Tag Archives: Indian Passport

Visa Free Countries For Indians: পাসপোর্ট র‍্যাঙ্ক তালিকায় ৮২ নম্বরে ভারত, কোন ৫৮টি দেশে ‘ভিসা ফ্রি’ ভ্রমণের সুযোগ ভারতীয়দের? জেনে নিন

ইতিমধ্যেই সামনে এসেছে ২০২৪ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিং। ২২৭ দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮২ নম্বরে। ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index)।
ইতিমধ্যেই সামনে এসেছে ২০২৪ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিং। ২২৭ দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮২ নম্বরে। ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index)।
র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। স্বাভাবিকভাবে তারাই রয়েছে এক নম্বরে। ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপান। ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে এই দেশগুলির নাগরিকদের।
র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। স্বাভাবিকভাবে তারাই রয়েছে এক নম্বরে। ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপান। ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে এই দেশগুলির নাগরিকদের।
তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা। নিউজিল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্কের সঙ্গে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং পতুর্গাল যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে অষ্টম স্থানে। ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন মার্কিন মুলুকের অধিবাসীরা।
তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা। নিউজিল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্কের সঙ্গে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং পতুর্গাল যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে অষ্টম স্থানে। ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন মার্কিন মুলুকের অধিবাসীরা।
ভারতের পাসপোর্ট রয়েছে ৮২ নম্বরে। ভারতীয় নাগরিকরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো জনপ্রিয় গন্তব্য-সহ ৫৮টি দেশে  ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। প্রতিবেশী পাকিস্তান র‍্যাঙ্কিং তালিকায় ১০০ নম্বরে জায়গা পেয়েছে। ৩৩টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন পাকিস্তানিরা। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পেয়েছেন।
ভারতের পাসপোর্ট রয়েছে ৮২ নম্বরে। ভারতীয় নাগরিকরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো জনপ্রিয় গন্তব্য-সহ ৫৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। প্রতিবেশী পাকিস্তান র‍্যাঙ্কিং তালিকায় ১০০ নম্বরে জায়গা পেয়েছে। ৩৩টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন পাকিস্তানিরা। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পেয়েছেন।
ভারতীয়রা যে ৫৮টি দেশে ভিসা ‘ফ্রি’-র সুবিধা পাচ্ছেন ৷ সেই দেশগুলি হল - অঙ্গোলা, বার্বেডোজ, ভূটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুটি (Djibouti), ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনেডা, গিনি-বিসাউ, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, ম্যাডাগাস্কার, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিটানিয়া, মরিশিয়াস, মাইক্রোনেশিয়া, মন্টেসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, পালাউ আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্স, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমোর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তিউনিশিয়া, টুভালু, ভানুয়াটু, জিম্বাবোয়ে
ভারতীয়রা যে ৫৮টি দেশে ভিসা ‘ফ্রি’-র সুবিধা পাচ্ছেন ৷ সেই দেশগুলি হল – অঙ্গোলা, বার্বেডোজ, ভূটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুটি (Djibouti), ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনেডা, গিনি-বিসাউ, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, ম্যাডাগাস্কার, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিটানিয়া, মরিশিয়াস, মাইক্রোনেশিয়া, মন্টেসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, পালাউ আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্স, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমোর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তিউনিশিয়া, টুভালু, ভানুয়াটু, জিম্বাবোয়ে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের জানেন? সামনে এল র‍্যাঙ্কিং, ভারত কত নম্বরে দেখুন

কলকাতা: অবশেষে সামনে এল ২০২৪ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিং। ২২৭ দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮২ নম্বরে। ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। স্বাভাবিকভাবে তারাই রয়েছে এক নম্বরে। ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপান। ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে এই দেশগুলির নাগরিকদের।

তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা। নিউজিল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্কের সঙ্গে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং পতুর্গাল যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে অষ্টম স্থানে। ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন মার্কিন মুলুকের অধিবাসীরা।

