Tag Archives: illegal gold

Bangladesh: বাংলাদেশ থেকে আসছিল সাইকেল, রডের মধ্যে ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা জলঙ্গিতে

জলঙ্গি: বুদ্ধি খাটিয়ে বিএসএফের নজর এড়াতে সাইকেলের রডের মধ্যে সোনা লুকিয়ে পাচার করতে গিয়েও সফল হল না পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে জলঙ্গিতে।

ফের একবার সোনা পাচার রুখে দিল বিএসএফ। সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে পাচার করার ছক বানচাল করল বিএসএফ। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায় এক পাচারকারী অভিনব কায়দায় বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।

আরও পড়ুন: কেরলের ছায়া বাংলায়! শিয়ালদহে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকতেই ভেঙে পড়ল মিডল বাঙ্কের শিকল! রক্তারক্তি কাণ্ড

জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ টহলদারি চালানোর সময় দেখে ওই পাচারকারী সাইকেল ফেলে পালিয়ে যায়। বিএসএফের সন্দেহ হওয়ায় ওই সাইকেলটিকে টুকরো টুকরো করলে সাইকেলের রডের ভেতর থেকে ৫৩৫ গ্রাম সোনা উদ্ধার করে বিএসএফ। ওই পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ।

Crime: ‘দেখি, বেল্টে কী আছে!’ শিলিগুড়িতে ব্যক্তির বেল্ট থেকে যা বেরল, চক্ষু চড়কগাছ সকলের!

শিলিগুড়ি: ফের সোনা উদ্ধার শিলিগুড়িতে। কোমরের বেল্টে স্পেশ্যাল চেম্বার বানিয়ে সোনার বিস্কুট পাচারের ছক। গোপন সূত্রে খবর পেয়ে হানা DRI-এর। উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট এবং সোনার অলঙ্কার। বাংলাদেশ থেকে সোনা বিহারে পাচারের ছক কষা হচ্ছিল বলে অভিযোগ।

সেই সোনা কিনতে এসে ধৃত ২! গাড়ির ডিকিতে স্পেশ্যাল চেম্বার বানিয়ে আনা হয়েছিল ৫০০ টাকার কয়েকটা বাণ্ডিল। বাজেয়াপ্ত করা হয় ওই টাকাও। যার অঙ্ক সাড়ে ৮২ লাখ। নির্বাচনের আগে পুলিশের নজর এড়াতেই স্পেশ্যাল চেম্বার বানানো হয়েছিল। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে জামিন খারিজ হয়।

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কিন্তু আকাশে নয়, ঘটে এয়ারপোর্টে! আত্মা কেঁপে যাবে জেনে

আর ঠিক ৮ দিন পর রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ তার ঠিক আগে, গতকালই কলকাতার কাছেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা৷ বুধবার হাওড়া স্টেশনের কাছে পুলিশের নাকা তল্লাশিতে একটি ট্যাক্সি থেকে প্রায় ৫৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল৷ এই ঘটনায় ট্যাক্সিতে থাকা দুই ব্যক্তি এবং গাড়ির চালককে আটক করে পুলিশ৷

টাকা উদ্ধারের খবর দেওয়া হয় আয়কর দফতরে৷ আয়কর দফতরের আধিকারিকরাও থানায় পৌঁছে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে৷