Tag Archives: General Knowledge Story

General Knowledge: সরকারি দুর্নীতি থেকে বেকারত্ব! বিশ্বের কোন কোন দেশে অপরাধের হার বেশি? রইল তালিকা

অপরাধের হার এক-এক দেশে এক-এক রকম। আর এটা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। উদাহরণস্বরূপ, দারিদ্র্যের উচ্চহার এবং বেকারত্বের কারণে বাড়তে পারে দেশের অপরাধের হার। আবার কড়া পুলিশি পদক্ষেপ এবং কঠিন শাস্তির কারণে অপরাধের হার কমতে থাকে। আবার বয়সের সঙ্গে অপরাধের একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে হিংসাত্মক অপরাধ করে ২০-৩০ বছর বয়সীরাই। বিশ্বের যেসব দেশে অপরাধের হার সবথেকে বেশি, সেই রকম ১০টি দেশের তালিকা এখানে দেওয়া হল।

ভেনেজুয়েলা:

ভেনেজুয়েলার ক্রাইম ইন্ডেক্স ৮৩.৭৬। এমনকী এখানে ভ্রমণের ক্ষেত্রে লেভেল ৪ নির্দেশিকা জারি করেছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট। অপরাধের হার বেশি হওয়ার অন্যতম কারণ হল সরকারি দুর্নীতি।

পাপুয়া নিউ গিনি:

এখানকার ক্রাইম ইনডেক্স ৮০.৭৯। দ্রুত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পালাবদলই মূলত অপরাধের আগুনে ঘি ঢালেছে।

দক্ষিণ আফ্রিকা:

অপরাধের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখানে নিগ্রহ, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং আরও নানা ধরনের হিংসাত্মক অপরাধ দেখা যায়। এর অন্যতম মূল কারণগুলি হল দারিদ্র্য, অসাম্য এবং বেকারত্ব।

আফগানিস্তান:

অপরাধের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তান। দুর্নীতি, হত্যা, সুপারি হত্যাকাণ্ড, মাদক পাচার, অপহরণ, অর্থ পাচারের আকারে এখানে অপরাধ সংঘটিত হয়। ২০২০ সালে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ অবৈধ আফিম সরবরাহ করেছে আফগানিস্তান।

হন্ডুরাস:

এখানকার ক্রাইম ইনডেক্স ৭৪.৫৪। ২০১২-র এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতিদিন ২০টি করে হত্যাকাণ্ড ঘটেছে হন্ডুরাসে। এর পিছনে হাত ছিল কিছু বন্দুকবাজ দলের। এছাড়াও আমেরিকার বড়সড় মাদক পথ হিসেবে গণ্য করা হয় এই জায়গাকে।

ত্রিনিদাদ ও টোবাগো:

অপরাধের দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে এই দেশ। অপরাধদমনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। এর পাশাপাশি এই দেশে অবৈধ অস্ত্রের বিপুল চাহিদা রয়েছে। পর্যটকদের সেখানে ভ্রমণের ক্ষেত্রে লেভেল ২ ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়েছে।

গুয়ানা:

সারা বিশ্বের মধ্যে গুয়ানার অপরাধের হার ৬৮.৭৪। আগ্নেয়াস্ত্রের মালিকানা পাওয়ার জন্য কঠোর লাইসেন্সের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও অপরাধীদের দ্বারা অস্ত্রের ব্যবহার সাধারণ হয়ে উঠেছে। আর গার্হ্যস্থ হিংসাও এখানকার রোজকার ঘটনা।

এল সালভাদর:

অপরাধের নিরিখে এই দেশও রয়েছে তালিকায়। সম্পত্তিগত অপরাধ, ডাকাতি-চুরি এবং গাড়ি চুরির মতো বিষয় এখানে সবথেকে সাধারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: বলুন তো পেঁয়াজ আমিষ না নিরামিষ? রান্নাঘরের সঙ্গীর আসল পরিচয় অনেকেই জানে না…

আরও পড়ুন: অমৃত সমান! এই পাতার রস সব রোগের যম… ওষুধ লাগবে না, সারবে বাঘা বাঘা অসুখ

ব্রাজিল:

এখানে উচ্চ হারে হিংসাত্মক অপরাধ হতে দেখা যায়। শত্রুগোষ্ঠীর মধ্যে হিংসা-মারামারি, মাদক পাচার, দুর্নীতি, গার্হস্থ্য হিংসা ব্রাজিলে খুবই সাধারণ বিষয়।

জামাইকা:

সরকারি দুর্নীতি, গোষ্ঠী সংঘর্ষ, যৌন নিগ্রহ এবং উচ্চহারের হিংসাত্মক অপরাধই এই দেশের অপরাধের হার বাড়িয়ে দিয়েছে। এখানকার স্প্যানিশ শহরতলি, কিংসটন এবং মন্টেগো বে-র কিছু অংশে পর্যটকদের যেতে নিষেধ করা হয়।

General Knowledge Story: বলুন তো মহিলা না পুরুষ, কারা বেশি ঘুমোয়? ৯৯ শতাংশই উত্তর দিতে ডাহা ফেল

