Tag Archives: ICC T20 World Cup

জমে উঠেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) আসর, হেভিওয়েট থেকে দুর্বল সব দলই নিজেদের সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বসেরা খেতাবের জন্য ৷ এবছর টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এবং ওমানে (Oman) ৷ মরুদেশে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত চলবে টোয়েন্টি টোয়েন্টির মহাযুদ্ধ ৷ গোটা টুর্নামেন্ট ৪৫টি ম্যাচে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৬ সালে ভারতে। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে মোট ৬ বার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। মাঠ ও মাঠের বাইরের সব আপডেটের জন্য নজর রাখুন News18 Bangla-র ওয়েবসাইটে ৷

Ind vs Pak: T-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই, ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে নিউ ইয়র্কে

মুম্বই:  আর অল্প দিন বাকি, তারপরেই  আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু৷  সেই মেগা টুর্নামেন্টের মেগা ম্যাচের দিন সামনে এল। ৯ জুন হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। খেলার আসর বসবে নিউ ইয়র্কে। আইসিসির পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এই খবর আসে৷

২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে খেললেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ ফলে  ভারতীয় দল ফের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম দাবিদার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট৷ এরই মধ্যে ফিক্সচার নিয়ে খবর ফাঁস৷ আইসিসি-র ফিক্সচার সামনে আসার আগেই একটি  রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছিল৷ সেই রিপোর্টেই দাবি করা  হয়েছিল৷ ভারত ও পাকিস্তানের দল আবারও একই গ্রুপে থাকতে চলেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড এবং এবার অস্ট্রেলিয়ার একই গ্রুপে থাকবে৷

এদিকে এরপরেই আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন সামনে আনা হয়৷

 

View this post on Instagram

 

A post shared by News18.com (@cnnnews18)

 

আরও পড়ুন – Healthy Lifestyle: বাড়তে দেয় না ডায়াবেটিস, সবুজ এই সবজির গুণে শরীর দৌড়বে একেবারে চাঙ্গা হয়ে…

ভারতীয় দল ২০০৭ সালে আয়োজিত প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল৷  মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় তরুণ দল ট্রফি জিতেছিল৷ কিন্তু তারপর থেকে এই টুর্নামেন্টে জয়ের অপেক্ষায় ভারত। ২০১৪ সালে, টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে যেতে হয়েছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলা দলটি গত বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল।

আরও পড়ুন –  Samudra Shastra: কাঁড়িকাঁড়ি কাঁচা টাকা, নাকি ভাঁড়ে মা ভবানী! আপনার নাকই বলে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালান্স

 

টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী,  আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪-এর চারটি গ্রুপে ভারতীয় দলকে পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে। ভারত ছাড়াও গ্রুপ এ-তে থাকবে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

বি গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের দল থাকবে। ‘সি’ গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডের সঙ্গে রয়েছে নেপাল দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ২  বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ২০১০ এবং ২০২২ সালে ইংল্যান্ড দল এই ট্রফি জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের কথা বললে, তারা ২০১২ সালে এবং ২০১৬ সালে এই শিরোপা জিতেছিল। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা একবার করে এই বিশ্বকাপ জিতেছে।

India vs England: অ্যাডিলেডে আজ টস যার ম্যাচও তার! অজি ভূমিতে ব্রিটিশ বধের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া

