Tag Archives: Kulfi

Bangla Video: বৃদ্ধ কিশোরীর কুলফির স্বাদে মজে আট থেকে আশি

হুগলি: তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য। হুগলিতেও একই অবস্থা। দহন জ্বালা থেকে মুক্তি পেতে ঘনঘন জল খেয়েও যেন পিপাসা মিটছে না। ঠান্ডা কিছু খেতে মন চাইছে। কিশোরী সাউ সেই তৃপ্তি দিচ্ছেন হুগলির গ্রামে গ্রামে ঘুরে। কাঁচা বরফের টুকরোর ভিতর লুকিয়ে থাকা টিনের চোঙা বের করে এনে ছুরি দিয়ে চাপ দিতেই মুখ খুলে যায়। বার দুয়েক ঝাঁকাতেই কোন‌ও আকৃতির সেই লোভনীয় জিনিসটি বেরিয়ে আসে। শালপাতায় ছোটো ছোটো টুকরো করে হাতে ধরাতেই জিভে জল চলে আসে।

কুলফি মালাই এই গরমে শরীর ঠান্ডা করে। প্রায় পঞ্চাশ বছর ধরে মাথায় ঝাঁকা নিয়ে সেই কুলফি বিক্রি করে চলেছেন বৃদ্ধ কিশোরী সাউ। আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা, থাকেন পূর্ব বর্ধমানের মেমারিতে। হুগলির পান্ডুয়ার বৈঁচি গ্রাম, পোলবা সহ বিভিন্ন গ্রামে ঘুরে কুলফি ফেরি করেন। কুলফি বেচে তিন মেয়ের বিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি একা। তবে পেট চালাতে কুলফি ফেরি করেন আজও। অশক্ত শরীর অনেক সময় চলে না, তাই গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে আবার পথে বেরিয়ে পড়েন।

আর‌ও পড়ুন: নির্ধারিত দিনের আগেই ভোটগ্রহণ আসানসোলে!

এই কুলফি খেলে গ্রীষ্মের উষ্ণতা থেকে একটু পরিতৃপ্তি মেলে। এখন যারা প্রৌঢ় হয়েছেন তাঁরা ছোটোবেলায় কিশোরীর কুলফি খেয়েছেন, এখনও খান। তেমনই একজন বনমালী পরামানিক বলেন, ছোটোবেলায় কুলফি খেতাম বৃদ্ধের থেকে। তখন ওর বয়সও কম ছিল। এখন এই বয়সেও মাথায় ভারি ঝাঁকা নিয়ে ঘোরেন। দেখে কষ্ট হয়। তার কুলফির স্বাদ একই আছে।

রাহী হালদার

Kulfi Easy Recipe: গরমে স্বস্তির স্বাদ, হাল্কা মিষ্টিতে জমে যাবে কুলফি মালাই! রইল রেসিপি

