Tag Archives: Joint Entrance Exam

Joint Entrance Exam Result 2024: রাজ্যে প্রথম বাঁকুড়ার কিংশুক, উচ্চ মাধ্যমিকের আক্ষেপ মিটল জয়েন্ট এন্ট্রান্সে!

বাঁকুড়া: ইউটিউব থেকে ফিজিক্স পড়ে, গোটা রাজ্যে প্রথম। ভোটের রেজাল্ট কেউ হার মানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট। সবাইকে টপকে দিয়ে, রাজ্যে প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র। মনে কষ্ট ছিল কারণ উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করতে পারেননি এই কৃতি ছাত্র। সেরার সেরা হওয়ার ইচ্ছাটা জেদ হিসাবে বুকে চেপে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পরিশ্রম করতে থাকেন বাঁকুড়ার এই কৃতি ছাত্র। আর ঠিক তখনই তার জীবনে ঘটে গেল সম্ভবত সবচেয়ে চমকপ্রদ ঘটনা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে প্রথম বাঁকুড়া জিলা স্কুলের কিংশুক।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জিলা স্কুলের কিংশুক পাত্র। বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক ছোট থেকেই বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র। অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি।

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, কিন্তু আকাশে নয়, ঘটে রানওয়েতে! আত্মা কেঁপে যাবে জেনে

সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। সকলকে টপকে একেবারে রাজ্যে প্রথম হয়েছে কিংশুক। কিংশুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার। ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে এগোবে কিংশুক তা এখনও সেভাবে ঠিক করেনি কিংশুক। তার পছন্দের বিষয় অঙ্ক।

স্বাভাবিকভাবে ছেলের এই কাণ্ডে গর্বিত হয়েছেন বাবা মা। শুধু বাবা মা-ই নয়। গর্বিত গোটা বাঁকুড়া জেলা। বাঁকুড়া হল পশ্চিমবঙ্গের “এডুকেশন হাব”। আর এই হাব থেকেই প্রতিবছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সিরাজ সেরা হয়ে উঠে আসেন বাঁকুড়ার ছাত্র-ছাত্রীরা। এই বছরও সেই ট্রেন্ড ধরা পড়ল, তবে রাজ্যে প্রথম হয়ে একপ্রকার সব লাইম লাইট কেড়ে নিয়েছেন বাঁকুড়ার কিংশুক।

নীলাঞ্জন ব্যানার্জী

WBJEE Topper List 2024: রাজ্য জয়েন্টে প্রথম ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের, বাজিমাত আর কাদের? দেখুন প্রথম ১০ মেধাতালিকা

কলকাতা: ৩৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর পরীক্ষার ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী রেজিস্ট্রার করেছিলেন। তাঁদের মধ্যে ৯৯,৫৭৪ জন ছাত্র। ৯৮ হাজার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। ৩২৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। ৮৮ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্ট মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ওএমআর শিটের জন্য মেজর সিকিউরিটি নেওয়া হয়েছিল। দাবদাহের জন্য পর্যাপ্ত জল রাখা হয়েছিল। ফল প্রকাশের পর র‍্যাঙ্ক কার্ডে অসৎ উপায় অবলম্বন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এবছরে ছাত্রীদের কারিগরী শিক্ষায় উৎসাহ দিতে ফিস কমানো হয়েছিল। ছাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। আন্দামান থেকে ১২ জন ও দমন-দিউ থেকে ৬ জন এই পরীক্ষায় বসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে অংশ নিয়েছেন অনেকে।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত, শীর্ষে কারা? দেখুন রেজাল্ট

কারা শীর্ষে? দেখুন এক ঝলকে

প্রথম দশ জন

১। কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল
২। শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি স্কুল
৩। বিভাসন বিশ্বাস, কৃষ্ণনগর
৪। ইরাদ্রি বসু খান্দ, দার্জিলিং পাবলিক স্কুল
৫। ময়ুখ চৌধুরী, সাউথ পয়েন্ট
৬। রিতম বন্দ্যোপাধ্যায়, হুগলি
৭। অভীক দাস, আলিপুরদুয়ার
৮। অথর্ব সিংহানিয়া রুবি পাবলিক
৯। সৌনক কর, স্কটিশ চার্চ কলেজ
১০। বিজিত ময়িশ, বিডি মেমোরিয়াল নরেন্দ্রপুর

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

মেধাতালিকায় থাকা পড়ুয়ারা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চার জন সিবিএসই বোর্ডের ও দু’জন আইএসসি বোর্ডের।

কোথায় কীভাবে দেখবেন নিজের রেজাল্ট?

বৃহস্পতিবার ৬ জুন, বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

WBJEE Result 2024 OUT: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত, শীর্ষে কারা? দেখুন রেজাল্ট

কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত হল। জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষায় সফল ৯৯.৫৩ শতাংশ পরীক্ষার্থী।  জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।

এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী রেজিস্ট্রার করেছিলেন। তাঁদের মধ্যে ৯৯,৫৭৪ জন ছাত্র। ৯৮ হাজার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ছিলেন। ৩২৮টি পরীক্ষা কেন্দ্র ছিল। ৮৮ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্ট মলয়েন্দু সাহা জানিয়েছেন, ‘রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। ওএমআর শিটের জন্য মেজর সিকিউরিটি নেওয়া হয়েছিল। দাবদাহের জন্য পর্যাপ্ত জল রাখা হয়েছিল। ফল প্রকাশের পর র‍্যাঙ্ক কার্ডে অসৎ উপায় অবলম্বন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

তিনি আরও জানান, এবছরে ছাত্রীদের কারিগরী শিক্ষায় উৎসাহ দিতে ফিস কমানো হয়েছিল। ছাত্রীদের অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। আন্দামান থেকে ১২ জন ও দমন-দিউ থেকে ৬ জন এই পরীক্ষায় বসেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে অংশ নিয়েছেন অনেকে।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

কোথায় কীভাবে দেখবেন নিজের রেজাল্ট?

বৃহস্পতিবার ৬ জুন, বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ২৮ এপ্রিল, ২০২৪ ৩২৮ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন সকলে।

অমিত সরকার

WBJEE 2024: শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম ঠেকাতে পদক্ষেপ বোর্ডের! রবিবার বাড়তি মেট্রোর ব্যবস্থা

কলকাতা: শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। রাজ্যের প্রায় ৩৮৮টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা গ্রহণ। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিকে বিশেষভাবে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। জেনারেটর এবং ওআরএস প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রাখতে বলা হয়েছে।

এমনকী গরমে কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনাও রাখতে বলা হয়েছে। সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও নটা থেকে সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে। প্রথমে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা যা চলবে বেলা ১ টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে। যা চলবে বিকেল চারটে পর্যন্ত।

আরও পড়ুন: দইয়ের এই পদ খেলেই শরীর হবে ‘ঠান্ডা ঠান্ডা-কুল কুল’, হুড়মুড়িয়ে কমবে ওজন! রইল সহজ রেসিপি

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে ভর্তির এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে।

আরও পড়ুন: মেঘলা ওয়েদারে ভ্যাঁপসা গরম, উত্তরেও কাহিল করছে হিটওয়েভ! ৩ জেলায় স্বস্তির বৃষ্টি? আবহাওয়ার খবর

কলকাতা মেট্রো রেলের তরফেও রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু করা হয়। পাশাপাশি, সারা দিনে উত্তর থেকে দক্ষিণে ‘ব্লু লাইন’-এ মোট ১৪০টি মেট্রো চলবে, যেখানে অন্য দিন ১৩০টি মেট্রো চলে।

সাহ্নিক ঘোষ