অ্যাডিলেড: অজি ভূমিতে ব্রিটিশ বধের লক্ষ্যে নামছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ২০০৭-এর পুনরাবৃত্তি চাইছে রোহিত বাহিনী। কারণ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেট হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা পাকা‌ করে নিয়েছে পাকিস্তান। তাই অ্যাডিলেডে বাটলারদের বধ করতে পারলেই রবিবার ভারত-পাক ফাইনাল। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের রিপ্লে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যুদ্ধে নামার আগে ভারতের চোট চিন্তা। মঙ্গলবার অনুশীলনের সময় রোহিত শর্মার চোট পাওয়ার পরের দিন কুঁচকিতে চোট পেলেন বিরাট। হর্ষল প্যাটেলের বল লাগে। তবে রোহিত নিজেই জানিয়েছেন তিনি ফিট। আর টিম ম্যানেজমেন্ট সূত্রে‌ খবর বিরাটের চোট দুশ্চিন্তা দেবে না। সেমি যুদ্ধের আগে চোট চিন্তা ছাড়াও কোচ রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে কার্তিক না ঋষভ পন্থ ? অক্ষরের অফ‌ফর্ম, হার্দিক রোহিতের ব্যাটে রানের খরা। ম্যাচের আগে অনুশীলন দেখে বোঝার উপায় নেই প্রথম একাদশ কী হতে চলেছে। দুই উইকেটরক্ষককে তৈরি থাকতে বলা হয়েছে। অনুশীলনে হর্ষল প্যাটেলকে দীর্ঘক্ষণ বল করতে দেখা যায়। চমক হিসেবে অক্ষরের বদলে তিনি খেলে দিতেও পারেন। তৈরি রাখা হচ্ছে চাহালকেও।

আরও পড়ুন– বড় খবর! আজ থেকেই স্কুলে স্কুলে চাকরি দিতে শুরু করছে এসএসসি, শুরু হচ্ছে কাউন্সিলিং

তবে দ্রাবিড়কে স্বস্তি দিচ্ছে সবচেয়ে বেশি সূর্যর টপ ফর্ম। নিজের কেরিয়ারের সেরা জায়গায় রয়েছেন স্কাই। বিরাটের ব্যাট আর ফাস্ট বোলারদের পারফরম্যান্স টিম ইন্ডিয়ার ভরসা।‌‌ অন্যদিকে সেমিফাইনালে আগে ইংল্যান্ড দলে একের পর এক ক্রিকেটারের চোট। দাউইদ মালানের পর এ বার চোট মার্ক উডের। ইংল্যান্ডের পেসার যদি খেলতে না পারেন টাইমল মিলস তাঁর জায়গা নিতে পারে বলে খবর। তবে টুর্নামেন্টে সেভাবে সফল না হলেও ইংল্যান্ড ব্যাটিং লাইনআপে গভীরতা অনেক বেশি।

ভারতীয়দের সঙ্গে আইপিএলে খেলার অভিজ্ঞতা সেমিফাইনালের মঞ্চে কাজে দেবে। সেমির যুদ্ধে নামার আগে ভারতকে এগিয়ে রাখছে ইংল্যান্ড। তবে সহজে জমি ছাড়তে নারাজ স্টোকসরা। ফাইনালে ভারত পাক না হতে দেওয়ার হুংকার ব্রিটিশদের গলায়। যদিও পরিসংখ্যান ভারতের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ২০০৭-এ প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিংহের ছয় ছক্কার জন্যে জয় পায় ভারত। ২০১০ সালে ভারত তিন রানে হেরে যায়। ২০১২ সালে আবার ৭০ রানে জয় পায়। ‌‌ লক্ষ্মীবারে ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস অল্প রয়েছে বটে। তবে একটা পরিসংখ্যান ভাবাবে দুই দলকে। টি-টোয়েন্টিতে অ্যাডিলেডে টস যার ম্যাচও তার।‌

রবিবার ভারতকে হারালেই জিম্বাবোয়ের যুবককে বিয়ে, পাকিস্তানি অভিনেত্রীর ট্যুইট এখনই হাসির খোরাক

পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারির ট্যুইট এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে৷ তিনি ট্যুইট করেছেন টি-২০ বিশ্বকাপে আসন্ন ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে৷ শেহরের বক্তব্য, যদি জিম্বাবোয়ে ওই ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি জিম্বাবোয়ের কোনও যুবককে বিয়ে করবেন৷

