Tag Archives: Habra

North 24 Parganas News: নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটাতে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের

উত্তর ২৪ পরগনা: রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে  নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজের চারিত্রক গঠনে পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান আরজি কর কাণ্ডে যেভাবে নির্মম হত্যার ছবি উঠে এসেছে তা দেখে রীতিমতো শিহরিত গোটা সমাজ। বাবা মা পরিবার বন্ধু সকলের মুখে মুখে এ বিষয়ে চর্চা শুনলেও সঠিক দিশা বা এই সমস্যার সমাধানে নানা কৌতুহল তৈরি হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে, যার উত্তর মেলে না সব সময়। আর তাই পড়ুয়াদের এ হেন নানা খুঁটিনাটি প্রশ্নের জবাব দিতেই হাবরা শ্রীনগর এলাকার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তথা বিবেকানন্দ যুব পাঠ্যচক্র পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটাতে এদিন এক প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করেছিল।

আরও পড়ুন: ঝুপ করে গঙ্গায় নামছে প্লেন? নদীবক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর

যেখানে রামকৃষ্ণ মিশনের স্বামী ইস্টব্রতানন্দজী মহারাজ সহ আশ্রম সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, শিক্ষক দেবাশীষ ঘোষ ও আশ্রমের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা দিলেন ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর। আর এর মধ্যে দিয়েই কিছুটা হলেও বর্তমান সমাজে চলা ছাত্রছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটলো। যা আগামী দিনে তাদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করলেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি পরীক্ষা, পড়াশোনা, টেনশন, নিজেকে কিভাবে শান্ত রাখা যায় সে বিষয়েও প্রশ্ন ছুড়ে দিলেন সামনের চেয়ারে বসে থাকা ছাত্রছাত্রীরা। তাদেরআরও পড়ুন: নানা প্রশ্নের উত্তর দিলেন মহারাজ।

আরও পড়ুন:  এই খেলার লাইভ টেলিকাস্ট দেখেছেন কখনও? দেখুন ঘটল সেই কাণ্ড

শুধু ছাত্রছাত্রীরাই নন এদিন অনুষ্ঠানে নিজেদের মনে থাকা নানা প্রশ্নের জবাব পেলেন বড়রাও। প্রতি রবিবার করে এই আশ্রমেই পার্সোনালিটি ডেভলপমেন্ট এর মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ শিক্ষা দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এদিন এই আশ্রমে ছাত্রছাত্রীদের মেধার অন্বেষণের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে নিজেদের মনের কথা বলতে পেরে ও তার সমাধান পেয়ে খুশি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরাও। বহু ছাত্র-ছাত্রী হাতেও এদিন তুলে দেওয়া হয় নানা শিক্ষা সামগ্রী। হাবরার এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সমাজ সংস্কারের এমন প্রয়াসকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy

North 24 Parganas News: সরকারি জায়গা দখল করে নয়, এবার এই চারচাকা ঠেলা গাড়িতেই ব্যবসা করবেন হকাররা!

উত্তর ২৪ পরগনা: সরকারি জায়গা দখল করে আর পসরা নিয়ে বসতে হবে না হাবরা হাসপাতালের অস্থায়ী হকারদের। পুরসভার তরফ থেকে অসহায় ব্যবসায়ীদের রুটি রুজি বাঁচাতে নেওয়া হল অভিনব উদ্যোগ। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করে কোনভাবেই ব্যবসা করা যাবে না। পাশাপাশি, রুটি রুজির জন্য ব্যবসায়ীদের একটি নিয়মের মধ্যে এনে ব্যবস্থা করে দেওয়ারও পরামর্শ দেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন:  বেঁধে দেওয়া হল চূড়ান্ত সময়, ডেঙ্গি রোধে জমা জল পরিষ্কার না করলেই কড়া ব্যবস্থা

আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই, হাবরা পৌর প্রশাসনের উদ্যোগে হাবরা হাসপাতালে অস্থায়ী দোকান উচ্ছেদ করা হলেও, প্রায় ১৬ জন ব্যবসায়ীদ রুটি-রুজি চালাতে এবার চারচাকা বিশিষ্ট বিশেষ ধরনের ট্রলির বন্দোবস্ত করা হচ্ছে বলেই জানালেন পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা।
যার জন্য ব্যবসায়ীদের দশ হাজার টাকা করে লোনও দেওয়া হবে একেবারে বিনা ইন্টারেস্টে। ট্রলির উপরে থাকবে ছাউনি ফলে রোদ ঝড় জল বৃষ্টিতে অসুবিধায় পড়তে হবে না ব্যবসায়ীকে। সাড়ে তিন ফুট বাই সাড়ে চার ফুটের এই বিশেষ ট্রলি ভ্যানেই ব্যবসা চালাতে পারবেন হাসপাতাল চত্বরে থাকা অস্থায়ী ব্যবসায়ীরা। কারণ প্রতিদিন হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনরা আসেন। সেক্ষেত্রে নানা সময়ে বিস্কুট জল সাবান সহ নানা খাবারের পাশাপাশি টুকিটাকি জিনিসেরও প্রয়োজন হয়ে থাকে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় করছেন চাকরির আবেদন! বিপদ জানেন? সাফ হতে পারে ব্যাঙ্কের সব টাকা

আর তাই এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাসপাতাল চত্বরে ব্যবসা চালাতে গেলে কিছু শর্ত মেনে তবেই করতে হবে ব্যবসা বলেও জানিয়ে দেন পৌরপ্রধান। আপাতত কয়েকদিন দোকান বন্ধ রেখে, বিশেষ ধরনের ওই ট্রলি ভ্যান তৈরি করতে হবে ব্যবসায়ীদের। পরবর্তীতে তা নিয়ে পুনরায় ব্যবসা চালাতে পারবেন হাসপাতাল চত্বরে বসা অস্থায়ী ব্যবসায়ীরা। এদিন উচ্ছেদ হওয়া এইসব অস্থায়ী ব্যবসায়ীদের নিয়ে একপ্রকার আলোচনা সারেন পৌর প্রশাসন। তারপরেই জানানো হয় এই সিদ্ধান্ত, পুরসভার এমন উদ্যোগে যদিও বেজায় খুশি অস্থায়ী ব্যবসায়ীরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy

North 24 Parganas News: মেশিনেই সাফ হবে রাস্তায় জমা জল! হাবরা পুরসভার নতুন ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: ঝড়-বৃষ্টির জেরে হাবরার জমা জলের সমস্যার সমাধানে অবশেষে স্ট্রম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু করল পৌরসভা। হাবরা পৌর এলাকার সাত আট এবং ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় প্রতিবছরই বৃষ্টির জমা জলে এলাকার মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হতো। জমা জলের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে হাবরা পৌর এলাকায়। দীর্ঘদিন ধরেই মানুষের দাবি ছিল জল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করুক পৌরসভা। এরপরই রাজ্যের নগর উন্নয়ন দফতর ও হাবড়া পৌর সভার উদ্যোগে তৈরি হওয়া অত্যাধুনিক পাম্পিং স্টেশনের সূচনা হল। দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্য মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে ১৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় উদ্বোধন করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পিং স্টেশনের।

আরও পড়ুন: সর্দি-কাশি পালাবার পথ পাবে না, ৫টি মোক্ষম দাওয়াই, বৃষ্টির জলে শরীরে হবে না ক্ষতি

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, অশোকনগর পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ হাবরার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি এদিন গোটা পাম্পিং স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী নিজে। ফলে আগামী দিনে হাবরার যে সমস্ত ওয়ার্ড গুলিতে বৃষ্টির ফলে জল জমে সমস্যার সম্মুখীন হতেন মানুষজন সেই সমস্যার অনেকটাই সমাধান হল বলেই মনে করা হচ্ছে। এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জল টেনে নির্দিষ্ট ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী ফিরাদ হাকিম এই পাম্পিং স্টেশনের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি হাবরা পুরসভা ডেঙ্গি সহ একাধিক বিষয়ে যথাযথ সচেতনতা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। নতুন এই পাম্পিং স্টেশন পেয়ে সম্ভবতই খুশি হাবড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

