Tag Archives: Gosaba

South 24 Parganas News: ভরা কোটাল আর নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে কুলতলী গোসাবার নদী পাড়ে

দক্ষিণ ২৪ পরগনা: পূর্ণিমার ভরা কোটাল এবং নিম্নচাপে জোড়া ফলায় আতঙ্কিত গ্রামবাসী যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে পড়তে পারে গ্রামের মধ্যে নোনা জল ঢুকলে চাষের ও ক্ষতির আশঙ্কা দেখছে নদীর পাড়ের বাসিন্দারা। এলাকায় স্থায়ী কংক্রিটের নদী বাঁধ না থাকার কারণে বারবার মাটি নদী বাঁধ ভাঙার সম্ভাবনা। তার উপরে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এর কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে মুসুল ধারে বৃষ্টির। বেশ কয়েক দিন ধরে এই বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: নিশানায় ফের সেই মহিলা চিকিৎসক, বারুইপুরের হাসপাতালে ঘৃণ্য ঘটনা! শুনে শিউরে উঠবেন

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তার কথা ভেবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস দফতর পক্ষ থেকে। তার উপরে সুন্দরবনের মইপিঠ, কুলতলী, গোসবা এই সমস্ত এলাকার নদীর পাড়ের বাসিন্দাদের যেকোনো ভরা কোটালে ঘুম উড়ে যায় । কিন্তু এভাবে বারে বারে নদীতে যেকোনো ভরা কোটালের বা নিম্নচাপে জোড়া ফলায় জোয়ারের জলে নদী ভাঙনের আশঙ্কা কারণে আতঙ্কিত এলাকার মানুষজনেরা।

আরও পড়ুন: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের

এ বিষয়ে এক এলাকার স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই সমস্ত এলাকায় স্থায়ী কংক্রিটের নদী বাঁধের প্রয়োজন না থাকার কারণে বারবার মাটি নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় আমাদের এই এলাকা বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন দফতরে জানালেও কোনরকম সুরাহা হয়নি। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে নদীতে জোয়ারের কারনে এই সমস্যা দেখা দিয়েছে। নদীতে ভাটার পরে গেলে পুনরায় জল নেমে যাবে এলাকা থেকে। সাধারণ মানুষের এই সমস্যার কথা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি খুব শীঘ্রই সাধারণ মানুষ এই সমস্যা থেকে মুক্তি পাবে এই আশা করছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Lok Sabha Election 2024: শান্তিপূর্ণ ভোটের উদ্দেশে জেলায় জেলায় ঘুরছেন পূর্ব বর্ধমানের এই বাউল

দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রে শেষ দফাতে হবে ভোট অর্থাৎ আগামী ১ জুন সপ্তম দফায় জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। আর এই ভোটদানে যাতে ভোটাররা শান্তিপূর্ণ ভাবে নিজের ভোট নিজেই দিতে পারে, তারই বার্তা নিয়ে সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি এবং শম্ভুনগর জেটিঘাট-সহ বিভিন্ন নদী পথে ঘুরে বেরাচ্ছেন বাউল শিল্পী স্বপন দত্ত।

আরও পড়ুন: এই সবজি রোজ খেলে গরম আপনাকে ছুঁতে পারবে না! বাঁচাবে তাপপ্রবাহ থেকে!

জয়নগর এসসি লোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা নিয়ে গঠিত। আর এই ৭ টি বিধানসভার মধ্যে গুরুত্বপূর্ণ গোসাবা বিধানসভা। আর এই বিধানসভার ১৯ টি অঞ্চল নদী পথের উপর নির্ভরশীল সাধারণ মানুষের যাতায়াতে। ফলে জল পথের উপর যাতায়াতে নৌকায় তাদের একমাত্র ভরসা। তাই এদিন বাউল শিল্পী স্বপন দত্ত তার গানের ডালি নিয়ে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন পথ চলতি এবং নদী পথে নিত্যযাত্রীদের।

আরও পড়ুন:  গোটা গ্রামের কেউ মাধ্যমিক পাশ করতে পারে না এখানে! কারণ জানলে অবাক হবেন 

এ বিষয়ে বাউল শিল্পী স্বপন দত্ত বলেন, আমি পূর্ব বর্ধমান থেকে জয়নগর এস সি লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভার চুনাখালি, শম্ভুনগর, বাসন্তী,মাতলা সহ বিভিন্ন অঞ্চলে এসেছি শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিতে সাধারণ মানুষ জনকে। এমনকি ২০২৪ এ লোকসভা ভোটের সচেতনতার বার্তা দিতে জেলায় জেলায় পথে ঘুরছি এবং ভোটারদের সাড়াও পাচ্ছি। সপ্তম দফায় ১ জুন এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই ভোটরা যাতে সকাল সকাল তাদের ভোট কেন্দ্র গিয়ে শান্তিপূর্ণ ভাবে নিজের ভোট নিজেই দেয় সে বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে বাউল গানের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন জল ও স্থল পথে।

সুমন সাহা