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, ৬ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে৷ তার আগে বুধবার ভারত বাংলাদেশ ম্যাচের সময় শেহর ক্রমাগত ট্যুইট করে যাচ্ছিলেন ভারতের পরাজয় দেখতে চেয়ে৷ এ বার তিনি নিজেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার৷

যে ট্যুইট ঘিরে এত কাণ্ড, সেখানে শেহর বলেছেন ‘‘আমি জিম্বাবোয়ের কোনও যুবককে বিয়ে করব, যদি রবিবার সে দেশের ক্রিকেট দল আশ্চর্যজনক ভাবে হলেও ভারতকে হারিয়ে দেয়৷’’ তার ট্যুইট লাইক করেছেন ৮৫০-এর বেশি ট্যুইটারেত্তি৷ করা হয়েছে ৪৯ বার রিট্যুইট৷

 

আরও পড়ুন : বাংলাদেশের কি বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে? দেখে নিন

সামাজিক মাধ্যমে তাঁকে নিশানা করে পাল্টা বলা হয়েছে ‘‘তাহলে দুঃখিত! আপনি সারা জীবন একাই থেকে গেলেন৷’’ আর একজন অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন তাঁর পুরনো ট্যুইটের কথা, যে তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশকে হারায়, তাহলে নিজের ট্যুইটার অ্যাকাউন্টই ডিলিট করে দেবেন! এর আগেও তিনি একাধিকবার আক্রমণ করেছেন ভারতীয় দলকে৷

 

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে জিম্বাবোয়ে ১ রানে হারিয়ে দেওয়ার পর শেহরের ট্যুইট এখন নেট মহলে হাসির খোরাক৷ পারথে ওই ম্যাচ ছিল রুদ্ধশ্বাস৷ উত্তেজনা ও রোমাঞ্চ বজায় ছিল শেষ বল পর্যন্ত৷ টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৮ উইকেটে ১৩০ রান তোলে৷ জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৮ উইকেটে ১২৯ রানে৷ এই পরাজয় পাকিস্তানকে দাঁড় করিয়েছে খাদের মুখে৷

পাক ম্যাচের আগে রোহিত বলছেন, `টেনশন লেনে কা নেহি, দেনেকা’ ! উচ্ছ্বসিত ভক্তরা

#ব্রিসবেন: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। ক্যাপ্টেন হিসেবে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে প্রত্যয়ী রোহিত শর্মাও। বুধবার বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের অভিজ্ঞতা থাকলেও, ক্যাপ্টেন হিসেবে এই প্রথম মাঠে নামব। তাই আলাদা অনুভূতি তো হচ্ছেই।

আরও পড়ুন – হারের হ্যাটট্রিক নয়, নর্থ ইস্টকে হারিয়ে প্রথম তিন পয়েন্টের লক্ষ্যে ইস্টবেঙ্গল

দেশকে বিশ্বকাপ জেতানোই প্রধান লক্ষ্য। তবে এই নিয়ে বেশি কথা বলতে চাই না। প্রস্তুতি জোরকদমে হয়েছে। এবার প্রয়োজন সেরা পারফরম্যান্স মেলে ধরা। ডনের দেশে আসার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত। এই প্রসঙ্গে হিটম্যানের মন্তব্য, ঘরের মাঠে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতেছি। তবে অস্ট্রেলিয়ার পরিবেশে খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং।

দলের অনেকেরই অতীতে এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাই পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া এসেছি আমরা। পারথে আমাদের প্রস্তুতি শিবিরও ভালো হয়েছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জিতলে মোমেন্টাম সেট হয়ে যায়। আর হারলে ঘুরে দাঁড়ানো কঠিন।

গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলির দল আর নিজেদের পারফরম্যান্স মেরামত করতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ‘মেন ইন ব্লু’। এই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্লকবাস্টার। অনুরাগীরা এরজন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন। স্টেডিয়ামে বা বাইরে উত্তেজনার পরিবেশে তৈরি হয়। তবে সেই আবহে গা ভাসালে হবে না। আবেগ নিয়ন্ত্রণে রেখে সেরাটা উজাড় করে দিতে হবে।

