাইট স্টেটাসটা একবার পরীক্ষা করে নেন।”

আরও পড়ুন : মূক ও বধির ৬ বছরের সন্তানকে কুমিরের মুখে ছুড়ে দিল মা! শিশুর পরিণতিতে শিউরে উঠবেন

আকস্মিক ভাবে বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রীই। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী বেশ কয়েকজন সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। আবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের এ নিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে।

প্রসঙ্গত সংস্থার বিমানকর্মীদের ইউনিয়ন অর্থাৎ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এমপ্লয়িজ ইউনিয়ন (এআইএক্সইইউ)-এর তরফে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বিমানকর্মীদের দাবিদাওয়া এবং ক্ষোভের কথা জানানো হয়েছে। যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ওই ইউনিয়নের দাবি, সংশ্লিষ্ট উড়ান সংস্থায় রয়েছে প্রচুর অব্যবস্থা। এমনকী কর্মীদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে কোনও ভারসাম্য নেই। এর পাশাপাশি তাদের এ-ও অভিযোগ যে, সংস্থার অন্দরে যে অব্যবস্থা রয়েছে, তা কর্মীদের মনোবলকে প্রভাবিত করেছে।