Tag Archives: Hoogly news

South 24 Parganas News: প্রবল দুর্যোগে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে উঠে পড়ল বাংলাদেশি বার্জ! আতঙ্ক হুগলি পাড়ে

দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক দুর্যোগের জেরে হুগলি নদীর উত্তাল ঢেউ সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীর পাড়ে উঠে পড়ল একটি বাংলাদেশি বার্জ। দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুউড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকার কাছে হুগলি নদীতে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া বার্জের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নাবিক এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশ। সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে চলে আসেন। তড়িঘড়ি স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতা নিয়ে ওই বার্জটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

দুর্ঘটনাগ্রস্ত এমভি সানরাইজ সবুজ বাংলা নামক বার্জটিতে নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বার্জের এজেন্সিকে। সূত্রের খবর, বিষয়টি পুলিশের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।

জেলা প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও বার্জের এজেন্সিকে জানানো হয়েছে। আপাতত পুলিশ প্রশাসনের তরফে বার্জ থেকে নীচে নামতে নিষেধ করা হয়েছে বার্জের নাবিক ও কর্মচারীদের। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এমভি সানরাইজ সবুজ বাংলা নামের এই বার্জটি বাংলাদেশ থেকে বেরিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে নামখানায় এসে নোঙর করে ছিল।

আরও পড়ুন- ‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কী বড় পদক্ষেপ করল সরকার? আগামী দিনে কী কী বদলাবে দেশে? জেনে নিন

দুর্যোগ কিছুটা কমলে বিকেল নাগাদ কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করার উদ্দেশ্যে বাংলাদেশী বার্জটি নামখানা থেকে পাড়ি দিয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর উত্তাল ঢেউ সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে উঠে যায়। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন বার্জের নাবিক ফরিদ শেখ ও সহকারী নাবিক টুটুল খাকি সহ বার্জের অন্যান্য কর্মীরা।

নবাব মল্লিক

Crime News: ভয়ঙ্কর! দিনে-দুপুরে খালে ভেসে উঠল পচা গলা মুন্ডুহীন দেহ, হাড়হিম ঘটনায় হুগলিতে আতঙ্ক

জিরাট: জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার হাটতলায় শ্মশানের পিছনে নদীর খাড়িতে গতকাল দুর্গন্ধ পান স্থানীয়রা। তারপর পুলিশকে জানানো হয়।বলাগড় থানার পুলিশ গিয়ে কিছু উদ্ধার করতে পারেনি সন্ধ্যা হয়ে যাওয়ায়।

আজ বেলায় দেখতে পাওয়া যায় মৃতদেহ ভাসছে। স্থানীয় বাসিন্দারা জানান, দেহটি খালে ভেসে এসে কচুরিপানায় আটকে ছিল। আজ পুলিশ এসে মৃতদেহটিকে কচুরিপানা সরিয়ে উদ্ধার করে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ময়নাতদন্তের জন্য পাঠায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। পচা গলা দেহ দেখে চেনার উপায় নেই। মাথা নেই, হাতের চুরি দেখে অনুমান একজন মহিলার মৃতদেহ।পুলিশ বিভিন্ন থানায় খোঁজ নিচ্ছে নিখোঁজ ডায়রি ছিল কিনা।

সোমনাথ ঘোষ

Hooghly News: ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল! নিট পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মেধাবী ছাত্র 

হুগলি: নিট পরীক্ষায় অনুরূপ ফল না হওয়ার জন্য বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র। ঘটনাটি ঘটেছে পোলবার উচাই গ্রামে। নিখোঁজ ওই ছাত্রের নাম সৌদীপ বাগ। হুগলি কলেজিয়েট স্কুলের ওই ছাত্র নিটের ফল প্রকাশের রাত থেকেই বাড়ি থেকে নিখোঁজ। ৪ তারিখ থেকে আজ ১৩ তারিখ  ৯ দিন ধরে ছেলের অপেক্ষায় চোখের জলে ভাসাচ্ছেন পরিবার। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।

পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালী বাগের একমাত্র ছেলে সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল। হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ। তার আগে পাউনান হাই স্কুল থেকে মাধ্যমিক। স্কুলে প্রথম থেকে ফার্স্ট হত সে। মাকে বলত ডাক্তার হতে চায়। সেই মত পড়াশোনা শুরু করে। চুঁচুড়া গৃহশিক্ষকদের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইন্সটিটিউটে অনলাইন কোচিং নিতে থাকে। মক টেস্ট গুলোতে খুব ভাল নম্বরও পায়। ৭২০-তে ৬৭০ নম্বর পায় শেষ মক টেস্টে। নিট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানায় ভাল হয়েছে পরীক্ষা। সে পাশ করবেই। গত ৪ঠা জুন নিটের ফল বেরোয়।সেদিন থেকেই নিখোঁজ সৌদীপ।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

দীপালী দেবী জানান,সন্ধায় লুচি তরকারি খাবে বলল ছেলে।দোতলায় ছিল নিজের ঘরে।আটটা নাগাদ একটা শব্দ হল।আমি আর ওর বাবা গিয়ে দেখি ঘরে নেই।তারপর খোঁজাখুঁজি শুরু হয়।গ্রামের লোকজন প্রতিবেশিরা সবাই মিলে খুঁজতে শুরু করে। কোনও সন্ধান মেলে না। গত দু’বছর ধরে খুব খেটেছে। বই মুখে দিয়ে পরে থাকত।আমরা কোনও চাপ দিতাম না।পরিশ্রম করেছিল ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে।কিন্তু কি যে হল।সৌদীপের পিসতুতো দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন,ভাই ছোটো থেকেই মেধাবী।ও যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবতে পারিনি।ওই দিন নিটের ফল বেরিয়েছে সেটা বাড়ির কেউ জানত না।পরে ওর এক বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারি ফল বেরোনোর কথা।এবার শুনছি নিটের ফলাফলে অনেক দূর্নীতি হয়েছে।জানিনা ঠিক কি হয়েছে।তবে ডাক্তারি পড়ার আশা ভঙ্গ হওয়াতেই সৌদীপ বাড়ি থেকে কোথাও চলে গেছে।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

পোলবা থানায় নিখোঁজ ডায়রির পর পুলিশও খোঁজ শুরু করে। বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতাল কোনও সূত্র পাওয়া যায়নি এখন। ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের। কেঁদে কেঁদে দিন কাটছে। সৌদীপের বাবা অবসর প্রাপ্ত শিক্ষক সুজয় বাগ বলেন, ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক।দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই।।।

রাহী হালদার