সুস্থভাবে বেঁচে থাকতে ভাল এবং গভীর ঘুম জরুরি। অন্তত ৬ ঘণ্টা খুব গভীর ভাবে শরীরকে বিশ্রাম ও ঘুমের প্রয়োজন।
সুস্থভাবে বেঁচে থাকতে ভাল এবং গভীর ঘুম জরুরি। অন্তত ৬ ঘণ্টা খুব গভীর ভাবে শরীরকে বিশ্রাম ও ঘুমের প্রয়োজন।
ঘুম আসতে অনেকের দেরি হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই বহু টাকার ওষুধ খেয়ে থাকেন বা ঘরোয়া টোটকার ব্যবহার করে থাকেন। তারপরও অনেকের সমস্যা থেকেই যায়।
ঘুম আসতে অনেকের দেরি হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই বহু টাকার ওষুধ খেয়ে থাকেন বা ঘরোয়া টোটকার ব্যবহার করে থাকেন। তারপরও অনেকের সমস্যা থেকেই যায়।
তবের ঘুমের ওষুধ খেয়ে ঘুমনো কিন্তু একেবারেই ঠিক নয়। এ তো গেল আলাদা প্রসঙ্গ। কিন্তু এটা কি জানেন পুরুষ আর মহিলার মধ্যে কে বেশি ঘুমায়?
তবের ঘুমের ওষুধ খেয়ে ঘুমনো কিন্তু একেবারেই ঠিক নয়। এ তো গেল আলাদা প্রসঙ্গ। কিন্তু এটা কি জানেন পুরুষ আর মহিলার মধ্যে কে বেশি ঘুমায়?
পর্যাপ্ত ঘুম আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। হেলথলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন।
পর্যাপ্ত ঘুম আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। হেলথলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন।
বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের সাধারণত বেশি ঘুমের প্রয়োজন হয়।'
বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের সাধারণত বেশি ঘুমের প্রয়োজন হয়।’
 পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি না, তখন আমাদের মন নিস্তেজ হয়ে যায় এবং আমরা মনোযোগ দিতে পারি না। তাই প্রতি রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন।
পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি না, তখন আমাদের মন নিস্তেজ হয়ে যায় এবং আমরা মনোযোগ দিতে পারি না। তাই প্রতি রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন।
পুরুষদের ৭-৮ ঘণ্টা ঘুমেই চলে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগে।
পুরুষদের ৭-৮ ঘণ্টা ঘুমেই চলে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগে।
ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের একটি সমীক্ষা বলছে, নারীরা পুরুষদের তুলনায় ১১ থেকে ১৩ মিনিট বেশি ঘুমান।
ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের একটি সমীক্ষা বলছে, নারীরা পুরুষদের তুলনায় ১১ থেকে ১৩ মিনিট বেশি ঘুমান।
তবে এটাও ঠিক, পুরুষদের তুলনায় নারীদের ‘ইনসমনিয়া’ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। পিরিয়ড সংক্রান্ত হরমোনের সমস্যার কারণেও ঘুমের ঘাটতি থাকে তাঁদের। ফলে স্বাভাবিকভাবেই নারীদের বেশি ঘুম প্রয়োজন।
তবে এটাও ঠিক, পুরুষদের তুলনায় নারীদের ‘ইনসমনিয়া’ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। পিরিয়ড সংক্রান্ত হরমোনের সমস্যার কারণেও ঘুমের ঘাটতি থাকে তাঁদের। ফলে স্বাভাবিকভাবেই নারীদের বেশি ঘুম প্রয়োজন।

General Knowledge Story: বলুন তো দেখি কোন প্রাণী ঘুমোলেই মারা যায়? জীবদ্দশায় কখনও ঘুমায়নি! বলতে পারলে আপনিই সেরা

