Tag Archives: Guinness Book of World Records

Diamond Ring: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের

মুম্বই: কল্পনা করাই দুষ্কর। কিন্তু মুম্বইয়ের এক স্বর্ণব্যবসায়ী এমন এক হিরের আংটি তৈরি করেছেন যা এই মুহূর্তে গিনিজ বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে। জানা গিয়েছে, একটি আংটির মধ্যে প্রায় ৬০ হাজার হিরে বসানো হয়েছে। মুম্বইয়ের এইচ কে ডিজাইন ও হরি কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ওই দোকান এ বছরের ১১ মার্চ রেকর্ড করার শিরোপা জয় করেছে।

সমস্ত পুনর্নবিকরণযোগ্য জিনিস ব্যবহার করে এই আংটি তৈরি করা হয়েছে। গিনিজ বুকের তরফে জানানো হয়েছে এই তথ্য। এভাবেও যে নতুন করে এমন মূল্যবান জিনিস তৈরি সম্ভব তা করেই শিরোপা অর্জন করেছে ওই সোনার দোকান। আংটির মধ্যে মোট রয়েছে ৫০ হাজার ৯০৭ টি হিরে। নাম দেওয়া হয়েছে, ইউটেরিয়া। অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।

আরও পড়ুন: প্রেমিকার দেখা নেই, বন্ধ দরজা খুলতেই বীভৎস দৃশ্য, দেহ আগলে প্রেমিক!

আংটিটি দেখতে একেবারে একটি সূর্যমুখী ফুলের মতো। তার উপরে বসে রয়েছে একটি প্রজাপতি। স্বর্ণব্যবসায়ীর তরফে জানানো হয়েছে, আংটিটির ওজন ৪৬০.৫৫ গ্রাম। দাম প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা। প্রায় ৯ মাস সময় লেগেছে এই আংটিটি তৈরি করতে। প্রায় ৬০ হাজার হিরে ধরে রাখতে পারে এমন পোক্ত ভাবে এত বড় আংটি তৈরি করতে দিতে হয়েছে বিশেষ শ্রম।

আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতা কলকাতায়! রাজ্যজুড়ে বৃষ্টির খবর

এর পর ৪ মাস সময় লেগেছে পালিশ করে বাজারে নিয়ে আসতে। ১৮ ক্যারেটের সোনার উপর হিরে বসিয়ে তৈরি এই আংটি। রয়েছে রোডিয়ামের ছোঁয়া। আটটি অংশ রয়েছে। পাপড়ি, ফুলের মাঝের অংশ ও প্রজাপতিকে ফুটিয়ে তোলা হয়েছে হিরের মাধ্যমে।

Viral: মাত্র 47 সেকেন্ডে চুল কাটা… গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম! দেখুন এঁকে…!

#ভাইরাল ভিডিও: চুল কাটার জন্য মানুষ সেলুনের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে। আমেরিকা ও ইউরোপে মানুষকে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এমনকি এদেশেও একটু পেশাদার সেলুনে প্রয়োজন হয় আগাম বুকিং-এর। এখন ভারতেরও বড় বড় শহরে এটা হচ্ছে। সাধারণত একজনের হেয়ার কাটিং করতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধঘণ্টা সময় লাগে। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে আপনি এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারবেন, আপনি কি তা বিশ্বাস করবেন? হয়তো না। আপনি বলবেন এটা অসম্ভব। কিন্তু আদতে এটা সত্যি। করে দেখিয়েছেন এক হেয়ার স্টাইলিস্ট।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওটি পাঁচ বছর পুরোনো, অর্থাৎ ২০১৭ সালের। এর প্রতিটি একক ভালবাসা দেখার মতো। এখানে এই ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে বসা সবাই হতবাক। আপনিও দেখুন এই ভিডিওটি। চক্ষুর রসনা স্বার্থক করুন!

দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি ১৯ ফেব্রুয়ারি ২০১৭-এ গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস দ্বারা আপলোড করা হয়েছিল। ট্যুইটারে এই ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন এটা কী ভাবে ভালো হতে পারে। একজন ব্যবহারকারী লিখেছেন, যার চুল কাটা হয়েছে সে নিজেও খুশি নয়। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এই সব শুধুমাত্র দেখানোর জন্য।

 

আরও পড়ুন: ‘প্রমাণ আছে…, তৃণমূলীদের সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ’! ‘সাচ্চা’ বিজেপির বৈঠকে তোলপাড়

 

আরও পড়ুন: কোন গ্রুপের রক্তের মানুষের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি? গবেষণায় চমকে দেওয়া তথ্য! সতর্ক থাকুন!

 

তবে মূল বিষয় হল, এই মুহূর্তে এটি একটি রেকর্ড এবং গত পাঁচ বছর ধরে অন্য কেউ এটি ভাঙতেই পারেননি। এখন এই রেকর্ড আগামী দিনে কেউ কখন ভাঙবে সেটাই দেখার।