Tag Archives: Hawrah

Classical Dance: ক্রিয়েটিভ ডান্সের ‌যুগে কিভাবে একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রতিষ্ঠা পাবে, দেখুন

হাওড়া: শাস্ত্রীয় নৃত্য অতি প্রাচীন এক নৃত্যশৈলী। তবে বর্তমানে ক্রিয়েটিভ ড্যান্সের প্রতি মানুষের ঝোঁক বেশি। একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে? এ বিষয়ে শুনে নেব শাস্ত্রীয় নৃত্য শিল্পীর কিছু কথা উদ্ভাবনী নৃত্য হল আধুনিক নৃত্যশৈলী যা বিভিন্ন ধরণের নৃত্যের সহযোগে গঠিত।

আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, গ্রেফতার ছয়

অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের মত ক্রিয়েটিভ ড্যান্সের কোন স্বতন্ত্র নিয়ম নেই। যদিও এটি কখনও কখনও ক্লাসিক্যাল এবং লোকনৃত্যের মত অন্যান্য নৃত্যের ধরনগুলিকে বিবেচনা করে, তবে এটির নাচের মোডের নিজস্ব পথ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে, শিল্পীরা অসংখ্য শাস্ত্রীয় নৃত্যের উন্নতি ঘটিয়েছে, যার ফলে আমরা আজকে যে আধুনিক রূপগুলি দেখতে পাচ্ছি তার সৃষ্টি। আজ, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলি সারা বিশ্বে বেশ জনপ্রিয়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলীগুলিকে প্রধান সাত প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে: কত্থক, ভরতনাট্যম, মণিপুরী, কথাকলি, ওডিসি, কুচিপুরী এবং মোহিনীঅট্টম।

ভারতীয় শাস্ত্রীয় নৃত্য হল মন ও আত্মার নৃত্য এবং অত্যন্ত ঐতিহ্যবাহী। তবে ইদানিংকালে ক্রিয়েটিভ বা সৃজনশীল নৃত্যের প্রতি বর্তমান প্রজন্মের ঝোঁক বেশি। একজন সফল শাস্ত্রীয় নৃত্য শিল্পী মেঘমালা দাস বসু পরামর্শ দিচ্ছেন কিভাবে পেশা হিসাবে মানুষ শাস্ত্রীয় নৃত্যকে বেছে নেবে।

রাকেশ মাইতি

Mysterious Red Car: আচমকা গ্রামের ভেতর ঘুরছে লাল রঙের রহস্যময় গাড়ি! তারপর যা ঘটল জগৎবল্লভপুরে

হাওড়া: গ্রামে কখনও এদিক, কখনও আবার ওইদিকে ঘুরে বেড়াচ্ছে একটি গাড়ি। লাল রঙের গাড়িটি দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। আচমকা গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরছে কেন গাড়িটি? কখধ‌ও মোড় মাথায় যাচ্ছে, আবার কখনও রাস্তার পার্শ্ববর্তী অংশে আচমকা দাঁড়িয়ে পড়ছে।

গাড়িটির গতিবিধি ভাল ঠেকছিল না জগৎবল্লভপুরের বাসিন্দাদের। তাই গ্রামের মানুষ নজর রাখতে থাকে গাড়িটিতে। তাঁদের মনে ভয়ও হয় অচেনা গাড়ির এমন গতিবিধি দেখে। এমন ঘটনা দেখে এলাকার বাসিন্দারা বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। আরও উল্লেখযোগ্য বিষয় যেটা মানুষকে ভাবিয়ে তোলে তা হল ঐ গাড়ির পিছনে বাঁধা একটি মোটরসাইকেল। এমন আজব ঘটনা আগে কখনও ঘটেনি গ্রামে। সন্দেহভাজন গাড়িটির পিছনে বাঁধা নম্বর প্লেট বিহীন একটি বাইক। সেই সমেত জগৎল্লভপুরের বিভিন্ন স্থান ঘুরে বেড়ায় গাড়িটি।

আরও পড়ুন: আদালতের মলখানায় এটা কী! সামান্য বেখেয়ালেই ধুলো হয়ে যেত সবাই

স্থানীয়রা কৌতূহলবশত এগিয়ে এসে দেখেন ওই লাল রঙের গাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় গাড়িটি আটকে চালককে জিজ্ঞসাবাদ শুরু করেন। গাড়িতে এতগুলো সিসি ক্যামেরা দেখে সন্দেহ হয় সবার। সবমিলিয়ে আমজনতা মোটেও আন্দাজ করতে পারেনি আসলে কী হতে চলেছে। গাড়িটিকে আটক করার পর গ্রামবাসীরা জগৎবল্লভপুর থানায় খবর দেন। জগৎবল্লভপুর থানার পুলিশ এসে গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে জগৎবল্লভপুর থানায় নিয়ে যায়। এই রহস্যময় গাড়ির আসল উদ্দেশ্য কী তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাকেশ মাইতি