ভারতের পাসপোর্ট রয়েছে ৮২ নম্বরে। ভারতীয় নাগরিকরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো জনপ্রিয় গন্তব্য সহ ভিসা ছাড়া ৫৮টি দেশে ভ্রমণ করতে পারবেন। প্রতিবেশী পাকিস্তান র‍্যাঙ্কিং তালিকায় ১০০ নম্বরে জায়গা পেয়েছে। ৩৩টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন পাকিস্তানিরা। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পেয়েছেন।

২০২৪ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা: প্রথম স্থানে, সিঙ্গাপুর (ভিসা ছাড়া ১৯৫ দেশে প্রবেশের অনুমতি)

দ্বিতীয় স্থানে, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন (ভিসা ছাড়া ১৯২ দেশে প্রবেশের অনুমতি)

তৃতীয় স্থানে, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন (ভিসা ছাড়া ১৯১ দেশে প্রবেশের অনুমতি)

চতুর্থ স্থানে, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য (ভিসা ছাড়া ১৯০ দেশে প্রবেশের অনুমতি)

পঞ্চম স্থানে, অস্ট্রেলিয়া, পর্তুগাল (ভিসা ছাড়া ১৮৯ দেশে প্রবেশের অনুমতি)

ষষ্ঠ স্থানে, গ্রিস, পোল্যান্ড (ভিসা ছাড়া ১৮৮ দেশে প্রবেশের অনুমতি)

সপ্তম স্থানে, কানাডা, চেকিয়া, হাঙ্গেরি, মাল্টা (ভিসা ছাড়া ১৮৭ দেশে প্রবেশের অনুমতি)

অষ্টম স্থানে, মার্কিন যুক্তরাষ্ট্র (ভিসা ছাড়া ১৮৬ দেশে প্রবেশের অনুমতি)

নবম স্থানে, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, সংযুক্ত আরব আমিরশাহি (ভিসা ছাড়া ১৮৫ দেশে প্রবেশের অনুমতি)

দশম স্থানে, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (ভিসা ছাড়া ১৮৪ দেশে প্রবেশের অনুমতি)।

Passport Name Address Change Online: অনলাইনে পাসপোর্টের নাম এবং ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে? জেনে নিন ধাপে ধাপে, খুব সহজ নিয়ম

কলকাতা: পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি যা পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে, বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণের সময়। বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য পাসপোর্ট আপডেট করা এবং একই সঙ্গে, ভুল বানান বা বিবাহের কারণে পরিবর্তিত উপাধি মতো যে কোনও কিছু সংশোধন করার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলতে হবে।

ভারতীয় পাসপোর্টে বিশদ আপডেট করার প্রক্রিয়াটি ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে পাসপোর্ট সেবা সিস্টেম দ্বারা বর্ণিত নিয়ম অনুসারে করা হয়। ভুল বানান সংশোধন করতে বা পদবি পরিবর্তন করতে, বা পাসপোর্টে ঠিকানা আপডেট করতে, একজন ব্যক্তিকে পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য আবেদন করতে হবে। অনলাইনে ভারতীয় পাসপোর্টে নাম এবং ঠিকানা পরিবর্তন করার জন্য যে ধাপগুলি মেনে চলতে হবে তা দেওয়া হল।

আরও পড়ুন: অবিশ্বাস্য! অ্যাপ ক্যাবের রাইড শেষে বিল এল ৭,৬৬,০০,০০০ টাকা, যাত্রীর অবস্থা কী তারপর জানেন?

অনলাইনে ভারতীয় পাসপোর্টে নাম এবং ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন:

পাসপোর্টে নাম পরিবর্তন করতে বা যাঁরা ভুল বানান সংশোধন করতে চান বা তাঁদের পদবি আপডেট করতে চান তাঁদের পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য আবেদন করতে হবে

স্টেপ ১: অফিসিয়াল পাসপোর্ট সেবা ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে ‘Register Now’ অপশন নির্বাচন করতে হবে

স্টেপ ২: রেজিস্ট্রার করা আইডি ব্যবহার করে লগ ইন করতে হবে এবং ‘Apply for Fresh Passport/Reissue of Passport’ বিকল্পটি বেছে নিতে হবে।