North 24 Parganas News: বাড়ছে মা ক্যন্টিনের সংখ্যা! এবার ৫ টাকায় পেট ভরবে হাবরা হাসপাতালে

উত্তর ২৪ পরগনা: দাম বৃদ্ধির কারণে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে হাবরা হাসপাতাল চত্বরে মাত্র পাঁচ টাকায় সকলের পেট ভরাবে এই “মা”। প্রথম দিনেই যেন ব্যাপক সাড়া মিলল নতুন চালু হওয়া এই পরিষেবায়। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে মাত্র পাঁচ টাকায় মা ক্যান্টিনে দুপুরের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রী নির্দেশে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ ও ভবঘুরেদের পেট ভরাতে রাজ্য সরকারের তরফে চালু করা এই মা ক্যান্টিন বিশেষভাবে সফল হওয়ায়, এবার মা ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবার হাবরা পুরসভার উদ্যোগে হাবরা হাসপাতাল চত্বরে চালু হল এই পরিষেবা।

আরও পড়ুন: পুকুর সংস্কারেই জমা জল মুক্ত হবে নিউ বারাকপুরের এলাকা

প্রত্যেকদিন হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে হাসপাতাল কর্মী ও স্থানীয় আশপাশের দোকানদার ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষজন এই পরিষেবা নিতে পারবেন। মাত্র ৫ টাকায় কুপন কেটে, মিলবে দুপুরে ডাল, ভাত, সবজি সহ ডিমও। স্বনির্ভর গোষ্ঠীর ১২ জন মহিলা এই ক্যান্টিন সামলানোর দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত দেওয়া হবে ৫ টাকার কুপন। এরপর বেলা একটা থেকে দুটো পর্যন্ত দুপুরের খাবার মিলবে এই ক্যান্টিন থেকেই। এদিন ৫ টাকার বিনিময়ে কুপন কাটা মানুষদের পেট ভরে খাওয়ালেন মা ক্যান্টিনের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পেট ভরে দুপুরের খাবার খেয়ে তৃপ্তির হাসি হাসলেন অনেকেই। এখন থেকে প্রতিদিনই এই পরিষেবা মিলবে বলেই জানানো হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

North 24 Parganas News: কবে বদলাবে হাবরার যানজটের চেনা ছবি! জাতীয় সড়কের পাশেই চলছে এইসব

উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করার পরই নড়েচড়ে বসেছে বিভিন্ন পৌরসভাগুলি। ফুটপাত দখল করে ব্যবসা চালানোর ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষজন থেকে যানবাহন চালকদেরও। সেই জায়গায় দাঁড়িয়ে হাবরার মত গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার উপর দিয়ে যাওয়া যশোর রোডের দুপাশের ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানদারদের রমরমা এখনও বহাল।

হাবরা এক নম্বর রেলগেট এলাকা থেকে সুপারমার্কেট জয়গাছির পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পার হতে কখনও প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যায়। রাস্তায় দাঁড়িয়ে যায় বাস পণ্যবাহী ট্রাক সহ যানবাহন। ব্যস্ত সময়ে হাবরার এই যানজটের চেনা চিত্র যেন সয়ে গেছে এই বিধানসভা এলাকার মানুষের কাছে। বিগত বাম জমানা থেকে শুরু করে সরকার বদল হলেও বদলায়নি এই দুর্দশার ছবি।

মাঝে একবার পৌরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চালানো হলেও, পরবর্তীতে আবারও যশোর রোডের দুপাশের ফুটপাত দখল করে গজিয়ে উঠতে দেখা গিয়েছে অস্থায়ী দোকান ও ব্যবসায়ীদের। এর ফলেই যশোর রোড সংকীর্ণ হয়ে পড়ায় নিত্যদিন হয় যানজট। উপরি পাওনা, হাবরার অটো ও টোটোর দৌরাত্ম। আর এর জেরই নাজেহাল অবস্থা হাবরাবাসি সহ প্রতিদিন যশোর রোড ব্যবহার করে যাতায়াত করা নিত্যযাত্রীদের।