 ম্যাচ বাই ম্যাচ এগতে চাই। প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেককে যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ নক-আউটে একটা খারাপ পারফরম্যান্স টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।

ভিলেন বৃষ্টি, কিউয়িদের বিপক্ষে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে গেল

#ব্রিসবেন: শেষবার ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়ে যাত্রা শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবর ভারতকে ঝামেলায় ফেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম অনুশীলন ম্যাচে বাজেভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

আরও পড়ুন – মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে

এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু’দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।

ট্রেনট বোল্ট, টিম সাউদি, লকি ফর্গুশন, ইশ সোধিদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দেখে নেওয়ার সুযোগ হারালেন। মন রাখতে হবে শেষবার আরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। রানার্স আপ হয়েছিল তারা।

পাশাপাশি মার্টিন গাপ্তিল, ফিন আল্যেন, কেন উইলিয়ামসনদের বিপক্ষে ভারতীয় বোলাররা নিজেদের মেপে নেওয়ার সুবর্ণ সুযোগ হারালেন। তবে কিছু করার নেই। প্রকৃতির ওপর কার হাত আছে? তবে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে বিশেষ চিন্তিত নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের প্রস্তুতি সঠিক পদ্ধতিতে চলছে। নেট প্র্যাকটিস চলছে নিয়ম মেনে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর খুশি দলের অনুশীলন পদ্ধতিতে। বোলিং কোচ পরশ মামরেও খুশি বোলারদের অনুশীলন পদ্ধতিতে।

শুরুতেই অঘটন, বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল নামিবিয়া

#গিলং: পাকিস্তানকে হারিয়ে কয়েক মাস আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। ফেভারিট না হয়েও দুর্ধর্ষ ক্রিকেট খেলেছিলেন লঙ্কার ক্রিকেটাররা। একটা টিম হিসেবে উঠে এসেছিল লঙ্কান লায়নরা। তাই এমন একটা দল নামিবিয়াকে হারিয়ে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এতে আশ্চর্যের কী আছে? এমনটা মনে করাই স্বাভাবিক।

আরও পড়ুন – বুমরাহর বদলে বিশ্বকাপে রেনুকাকে চাই ! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দাবি ভারতীয় সমর্থকদের

কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটকে কেন বলা হয় সেটা আবার প্রমাণ হলেও রবিবার। বিশ্বাস করতে পারেন নাও পারেন, কিন্তু সত্যিটা হল শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া। আফ্রিকা মহাদেশের এই অনামী ক্রিকেট দলটি এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে দেবে প্রথম ম্যাচেই কেউ ভাবতে পারেননি।

যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সেদিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় খেলা অভিজ্ঞ ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট। নামিবিয়ার মতো দেশের বিরুদ্ধে ১৬৪ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা ছিল না দাসুন শনাকাদের জন্য।

কিন্তু সেই সহজ কাজটাই কঠিন করে ফেললেন কুসল মেন্ডিসরা। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দানুষ্কা গুণাতিলকা কোনও রান পাননি। ১১ বলে ১২ রান করে ফিরে যান ধনঞ্জয় ডী সিলভা। অধিনায়ক শনাকা ২৩ বলে ২৯ রান করেন। ৫৫ রানে হার শ্রীলঙ্কার।

১৬৪ রান তাড়া করতে নেমে ১০৮ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। তবে একটা দিনের এরকম পারফরম্যান্স দেখে শ্রীলঙ্কাকে যাচাই করা উচিত নয় জানিয়ে দিয়েছেন অধিনায়ক শানাকা। পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

Mohammad Shami: আর রিজার্ভে নয়, টি টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহের বদলে দলে শামি

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে নেওয়া হল মহম্মদ শামিকে। চোট পেয়ে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহের পরিবর্তে দলে সুযোগ পেলেন শামি। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল। এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন ভারতীয় দল ঘোষণা হয়, তখন রিজার্ভে ছিলেন মহম্মদ শামি ৷

মঙ্গলবারই ফিটনেস টেস্টে পাশ করেছিলেন মহম্মদ শামি। বুধবার সন্ধ্যায় ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার অস্ট্রেলিয়া উড়ে যান ৷

আরও পড়ুন– সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসতে চলা রজার বিনিকে নিয়ে কী বললেন দাদা?