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আপনারা হয়তো অনেকেই জানেন না যে পিঁপড়ে হল এমন একটি প্রাণী, যে ঘুমলেই মারা যায়।
আপনারা হয়তো অনেকেই জানেন না যে পিঁপড়ে হল এমন একটি প্রাণী, যে ঘুমলেই মারা যায়।
পিঁপড়ে সম্পর্কে কিন্তু আরও অনেক মজার ঘটনা ঘটে থাকে। যেমন, আপনি প্রায়ই দেখেছেন যে পিঁপড়েরা সবসময় এক লাইনে চলে, কিন্তু কেন এমন হয় জানেন? এই পিঁপড়েরা যখন খাবারের সন্ধানে বের হয়, তখন রাণী পিঁপড়ে ফেরোমোন নামক রাসায়নিক পদার্থ পথের মধ্যে ফেলে দেয়। এর গন্ধ শুঁকে অন্যান্য পিঁপড়ারাও তা অনুসরণ করে। কারণ পিঁপড়ে দেখতে পায় না। অথবা বলতে পারেন তাদের চোখ নেই। একের পর এক হাঁটার ফলে একটা সারি তৈরি হয়।
পিঁপড়ে সম্পর্কে কিন্তু আরও অনেক মজার ঘটনা ঘটে থাকে। যেমন, আপনি প্রায়ই দেখেছেন যে পিঁপড়েরা সবসময় এক লাইনে চলে, কিন্তু কেন এমন হয় জানেন? এই পিঁপড়েরা যখন খাবারের সন্ধানে বের হয়, তখন রাণী পিঁপড়ে ফেরোমোন নামক রাসায়নিক পদার্থ পথের মধ্যে ফেলে দেয়। এর গন্ধ শুঁকে অন্যান্য পিঁপড়ারাও তা অনুসরণ করে। কারণ পিঁপড়ে দেখতে পায় না। অথবা বলতে পারেন তাদের চোখ নেই। একের পর এক হাঁটার ফলে একটা সারি তৈরি হয়।
 আন্টার্কটিকা ছাড়া সারা পৃথিবীতেই এগুলো পাওয়া যায়।
আন্টার্কটিকা ছাড়া সারা পৃথিবীতেই এগুলো পাওয়া যায়।
পিঁপড়ে যেমন ঘুমলে মারা যায়, তেমনই আরেক প্রাণী আছে যে জল খেলে মারা যায়।
পিঁপড়ে যেমন ঘুমলে মারা যায়, তেমনই আরেক প্রাণী আছে যে জল খেলে মারা যায়।
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
ক্যাঙ্গারু ইঁদুর জল পান করার পর মারা যায়। এই প্রাণী জীবনে একবারও জল খায় না।
ক্যাঙ্গারু ইঁদুর জল পান করার পর মারা যায়। এই প্রাণী জীবনে একবারও জল খায় না।
আমরা কেউই জল ছাড়া বাঁচতে পারি না। তা সে মানুষ হোক বা অন্য যে কোনও প্রাণী। তবে ক্যাঙ্গারু ইঁদুর জীবনে একবারও জল খায় না।
আমরা কেউই জল ছাড়া বাঁচতে পারি না। তা সে মানুষ হোক বা অন্য যে কোনও প্রাণী। তবে ক্যাঙ্গারু ইঁদুর জীবনে একবারও জল খায় না।

Knowledge Story: বলুন তো, ‘কুলফি’ কোথা থেকে এসেছে? ৯৯% মানুষই সঠিক উত্তর দিতে গিয়ে হিমশিম! আপনি কি জানেন?

মুখে দিলেই এক টুকরো স্বর্গ৷ গরম এলেই আইসক্রিম খাওয়ার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়। আইসক্রিমের সঙ্গে জড়িয়ে আছে শৈশবের অনেক স্মৃতি৷ ছোট থেকে বড় সকলেই আইসক্রিমে খেতে ভালবাসে৷ তবে শুধু আইসক্রিম নয়, কুলফিপ্রেমীর সংখ্যাও রয়েছে প্রচুর৷
মুখে দিলেই এক টুকরো স্বর্গ৷ গরম এলেই আইসক্রিম খাওয়ার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়। আইসক্রিমের সঙ্গে জড়িয়ে আছে শৈশবের অনেক স্মৃতি৷ ছোট থেকে বড় সকলেই আইসক্রিমে খেতে ভালবাসে৷ তবে শুধু আইসক্রিম নয়, কুলফিপ্রেমীর সংখ্যাও রয়েছে প্রচুর৷
কুলফিপ্রেমীদের কমতি নেই৷ তবে কখনও কি ভেবে দেখেছেন, এই কুলফি কোথা থেকে এসেছে৷ এটি যেমন স্বাদের জন্য বিখ্যাত, তেমনই এর চাহিদাও তুঙ্গে৷
কুলফিপ্রেমীদের কমতি নেই৷ তবে কখনও কি ভেবে দেখেছেন, এই কুলফি কোথা থেকে এসেছে৷ এটি যেমন স্বাদের জন্য বিখ্যাত, তেমনই এর চাহিদাও তুঙ্গে৷
গরমকালে কুলফির স্বস্তি এবং স্বাদের সঙ্গে কোনও কিছুই প্রতিযোগিতা করতে পারে না। ভারতে কুলফি তৈরির অনেক পদ্ধতি এবং স্বাদ থাকতে পারে, তবে এটি ভারতীয়দের জীবনধারায় এতটাই গেঁথে গেছে যে গরম পড়তে না পড়তেই এর চাহিদা প্রচুর বেড়ে যায়।
গরমকালে কুলফির স্বস্তি এবং স্বাদের সঙ্গে কোনও কিছুই প্রতিযোগিতা করতে পারে না। ভারতে কুলফি তৈরির অনেক পদ্ধতি এবং স্বাদ থাকতে পারে, তবে এটি ভারতীয়দের জীবনধারায় এতটাই গেঁথে গেছে যে গরম পড়তে না পড়তেই এর চাহিদা প্রচুর বেড়ে যায়।
কেউ কেউ আবার এমনও আছেন যে শুধু গরমে নয় বরং শীতেও কুলফি খেতে পছন্দ করেন৷ তবে কুলফির স্বাদ নেওয়ার সময় কখনও কি ভেবে দেখেছেন এই শব্দটি ভারতে কোথা থেকে এসেছে?
কেউ কেউ আবার এমনও আছেন যে শুধু গরমে নয় বরং শীতেও কুলফি খেতে পছন্দ করেন৷ তবে কুলফির স্বাদ নেওয়ার সময় কখনও কি ভেবে দেখেছেন এই শব্দটি ভারতে কোথা থেকে এসেছে?
উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুলফি শব্দটি ফার্সি শব্দ কুলফি থেকে এসেছে। যার অর্থ- ঢাকা কাপ। যেহেতু আগে এটি একটি কাপের মধ্যে সেট করা হয়েছিল, তাই এই মিষ্টির জন্য কুলফি শব্দটি উপযুক্ত বলে মনে করা হয়।
উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুলফি শব্দটি ফার্সি শব্দ কুলফি থেকে এসেছে। যার অর্থ- ঢাকা কাপ। যেহেতু আগে এটি একটি কাপের মধ্যে সেট করা হয়েছিল, তাই এই মিষ্টির জন্য কুলফি শব্দটি উপযুক্ত বলে মনে করা হয়।
কুলফি শব্দটি ফার্সি হতে পারে কিন্তু খাবারটি আমাদের নিজস্ব। এটি মুঘল সাম্রাজ্যের সময় ১৬-র শতকে দিল্লিতে তৈরি করা হয়েছিল। কথিত আছে যে, সম্রাট আকবর কুলফি খেতে খুব পছন্দ করতেন, যেটি শুকনো ফল, চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে অল্প আঁচে রান্না করা হত। তারপর এই মিশ্রণ ঠান্ডা করে সার্ভ করা হত।
কুলফি শব্দটি ফার্সি হতে পারে কিন্তু খাবারটি আমাদের নিজস্ব। এটি মুঘল সাম্রাজ্যের সময় ১৬-র শতকে দিল্লিতে তৈরি করা হয়েছিল। কথিত আছে যে, সম্রাট আকবর কুলফি খেতে খুব পছন্দ করতেন, যেটি শুকনো ফল, চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে অল্প আঁচে রান্না করা হত। তারপর এই মিশ্রণ ঠান্ডা করে সার্ভ করা হত।

