Tag Archives: Jharkhand

Hemant Soren Gets Bail: জমি দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

ঝাড়খণ্ড: অবশেষে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাই কোর্ট। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন হেমন্ত। কিন্তু সেখান থেকে আর্জি প্রত্যাহার করে নেন। অবশেষে শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট।

৩১ শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আসছে ‘ওয়াইড স্প্রেইড রেইন…’! বাংলা জুড়ে আগামী ৫ দিনে আবহাওয়ার বড় ভোলবদল! ‘নতুন’ ভবিষ্যৎবাণী জানিয়ে দিল আইএমডি

মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট দিয়ে লিখেছেন, “হেমন্ত সোরেন, দেশের একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার কারণে পদত্যাগ করতে হয়েছিল, কিন্তু আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে তার জনসাধারণের জন্য কার্যক্রম শুরু করবেন। হেমন্তকে আমাদের মাঝে আবার স্বাগতম!”

প্রসঙ্গত, ৬০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত।

Viral Video: ‘মদ দিবি কি না?’, বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড

রাঁচি: বারে ঢুকে ডিস্ক জকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক্সট্রিম স্পোর্টস বারে মদ না পেয়ে গুলি চলে। মৃতের নাম সন্দীপ।

ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি হাফ প্যান্ট পরে বারে ঢুকেছেন। টি-শার্ট দিয়ে মুখটা ঢেকে বাঁধা রয়েছে। হাতে বন্দুক তাক করে রয়েছেন ওই ডিজের দিকে। সাদা টি-শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ডিজে।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

পুলিশের দাবি, ওই বার বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অভিযুক্ত চারজন পৌঁছেছিলেন। সেখানে গিয়ে মদ খেতে চায় তারা। কিন্তু বার বন্ধ হয়ে যাওয়ায় মদ দিতে রাজি হননি বারের কর্মী। তখনই কর্মীর সঙ্গে অশান্তি শুরু হয় ওই চার অভিযুক্তর। তাদের একজনের কাছে বন্দুক ছিল। উপস্থিত ডিজের বুকের উপর বন্দুক ঠেকিয়ে গুলি করে সে।

আরও পড়ুন: বিরিয়ানি তো খান, কাচ্চি-পাক্কি-দম পুখত বিরিয়ানির পার্থক্য কি জানেন? কোনটা কেন জনপ্রিয় জানুন

গুলি চালিয়েই ওই চার অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত ওই কর্মীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাঁচির পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ED Raids in Jharkhand: কোটি কোটি নগদ টাকা উদ্ধার ঝাড়খণ্ডের মন্ত্রীর পরিচারকের বাড়ি থেকে! ফাঁস গোপন চিঠি

ঝাড়খণ্ড: টানা ১২ ঘণ্টা ধরে ঝাড়খণ্ডের মন্ত্রীর পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গুনল ইডি। ৬টি টাকা গোনার মেশিন আনা হয়েছিল। ইডি আধিকারিকরা জানিয়েছেন, মন্ত্রী আলমগীর আলমের গৃহ পরিচারিকার বাড়ি থেকে নগদ ৩৫.২৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। শুধু বিপুল নগদ নয়, ‘গোপনীয় চিঠি’-ও উদ্ধার হয়েছে।

মজার বিষয় হল, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে যে চিঠি ঝাড়খণ্ড সরকারকে ইডি-ই পাঠিয়েছিল, সেই চিঠিরই একটি অনুলিপি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ইডি-র এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, সরকারি চিঠিটি অত্যন্ত ‘সংবেদনশীল’ এবং ‘গোপনীয়’। রাজ্য সরকারের সংবেদনশীল নথি ফাঁস হওয়ার ইঙ্গিত রয়েছে।