ব্যবসায়ীরাও একপ্রকার মেনে নিচ্ছেন রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে পথ চলতি মানুষদেরও যেমন অসুবিধায় পড়তে হচ্ছে তেমনই তাদের রুটি রুজির বিষয়টিও প্রশাসনের দেখা উচিত। তবে যশোর রোড সংস্কার করে আরও চওড়া করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই মেনে নিচ্ছেন দুপাশের ব্যবসায়ীদের অনেকেই।

তবে হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা অবশ্য বলছেন,”২০১৪ সালে কিছু ব্যবসায়ীকে ফুটপাত থেকে তুলে এক নম্বর গেট সংলগ্ন তরুণ কান্তি ঘোষ হকার্স কর্নারে পুনর্বাসন দেওয়া হয়েছে। আবারও পরবর্তীতে যে সকল ব্যবসায়ী এই যশোর রোডের দু’ধারে বসে রয়েছেন তাদেরকে নিয়ে নতুন কোনও প্রজেক্ট করে তাদের স্থানান্তরিত করার চিন্তাভাবনা করা হচ্ছে। আর তারপরই সম্ভব হবে যশোর রোড সংস্কার।” তবে বছরের পর বছর ধরে চলে আসা হাবরার যানজটের চিত্র কবে বদলাবে, উত্তর ভবিষ্যতের গর্ভে।

Rudra Narayan Roy

Lok Sabha Election 2024: ভোট দিতে এসেই মন ভাল হয়ে যাচ্ছে, হাবড়ার মডেল বুথের ভিতর কী হচ্ছে? জানলে চমকে যাবেন!

উত্তর ২৪ পরগনা: শহরের দুর্গাপুজো বা বারাসাতের কালীপুজোর থিমের প্যান্ডেলকেও হার মানাচ্ছে হাবরার-এর এই ভোটগ্রহণ কেন্দ্র। শনিবার শেষ দফা লোকসভা নির্বাচনে এভাবেই মডেল বুথকে সাজিয়ে তুলেছেন খ্যাতনামা থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। আর তাই সকাল থেকেই এই মডেল বুথ ঘুরে দেখার পাশাপাশি ভোট দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল ভোটারদের।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

পরবর্তী প্রজন্মের ভোটগ্রহণের কেন্দ্র কেমন হতে পারে, পাশাপাশি ভোটের থিমকেই ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। আর এভাবেই পুজো প্যান্ডেলের আদলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করে ভোটারদের উৎসাহ জোগাচ্ছে হাবরার এই মডেল বুথ। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভার হিজলপুকুর উদ্বাস্তু শিক্ষানিকেতন প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে এই মডেল বুথ। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দুর্গা বা কালীপুজোর থিমের মণ্ডপ। কিন্তু আসলে এটিকে রূপ দেওয়া হয়েছে মডেল বুথে।

আরও পড়ুন: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ

ভিতরে প্রবেশের পর দেখা যাচ্ছে বয়স্ক ভোটারদের জন্য যেমন রয়েছে বিশ্রামের আধুনিক সোফা, তেমনই শারীরিক ভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার, বাচ্চাদের মনোরঞ্জনের রকমারি খেলার রাইড কিড জোন, মায়েরা যাতে সদ্যোজাত শিশুদের ব্রেস্ট ফিড দিতে পারে তার জন্য আলাদা ঘর। রিফ্রেশমেন্ট জোন-সহ আরওঅনেক কিছু। যা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভোটাররাও। ভোটারদের উৎসাহ দিতে রয়েছে সেলফি জোনও।

আরও পড়ুন: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

এই মডেল বুথে চারটি ভোট গ্রহণ কেন্দ্র হয়েছে। গত ১১ দিন ধরে প্লাই, ফাইবার টিন এবং রংয়ের ব্যবহারে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই অতীতে সোনা ও রুপার দুর্গা বানিয়ে সাড়া ফেলে দেওয়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এই মডেল বুথটি তৈরি করেছেন। এখন এই মডেল বুথে ভোট দিতে আসলেই প্রত্যেক ভোটারদের মন ভাল হয়ে যাচ্ছে। সকলেই বলছেন এ যেন একেবারে অন্যরকম বুথ। যেন প্রকৃত উৎসবের আমেজেই চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে।

Rudra Narayan Roy