General Knowledge Story: অল্পতে চোখ ভিজে যায়? কথায় কথায় কেঁদে ফেলেন? তাহলে আপনারও আছে ‘এই’ বিশেষ গুণ

কান্না আর পাঁচটা আবেগের প্রতিক্রিয়ার মতোই একটি প্রতিক্রিয়া। চোখে জল আসাকে দুর্বলতাকে মনে করা হলেও, হাসির মতোই স্বাভাবিক মানুষের চোখে জল। বরং কাঁদলেই মন হালকা থাকে। সমস্ত যন্ত্রণা মনে পুষে রাখলে শরীরেই জমে নানা রোগ। কেউ কেউ আছে যাঁরা একটু বেশিই কাঁদেন। তবে এঁদের মধ্যে কিছু গুণও রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলি কী কী?
কান্না আর পাঁচটা আবেগের প্রতিক্রিয়ার মতোই একটি প্রতিক্রিয়া। চোখে জল আসাকে দুর্বলতাকে মনে করা হলেও, হাসির মতোই স্বাভাবিক মানুষের চোখে জল। বরং কাঁদলেই মন হালকা থাকে। সমস্ত যন্ত্রণা মনে পুষে রাখলে শরীরেই জমে নানা রোগ। কেউ কেউ আছে যাঁরা একটু বেশিই কাঁদেন। তবে এঁদের মধ্যে কিছু গুণও রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলি কী কী?
এঁদের ইমোশনাল কোশেন্ট তুলনামূলক বেশি হয়। কারণ এরা সহজেই নিজের ভিতরে কী চলছে তা প্রকাশ করতে পারে। প্রয়োজনে যেমন না বলতে পারেন, তেমনই আবার দরকারে অন্যের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়।
এঁদের ইমোশনাল কোশেন্ট তুলনামূলক বেশি হয়। কারণ এরা সহজেই নিজের ভিতরে কী চলছে তা প্রকাশ করতে পারে। প্রয়োজনে যেমন না বলতে পারেন, তেমনই আবার দরকারে অন্যের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়।
এরা বন্ধু হিসেবেও ভাল হয়। বন্ধুত্বে আবেগটাই আসল। নিজের মনের ভাব বোঝাতে এরা সক্ষম। প্রয়োজনে চোখ থেকে জল বেরিয়ে আসে। আবার হাসিতেও বন্ধুকে ভরিয়ে রাখে।
এরা বন্ধু হিসেবেও ভাল হয়। বন্ধুত্বে আবেগটাই আসল। নিজের মনের ভাব বোঝাতে এরা সক্ষম। প্রয়োজনে চোখ থেকে জল বেরিয়ে আসে। আবার হাসিতেও বন্ধুকে ভরিয়ে রাখে।
কান্নাকে অনেকেই দুর্বলতা মনে করেন। সমাজ কী ভাবে বিষয়টাকে দেখবে এই ভেবে অনেকেই কাঁদেন না। কান্না আসলেও চোয়াল শক্ত করে চেপে রাখেন। কিন্তু যাঁরা কেঁদে ফেলেন সহজেই তাঁরা এসবের তোয়াক্কা করেন না। ভয় না পেয়ে নিজের আবেগকেই তাঁরা প্রাধান্য দেন।
কান্নাকে অনেকেই দুর্বলতা মনে করেন। সমাজ কী ভাবে বিষয়টাকে দেখবে এই ভেবে অনেকেই কাঁদেন না। কান্না আসলেও চোয়াল শক্ত করে চেপে রাখেন। কিন্তু যাঁরা কেঁদে ফেলেন সহজেই তাঁরা এসবের তোয়াক্কা করেন না। ভয় না পেয়ে নিজের আবেগকেই তাঁরা প্রাধান্য দেন।
সোশ্যাল মিডিয়ার যুগে সবসময়ে হাসিখুশি থাকা যেন নিয়মের পর্যায়ে চলে গিয়েছে। কারও যে সত্যিই দুঃখ হতে পারে তা যেন মেনে নিতেই রাজি নয় সমাজ। কিন্তু মানুষের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে দুঃখ পাওয়া বা কেঁদে ফেলা। বিশেষ করে কোনও পুরুষের চোখে জল দেখলে সমাজ যেন রে রে করে ওঠে। তবে যারা হাসির মতোই মনে দুঃখ এলেও চোখে জল এনে তা প্রকাশ করেন তারা সমাজের এই ট্যাবুগুলির তোয়াক্কা করেন না।
সোশ্যাল মিডিয়ার যুগে সবসময়ে হাসিখুশি থাকা যেন নিয়মের পর্যায়ে চলে গিয়েছে। কারও যে সত্যিই দুঃখ হতে পারে তা যেন মেনে নিতেই রাজি নয় সমাজ। কিন্তু মানুষের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে দুঃখ পাওয়া বা কেঁদে ফেলা। বিশেষ করে কোনও পুরুষের চোখে জল দেখলে সমাজ যেন রে রে করে ওঠে। তবে যারা হাসির মতোই মনে দুঃখ এলেও চোখে জল এনে তা প্রকাশ করেন তারা সমাজের এই ট্যাবুগুলির তোয়াক্কা করেন না।
যাঁরা অল্পেতেই কেঁদে ফেলেন, তাঁদের জীবন থেকে স্ট্রেস অনেকটাই কমে যায়। কান্নার মাধ্যমেই স্ট্রেস কমতে থাকে। বরং না কেঁদে কষ্ট চেপে রাখলেই অন্যান্য অসুখ বাসা বাঁধতে থাকে।
যাঁরা অল্পেতেই কেঁদে ফেলেন, তাঁদের জীবন থেকে স্ট্রেস অনেকটাই কমে যায়। কান্নার মাধ্যমেই স্ট্রেস কমতে থাকে। বরং না কেঁদে কষ্ট চেপে রাখলেই অন্যান্য অসুখ বাসা বাঁধতে থাকে।

