Tag Archives: Ishan Kisan

BCCI Contract List: শাস্তি দিলই বিসিসিআই, নতুন বার্ষিক চুক্তিতে নাম নেই শ্রেয়স- ইশানের, রইল এবারের লিস্ট

বিসিসিআই ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নবীকরণের লিস্ট সামনে এল৷ যেমন আশঙ্কা করা হয়েছিল শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণকে বার্ষিক চুক্তি থেকে সরিয়ে দেওয়া হল৷   বুধবার দিন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এই চুক্তির নতুন তালিকা বার করল৷ সিনিয়র পুরুষ দল ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর  ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷
বিসিসিআই ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নবীকরণের লিস্ট সামনে এল৷ যেমন আশঙ্কা করা হয়েছিল শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণকে বার্ষিক চুক্তি থেকে সরিয়ে দেওয়া হল৷   বুধবার দিন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এই চুক্তির নতুন তালিকা বার করল৷ সিনিয়র পুরুষ দল ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর  ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷
গ্রেড এ + (Grade A+) ৪ জনরোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
গ্রেড এ + (Grade A+) ৪ জন
রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
গ্রেড এ (Grade A ) ৬ জনরবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Mohd. Siraj),  কেএল রাহুল (KL Rahul),  শুভমান গিল (Shubman Gill) , হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya)
গ্রেড এ (Grade A ) ৬ জন
রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin), মহম্মদ শামি (Mohd. Shami), মহম্মদ সিরাজ (Mohd. Siraj),  কেএল রাহুল (KL Rahul),  শুভমান গিল (Shubman Gill) , হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya)
গ্রেড বি  (Grade B) ৫জনসূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
গ্রেড বি  (Grade B) ৫জন
সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
গ্রেড সি (Grade C) ১৫ অ্যাথলিটরিঙ্কু সিং (Rinku Singh), তিলক ভর্মা (Tilak Verma), রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaekwad), শার্দুল ঠাকুর (Shardul Thakur), শিভম দুবে  (Shivam Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), জিতেশ শর্মা (Jitesh Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার  (Mukesh Kumar), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), কেএস ভরত (KS Bharat), প্রসিদ কৃষ্ণা (Prasidh Krishna), আবেশ খান  (Avesh Khan),  রজত পাতিদার  (Rajat Patidar)
গ্রেড সি (Grade C) ১৫ অ্যাথলিট
রিঙ্কু সিং (Rinku Singh), তিলক ভর্মা (Tilak Verma), রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaekwad), শার্দুল ঠাকুর (Shardul Thakur), শিভম দুবে  (Shivam Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), জিতেশ শর্মা (Jitesh Sharma), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার  (Mukesh Kumar), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), কেএস ভরত (KS Bharat), প্রসিদ কৃষ্ণা (Prasidh Krishna), আবেশ খান  (Avesh Khan),  রজত পাতিদার  (Rajat Patidar)
এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷ যেরকম ধ্রুব জুরেল, সরফরাজ খান যাঁরা ২ টি করে টেস্ট খেলে ফেলেছেন তাঁরা স্বাভাবিকভাবেই গ্রেড সিতে চলে যাবে যদি আরও একটি টেস্ট খেলেন ধরমশালাতে৷ যেটি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট৷
এছাড়াও জানানো হয়েছে যে ক্রিকেটাররা ৩ টি টেস্ট, ৮ টি ওডিআই, ১০ টি টি টোয়েন্টি খেলবে তারা এমনিতেই গ্রেড সিতে সরাসরি অন্তর্ভুক্ত হবে৷ যেরকম ধ্রুব জুরেল, সরফরাজ খান যাঁরা ২ টি করে টেস্ট খেলে ফেলেছেন তাঁরা স্বাভাবিকভাবেই গ্রেড সিতে চলে যাবে যদি আরও একটি টেস্ট খেলেন ধরমশালাতে৷ যেটি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট৷
শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ যে বর্ষিক চুক্তিপত্র রিনিউ বা পুনর্নবীকরণ হয়নি৷
শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ যে বর্ষিক চুক্তিপত্র রিনিউ বা পুনর্নবীকরণ হয়নি৷
সিলেকশন কমিটি এছাড়াও আকাশ দীপ, বিজয়কুমার, উমরান মালিক , যশ দয়াল এবং বিদ্বাওয়াত কেভারেপ্পা নামও প্রস্তাব করেছে৷ বিসিসিআই জানিয়েছে  প্রতি ক্রিকেটার ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে হবে৷
সিলেকশন কমিটি এছাড়াও আকাশ দীপ, বিজয়কুমার, উমরান মালিক , যশ দয়াল এবং বিদ্বাওয়াত কেভারেপ্পা নামও প্রস্তাব করেছে৷ বিসিসিআই জানিয়েছে  প্রতি ক্রিকেটার ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে হবে৷

বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি করে রেকর্ড ঈশান কিষানের

#চট্টগ্রাম: সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। শেষ ওয়ানডেতে এসে বাংলাদেশের বোলারদের ওপর ঝাল মেটাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। তাসকিন-মোস্তাফিজদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতেছেন ইশান কিশান আর বিরাট কোহলি। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর কিশান-কোহলি মিলে এরই মধ্যে গড়েছেন ২৮০ রানের জুটি। এর মধ্যে বেশি ভয়ংকর কিশান।

৮৫ বলে ঝোড়ো সেঞ্চুরি করা এই বাঁহাতি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটিকে রূপ দিয়েছেন ডাবলে, ১২৬ বলেই। যেটি কিনা ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। ফেরার পথে কিষাণ অভিনন্দন পেলেন বাংলাদেশ দলেরও।

লিটন দাস তো অনেকটা পথ দৌড়ে গিয়ে অভিনন্দন জানিয়ে এলেন লিটনও। কিষাণের ইনিংসটি ছিল এমনই বিশেষ কিছু। আউট হওয়ার আগে কোহলির সঙ্গে কিষাণের জুটিতে উঠেছে ২৯০ রান। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে ওয়ানডেতে এখন এটিই সর্বোচ্চ।

তাসকিনকে তুলে মেরেছিলেন। লং অনে অবশেষে লিটন দাসের হাতে ধরা পড়লেন। ১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ঈশান কিষাণ। ২৪ বাউন্ডারি এবং দশটি ছক্কা মারেন ঈশান। এরপর বিরাট কোহলি একদিনের ক্রিকেটে নিজের শত রান করে ফেললেন। ছয় মেরে সেঞ্চুরি করেন বিরাট। ২০১৯ আগস্ট মাসের পর একদিনের ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।

বিশ্বকাপে সুযোগ না পেয়ে বেড়ে গিয়েছে জেদ ! টিম ইন্ডিয়ার দরজা ভেঙে ঢোকার ঘোষণা ঈশানের

#রাঁচি: অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। অথচ আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়ে রেকর্ড তৈরি করেছিলেন তিনি। ঈশান কিষান অস্ট্রেলিয়া যেতে না পেরে কিছুটা মন খারাপ করেছিলেন প্রথমে। কিন্তু বরাবরের মতো পাশে ছিলেন কোচ উত্তম মজুমদার। বাঙালি কোচ ঈশানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মন খারাপ করার মানে নেই। নিজের লড়াই লড়ে যেতে হবে। সুযোগ আসবেই।

সামনের বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। এখন এটাই আসল টার্গেট ঈশানের। তার কিছুটা ট্রেলার দেখা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’উইকেট পড়ে যাওয়ার পরে শ্রেয়স আয়ারের সঙ্গে ঈশানের ১৬১ রানের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। ৮৪ বলে ৯৩ রান করে আউট হন ঈশান। বিয়র্ন ফরচুনকে ছয় মারতে গিয়ে ক্যাচ দেন তিনি।

আউট হওয়ার পরে ক্রিজেই হাঁটু মুড়ে বসে পড়েন ঈশান। অবশ্য শতরান না পেলেও হতাশ নন ঈশান। তিনি জানিয়ে দিলেন, ভবিষ্যতেও এভাবেই খেলবেন তিনি। তবে সেই সঙ্গে ঈশান স্বীকার করে নিয়েছেন, কোনও কোনও ম্যাচে পরিস্থিতি অনুযায়ী খেলতে গেলে একটু সাবধানী ইনিংস খেলতে হয়।