India squad for ICC T20 World Cup: Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant (wicket-keeper), Dinesh Karthik (wicket-keeper), Hardik Pandya, R. Ashwin, Yuzvendra Chahal, Axar Patel, Bhuvneshwar Kumar, Harshal Patel, Arshdeep Singh, Mohammed Shami.

জসপ্রীত বুমরাহ চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন। তার পরেই মহম্মদ সিরাজকে রিজার্ভ দলে ডাকা হয়। এর পর দীপক চাহার চোটের জন্য ছিটকে গেলে শার্দুল ঠাকুরকেও রিজার্ভ দলে নেওয়া হয়। তবে বুমরাহের পরিবর্ত কে হবে, সেই বিষয়ে এত দিন কিছু বিসিসিআই জানায়নি। অবশেষে বুমরাহের পরিবর্ত হিসেবে শামিকেই বেছে নেওয়া হল ৷

আরও পড়ুন– সুখবর ! ইডেনে মেগা ম্যাচ, নৈশালোকে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে হবে এই খেলা?

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় নির্বাচন কমিটি টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জসপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামিকে নিয়েছে ৷ শামি অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন, প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন ৷

বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়

#মুম্বই: আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সঞ্জু স্যামসনের না থাকা নিয়ে বিতর্ক চলছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। সঞ্জুর কথায়, অনেকে বলছেন ঋষভ বা রাহুলের জায়গায় আমার সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু এসব ভাবছি না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে রেষারেষি করলে দেশকেই ছোট করা হবে। কেরলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মনে করেন নির্বাচকরা জাতীয় দলের স্বার্থে যেটা ভাল মনে করেছেন করেছেন।

তিনি সুযোগ পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু যখন পাননি, তখন এই নিয়ে চিন্তা করে লাভ নেই। তাকে ভারতীয় এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে, যে দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই দলে রাখা হয়েছে পৃথ্বী শ, অভিমুন্য ঈশ্বরন, ঋতুরাজ, উমরান মালিককে। ২২,২৫,২৭ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলা হবে।

সঞ্জুর অবশ্যই ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া উচিত ছিল এমন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটে সঞ্জুকে নিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। কারণ উপরে উঠে আসা বল নির্দ্বিধায় খেলতে পারেন সঞ্জু। কাট এবং পুল মারার ক্ষেত্রে তিনি দক্ষ।

তাই ভারতের উচিত ছিল তাকে রাখা। সঞ্জু গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলেছিলেন। অধিনায়ক হিসেবে নিজে পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন মোট। তবে শুধু সঞ্জু নয়, বিশ্বকাপে নেওয়া হয়নি ঈশান কিষানকেও। আসলে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল।

এই দলে জায়গা করে নেওয়া সত্যিই মুশকিল। অনেকে রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেও তার ট্রাক রেকর্ড এবং কোয়ালিটি নিয়ে সন্দেহ ছিল না বোর্ড কর্তাদের। বাদ পড়লেও সঞ্জু অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া থেকে ভারত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।

দলে ফিরলেন দুই আগুনে পেসার, টি ২০ বিশ্বকাপের আগে হুঙ্কার লঙ্কানদের

#কলম্বো: সাহস এবং ইচ্ছে শক্তি থাকলে অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। সদ্য সমাপ্ত এশিয়া কাপে সেটাই প্রমাণ করেছে শ্রীলংকা। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারদের অবসরের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটও। তাই দাসুন শানাকার দল নিয়ে তেমন একটা আশা ছিল না ক্রিকেটপ্রেমীদের।