ঠিক একবছর আগের ঘটনা। ২০২৩ সালের ৫ মে ঝাড়খণ্ড সরকারের মুখ্য সচিবকে চিঠি পাঠায় ইডি। পিএমএল অ্যাক্ট ২০২২-এর ধারা ৬৬(২)-এর আওতায় রুরাল ডেভেলপমেন্ট স্পেশাল জোন এবং পল্লী পূর্ত বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার রামের বিষয়ে তথ্য দেওয়া হয়। চিঠিয়ে ইডি রাজ্য সরকারকে বিভাগীয় ‘দুর্নীতি’ সম্পর্কে অবহিত করে এবং আইপিএসি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ইডি অভিযানে অভিযুক্তের বাড়ি থেকেই সেই চিঠির একটি অনুলিপি উদ্ধার হয়েছে। এই ঘটনা থেকে ইডি মনে করছে, ঝড়খণ্ড সরকার অভিযুক্তকে সাহায্য করার জন্য চিঠিটা ফাঁস করে দিয়েছে। তাঁদের দাবি, এটা ‘ইচ্ছাকৃতভাবে; ফাঁস।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

চিঠিতে ইডি জানিয়েছিল, “বীরেন্দ্র কুমার রাম এবং অন্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর অধীনে তদন্ত চালানো হবে। দুর্নীতি দমন ব্যুরো, জামশেদপুর এবং চূড়ান্ত রিপোর্টে দুর্নীতি প্রতিরোধ (পিসি) আইন, ২০১৮-এর ধারা ৭(এ) -এর অধীনে ১৩ নভেম্বর ২০১৯ তারিখে এফআইআর নং ১৩/১৯-এর ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছিল। রিপোর্ট নং ০১/২০২০ তারিখ ১১ জানুয়ারি এসিবি জামশেদপুর জমা দিয়েছে।” ইডি আরও জানিয়েছে, পিএমএলএ তদন্তের সময়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৩০ জায়গায় তল্লাশি চালিয়ে যানবাহন, নগদ, গয়না এবং অন্যান্য অপরাধমূলক নথি উদ্ধার হয়েছিল। দুর্নীতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই সমস্ত সম্পত্তি অর্জন করেছেন বীরেন্দ্র কুমার রাম।

ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…

রাঁচী: ঝাড়খণ্ডে ইডি-র তল্লাশি৷ উদ্ধার কোটি কোটি টাকা৷ আর সেই টাকা উদ্ধারকে সাক্ষী করেই আরও একবার দুর্নীতি দমনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা৷ তল্লাশিতে উদ্ধার হয় কমপক্ষে ২০ কোটি টাকা৷ তারপর থেকেই হিমন্ত সোরেন ও তাঁর দলের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করছেন বিজেপি রাজ্য তথা কেন্দ্রীয় নেতারা৷

এদিন ওড়িশার নবরঙ্গপুরে একটি প্রচারসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারসভায় বক্তৃতার সময় তাঁর মুখে উঠে আসে ঝাড়খণ্ডের টাকা উদ্ধার প্রসঙ্গ৷

আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

মোদি বলেন, ‘‘আজ ঝাড়খণ্ড মে নোটো কা পাহাড়া মিল রাহা হ্যায়৷ মোদি ইস টেকিং অ্যাকশন এগেইস্ট কোরাপশন৷ (আজ ঝাড়খণ্ডে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোদি৷)’’

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

যদিও আলমগীর আলমের দাবি, তাঁর কাছে এ বিষয়ে কোনও সরকারি তথ্য নেই৷ তিনি টেলিভিশন দেখেই যা জেনেছেন৷ তবে সঞ্জীব লাল তাঁর প্রশাসন নিযুক্ত আপ্ত সহায়ক৷ তিনি জানান, সঞ্জীব লাল একজন সরকারি কর্মী, তাঁর আগে আরও দুই মন্ত্রীর সচিব ছিলেন তিনি৷

জানা গিয়েছে, বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং লুটের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতেই এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্রেই এদিনের এই তল্লাশি৷

Ed Raid: শুধু টাকা আর টাকা! ভোটের মাঝেই টাকার পাহাড় উদ্ধার ইডির! এবার মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে খোঁজ

