Tag Archives: gajar ka halwa

Gajorer Halua Recipe: শুধুই স্বাদ নয় এই সবজির এই মিষ্টিতে ঠাসা পুষ্টি! সবজি নয় মিষ্টি হিসেবে চটজলদি বানিয়ে ফেলুন গাজরের এই রেসিপি

দক্ষিণ দিনাজপুর: শীতকালে অন্যান্য সহজলোভ‌্য সবজিগুলির মধ্যে গাজর খুবই ভাল। এতে ফাইবার, ভিটামিন এ-এর মতো নানা পুষ্টিগুণ রয়েছে। গাজরের হালুয়া ভালবাসেন না এরকম খুব কম মানুষই আছেন। তবে এই সুস্বাদু মিষ্টি তৈরির প্রণালী অনেকেরই অজানা। জেনে নিন বাড়িতেই খুব সহজে গাজরের হালুয়া বানানোর রেসিপি। শীতকালে গাজরের হালুয়া খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়! স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে খুব অল্প সংখ্যক রান্নাতেই।

প্রথমেই একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ ঘি গরম করে নিয়ে এবার ওর মধ্যে হাতের সাহায্যে ভেঙে নেওয়া ড্রাইফুটস হিসেবে কাজু, কিসমিস ও আমন্ড বাদাম একই সঙ্গে কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে হালকা আঁচে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটস গুলো যেন কোনভাবেই বেশি কড়া ভাজা না হয় তাহলে সে ক্ষেত্রে পুড়ে যেতে পারে। এবারে ওই ঘি এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পরিমাণ মতন গাজর দিয়ে ভালভাবে একনাগারে বেশ কিছুক্ষণ নেড়ে যেতে হবে।

আরও পড়ুন   Fuchka Papri is Bad for Health: আলু বা টক জল নয়, ফুচকার পাপড়ি কেন শরীরের জন্য বিষ, জানুন

এবারে ওই গাজরের মিশ্রনের মধ্যে পরিমান মতন প্রায় দুই কাপ চিনি ঢেলে নিয়ে মিশ্রনটিকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে, যাতে চিনি দানা দানা হয়ে না থাকে। একনাগারে বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে গাজরের মিশ্রনটির রং পরিবর্তন হয়ে গাঢ় হয়ে আসছে। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে এবার তাতে বেশ কিছুটা পরিমান দুধ ও উপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে ভালভাবে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট দুই পর ঢাকনা খুলে গাজরের মিশ্রণটি বেশ আঠালো আঠালো হয়ে গেলেই উপর থেকে বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষির ছড়িয়ে ভালভাবে নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু গাজরের হালুয়া। শীতের রাতে মন কাড়বে সকলের।

সুস্মিতা গোস্বামী

Gajar Ka Halwa: গাজর কুরতে হবে না, ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন গাজরের হালুয়া! শিখে নিন রেসিপি

বীরভূম:  শীত মানেই সব বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া। কারণ এই সময় আবহাওয়া ভাল থাকে আর সেই কারণে বিভিন্ন রকম খাবার খেতেও খুব ভাল লাগে। এই সময় বাড়িতে বাড়িতে পিঠে, পায়েস, পুলি এসব তো হয়েই থাকে।আর তার সঙ্গে গাজরের হালুয়া, মালপোয়া এসব তো রয়েছে।

শীতের বাজারে সবজির ছড়াছড়ি। তাই কড়াইশুটির কচুরি,নতুন আলুর দম, নতুন নলেন গুড়ের পায়েস এসব চলতেই থাকে। আর বিশেষ করে এই সময় বাজারে প্রচুর টাটকা গাজর পাওয়া যায়। আর শীতকাল প্রায় শেষের দিকে আর এই মুহূর্তে গাজর দিয়েই বানিয়ে ফেলুন গাজরের হালুয়া।

আরও পড়ুন: বারাণসীর মতো এই দৃশ‍্য এবার দেখা যাবে তারাপীঠেও! দর্শনার্থীদের ভিড় আরও বাড়াবে সন্ধ্যা আরতি

তবে হালুয়া বানালে গাজর না কুরে এই সময় বাজারে যে সব ছোট ছোট লাল গাজর পাওয়া যায় আর তা দিয়েই বানিয়ে ফেলুন সুন্দর হালুয়া।রামপুরহাট নিবাসী সুদীপ্তা মন্ডল জানান প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।

এর পরে ফ্রাইং প্যানে ১ চামচ ঘি দিয়ে গাজরের টুকরো গুলো দিতে হবে। ঘি এর মধ্যে ২ মিনিট নেড়ে নিয়ে থেঁতো করা এলাচ দিতে হবে। গাজরের কাচা গন্ধ দূর হয়ে যাবে।এর পরে এক চিমটে নুনও দেবেন। এরপর প্রেশার কুকারে বড় কিছুটা জল দিয়ে তাতে গাজর দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

এর পরেই ফ্রাইং প্যানে বাকি ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ কুচি দিয়ে ভেজে নিতে হবে। ওই প্যানেই সেদ্ধ গাজর নিয়ে হাতা দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। এবার এতে পরিমাণ মতন দুধ মিশিয়ে দিন। একই ভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে ৫ মিনিট রান্না করুন। ১৫০ গ্রাম চিনি, ১০০ গ্রাম মাখা সন্দেশ অথবা ক্ষির মিশিয়ে নিন।ভেজে রাখা কাজু-কিশমিশ দিয়ে নেড়ে নিন।

সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই এবার এলাচোর গুঁড়ো, জায়ফলের গুঁড়ো আর সামান্য ঘি মিশিয়ে দিন। এতে ঘি কম খাওয়া হয় আর স্বাদও হয় দারুণ। এভাবে গাজরের হালুয়া বানালে সময় যেমন কম লাগে তেমনই ঝামেলাও কম তাই এবার থেকে না কুরে এভাবেই বানিয়ে নিন গাজরের হালুয়া। এতে খেতে হবে ভীষণ রকম সুস্বাদু আর বানাতে কোনও রকম ঝামেলাও হবে না।

সৌভিক রায়