General Knowledge Story: বলুন তো একজন মানুষ দিনে কতগুলি মিথ্যা কথা বলে? এক লক্ষণেই চিনে ফেলুন মিথ্যাবাদী! আপনি রয়েছেন নাকি সেই দলে?

কখনও প্রাণ বাঁচাতে, কখনও শুধু এমনিই আমরা মিথ্য়ে বলি। কারণে অকারণে, অন্য়কে বিপদে ফেলতে, নিজেদের স্বার্থসিদ্ধি করতে আমরা মিথ্য়ে কথা বলি। এছাড়াও, অনেক সময় আমরা এও দেখি অনেক ভাল উদ্দেশ্য় নিয়ে আমরা মিথ্য়ে বলি।
কখনও প্রাণ বাঁচাতে, কখনও শুধু এমনিই আমরা মিথ্য়ে বলি। কারণে অকারণে, অন্য়কে বিপদে ফেলতে, নিজেদের স্বার্থসিদ্ধি করতে আমরা মিথ্য়ে কথা বলি। এছাড়াও, অনেক সময় আমরা এও দেখি অনেক ভাল উদ্দেশ্য় নিয়ে আমরা মিথ্য়ে বলি।
কিন্তু কখনও কী ভেবে দেখেছেন মানুষ দিনে কতবার মিথ্য়ে বলে?
কিন্তু কখনও কী ভেবে দেখেছেন মানুষ দিনে কতবার মিথ্য়ে বলে?
কিছু গবেষক অনুমান করেছেন যে গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ১-২টি মিথ্যা বলে। অন্য অনেক গবেষণায় পাওয়া গিয়েছে মানুষ গড়ে প্রতিদিন ১০-১৫টির কাছাকাছি মিথ্যা বলে
কিছু গবেষক অনুমান করেছেন যে গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ১-২টি মিথ্যা বলে। অন্য অনেক গবেষণায় পাওয়া গিয়েছে মানুষ গড়ে প্রতিদিন ১০-১৫টির কাছাকাছি মিথ্যা বলে
জার্নাল অভ বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সোশাল সাইকোলজিতে সস্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মানুষই ১০ মিনিটের আলাপের পরেই মিথ্যা বলতে শুরু করে।
জার্নাল অভ বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সোশাল সাইকোলজিতে সস্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মানুষই ১০ মিনিটের আলাপের পরেই মিথ্যা বলতে শুরু করে।
আবার বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রতারণা বিশেষজ্ঞ টিমোথি লেভিন বলছেন, মিথ্যা বলার হার আরও অনেক কম। তাঁর মতে, গড়ে দিনে ২-৩টের বেশি মিথ্যে আমরা বলি না।
আবার বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রতারণা বিশেষজ্ঞ টিমোথি লেভিন বলছেন, মিথ্যা বলার হার আরও অনেক কম। তাঁর মতে, গড়ে দিনে ২-৩টের বেশি মিথ্যে আমরা বলি না।
পামেলা মেয়ার এক টক শোতে মিথ্যাবাদী চেনার কিছু উপায়ের কথা বলেছিলেন। তিনি বলেন মিথ্যা বলার সময় 'সত্যি বলতে কী… বা আসলে...' বলে কথা শুরু করেন
পামেলা মেয়ার এক টক শোতে মিথ্যাবাদী চেনার কিছু উপায়ের কথা বলেছিলেন। তিনি বলেন মিথ্যা বলার সময় ‘সত্যি বলতে কী… বা আসলে…’ বলে কথা শুরু করেন
বিজ্ঞান বলছে, মিথ্যা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণ গরম হয়ে যায়।
বিজ্ঞান বলছে, মিথ্যা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণ গরম হয়ে যায়।
সমীক্ষা বলছে, ঝগড়ার সময় প্রেমিক প্রেমিকার মধ্যে মিথ্যে কথার যথেষ্ট আদান প্রদান হয়। স্বামী-স্ত্রীও এর ব্যতিক্রম না।
সমীক্ষা বলছে, ঝগড়ার সময় প্রেমিক প্রেমিকার মধ্যে মিথ্যে কথার যথেষ্ট আদান প্রদান হয়। স্বামী-স্ত্রীও এর ব্যতিক্রম না।
আজকের দ্রুত গতির জীবন এবং মুদ্রাস্ফীতিতে বাবা-মা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততা তাদের সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে। বাবা-মা যখন তাদের সন্তানদের সময় দিতে পারেন না, তখন তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি মিথ্যে বলা।
আজকের দ্রুত গতির জীবন এবং মুদ্রাস্ফীতিতে বাবা-মা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততা তাদের সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে। বাবা-মা যখন তাদের সন্তানদের সময় দিতে পারেন না, তখন তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি মিথ্যে বলা।