সেই শ্রীলঙ্কাই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো ফেবারিটদের পেছনে ফেলে হয়েছে চ্যাম্পিয়ন। বিশ্বকাপের আগে যে ট্রফি লঙ্কানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এশিয়া কাপের সেই চ্যাম্পিয়ন দল থেকে বিশ্বকাপের জন্য খুব একটা পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা।

দলে বলতে গেলে কোনো চমক নেই তাদের ১৫ সদস্যের দলে। তবে দুই তারকা পেসার ফেরায় বিশ্বকাপে আরও শক্তিশালীই হবে লঙ্কানদের দল। নিয়মিত খেলোয়াড়রা তো আছেনই, পাশাপাশি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা পেসার দুশমন্ত চামিরা। ফিরেছেন তরুণ বাঁহাতি পেসার লাহিরু কুমারাও।

তবে তাদের রাখা হয়েছে ফিটনেস সাপেক্ষে। অভিজ্ঞ দিনেশ চান্দিমালের জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এখানে তার সঙ্গে আছেন আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমে, বিনুরা ফার্নান্দো আর নুওয়ানিদু ফার্নান্দো।

বিশ্বকাপ স্কোয়াড – দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, জেফরি ভেন্ডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মধুশঙ্কা, প্রমোদ মধুশান।

স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুওয়ানিদু ফার্নান্দো।

লঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখি মনে করছেন সাঙ্গাকারা, জয়সূর্যরা। অধিনায়ক শানাকা এবং হাসারাঙ্গার ওপর নির্ভর করছে অনেক কিছু।

বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, ফিরলেন শাহিন, স্ট্যান্ড বাই মারকুটে ব্যাটসম্যান

#লাহোর: অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান। নিজেদের অধিনায়ক এবং ম্যানেজমেন্ট একসঙ্গে আলোচনা করে চূড়ান্ত দল বেছে নেওয়া হল। তবে সবাইকে অবাক করে প্রথম দল থেকে বাদ দেওয়া হয়েছে ফখর জামানকে। বাঁহাতি এই মারকুটে ব্যাটসম্যানকে অবশ্য কেন বাইরে রাখা হল তার ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফখর সদ্য সমাপ্ত এশিয়া কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেভাবে বড় রান আসেনি তার ব্যাট থেকে। তবে এশিয়া কাপের বিচারে ফখরকে মূল দলে না রাখা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানে। শাহানাওয়াজ দাহানিকেও রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বাবর অধিনায়ক। ভাইস ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে শাদাব খানকে।

এশিয়া কাপ ফাইনালে তিনি ক্যাচ মিস করলেও শাদাবের অল রাউন্ড দক্ষতার ওপর ভরসা রেখেছে পাক বোর্ড। তার লেগ স্পিন এবং কার্যকরী ব্যাটিং দলের সম্পদ। এছাড়াও মিডল অর্ডারে ইফতেখার, খুশদিল, শান মাসুদকে রাখা হয়েছে। এশিয়া কাপে খেলতে না পারলেও মহম্মদ ওয়াসিম কামব্যাক করেছেন।

পেস বোলার নাসিম শাহ, হাঁসনাইন আছেন। স্পিনার ওসমান কাদির আছেন। অধিনায়ক বাবর জানিয়েছেন দলের ব্যালেন্স নিয়ে তিনি খুশি। আশা করবেন এই দল অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক পারফরম করে দেশের মুখ উজ্জ্বল করবে। পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেবে জানিয়েছেন বাবর।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও যে ক্রিকেট উপহার দিয়েছিল পাকিস্তান, সেটা যথেষ্ট গর্ব করার মতো মনে করেন বাবর। তাই আপাতত সব ফোকাস শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখতে চান পাক অধিনায়ক।