রাঁচি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মধ্যে ঝাড়খণ্ডে ইডি’র হানায় ফের বিপুল টাকা উদ্ধার (Huge Cash Recovery) হল। সোমবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। টাকা গোনা এখনও শেষ হয়নি বলেই জানা যাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ঝাড়খণ্ডে এই আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা শুরু হয়েছিল। গ্রামোন্নয়ন দফতরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রাম। তাঁকে গ্রেফতার করে মামলার তদন্ত শুরু করেছে ইডি। তাঁকে জেরা করেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ইডি হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। রবিবার রাত থেকেই রাঁচির ছয় জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরপর সোমবার ইডি পৌঁছায় সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, এর আগে বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই অভিযানে উদ্ধার হওয়া টাকা সেই পরিমাণকে ছুঁতে পারে কি না, তা নিয়ে অনেকেরই মনে কৌতুহল জেগেছে।

দীর্ঘ ৩০ বছর পরে তৈরি হতে চলেছে বিরল যোগ; নবরাত্রির প্রথম দিনেই ঘরে আনুন এইসব সামগ্রী, উন্নতি কেউ আটকাতে পারবে না !

পরমজিৎ কুমার, দেওঘর: আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। তাই ঘরে ঘরে চলছে দেবী মাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। মোট ৪টি নবরাত্রি উৎসবের মধ্যে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ চৈত্র নবরাত্রি। কারণ হিন্দু নববর্ষও এই দিন থেকে শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে নবরাত্রি এবং নববর্ষকে শুভ করার জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে। আসলে এই উপায় অবলম্বন করলে ভক্তের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু বিরল যোগের কারণে এই বছরের নবরাত্রি বিশেষ হতে চলেছে।

দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল18-কে জানান, আগামী ৯ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে। আর চলতি বছরেই প্রায় ৩০ বছর পর তৈরি হতে চলেছে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং বৈধৃতি যোগ। এমন শুভ সংযোগ বেশ বিরলই। চৈত্র নবরাত্রির দিনগুলিতে দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য খুবই বিশেষ বলে মনে করা হয়। টাকাপয়সা ঠিক ভাবে হাতে না আসার কারণে বিরক্ত হলে নবরাত্রির শুরুতেই কিছু কেনাকাটা করে দেবী লক্ষ্মীকে তুষ্ট করা যেতে পারে।

আরও পড়ুন– গরমে বিদেশে বেড়াতে যাচ্ছেন? এই ৫ ভিসা আপডেট সম্পর্কে জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন

নবরাত্রির প্রথম দিনে এইসব সামগ্রী ঘরে আনা যেতে পারে:

স্বর্ণমুদ্রা:

নবরাত্রির প্রথম দিনে লক্ষ্মী-গণেশের মূর্তির সঙ্গে অবশ্যই সোনার মুদ্রা বা গোল্ড কয়েন কেনা যেতে পারে। নবরাত্রি শেষ হওয়ার পরে এটি বাড়ির নিরাপদে রাখতে হবে। এতে আর্থিক সঙ্কট চিরতরে দূর হয়ে যাবে। একই সঙ্গে যাঁরা সোনা কিনতে পারেন না, তাঁদের অবশ্যই লাল কাপড় কেনা উচিত।

পদ্মের উপর উপবিষ্টা মা লক্ষ্মীর ছবি:

নবরাত্রির প্রথম দিনে মা লক্ষ্মীর এমন একটি ছবি কিনতে হবে, যেখানে তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্টা। সেই ছবিটি ঠাকুরঘরে রাখতে হবে। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং গৃহের আর্থিক উন্নতিসাধন ঘটবে।

আরও পড়ুন– রাশিফল ৮ এপ্রিল-১৪ এপ্রিল; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

১৬টি শৃঙ্গার:

নবরাত্রির প্রথম দিনে ১৬টি শৃঙ্গারের সামগ্রী ক্রয় করে দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করলে দেবী দুর্গা খুব প্রসন্ন হবেন। আর তার ফলে ঘরে সর্বদা সুখ-সমৃদ্ধির বাতাবরণও বজায় থাকবে।

রুপোর ঘোড়া:

এবার মা দুর্গার আগমন ঘটতে চলেছে ঘোটকে চড়ে। তাই নবরাত্রির প্রথম দিনে একটি রুপোর ঘোড়া কিনে ঠাকুরঘরে রাখা হলে ঘরে অর্থ বর্ষিত হবে।

 (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)