Knowledge Story: উত্তর দিতে কিন্তু ঘাম ছুটে যাবে! বলুন তো নাক ও ঠোঁটের মাঝের অংশকে কী বলে? জানলে আপনিই সেরা

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
বলুন তো নাক ও ঠোঁটের মাঝের অংশকে কী বলে?
বলুন তো নাক ও ঠোঁটের মাঝের অংশকে কী বলে?
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে। ফলে সাধারণ জ্ঞানের নলেজ বাড়ানো খুবই দরকার। তাহলে জেনে রাখুন এই অংশের নাম হল ফিলট্রাম (Filtrum)
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে। ফলে সাধারণ জ্ঞানের নলেজ বাড়ানো খুবই দরকার। তাহলে জেনে রাখুন এই অংশের নাম হল ফিলট্রাম (Filtrum)

Knowledge Story: বলুন তো, ট্রেনের কোচে হলুদ-সাদা বর্ডার কেন দেওয়া থাকে? ৯৯% মানুষই প্রশ্ন শুনে হোঁচট খেয়েছেন! আপনি কি জানেন সঠিক উত্তর?

ট্রেনে তে সবসময়েই যাতায়াত করা হয় কিন্তু ট্রেনের এমন অনেক কিছু জিনিস আছে যা আমাদের চোখ এড়িয়ে যায়৷ শুধু তাই নয়, আপনি কি জানেন ট্রেনের কোচ দেখেই আপনি অনেক তথ্য পেতে পারেন?
ট্রেনে তে সবসময়েই যাতায়াত করা হয় কিন্তু ট্রেনের এমন অনেক কিছু জিনিস আছে যা আমাদের চোখ এড়িয়ে যায়৷ শুধু তাই নয়, আপনি কি জানেন ট্রেনের কোচ দেখেই আপনি অনেক তথ্য পেতে পারেন?
কখনও খেয়াল করে দেখেছেন ট্রেনের বগিগুলোতে হলুদ, সাদা ও ধূসর রঙের লাইন রয়েছে। এই লাইনগুলি শুধুমাত্র কিন্তু একটি ডিজাইন নয়, এটি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যও দেয়। যা অনেকেরই অজানা৷
কখনও খেয়াল করে দেখেছেন ট্রেনের বগিগুলোতে হলুদ, সাদা ও ধূসর রঙের লাইন রয়েছে। এই লাইনগুলি শুধুমাত্র কিন্তু একটি ডিজাইন নয়, এটি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যও দেয়। যা অনেকেরই অজানা৷
ট্রেনের প্রতিটি প্রতীকের একটি অর্থ আছে৷ ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। তেমন আপনি ট্রেনে অনেক ধরণের প্রতীক দেখতে পান, তবে প্রায়শই আমরা তাদের অর্থ জানি না। আজ জেনে নিন ট্রেনের কোচের গায়ে থাকা সাদা, হলুদ এবং ধূসর রেখাগুলির অর্থ কী।
ট্রেনের প্রতিটি প্রতীকের একটি অর্থ আছে৷ ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। তেমন আপনি ট্রেনে অনেক ধরণের প্রতীক দেখতে পান, তবে প্রায়শই আমরা তাদের অর্থ জানি না। আজ জেনে নিন ট্রেনের কোচের গায়ে থাকা সাদা, হলুদ এবং ধূসর রেখাগুলির অর্থ কী।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রেনের কিছু বগির একপাশে হলুদ এবং সাদা বা হালকা নীল লাইন রয়েছে। এই লাইনগুলি তার কোচে ট্রেনের অবস্থা নির্দেশ করে। ট্রেনের বগিতে যদি সাদা ডোরা থাকে তাহলে বোঝায় যে এটি একটি সাধারণ কোচ। যেখানে অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষিত কোচগুলিতে হলুদ লাইন করা থাকে।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রেনের কিছু বগির একপাশে হলুদ এবং সাদা বা হালকা নীল লাইন রয়েছে। এই লাইনগুলি তার কোচে ট্রেনের অবস্থা নির্দেশ করে। ট্রেনের বগিতে যদি সাদা ডোরা থাকে তাহলে বোঝায় যে এটি একটি সাধারণ কোচ। যেখানে অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষিত কোচগুলিতে হলুদ লাইন করা থাকে।
ভারতীয় রেলও মহিলাদের জন্য কোচ সংরক্ষিত করে। এ ধরনের কোচে ধূসর রঙের ফিতে থাকে। যেখানে মুম্বই লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কোচ দেখানোর জন্য ধূসর রঙের উপরে লাল রঙের লাইন তৈরি করা হয়।
ভারতীয় রেলও মহিলাদের জন্য কোচ সংরক্ষিত করে। এ ধরনের কোচে ধূসর রঙের ফিতে থাকে। যেখানে মুম্বই লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কোচ দেখানোর জন্য ধূসর রঙের উপরে লাল রঙের লাইন তৈরি করা হয়।
আসলে, রেল ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য আগেই দিয়ে দেয়। কিন্তু একটা সময় ছিল যখন ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ছিল নিরক্ষর। এই কারণে রেলওয়ে এই ধরনের চিহ্নের মাধ্যমে ট্রেনের বগি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জনগণকে দেয়।
