Tag Archives: Celebration

Wedding Anniversary Celebration: পুলিশের ঘরণী নার্স, বিবাহ বার্ষিকীকে স্মরণীয় করতে জুটিতে যা কাণ্ডটা করলেন…

উত্তর দিনাজপুর: টিনের ঘরের মধ্যে সারি সারি জামা-কাপড় সাজানো। প্রয়োজন অনুযায়ী যে কোন‌ও পোশাক নিয়ে যেতে পারেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে! ২৫ তম বিবাহ বার্ষিকী স্মরণীয় করে রাখতে এমন সাড়া ফেলে দেওয়া উদ্যোগ সীমা জানার। তিনি আবার সরকারি হাসপাতালের একজন নার্স।

দরিদ্রদের সুবিধা হতে পারে মনে করে বিয়ের জন্মদিন উপলক্ষে এমন একটি ঘরের সূচনা করেছেন জানা দম্পতি। তাঁরা দুজনেই সরকারি চাকুরে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার এসআই কাঞ্চন জানা ও সীমা জানা কর্মরত করণদিঘি গ্রামীণ হাসপাতালে। বিয়ের ২৫ বছর উপলক্ষে তাঁরা এই মহতী উদ্যোগের সূচনা করলেন।

আরও পড়ুন: আখের রস বিক্রি করতে আর কষ্ট হবে না, সামান্য খরচে এই মেশিন বসালেই কেল্লাফতে

বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রতিবছর‌ই জানা দম্পতি অভিনব কিছু না কিছু করে থাকেন। তবে এই বছর বিষয়টা স্পেশাল ছিল। তাঁরা যে ঘরের উদ্বোধন করেছেন সেখানে এসে দুঃস্থরা তাঁদের জন্য প্রয়োজনীয় যাবতীয় জামাকাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই ঘরে যেকেউ এসে তাঁদের জামা-কাপড়টি রেখে যেতে পারেন। আর যাদের দরকার তারা এসে সেখান থেকে নিজের পছন্দমত পোশাকটি বেছে নিয়ে যাবেন। এই গরিব মানুষগুলোর জন্যই বিবাহ বার্ষিকীতে এমন উদ্যোগ জানা দম্পতির। ‘আপনার প্রয়োজন থাকলে দিয়ে যান, প্রয়োজন থাকলে নিয়ে যান’ এটাই হলো এই উদ্যোগের ট্যাগলাইন। ট্যাগলাইন লেখা ফ্লেক্স ঘরটির চারপাশে আটকানো।

পিয়া গুপ্তা

Eid Celebration: কাঁটাতারের দু’ দিকে হাসিমুখ, ইদের আনন্দে শামিল দুই বাংলার মানুষ

আজ পবিত্র ইদের দিন, আর এই দিনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অর্থাৎ জলঙ্গী পদ্মাপাড়ে হাজার হাজার মানুষের ভীড়।
আজ পবিত্র ইদের দিন, আর এই দিনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অর্থাৎ জলঙ্গী পদ্মাপাড়ে হাজার হাজার মানুষের ভীড়।
প্রতিবছর পবিত্র মাহে রমজান মাসে টানা ৩০ দিন রোজা রাখার পর, ইদের নামাজ আদায় করে। ইদের সারাদিন ব্যস্ত থাকে আনন্দ উল্লাসে। ছোট বড় নারী পুরুষ সকলকে দেখা যায় জলঙ্গির পদ্মা নদীর ধারে।
প্রতিবছর পবিত্র মাহে রমজান মাসে টানা ৩০ দিন রোজা রাখার পর, ইদের নামাজ আদায় করে। ইদের সারাদিন ব্যস্ত থাকে আনন্দ উল্লাসে। ছোট বড় নারী পুরুষ সকলকে দেখা যায় জলঙ্গির পদ্মা নদীর ধারে।
বিভিন্ন জায়গা আগত দর্শনাথী থেকে এলাকার বাসিন্দারা সবাই এই নদীর ধারে এসে এই দিনটিকে উপভোগ করার জন্য ছুটে আসে জলঙ্গির এই সীমান্তে।
বিভিন্ন জায়গা আগত দর্শনাথী থেকে এলাকার বাসিন্দারা সবাই এই নদীর ধারে এসে এই দিনটিকে উপভোগ করার জন্য ছুটে আসে জলঙ্গির এই সীমান্তে।
এখানে এসে সকলে যেমন বাংলাদেশকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষকেও দেখে হাত নাড়াতে দেখা যায় সকলকে।
এখানে এসে সকলে যেমন বাংলাদেশকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে ওঠে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষকেও দেখে হাত নাড়াতে দেখা যায় সকলকে।
তবে বাংলাদেশ ও ভারতের সীমান্তে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারায় কথাও বলতে দেখা যায় দুই দেশের মানুষকে।শুধু কি তাই, ঠিক এখানে এসে মানুষ নৌকায় চেপে নদী হয়ে বাংলাদেশের সীমান্তে ঘুরে বেড়ানোর অপূর্ব দৃশ্য দেখা যায় সীমান্তবর্তী এলাকাতে।
তবে বাংলাদেশ ও ভারতের সীমান্তে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারায় কথাও বলতে দেখা যায় দুই দেশের মানুষকে।শুধু কি তাই, ঠিক এখানে এসে মানুষ নৌকায় চেপে নদী হয়ে বাংলাদেশের সীমান্তে ঘুরে বেড়ানোর অপূর্ব দৃশ্য দেখা যায় সীমান্তবর্তী এলাকাতে।
সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকে বিএসএফ ও রাজ্যে পুলিশ। কাঁটাতার কে পেরিয়ে সকল মানুষ একদিনের জন্য দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। তবে দুই দেশের মধ্যে দুরত্ব থাকে কয়েকশো মিটার।
সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকে বিএসএফ ও রাজ্যে পুলিশ। কাঁটাতার কে পেরিয়ে সকল মানুষ একদিনের জন্য দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। তবে দুই দেশের মধ্যে দুরত্ব থাকে কয়েকশো মিটার।
ইদের এই একটা দিনে দুই দেশের মানুষ কাছে না আসতে পারলেও দুর থেকেই চলে হাতের ইশারায় আদান প্রদান। এক ঝলক দেখতে পেয়ে খুশি হন সকলেই।
ইদের এই একটা দিনে দুই দেশের মানুষ কাছে না আসতে পারলেও দুর থেকেই চলে হাতের ইশারায় আদান প্রদান। এক ঝলক দেখতে পেয়ে খুশি হন সকলেই।