Tag Archives: Gurugram

App Cabs: অ্যাপ ক্যাবে ১ কিলোমিটারের ভাড়া ৭০০ টাকা! ভাড়া শুনে আঁতকে উঠলেন যাত্রী, তারপর?

নয়াদিল্লি: যাতায়াতের ক্ষেত্রে আমরা অনেকেই উবের ব্যবহার করে থাকি। শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এই অ্যাপ ক্যাব সংস্থা। কিন্তু এবার এই সংস্থার বিরুদ্ধেই অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ তুললেন দিল্লির বাসিন্দা এক যুবক। সোশ্যাল মাধ্যম লিংকডইনে সেই ছবি পোস্ট করতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। খারাপ আবহাওয়া হলে কিংবা দিনের ব্যস্ত সময়ে এই ধরনের ভাড়া নাকি নিত্যনৈমিত্তিক ঘটনা বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।
সুরজ পাণ্ডে নামে ওই ব্যক্তি ওই অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি ও অটোর ভাড়ার ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় ১.৮ কিলোমিটার যাওয়ার জন্য ৭০০টাকা ভাড়া!

আরও পড়ুন : সাংঘাতিক ত্রাস, বেরোলেই কী হয়, কী হয়! ত্রস্ত হয়ে রাস্তায় বেরোতেই ভয় এলাকাবাসীর
এই প্রসঙ্গে যুবক লেখেন, ” উবেরের এই সারজ প্রাইজের জায়গায় আমি যদি স্টক মার্কেটে টাকা জমিয়ে তা বিনিয়োগ করতাম তবে এতদিনে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম।”
তিনি আরও বলেন, “এইসব অ্যাপ ক্যাব সংস্থা তা ওলা হতে পারে র‍্যাপিডো হতে পারে উবের হতে পারে, যাই ব্যবহার করুন, আপনি গুরুগ্রাম ছাড়ালেই দেখবেন ভাড়া প্রায় ৩০০% ছুঁয়ে গেছে।” এর সমাধানও দিয়েছেন ওই যুবক, তিনি বলেন, “বাড়ি ফেরার জন্য অন্যান্য ব্যক্তিদের থেকে লিফট চান।”

সারাদিন ঘরে চলত রহস্যজনক কাজ, খবর পেয়ে হানা পুলিশের; জালে পড়ল ৪ মহিলা-সহ ১২ জন

গুরুগ্রাম: অনলাইনে ভেষজ ওষুধ বিক্রির নামে কল সেন্টার চালানোর অভিযোগ জমা পড়েছিল গুরুগ্রাম পুলিশের হাতে। সেই প্রতারণা চক্র ফাঁস করে ৪ মহিলা-সহ ১২ জন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী, অভিযুক্তদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, সিম কার্ড এবং ২টি সিপিইউ বাজেয়াপ্তও করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের ১৮ নম্বর সেক্টরের একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আসলে জানা গিয়েছিল, অভিযুক্তরা বেআইনি ভাবে ভেষজ যৌন ওষুধ বিক্রি করার জন্য ফোনে কথা বলছিল। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে যে, তারা অনলাইনে ভেষজ যৌন ওষুধ বিক্রি করার নামে গুগলে বিজ্ঞাপন দিত। আর বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা অর্ডারও নিত। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও জমা করার নির্দেশ দেওয়া হত গ্রাহকদের। অথচ তারপরে আর ওষুধের ডেলিভারি দেওয়া হত না। অভিযুক্তরা আরও দাবি করেছে যে, কিউআর কোড/ইউপিআই আইডি-র মাধ্যমে জিএসটি চার্জ, প্যাকিং চার্জ, ক্যুরিয়র চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত।

আরও পড়ুন– রাশিফল ২৪ জুন-৩০ জুন: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০-বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে পুলিশি জেরায় আরও জানা গিয়েছে যে, অভিযুক্তরা গত প্রায় এক বছর ধরে কল সেন্টারের মাধ্যমে এই প্রতারণা করে আসছিল। অভিযুক্তদের ১৫,০০০ টাকা বেতন দেওয়া হত। এর পাশাপাশি প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থের ৫ শতাংশ তাদের ইনসেন্টিভ হিসেবেও দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন- ২০২৪ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা; প্রথম একশোয় ভারতের কোন বিমানবন্দরগুলি রয়েছে ?

এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের পরিচয় জানা গিয়েছে। ধৃতরা হল – মোরেনা জেলার জোডা গ্রামের বাসিন্দা শ্যাম দুবে, দিল্লির বসন্ত বিহার অম্বেদকর কলোনির বাসিন্দা আদর্শ কুমার সিং, গুরুগ্রামের খেড়লার বাসিন্দা কুশল রোহিল্লা, উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার বিজৌরি গ্রামের বাসিন্দা পীযূষ চৌহান, এনআইটি ফরিদাবাদের বাসিন্দা বিবেক চোপড়া, গোপালগঞ্জ দহিবাট্টার বাসিন্দা গুলশন কুমার, দিল্লির ডেরা মেহরৌলি গ্রামের বাসিন্দা রাজকুমার, জয়পুর ঘোটওয়ারা শিব কলোনির বাসিন্দা পূজা চৌহান, ভিওয়ানির বাসিন্দা ভাবনা, গোয়ালিয়রের বাসিন্দা অনামিকা রাজাওয়ত এবং দিল্লির মহিপালপুরের দেব অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রিয়া শর্মা।