আসলে, রেল ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য আগেই দিয়ে দেয়। কিন্তু একটা সময় ছিল যখন ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ছিল নিরক্ষর। এই কারণে রেলওয়ে এই ধরনের চিহ্নের মাধ্যমে ট্রেনের বগি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জনগণকে দেয়।

Knowledge Story: ঠিক ২ টো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি! পৃথিবীর একমাত্র শহরে রোজই এমনটা হয়, নামটা কী জানেন? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম!

তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
ব্রাজিলের অন্যতম ব্যস্ততম বন্দর বেলেম। যেখানে ২ টো বাজলেই বৃষ্টি শুরু হতো৷ এই শহরটি আমাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারা নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা অতিক্রম করা কয়েকটি ছোট দ্বীপে অবস্থিত। বেলেম, ১৬১৬ সালে প্রতিষ্ঠিত, লক্ষাধিক বাসিন্দা রয়েছে এই বড় শহর।
ব্রাজিলের অন্যতম ব্যস্ততম বন্দর বেলেম। যেখানে ২ টো বাজলেই বৃষ্টি শুরু হতো৷ এই শহরটি আমাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারা নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা অতিক্রম করা কয়েকটি ছোট দ্বীপে অবস্থিত। বেলেম, ১৬১৬ সালে প্রতিষ্ঠিত, লক্ষাধিক বাসিন্দা রয়েছে এই বড় শহর।
শহরের নতুন অংশে রয়েছে আধুনিক ও আকাশচুম্বী ভবন। ঔপনিবেশিক অংশে বৃক্ষ-রেখাযুক্ত স্কোয়ার, গির্জা এবং ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ রয়েছে।
শহরের নতুন অংশে রয়েছে আধুনিক ও আকাশচুম্বী ভবন। ঔপনিবেশিক অংশে বৃক্ষ-রেখাযুক্ত স্কোয়ার, গির্জা এবং ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ রয়েছে।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেইনফরেস্টের সীমানায় অবস্থিত এবং বেলেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেইনফরেস্টের সীমানায় অবস্থিত এবং বেলেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।
বেলেম একসময় বিখ্যাত ছিল বৃষ্টির জন্য৷ প্রতিদিন বেলা ২টো বাজলেই বৃষ্টি বেলেমের নিত্যদিনের ঘটনা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের দৈনন্দিন জীবনযাত্রাকেও অনেক বদলে দিয়েছে। এখন বৃষ্টি অনুযায়ী পরিকল্পনা করা অসম্ভব। এখানে প্রতিদিন এবং প্রায়ই রাতে প্রচুর বৃষ্টি হয়। জীবন বদলে যাচ্ছে।
বেলেম একসময় বিখ্যাত ছিল বৃষ্টির জন্য৷ প্রতিদিন বেলা ২টো বাজলেই বৃষ্টি বেলেমের নিত্যদিনের ঘটনা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের দৈনন্দিন জীবনযাত্রাকেও অনেক বদলে দিয়েছে। এখন বৃষ্টি অনুযায়ী পরিকল্পনা করা অসম্ভব। এখানে প্রতিদিন এবং প্রায়ই রাতে প্রচুর বৃষ্টি হয়। জীবন বদলে যাচ্ছে।
বেলেমে প্রতিদিন ভারী বৃষ্টিপাতের পরে  নানা সমস্যা শুরু হয়। অনেক সময় অল্প সময়ের প্রবল বর্ষণে ড্রেনগুলো আটকে যায় এবং শহরের অনেক জায়গায় জল জমে যায়।
বেলেমে প্রতিদিন ভারী বৃষ্টিপাতের পরে নানা সমস্যা শুরু হয়। অনেক সময় অল্প সময়ের প্রবল বর্ষণে ড্রেনগুলো আটকে যায় এবং শহরের অনেক জায়গায় জল জমে যায়।
ওয়েল বেলেম-এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সহ, অতিথিদের জন্য সত্যিই অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই মনোমুগ্ধকর শহরটিতে প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করার জন্য অনেক কিছু রয়েছে।
ওয়েল বেলেম-এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সহ, অতিথিদের জন্য সত্যিই অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই মনোমুগ্ধকর শহরটিতে প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করার জন্য অনেক কিছু রয়েছে