স্টেপ ৩: প্রয়োজনীয় বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে

স্টেপ ৪: মনোনীত ফি প্রদান করতে হবে এবং নিকটতম আঞ্চলিক পাসপোর্ট অফিস (আরপিও) বা পাসপোর্ট সেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে।

স্টেপ ৫: ফর্মটি পূরণ করার পরে আবেদনের রসিদটি প্রিন্ট করতে হবে, এর মধ্যে ব্যক্তির আবেদনের রেফারেন্স নম্বর রয়েছে।

স্টেপ ৬: নির্ধারিত তারিখে, যাচাইকরণের জন্য আসল নথি সহ নিকটস্থ পাসপোর্ট অফিসে যেতে হবে।

আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে দমকা হাওয়া! বৃষ্টি নামবে এই জেলাগুলিতে

বিকল্প ভাবে, ব্যক্তি একটি ই-ফর্ম ডাউনলোড করতে পারেন, তারপর এটি পূরণ করে ফাইলটি সংরক্ষণ করতে পারেন। উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে XML ফাইলটি আপলোড করতে হবে।

নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি

বিয়ের পর:

• বিবাহের শংসাপত্র (মূল কপি এবং ফটোকপি)

• স্বামী/স্ত্রীর পাসপোর্টের সেলফ-অ্যাটাস্টেট করা ফটোকপি

• বর্তমান ঠিকানার প্রমাণপত্র

• ইসিআর/নন-ইসিআর সহ প্রথম এবং শেষ দুই পৃষ্ঠার সেলফ-অ্যাটাস্টেট করা ফটোকপি সহ পুরনো পাসপোর্ট

• পুরানো পাসপোর্টে ভ্যালিডিটি এক্সটেনশন পৃষ্ঠা এবং অবজারভেশন পৃষ্ঠার ফটোকপি

বিবাহ বিচ্ছেদের পর:

• বিবাহবিচ্ছেদের সার্টিফিকেট

• একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের হলফনামা

পুনর্বিবাহের পর:

• পূর্ববর্তী স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের প্রমাণ বা তার ডেথ সার্টিফিকেট

• স্বামীর পাসপোর্ট কপি (যদি থাকে)

• বিবাহের শংসাপত্রের একটি সেলফ-অ্যাটাস্টেট করা কপি

আরও পড়ুন: হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে

অন্যান্য পরিস্থিতিতে:

• একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে হলফনামা

নাম পরিবর্তন সংক্রান্ত দুটি পত্রিকায় বিজ্ঞাপন

ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথিগুলি কী কী?

পাসপোর্টে ঠিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নথিগুলির একটি তালিকা এখানে রইল:

• আসল পাসপোর্ট

• অনলাইন আবেদনের কপি

• পেমেন্টের রসিদ বা চালানের কপি

• বর্তমান ঠিকানার প্রমাণ (যেমন, আধার কার্ড, ইউটিলিটি বিল, ভোটার আইডি কার্ড)

• পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষের দ্বারা অব্জারভেশন পৃষ্ঠায় একটি সেলফ-অ্যাটাস্টেট করা কপি

• স্ত্রীর পাসপোর্ট (যদি আবেদনকারীর বর্তমান ঠিকানা স্ত্রীর পাসপোর্ট ঠিকানার সঙ্গে মিলে যায়)

অনুগ্রহ করে মনে রাখতে হবে যে, প্রতিটি পরিস্থিতিতে পাসপোর্টে নাম এবং ঠিকানা পরিবর্তন প্রক্রিয়া সমর্থন করার জন্য নির্দিষ্ট ডকুমেন্টেশন প্রয়োজন। নির্দিষ্ট কারণে ভারতীয় পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য প্রয়োজনীয় নথি জানতে অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখতে পারেন।

ভারতীয় পাসপোর্টে নাম এবং ঠিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক না হলেও, সঠিক তথ্য নিশ্চিত করতে নাগরিকদের তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।