সুস্বাদু কুলফি মালাই! গরমে স্বস্তির ঠান্ডা কুলফি বানিয়ে নিন নিজে হাতে। লাফিয়ে বাড়ছে উষ্ণতার পারদ, গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই গরমের স্বস্তি পেতে কুলফি মালাই এর জুড়ি নেই। ছেলে বুড়ো সকলের পছন্দের কুলফি মালাই। বর্তমান সময়ে কম বেশি সারা বছরই আইসক্রিম কুলফি বা ঠান্ডা জাতীয় জলের চাহিদা থাকে। তাই এই সমস্ত জিনিস সারা বছর চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে প্রায় সর্বত্র। (রাকেশ মাইতি)
সুস্বাদু কুলফি মালাই! গরমে স্বস্তির ঠান্ডা কুলফি বানিয়ে নিন নিজে হাতে। লাফিয়ে বাড়ছে উষ্ণতার পারদ, গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই গরমের স্বস্তি পেতে কুলফি মালাই এর জুড়ি নেই। ছেলে বুড়ো সকলের পছন্দের কুলফি মালাই। বর্তমান সময়ে কম বেশি সারা বছরই আইসক্রিম কুলফি বা ঠান্ডা জাতীয় জলের চাহিদা থাকে। তাই এই সমস্ত জিনিস সারা বছর চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে প্রায় সর্বত্র। (রাকেশ মাইতি)
কুলফি মালাই নানা রকম ফ্লেভারে পাওয়া যায়। যেমন বাজার দোকান বা মল গুলিতে স্টল চোখে পড়ে ভীষণ ভাবে। সেই সমস্ত স্টলে বিভিন্ন বয়সের ক্রেতাদের ভিড়। তেমনি আবার বিভিন্ন অনুষ্ঠানে ঠান্ডা পানিও বা কুলফি মালাই এর স্টল দেওয়ার রেওয়াজ ব্যাপকভাবে বেড়েছে।
কুলফি মালাই নানা রকম ফ্লেভারে পাওয়া যায়। যেমন বাজার দোকান বা মল গুলিতে স্টল চোখে পড়ে ভীষণ ভাবে। সেই সমস্ত স্টলে বিভিন্ন বয়সের ক্রেতাদের ভিড়। তেমনি আবার বিভিন্ন অনুষ্ঠানে ঠান্ডা পানিও বা কুলফি মালাই এর স্টল দেওয়ার রেওয়াজ ব্যাপকভাবে বেড়েছে।
জানেন কি, অল্প উপকরণেই জনপ্রিয় কুলফি বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতেই। দুধ চকলেট মালাই স্ট্রবেরি বিস্কুট নারকেল এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি হয় এই সুস্বাদু কুলফি। এই গরমে দোকানের স্বাদে কুলফি নিজে হাতে বানিয়ে নেওয়া যেতে পারে অল্প সময়ে।
জানেন কি, অল্প উপকরণেই জনপ্রিয় কুলফি বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতেই। দুধ চকলেট মালাই স্ট্রবেরি বিস্কুট নারকেল এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি হয় এই সুস্বাদু কুলফি। এই গরমে দোকানের স্বাদে কুলফি নিজে হাতে বানিয়ে নেওয়া যেতে পারে অল্প সময়ে।
এই কুলফি তৈরিতে প্রধান উপকরণ দুধ কনফ্লাওয়ার চিনি এবং এলাচ বাদাম কিশমিশ স্বাদ অনুযায়ী প্রয়োজন উপকরণ।প্রথমে দুধ ভাল করে ফুটিয়ে লাল করে নিতে হবে। এর পর গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধ এবং কনফ্লাওয়ার মিশিয়ে চিনি এবং এলাচ দিন। আগে থেকে চিনির শিরা বানিয়ে নিলে আরো সহজ। দুধ মিশ্রণের রঙ পরিবর্তন হলে ভেঙে নেওয়া বাদাম কিশমিশ ছড়িয়ে ফ্লেবার মিশিয়ে একটু টাইট ভাব এলে নামিয়ে মিক্সিতে মিহি করে নিন।
এই কুলফি তৈরিতে প্রধান উপকরণ দুধ কনফ্লাওয়ার চিনি এবং এলাচ বাদাম কিশমিশ স্বাদ অনুযায়ী প্রয়োজন উপকরণ।প্রথমে দুধ ভাল করে ফুটিয়ে লাল করে নিতে হবে। এর পর গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধ এবং কনফ্লাওয়ার মিশিয়ে চিনি এবং এলাচ দিন। আগে থেকে চিনির শিরা বানিয়ে নিলে আরো সহজ। দুধ মিশ্রণের রঙ পরিবর্তন হলে ভেঙে নেওয়া বাদাম কিশমিশ ছড়িয়ে ফ্লেবার মিশিয়ে একটু টাইট ভাব এলে নামিয়ে মিক্সিতে মিহি করে নিন।
এবার ঠান্ডা হলে কুলফি পাত্রে ঢেলে বাদাম কিসমিস বা কেশর দিয়ে মনের মত সাজিয়ে ফ্রিজে ৬-৭ ঘন্টা রেখে দিলেই তৈরি সুস্বাদু কুলফি।
এবার ঠান্ডা হলে কুলফি পাত্রে ঢেলে বাদাম কিসমিস বা কেশর দিয়ে মনের মত সাজিয়ে ফ্রিজে ৬-৭ ঘন্টা রেখে দিলেই তৈরি সুস্বাদু কুলফি।