তিনি বলেন, অনেক সময় অবশ্য এক-দু’রান নেওয়া গুরুত্বপূর্ণ। যখন খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছে তখন নেমেই বড় শট খেলার ঝুঁকি নেওয়া যায় না। তাই সেভাবেও নিজেকে তৈরি করি। কিন্তু আমার সামনে যদি ছয় মারার বল আসে তা হলে আমি মারবই।

ঈশানের কোচ উত্তম জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ না পেয়ে এখন আর সেটা মনে রাখতে চায় না তার ছাত্র। মোটে চব্বিশ বছর বয়স। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। তাই ছাত্রকে তিনি শুধু চোখ বন্ধ করে নিজের কাজটা এবং পরিশ্রম করে যেতে বলেছেন। বাকিটা ওপরওয়ালার হাতে।

এমনিতে অধিনায়ক রোহিত শর্মার খুব পছন্দের ক্রিকেটার ঈশান। তাই অস্ট্রেলিয়ায় সুযোগ না পেলেও একদিনের বিশ্বকাপে তিনি দলে ঢুকতে পারেন তাতে সন্দেহ নেই।

Ishan Kishan: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কিন্তু পা মাটিতেই, ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম, ভাইরাল ভিডিও

#রাঁচি: রাঁচিতে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে রাঁচিতে খেলা হল৷ প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের ফলে সিরিজ এখন ১-১৷ ম্যাচে ঘরের ছেলে ইশান কিষাণ ক্রিকেট ফ্যানদের মধ্যে পৌঁছে যান৷ তিনি ফ্যানদের সঙ্গে সেলফি তোলান৷ তাঁদের দেদার অটোগ্রাফও দেন৷ সঙ্গে তিনি পরিচিতদের সঙ্গেও বিন্দাস ঢঙে দেখা করেন৷ তাঁদের পা ছুঁয়ে প্রণামও করেন৷ তাঁদের আশীর্বাদও নেন৷

বিসিসিআই লোকাল স্টার ইশান কিষাণ ও শার্দুল ঠাকুরের ফ্যানদের সঙ্গে মেলামেশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ফ্যানরা সকলেই প্রশংসা করছেন৷ ভিডিওটির ব্যাপক লাইক হচ্ছে৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

 

ইশান এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং রয়েছে৷

 

 

আরও পড়ুন-  উৎসবের মরশুমেই পথে নামছে তৃণমূল, আগামিকাল থেকে শুরু বিজয়া সম্মিলনী

ইশান কিষাণের সঙ্গে এক বর্ষীয়ান মহিলার ছবি দেখা যাচ্ছে তিনি সম্ভবত পিনআপ বয়ের ঠাকুমা৷ তিনি বলছেন, ‘‘আমি বলেছিলাম না যখব জোরদার শট খেলে আমার ঘরের কাঁচ ভেঙে যাবে৷ আজ তুমি এমনটাই করেছ৷ ইশান তাঁর হ্যাঁ তে হ্যাঁ বলেন৷ তিনি সেই ভদ্রমহিলাকে বলেন ‘‘ঠাকুমা বাড়ির খাবার কবে খাবেন৷’’ তাতে তিনি বলেন ‘‘কখন আসছ?’’

ফ্যানরা শার্দুল ঠাকুরকে বিশেষ উপহার দেন

ইশান ঘরে এলে কখনও খালি হাতে ফেরেন না৷ মাঠে দেখা যায় শার্দুল ঠাকুরের নামেও কাগজ নাড়ছেন ফ্যানরা৷ সেখানে লেখা ছিল শার্দুল ঠাকুর ৫৪৷ এতে ইশান কিষাণ বলেন , ‘‘দেখো এখানে শুধু আমিই ভালবাসা পাই না এখানের ক্রিকেটের ফ্যান সকলকেই খুব ভালবাসা দেন৷’’

মানুষরা এখানে ভালবাসা দেন৷ ইশান কিষাণ বলেন বিশেষ নোট শার্দুল ঠাকুরকে দেন৷ তিনিও ফ্যানদের ধন্যবাদ দেন৷ তাঁদের দেওয়া নোট দিয়ে ছবি তোলেন৷

IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷

এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷  রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷

এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