General Knowledge Story: বলুন তো ‘ছ্যাঁচড়া’ ও ‘লাবড়া’র পার্থক্য কী? পুজোয় ভোগের সঙ্গে কোনটা দেওয়া হয়… ৯৯ শতাংশই ডাহা ফেল

খিচুড়ি ছাড়া বাঙালির পুজোর ভোগ অসম্পূ্র্ণ ৷আজ অষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে খিচুড়ি দেওয়ার পালা।
খিচুড়ি ছাড়া বাঙালির পুজোর ভোগ অসম্পূ্র্ণ ৷আজ অষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে খিচুড়ি দেওয়ার পালা।
খিচুড়ির সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পটলভাজা, যাই থাকুক না কেন, পাঁচমিশালি তরকারিটা কিন্তু মাস্ট। আর এরই নাম হল লাবড়া।
খিচুড়ির সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পটলভাজা, যাই থাকুক না কেন, পাঁচমিশালি তরকারিটা কিন্তু মাস্ট। আর এরই নাম হল লাবড়া।
বাঙালির অত্যন্ত প্রিয় দুই পদ হল ছ্যাঁচড়া আর লাবড়া। তবে আমরা অনেকেই কিন্তু জানি না এই দুটি খাবারের পার্থক্য কী। দুটিই পাঁচমিশালি তরকারি। কিন্তু দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক।
বাঙালির অত্যন্ত প্রিয় দুই পদ হল ছ্যাঁচড়া আর লাবড়া। তবে আমরা অনেকেই কিন্তু জানি না এই দুটি খাবারের পার্থক্য কী। দুটিই পাঁচমিশালি তরকারি। কিন্তু দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক।
লাবড়া আসলে নিরামিষ। খিচুড়ি ভোগের সঙ্গে এমন একটি অসাধারণ পদ থাকবেই। এর মধ্যে থাকে আলু, পটল, কাঁচকলা, ফুলকপি, পুঁইশাক, সিম, বেগুন, ঝিঙে।
লাবড়া আসলে নিরামিষ। খিচুড়ি ভোগের সঙ্গে এমন একটি অসাধারণ পদ থাকবেই। এর মধ্যে থাকে আলু, পটল, কাঁচকলা, ফুলকপি, পুঁইশাক, সিম, বেগুন, ঝিঙে।
ছ্যাঁচড়া কি জানেন? সাধারণত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা পারলৌকিক কাজের বাড়িতে অনেক মাছ রান্না করা হয়, সেই মাছের তেল পটকা, মাথা মুড়ো, ল্যাজা সমস্ত বেঁচে যাওয়ার পরে শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা রান্না করা হয়। তাকে বলা হয় ছ্যাঁচড়া। এটি খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। বাঙালি বিয়েবাড়ির দুপুরের খাওয়ারের মেনুতে এই পদ মাস্ট মাস্ট মাস্ট!
ছ্যাঁচড়া কি জানেন?
সাধারণত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা পারলৌকিক কাজের বাড়িতে অনেক মাছ রান্না করা হয়, সেই মাছের তেল পটকা, মাথা মুড়ো, ল্যাজা সমস্ত বেঁচে যাওয়ার পরে শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা রান্না করা হয়। তাকে বলা হয় ছ্যাঁচড়া। এটি খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। বাঙালি বিয়েবাড়ির দুপুরের খাওয়ারের মেনুতে এই পদ মাস্ট মাস্ট মাস্ট!
তাই এবার পুজোয় খাওয়ার আগেই হোক কিংবা পরিবেশনের আগে, অবশ্যই জেনে নিন ছ্য়াঁচড়া আর লাবড়ার পার্থক্য়। তাহলে কেউ জিজ্ঞাসা করলে আর অপ্রস্তুত হতে হবে না।
তাই এবার পুজোয় খাওয়ার আগেই হোক কিংবা পরিবেশনের আগে, অবশ্যই জেনে নিন ছ্য়াঁচড়া আর লাবড়ার পার্থক্য়। তাহলে কেউ জিজ্ঞাসা করলে আর অপ্রস্তুত হতে হবে না।